SSC | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায়-৮ | PDF: ব্যবসায় উদ্যোগ বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। মানবগোষ্ঠিকে সঠীক ভাবে পরিচালনা সংক্রান্ত কারণে কীসের উদ্ভব ঘটে?
(ক) নির্দেশনার (খ) ব্যবস্থাপনার
(গ) সংগঠনের (ঘ) প্রেষনার
২। অন্য লোকদের সামর্থকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশল ও দক্ষতাকে কী বলে?
(ক) ব্যবস্থাপনা (খ) পরিকল্পনা
(গ) সংগঠন (ঘ) নিয়ন্ত্রণ
৩। আধুনিক ব্রবস্থপনার জনক কে?
(ক) রবার্ট ওয়েন (খ) হেনরি ফেওল
(গ) এফ. ডবিøউ টেলর (ঘ) আর.সি. ডেবিস
৪। কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
(ক) পরিকল্পনা (খ) ব্যবস্থাপনা
(গ) নির্দেশনা (ঘ) নেতৃত্ব দান
৫। দলগত প্রক্রিয়া কোনটি?
(ক) ব্যবস্থাপনা (খ) প্রেষনা
(গ) নির্দেশনা (ঘ) নেতৃত্ব
৬। কোনটির ক্ষেত্রে সময়ের পরিবর্তনের সাথে মিল রেখে নতুন কৌশল গ্রহন করা হয়?
(ক) সংগঠন (খ) পরিকল্পনা
(গ) কর্মীসংস্থান (ঘ) ব্যবস্থাপনা
৭। নিচের কোনটি ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি বহিভর্‚ত?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন
(গ) নির্দেশনা (ঘ) যোগাযোগ
৮। ভবিষ্যতে কী কাজ, কীভাবে, কখন করবে তা নির্ধারন করাকে কী বলে?
(ক) ব্যবস্থাপনা (খ) নির্দেশনা
(গ) পরিবল্পনা (ঘ) প্রেষণা
৯। ব্যবস্থাপনার প্রধান কাজ কী?
(ক) পবিকল্পনা (খ) সংগঠন
(গ) নিয়ন্ত্রন (ঘ) প্রেষনা
১০। সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন স্তর?
(ক) প্রথম (খ) দ্বিতীয়
(গ) তৃতীয় (ঘ) চতুর্থ
১১। প্রতিষ্ঠানের সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবংসম্পদ কে যথাযথ ভাবে ব্যবহার করার জন্যে কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টণ এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলিকে কী বলে?
(ক) নির্দেশনা (খ) সমন্বয় সাধন
(গ) প্রেষণা (ঘ) সংগঠিতকরণ
১২। ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কোনটি?
(ক) প্রষণা দান (খ) কর্মী বহিনী
(গ) সমন্বয় সাধন (ঘ) পরিকল্পনা
১৩। পরিকল্পনাকে বাস্তবায়েনের জন্যেকর্মী দের আদেশ নির্দেশ প্রদান করাকে কী বলে?
(ক) নির্দেশনা (খ) নিয়ন্ত্রণ
(গ) প্রষণা (ঘ) কর্মীসংস্থান
১৪। প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে কী বলে?
(ক) নির্দেশনা দান (খ) সংগঠিতকরণ
(গ) প্রেষণা দান (ঘ) উৎসাহ দান
১৫। ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কী?
(ক) প্রেষণা (খ) নির্দেশনা
(গ) নিয়ন্ত্রণ (ঘ) সমন্বয়
১৬। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কি না তা তদারকি করা, ক্রুটি-বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনের সংশোধনী গ্রহণ করার সার্বিক প্রক্রিয়াকে কী বলে?
