অনার্স প্লেটোপাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF ও অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, পর্ব – ১ ( প্রাচীন যুগ ) অধ্যায় ৩-প্লেটো এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: পর্ব:- ১ (প্রাচীন যুগ ) অধ্যায় ৩-প্লেটো এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
- অনার্স প্রথম বর্ষ
- বিষয়ঃ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা
- পর্ব – ১ ( প্রাচীন যুগ )
- অধ্যায় ৩ – প্লেটো
- বিষয় কোডঃ ২১১৯০৩
ক – বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
০১. প্লেটো কখন জন্মগ্রহণ করেন?
উত্তর : প্লেটো ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন।
০২. প্লেটোর গুরু কে ছিলেন?
অথবা, প্লেটোর শিক্ষকের নাম লেখ।
উত্তর : প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস।
- আরো পড়ুন:- PDF পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা: রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- ফ্রি PDF পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF গ্রিক সমাজ ও প্রতিষ্ঠান: রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF গ্রিক সমাজ ও প্রতিষ্ঠান: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF গ্রিক সমাজ ও প্রতিষ্ঠান: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি রুশো: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-(ফ্রি PDF) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: রচনামুলক প্রশ্নোত্তর
০৩. প্লেটোর পিতার নাম কী?
উত্তর : প্লেটোর পিতার নাম এরিস্টন ।
০৪. প্লেটোর মাতার নাম কী?
উত্তর : প্লেটোর মাতার নাম পেরিস্টিওন ।
০৫. প্লেটোর পারিবারিক নাম কী ছিল?
উত্তর : প্লেটোর পারিবারিক নাম এরিস্টোক্লেস।
০৬. প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম কী?
অথবা, প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখ?
উত্তর : প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম একাডেমি।
০৭. Academy কী?
উত্তর : গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো Academy।
০৮. ‘Academy’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : ‘Academy’ গ্রিক দার্শনিক প্লেটো প্রতিষ্ঠা করেছিলেন।
০৯. প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর : প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দে।
১০. প্লেটো কত বছর একাডেমিতে শিক্ষাদান করেন?
উত্তর : প্লেটো ৪০ বছর একাডেমিতে শিক্ষাদান করেন ।
১১. প্লেটোর লেখাগুলো কোন প্রকৃতির?
উত্তর : প্লেটোর লেখাগুলো কথোপকথন প্রকৃতির।
১২. প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখ।
অথবা, প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর : প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম ‘The Republic.’
১৩. ‘The Republic’ গ্রন্থটির লেখক কে?
অথবা, ‘The Republic’ এর রচয়িতা কে?
উত্তর : ‘The Republic’ গ্রন্থটির লেখক প্লেটো।
১৪. শব্দগত অর্থে রিপাবলিক কী?
উত্তর : শব্দগত অর্থে রিপাবলিক হলো প্রজাতন্ত্র।
১৫. “The Republic is a dramatized philosophy of human life.” – উক্তিটি কার ?
উত্তর : “The Republic is a dramatized philosophy of human life. “— উক্তিটি নেটলশিপের।
১৬. প্লেটোর একাডেমি বন্ধ করে দেন কে?
উত্তর : প্লেটোর একাডেমি বন্ধ করে দেন সম্রাট জাস্টিনিয়ান।
১৭. প্লেটো তার রাষ্ট্রদর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন?
উত্তর : প্লেটো তার রাষ্ট্রদর্শন বিশ্লেষণে অবরোহ বা কাল্পনিক পদ্ধতি অনুসরণ করেছেন।
১৮. প্লেটো ব্যক্তিজীবনে কয়টি উপাদানের কথা বলেছেন?
উত্তর : প্লেটো ব্যক্তিজীবনে ৩টি উপাদানের কথা বলেছেন।
১৯. প্লেটোর মতে ব্যক্তিজীবনের উপাদানগুলো কী কী?
উত্তর : প্লেটোর মতে ব্যক্তিজীবনের উপাদানগুলো হলো— ১. প্রজ্ঞা, ২. সাহস ও ৩. ক্ষুধা/প্রবৃত্তি।
২০. প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়ভাগে ভাগ করেছিলেন।
উত্তর: প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের ৩ ভাগে ভাগ করেছিলেন ।
২১. প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনের শ্রেণিগুলো কী কী?
উত্তর : প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনের শ্রেণিগুলো হলো- ১. দার্শনিক শ্রেণি, ২. যোদ্ধা শ্রেণি ৩. উৎপাদক শ্রেণি।
২২. “ন্যায়বিচার হচ্ছে এক ধরনের কৃত্রিম ধারণা এবং চুক্তি বা প্রদার ফল বিশেষ। ধারণাটি কার?
উত্তর : ন্যায়বিচার হচ্ছে এক ধরনের কৃত্রিম এবং চুক্তি বা প্রথার ফল বিশেষ।” ধারণাটি মুকোনের।
২৩. প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী ছিল?
উত্তর : প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি ছিল ১ মুক্তি প্রচলিত রীতি।
২৪. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা।
অনার্স প্লেটোপাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: রচনামুলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফ্রি PDF
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDFডাউনলোড অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর PDFডাউনলোড
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ডাউনলোড
২৫, প্লেটো আদর্শ রাষ্ট্রকে কী নামে অভিহিত করেছেন।
উত্তর: প্লেটো আদর্শ রাষ্ট্রকে অভিজাতরা নামে অভিহিত করেছেন।
২৬. শাসক যখন ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতি পরাগ, আইন তখন নিরর্থক। -উক্তিটি কার?
