অধ্যায় ৪:রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা অতিসংক্ষিপ্তত্তরPDF, ৪র্থ অধ্যায় এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায় ৪:রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা অতিসংক্ষিপ্তত্তরPDF
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৪ : রাজনৈতিক সমাজতত্ত্বের ধারণা
বিষয় কোডঃ ২১১৯০৯
ক–বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সংস্কৃতি কী?
উত্তর : সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালির সমষ্টি।
২. রাজনৈতিক সংস্কৃতি কী ?
উত্তর : রাজনৈতিক বিষয় বা রাজনীতি সর্ম্পকে মানুষের মনোভাব, বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টিই হলো রাজনৈতিক সংস্কৃতি।
৩. রাজনৈতিক সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : রাজনৈতিক সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Political Culture.
৪. রাজনৈতিক সংস্কৃতি মৌলিক উপাদান কয়টি ?
উত্তর : রাজনৈতিক সংস্কৃতি মৌলিক উপাদান তিনটি। যথা : ক. সংবেদনশীল মনোভাব, খ. অভিজ্ঞতাবাদী বিশ^াস গ. মূল্যবোধের অগ্রাধিকার।
৫. Almond ও Verba এর মতানুযায়ী রাজনৈতিক সংস্কৃতি কত প্রকার ?
উত্তর : Almond ও Verba এর মতানুযায়ী রাজনৈতিক সংস্কৃতি তিন প্রকার।
৬. Almond ও Verba এর মতানুযায়ী রাজনৈতিক সংস্কৃতির প্রকারগুলো কী কী?
উত্তর : Almond ও Verba এর মতানুযায়ী রাজনৈতিক সংস্কৃতির প্রকারগুলো হলো-ক. সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, খ. অধীন রাজনৈতিক সংস্কৃতি ও গ. অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কৃতি।
৭. রাজনৈতিক সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক কে?
উত্তর : রাজনৈতিক সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক অ্যালমন্ড পাওয়েল।
৮. কে রাজনৈতিক সংস্কৃতিকে একটি পূর্ণ ধারণা হিসেবে উল্লেখ করেছেন ?
উত্তর : G.A. Almond রাজনৈতিক সংস্কৃতিকে একটি পূর্ণ ধারণা হিসেবে উল্লেখ করেছেন।
৯. ‘Political subculture’ এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : ‘Political subculture’ ’ এর বাংলা প্রতিশব্দ রাজনৈতিক উপসংস্কৃতি ।
১০. আধুনিক সমাজতন্ত্রের প্রবর্তক বলা হয় কাকে?
উত্তর : কার্ল মার্কসকে আধুনিক সমাজতন্ত্রের প্রবর্তক বলা হয়।
১১. মিথ বলতে কী বুঝ?
উত্তর : মিথ বলতে জাতীয় অতীত সম্পর্কিত কোনো অবিশ^াস্য কাহিনিকে বুঝায়।
১২. Civic Culture’ শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : Civic Culture’ ’ শব্দটির বাংলা প্রতিশব্দ- নগর সংস্কৃতি।
১৩. ‘Feudus’ শব্দের অর্থ কী ?
উত্তর : ‘Feudus’ শব্দের অর্থ- সন্ধি বা মিলন।
১৪. ‘Political Order in a Changing Society’ ’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : স্যামুয়েল পি. হান্টিংটন।
১৫. ‘Man on the Horseback’ ’ গ্রন্থটি কে লিখেছেন ?
উত্তর : ‘Man on the Horseback’ ’ গ্রন্থটি লিখেছেন ঝ. ঊ. ঋরহবৎ.
১৬. ‘Aspects Of Political Development’ ’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ‘Aspects Of Political Development’ গ্রন্থটি লিখেছেন-Lucian W. Pye.
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ: রচনামূলক প্রশ্নোত্তর(ফ্রি PDF)
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:(ফ্রি PDF) রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,অধ্যায়৩:মৌলিক ধারণাসমূহ
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:-(PDFফ্রি) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর(PDFফ্রি)
.১৭. ‘Comparative Politics’’ গ্রন্থটি কারা রচনা করেছেন?