(ক) প্রেষণা দান (খ) নির্দেশনা দান
(গ) সমন্বয় সাধন (ঘ) নিয়ন্ত্রণ
১৭। ব্যবসায়ের কার্য সম্পাদনের জন্যে কর্মীসংস্থানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে-
i. উপযুক্ত কর্মী সংগ্রহ ও নির্বাচন
ii.কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ
iii.কর্মী পদোন্নতি, বদলি ও ছাটাই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। মি.অজিত একটি কারখানা স্থাপনের পূর্ব বিভিন্ন বিষয় চিন্তা- ভাবনা করে কিছু সিদ্ধান্ত নিলেন। মি. অজিতের সিদ্ধান্তকে কী বলে?
(ক) ব্যবস্থাপনা (খ) পরিকল্পনা
(গ) নির্দেশনা (ঘ) ব্যবসায় নির্বাচন
১৯। কোনো কাজ করার পুর্বে ঐ কাজের ধারণা ঠিক করাকে কী বলে?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন
(গ) চিন্তা (ঘ) বাস্তবায়ন
২০। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উত্তম হাতিয়ার হিসেবে কাজ করে কোনটি?
(ক) নিয়ন্ত্রণ (খ) নেতৃত্ব
(গ) প্রেষণা (ঘ) পরিকল্পনা
উত্তর পত্র
১-খ ২-ক ৩-খ ৪-খ ৫-ক ৬-খ ৭-ঘ ৮-গ ৯-ক ১০-খ
১১-ঘ ১২-খ ১৩-ক ১৪-গ ১৫-গ ১৬-ঘ ১৭-ঘ ১৮-খ ১৯-ক ২০-ঘ
২১। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সঠিকভাবে দায়িত্ব বণ্টিত হলে তাদের মধ্যে-
i. দায়িত্ববোধ সৃষ্টি হয়
ii.দক্ষতা বৃদ্ধি পায়
iii.পরিকল্পনা সার্থক হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
‘ধানসিঁড়ি ডিপার্টমেন্টাল স্টোর’ স্থাপনের পূর্বে জনাব তাহসিন কতকগুলো অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন: কোথায় এটি স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থসংস্থান কীভাবে হবে ইত্যাদি। এতে তার বিভিন্ন কর্মকান্ডে সময়ক্ষেপণ কম হয়। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছেন।
২২। ‘ধানসিঁড়ি ডিপার্টমেন্টাল স্টোর’ স্থাপনের পূর্বে জনাব তাহসিনের কাজটি নিম্নের কোনটির সাথে সঙ্গতিপূর্ণ?
(ক) পরিকল্পনা (খ) বাজার চাহিদা
(গ) প্রকল্প নির্বাচন (ঘ) সংগঠন
২৩। ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে তাহসিনের পদক্ষেপটি-
i. লক্ষ অর্জনে সহায়ক হবে
ii.কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে
iii.ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ:ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
২৪। ব্যবস্থাপনা সংগঠনের উপাদান কোনটি?
(ক) ভবিষৎ মূল্যায়ন (খ) বিকল্প মূল্যায়ন
(গ) কার্য বিভাজন (ঘ) মান নির্ধারণ
২৫। ব্যবসায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণসমূহ একত্রিত করাকে কী বলে?
(ক) একত্রিতকরণ (খ) সংগঠিত
(গ) সংগঠন (ঘ) সমন্বয়
২৬। যে বিশেষ কৌশলে একজন নেতা একদল কর্মীকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পথে পরিচালিত ও প্রভাবিত করে তাকে কী বলে?
(ক) নেতৃত্ব (খ) নির্দেশনা
(গ) প্রেষণা (ঘ) সংগঠন
২৭। উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণকে কী বলে?
(ক) প্রেষণা (খ) নির্দেশনা
(গ) নেতৃত্ব (ঘ) সংগঠিতকরণ
২৮। যে নেতৃত্বে কর্মীদের প্রশ্ন করার সুযোগ থাকে সে নেতৃত্বকে কী বলে?
