অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি‘এরিস্টটল অতিসংক্ষিপ্ত PDF: অধ্যায় ৫.২ : এরিস্টটল, এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি‘এরিস্টটল অতিসংক্ষিপ্ত PDF
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৫.২ : এরিস্টটল
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. এরিস্টটল কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : এরিস্টটল ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ।
২. এরিস্টটল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : এরিস্টটল ম্যাসিডনের উপকূলবর্তী স্ট্যাগিরা নামক স্থানে জন্মগ্রহণ করেন ।
৩. এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর : এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম লাইসিয়াম ।
৪. এরিস্টটল কত বছর ধরে লাইসিয়াম পরিচালনা করেন?
উত্তর : এরিস্টটল দীর্ঘ ১২ বছর ধরে লাইসিয়াম পরিচালনা করেন।
৫. এরিস্টটল কার গৃহশিক্ষক নিযুক্ত হন?
উত্তর : এরিস্টটল মেসিডোনিয়ার রাজপুত্র আলেকজান্ডারের গৃহশিক্ষক নিযুক্ত হন ।
৬. এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর : এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম ”The Politics”.
৭. “সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি, যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে।”—উক্তিটি কার?
অথবা, “The Constitution is the way of life, the state has chosen for itself ‘ উক্তিটি কার?
উত্তর : “সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি, যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে ।”—উক্তিটি এরিস্টটলের।
৮. এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে উত্তম সরকার ‘পলিটি’ বা মধ্যতন্ত্র।
৯. এরিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেন?
উত্তর : এরিস্টটল তার আলোচনায় আরোহ পদ্ধতি অনুসরণ করেন ।
১০. ”The Politics’গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ”The Politics’ গ্রন্থের রচয়িতা এরিস্টটল ।
১১. কোন দুটি নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর : ১. উদ্দেশ্যনীতি ও ২. সংখ্যানীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন।
১২. এরিস্টটলের মতে সরকারের স্বাভাবিক রূপ কয়টি ও কী কী?
উত্তর : এরিস্টটলের মতে সরকারের স্বাভাবিক রূপ তিনটি। যথা : ১. রাজতন্ত্র ২. অভিজাততন্ত্র ও ৩. মধ্যতন্ত্র
১৩. এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ কয়টি ও কী কী?
উত্তর : এরিস্টটলের মতে সরকারের বিকৃত রূপ তিনটি। যথা : ১. স্বৈরতন্ত্র ২. ধনিকতন্ত্র ও ৩. গণতন্ত্র ।
১৪. এরিস্টটল কোনটিকে সর্বাপেক্ষা বাস্তবভিত্তিক রাষ্ট্র বলেছেন?
উত্তর এরিস্টটল ‘মধ্যতন্ত্র’ বা ‘Polity’ কে সর্বাপেক্ষা বাস্তবভিত্তিক রাষ্ট্র বলেছেন ।
১৫. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে ?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে ।
১৬. লাইসিয়াম কী?
উত্তর : লাইসিয়াম হলো গ্রিক দার্শনিক এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম।
১৭. কত খ্রিস্টপূর্বাব্দে এরিস্টটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন?
উত্তর : খ্রিস্টপূর্ব ৩৩৪ অব্দে এরিস্টটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন।
১৮. এরিস্টটল অনুসৃত পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর : এরিস্টটল অনুসৃত পদ্ধতিকে অভিজ্ঞতামূলক পদ্ধতি বলা হয়।
১৯. এরিস্টটল কাদেরকে প্রাণিবাচক সম্পত্তি বলেছেন?
উত্তর : এরিস্টটল দাসদের প্রাণিবাচক সম্পত্তি বলেছেন।
২০. “Politics is an art. ” উক্তিটি কার?
উত্তর : “Politics is an art. “—উক্তিটি এরিস্টটলের।
২১. এরিস্টটল কতটি দেশের সংবিধান নিয়ে গবেষণা করেছেন?
উত্তর : এরিস্টটল ১৫৮টি দেশের সংবিধান নিয়ে গবেষণা করেছেন।
২২. এরিস্টটলের মতে রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান ?
উত্তর : এরিস্টটলের মতে রাষ্ট্র সর্বোচ্চ মানবীয় প্রতিষ্ঠান ।
- আরো পড়ুন:- প্লেটো রচনামূলক প্রশ্নোত্তর রাজনৈতিক তত্ত্ব পরিচিতি PDF
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, প্লেটো রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- প্লেটো: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:-অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDFফ্রি)
- অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDFফ্রি)
- আরো পড়ুন:- (PDFফ্রি)অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতিসংক্ষিপ্ত MCQ
- আরো পড়ুন:-(PDFফ্রি) রচনামূলক প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ
- আরো পড়ুন:-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ (PDFফ্রি)
- আরো পড়ুন:-(PDFফ্রি) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ
- আরো পড়ুন:-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা(PDFফ্রি)
- আরো পড়ুন:-রচনামূলক প্রশ্নোত্তর, রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা(PDFফ্রি)
২৩. “যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা।”— উক্তিটি কার?