উত্তর : ‘Comparative Politics’’ গ্রন্থটি রচনা করেছেন G. A. Almond and G. B. Powell.
১৮. ‘Comparative Politics’ ’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Comparative Politics’ গ্রন্থটির লেখক S. E. Finer..
১৯. ‘The Civic Culture’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘The Civic Culture’ ’ গ্রন্থটির লেখক G. A. Almond and S. Verba.
২০. ‘এলিট’ শব্দের অর্থ কী?
উত্তর : এলিট শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট শ্রেণীর ব্যক্তিবর্গ।
২১. এলিট বলতে কী বুঝ?
উত্তর : এলিট বলতে বুঝায় সেসব ব্যক্তিকে যারা সমাজে একটি বিশেষ স্থান অধিকার করে মান-সম্মান, প্রভাব প্রতিপত্তি অর্জন করে বসবাস করে।
২২. কয়েকজন এলিট মতবাদীদের নাম লেখ।
উত্তর : কয়েকজন এলিট মতবাদীদের নাম হচ্ছে ভিলফ্রেডো প্যারেটো, গেইটানো মসকা, বেন্থাম, সি. রাইট মিলস প্রমুখ।
২৩. “ইতিহাস হলো অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র।”উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস হলো অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র।”উক্তিটি প্যারেটোর।
২৪. শাসনকারী এলিট কী?
উত্তর : যারা প্রত্যক্ষভাবে শাসন করে তারা শাসনকারী এলিট।
২৫. অশাসনকারী এলিট কী?
উত্তর : যারা প্রশাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে না তারা অশাসনকারী এলিট ।
২৬. প্যারেটো যাকে এলিট বলেছেন মসকা তাকে কী বলেছেন?
উত্তর : প্যারেটো যাকে এলিট বলেছেন মসকা তাকে বলেছেন শাসক শ্রেণি বা Ruling Class.
২৭. মসকা তার কোন গ্রন্থে এলিট তত্ত্ব ব্যাখ্যা করেছেন?
উত্তর : মসকা তার Ruling Class গ্রন্থে এলিট তত্ত্ব ব্যাখ্যা করেছেন।
২৮. Ruling Class. গ্রন্থেটি কে লিখেছেন?
উত্তর : . Ruling Class. গ্রন্থেটি লিখেছেন গেইটানো মসকা।
২৯. ‘Political Parties’ গ্রন্থেটি কে লিখেছেন?
উত্তর : ‘Political Parties’ ’ গ্রন্থেটি লিখেছেন রবার্ট মিশেলস।
৩০. রবার্ট মিশেল তার কোন গ্রন্থে এলিট তত্ত্বের ব্যাখ্যা করেছেন?
উত্তর : . রবার্ট মিশেল তার Political Parties গ্রন্থে এলিট তত্ত্বের ব্যাখ্যা করেছেন।
৩১. রবার্ট মিশেলের এলিট তত্ত্বকে কী বলা হয়?
উত্তর : রবার্ট মিশেলের এলিট তত্ত্বকে তত্ত্বের লৌহ বিধি বলা হয় ।
৩২. “আধুনিককালে অভিজাততন্ত্র হলো গণতন্ত্রের ছদ্মবেশধারী।”— মন্তব্যটি কার?
উত্তর : “আধুনিককালে অভিজাততন্ত্র হলো গণতন্ত্রের ছদ্মবেশধারী।”— মন্তব্যটি রবার্ট মিশেলের।
৩৩. ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা মন্টেস্কু (Montesquieu)।
৩৪. ”The Mind and Society’ নামক গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ”The Mind and Society’ নামক গ্রন্থটির রচয়িতা ইতালির সমাজবিজ্ঞানী ভিলফ্রেডো প্যারেটো।
৩৫. ডিরাইভেশন কী?
উত্তর : যার মাধ্যমে শাসক কর্তৃপক্ষ জনগণের ওপর তাদের শাসনের বৈধতা যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাই ডিরাইভেশন।
৩৬. রেসিডিউ কী?