(ক) গণতান্ত্রিক নেতৃত্ব (খ) স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
(গ) মুক্ত নেতৃত্ব (ঘ) আমলাতান্ত্রিক নেতৃত্ব
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
রেড রোজ কোম্পানির ব্যবস্থাপক মিজানুর রহমান ব্যক্তিগত মতের ওপর প্রাধান্য দিয়ে কর্মীদের পরিচালনা করেন। ফলে কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তিনি এ অবস্থা হতে উত্তরণ চান।
২৯। রেড রোজ কোম্পানির ব্যবস্থাপক কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন?
(ক) গণতান্ত্রিক (খ) স্বৈরতান্ত্রিক
(গ) মুক্ত (ঘ) লাগামহীন
৩০। রেড রোজ কোম্পানির ব্যবস্থাপক কোন নেতৃত্ব গ্রহণ করে সমস্যা নিরসন করতে পারেন?
(ক) স্বৈরতান্ত্রিক (খ) মুক্ত
(গ) গণতান্ত্রিক (ঘ) লাগামহীন
৩১। যিনি নেতৃত্ব দেন তাকে কী বলে?
(ক) ব্যবস্থাপক (খ) প্রশাসক
(গ) নেতা (ঘ) কর্মী
৩২। একজন আদর্শ নেতার গুণ বহিভর্‚ত কোনটি?
(ক) জ্ঞান ও বুদ্ধিমত্তা (খ) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা
(গ) সুদর্শন (ঘ) নমনীয়তা
৩৩। আদর্শ নেতার কয়টি গুণ থাকা দরকার?
(ক) ৮টি (খ) ১০টি
(গ) ১২টি (ঘ) ১৪টি
৩৪। ব্যবসায়ের জন্যে অর্থ সংগ্রহ করাকে সাধারণত কী বলে?
(ক) মূলধন (খ) অর্থায়ন
(গ) বাজেট (ঘ) ঋণ
৩৫। মি. আকিজ একটি ব্যবসায় শুরু করবেন বলে মনস্থির করলেন। নিজের পুঁজি না থাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পুঁজির সংস্থান করলেন। মি. আকিজের ব্যাংক থেকে ঋণ নেওয়াকে কী বলে?
(ক) অর্থায়ন (খ) মূলধন
(গ) জমাতিরিক্ত ঋণ (ঘ) নগদ ঋণ
৩৬। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি ঋণদানের উৎস কোনটি?
(ক) জনতা ব্যাংক
(খ) আত্মীয়-স্বজন
(গ) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
(ঘ) অগ্রণী ব্যাংক
৩৭। ছোট আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্যে স্বল্পমেয়াদি ঋণ দেয় কোনটি?
(ক) বাণিজ্যিক ব্যাংক (খ) সমবায় ব্যাংক
(গ) গ্রামীণ ব্যাংক (ঘ) কৃষি ব্যাংক
৩৮। ক্ষুদ্র ব্যবসায় ও শিল্পের দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম উৎস কোনটি?
(ক) আত্মীয়-স্বজন (খ) বাণিজ্যিক ব্যাংক
(গ) সমবায় ব্যাংক (ঘ) বেসিক ব্যাংক
৩৯। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্যে কোনটি প্রয়োজন?
(ক) অর্থ (খ) দালানকোঠা
(গ) যন্ত্রপাতি (ঘ) কারখানা
৪০। কোনটি ব্যবস্থাপনার কার্য?
(ক) সংগঠন (খ) মুনাফা অর্জন
(গ) ঝুঁকি গ্রহণ (ঘ) উপযোগ সৃষ্টি
উত্তর পত্র
২১-ক ২২-ক ২৩-ক ২৪-গ ২৫-খ ২৬-ক ২৭-গ ২৮-ক ২৯-খ ৩০-গ
৩১-গ ৩২-গ ৩৩-খ ৩৪-খ ৩৫-ক ৩৬-গ ৩৭-গ ৩৮-ঘ ৩৯-ক ৪০-ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।