উত্তর : “যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা।”— – উক্তিটি এরিস্টটলের।
২৪. এরিস্টটল দাসদেরকে কী বলেছেন?
উত্তর : এরিস্টটল দাসদেরকে কার্য সম্পাদনের হাতিয়ার বলেছেন ।
২৫. ‘Politics’ গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত?
উত্তর : ‘Politics’ গ্রন্থটি ৮টি খণ্ডে বিভক্ত।
২৬. “A slave is a living possession of his master and an instrument of action”- উক্তিটি কার?
উত্তর : “A slave is a living possession of his master and an instrument of action”- উক্তিটি এরিস্টটলের।
২৭. এরিস্টটল দাসপ্রথার সমর্থনে কয়টি নীতি উল্লেখ করেছেন?
উত্তর এরিস্টটল দাসপ্রথার সমর্থনে ২টি নীতি উল্লেখ করেছেন।
২৮. এরিস্টটল কোন প্রকৃতির দার্শনিক?
উত্তর : এরিস্টটল বাস্তববাদী দার্শনিক।
২৯. এরিস্টটলের মতে বিপ্লব কী?
উত্তর : এরিস্টটলের মতে যেকোনো ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তনই বিপ্লব।
৩০. এরিস্টটল বিপ্লবের কারণকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর : এরিস্টটল বিপ্লবের কারণকে ২ ভাগে ভাগ করেছেন ।
৩১. এরিস্টটলকে জ্ঞানীদের শিক্ষক বলেছেন কে?
উত্তর : এরিস্টটলকে জ্ঞানীদের শিক্ষক বলেছেন এলিঘিয়েরি দান্তে।
৩২. ””Law is the passionless reason. — উক্তিটি কার?
উত্তর “”Law is the passionless reason. ” উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের।
৩৩. ”The Politics’ কখন পুস্তকাকারে প্রকাশিত হয়?
উত্তর : ”The Politics’ এরিস্টটলের মৃত্যুর চারশত বছর পর পুস্তকাকারে প্রকাশিত হয়।
- আরো পড়ুন:- রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- অধ্যায় ৪:রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা অতিসংক্ষিপ্তত্তরPDF
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ: রচনামূলক প্রশ্নোত্তর(ফ্রি PDF)
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:(ফ্রি PDF) রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
৩৪. এরিস্টটল কতকগুলো পুস্তক রচনা করেন? উত্তর : এরিস্টটল প্রায় ৪০০টি পুস্তক রচনা করেন ।
৩৫. এরিস্টটল তার ‘The Politics’ এর কোন খণ্ডে বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন?
উত্তর : এরিস্টটল তার “The Politics’ এর পঞ্চম খণ্ডে বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন ।
৩৬. এরিস্টটলের মতে দাস কত প্রকার?
উত্তর : এরিস্টটলের মতে দাস ২ প্রকার ।
৩৭. এরিস্টটল নীতিশাস্ত্রকে কী বলে অভিহিত করেছেন?
উত্তর এরিস্টটল নীতিশাস্ত্রকে মাতৃবিজ্ঞান বলে অভিহিত করেছেন ।
৩৮. এরিস্টটলকে ‘Less Original Geniusবলে অভিহিত করেছেন কে?
উত্তর : এরিস্টটলকে ”Less Original Genius’ বলে অভিহিত করেছেন অধ্যাপক সেবাইন।
৩৯. “রাষ্ট্র একটি সর্বজনীন প্রতিষ্ঠান।”- উক্তিটি কার?
উত্তর : “রাষ্ট্র একটি সর্বজনীন প্রতিষ্ঠান।” উক্তিটি এরিস্টটলের।
৪০. এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার গণতন্ত্র ।
৪১. “সরকার বা সংবিধানের যেকোনো ধরনের পরিবর্তনই হলো বিপ্লব।”—উক্তিটি কার?
উত্তর : “সরকার বা সংবিধানের যেকোনো ধরনের পরিবর্তনই হলো বিপ্লব।”—উক্তিটি এরিস্টটলের।
৪২. “প্রত্যেক মানুষ হয় প্লেটোপন্থি হয়ে, না হয় এরিস্টটলপন্থি হয়ে জন্মগ্রহণ করেন।”—উক্তিটি কার?
উত্তর : “প্রত্যেক মানুষ হয় প্লেটোপন্থি হয়ে, না হয় এরিস্টটলপন্থি হয়ে জন্মগ্রহণ করেন।”—উক্তিটি কবি কোলরিজের।
৪৩. “মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব।”— উক্তিটি কার?
অথবা, “Man is by nature a social and political animal”— উক্তিটি কার?
উত্তর : “মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। ” উক্তিটি এরিস্টটলের।
৪৪. এরিস্টটলের মতে আইনগত দাস কে?
উত্তর : যারা যুদ্ধে পরাজিত হয়ে ধরা পড়বে অর্থাৎ যুদ্ধবন্দীদেরকে এরিস্টটল আইনগত দাস বলেছেন।
৪৫. পলিটি কী?
উত্তর : এরিস্টটলের মতে পলিটি হলো সর্বোত্তম সরকার ব্যবস্থা।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি‘এরিস্টটল অতিসংক্ষিপ্ত PDF