উত্তর : রেসিডিউ হলো এমন একটি আদর্শ যার মাধ্যমে মানুষের প্রকৃতিগত গুণাবলির বিকাশ ঘটে ।
৩৭. প্যারেটো কয় ধরনের রেসিডিউর কথা বলেছেন?
উত্তর : প্যারেটো ছয় ধরনের রেসিডিউর কথা বলেছেন। যথা : ১. সমন্বয়সাধন করার গুণাবলি, ২. অধ্যবসায়ের গুণাবলি, ৩. মেলামেশার গুণাবলি, ৪. কর্মদক্ষতার গুণাবলি, ৫. সংহতি সাধনের গুণাবলি এবং ৬. শারীরিক গুণাবলি।
৩৮. গেইটানো মসকা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : গেইটানো মসকা ১৮৫৮ সালে জন্মগ্রহণ করেন।
৪.৩৮. গেইটানো মসকা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : গেইটানো মসকা ১৮৫৮ সালে জন্মগ্রহণ করেন
৩৯. দুজন এলিট তাত্ত্বিকের নাম উল্লেখ কর।
উত্তর : ভিলফ্রেডো প্যারেটো ও গেইটানো মসকা ।
৪০. রাজনৈতিক এলিট কার,
উত্তর : যারা শাসনকার্যের শীর্ষে অবস্থানকারী তারাই রাজনৈতিক এলিট
৪১. প্যারেটোর এলিট তত্ত্বকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : প্যারেটোর এলিট তত্ত্বকে এলিট আবর্তন তত্ত্ব
নামে অভিহিত করা হয় ।
- আরো পড়ুন:- (PDF) অধ্যায়৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অধ্যায়৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর(PDF)
- আরো পড়ুন:- (PDF) অধ্যায়৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (PDF) অধ্যায় ৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
৪২. আমলাতন্ত্র কী?
উত্তর : আমলাতন্ত্র বলতে রাষ্ট্রীয় কর্মে নিযুক্ত কর্মচারীদের এক বৃহদায়তন সংগঠনকে বুঝায়, যারা সরকারি বা বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য সাধনের জন্য সুশৃঙ্খলরূপে পরস্পর সহযোগিতা ও সংযুক্ত থেকে কাজ করে ।
৪৩. ”Bureau’ Ges ‘Kartein’ ‘ শব্দ দুটির অর্থ লেখ।
উত্তর : ‘Bureau’অর্থ টেবিল এবং ‘Kartein” শব্দের অর্থ শাসন ।
৪৪. কোনো শব্দ থেকে ‘Bureaucracy” শব্দের উৎপত্তি হয়েছে?
উত্তর : ফরাসি শব্দ ‘Bureau’ এবং ‘Kartein’ শব্দ থেকে ‘Bureaucracy’ শব্দের উৎপত্তি হয়েছে।
৪৫. উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র (Bureaucracy) কী?
উত্তর : উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র হলো দপ্তর বা টেবিলে বসে পরিচালিত সরকার।
৪৬. ‘POSDCORB’ এর প্রবক্তা কে?
উত্তর : ‘POSDCORB’ এর প্রবক্তা লুথার গুলিক ।
৪৭. আমলাতন্ত্রের জনক কে?
অথবা, আদর্শ আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
৪৮. সাধারণ অর্থে আমলাতন্ত্র কী?
উত্তর : সাধারণ অর্থে আমলাতন্ত্র হচ্ছে দফতরনির্ভর সরকার ব্যবস্থা।
৪৯. “An uncontrolled bureaucracy is a threat to democracy.” —উক্তিটি কার?
উত্তর : “An uncontrolled bureaucracy is a threat to democracy.” —উক্তিটি R. H. S. Cross -এর।
৫০. ম্যাক্স ওয়েবার তার কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন?
উত্তর : ম্যাক্স ওয়েবার তার ”Essays in Sociology’ গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। অধ্যায় ৪:রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা অতিসংক্ষিপ্তত্তরPDF