উত্তর: শাসক যখন ন্যায়বান, আইন এখন নিষ্প্রয়োজন, আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ, আইন তখন নিরর্থক উক্তিটি – দার্শনিক প্লেটোর।
২৭. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা কেমন হবে?
উত্তর: প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা হবে বাধ্যতামূলক ও রাষ্ট্র নিয়ন্ত্রিত।
২৮. প্লেটোর শিক্ষাব্যবস্থার প্রধান দুটি উপাদান কী কী?
উত্তর: প্লেটোর শিক্ষাব্যবস্থার প্রধান দুটি উপাদান হলো- ১. সংগীত এবং ২. শরীর চর্চা।
২৯. প্লেটোর শিক্ষাব্যবস্থার ধাপ দুটি কী কী?
উত্তর : প্লেটোর শিক্ষাব্যবস্থার ধাপ দুটি হলো ১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চতর শিক্ষা।
৩০. প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর: প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৬ থেকে ২০ বছর।
৩১. প্লেটোর মতে উচ্চশিক্ষার বয়সসীমা কত?
উত্তর: প্লেটোর মতে উচ্চশিক্ষার বয়সসীমা ২০ থেকে ৫০ বছর।
৩২. প্লেটো কোন শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করেছেন।
উত্তর: প্লেটো প্রাথমিক শিক্ষার ওপর বেশি গুরত্বারোপ করেছেন।
৩৩. প্লেটোর একাডেমিতে কোন কোন বিষয় শিক্ষা দেওয়া হয়?
উত্তর : প্লেটোর একাডেমিতে দর্শন, বিজ্ঞান, গণিত, তর্কশাস্ত্র, জোতির্বিদ্যা প্রভৃতি বিষয় শিক্ষা দেওয়া হয় ।
৩৪. ‘The Satesman’ কী ধরনের রচনা?
উত্তর : ‘The Satesman’ রাজনীতির গতিপ্রকৃতি বিষয়ক রচনা।
৩৫. প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি কী?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি হলো শিক্ষাব্যবস্থা।
৩৬. “গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রকৃতির সরকার।”— উক্তিটি কার?
উত্তর : “গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রকৃতির সরকার।”— উক্তিটি প্লেটোর ।
৩৭. “রাষ্ট্র ব্যক্তিরই এক বৃহত্তম সংস্করণ।”—উক্তিটি কে করেছেন?
উত্তর : “রাষ্ট্র ব্যক্তিরই এক বৃহত্তম সংস্করণ।”—উক্তিটি করেছেন প্লেটো ।
৩৮. প্লেটোর শিক্ষানীতি সম্পর্কে ‘Earnest Barker’ কী বলেছেন?
উত্তর : প্লেটোর শিক্ষানীতি সম্পর্কে ‘Earnest Barker’ বলেছেন, “এটি মানসিক ঔষধ প্রদানের মাধ্যমে রোগ আরোগ্য করার এক প্রচেষ্টা।”
৩৯. শিক্ষাকে “A lifelong process” বলে অভিহিত করেছেন কে?
উত্তর : শিক্ষাকে “A lifelong process” বলে অভিহিত করেছেন দার্শনিক প্লেটো ।
৪০. “জ্ঞানবর্জিত সব মতই কুৎসিত।”—উক্তিটি কার?
উত্তর : “জ্ঞানবর্জিত সব মতই কুৎসিত।”—উক্তিটি প্লেটোর।
৪১. প্লেটোর আদর্শ রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্র শ্রেণিভিত্তিক প্রতিষ্ঠান ।
৪২. মানবকুলের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ?
উত্তর : মানবকুলের মধ্যে দার্শনিক প্রভুরা সর্বশ্রেষ্ঠ।
৪৩. প্লেটোর কোন গ্রন্থটিকে সর্বাত্মকবাদের নীল নকশা বলে সমালোচনা করা হয়?
উত্তর : প্লেটোর ‘The Republic’ গ্রন্থটিকে সর্বাত্মকবাদের নীল নকশা বলে সমালোচনা করা হয় ।
৪৪. সম্পত্তি ও পরিবারহীন অভিভাবকতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : সম্পত্তি ও পরিবারহীন অভিভাবকতন্ত্রের প্রবক্তা প্লেটো।
৪৫. প্লেটো সর্বমোট কতটি গ্রন্থ রচনা করেন?
উত্তর : প্লেটো সর্বমোট ২৪টি গ্রন্থ রচনা করেন।
৪৬. ‘The Laws’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Laws’ গ্রন্থটির রচয়িতা প্লেটো।
৪৭. ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম কী?
উত্তর : ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম ‘Concerning Justice’.
৪৮. প্লেটোকে ‘সর্বাত্মকবাদের’ জনক বলেছেন কে?
উত্তর : প্লেটোকে ‘সর্বাত্মকবাদের’ জনক বলেছেন ক্রসম্যান।
৪৯. কাকে প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়?
উত্তর : প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় প্লেটোকে ।
৫০. প্লেটোর ৩টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম উল্লেখ কর।
উত্তর : প্লেটোর ৩টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো,
১. The Republic, ২. The Sophist ও ৩. The Laws.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। অনার্স প্লেটোপাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
Comments ৩