অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর (PDF ১ম পত্র) : অধ্যায়-২: ব্যবসায় পরিবেশ > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অধ্যায়-১: ব্যবসায়ের মৌলিক ধারণা এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। এইচএসসি- HSC এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর (PDF ১ম পত্র)
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
- অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর (PDF ১ম পত্র)
অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর (PDF ১ম পত্র)
অধ্যায়-২: ব্যবসায় পরিবেশ
প্রশ্ন: ১৯ চট্টগ্রামের ব্যবসায়ী সালামত উল্লাহ পর্যটন খাতে বিনিয়োগের উদ্দেশ্যে পণ্য আনা-নেওয়ার জন্য পারকি সমুদ্র সৈকতকে বেছে নেন। কারণ সেখানে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা,
বিদ্যুৎ ও গ্যাস সুবিধা সহ পাশাপাশি অনেক কল কারখানা গড়ে ওঠেছে। কিন্তু পর্যটকদের পারকি বীচে নিরাপত্তা জনিত সমস্যার কারণে তার ভবিষ্যৎ বিনিয়োগের বিষয়টি তিনি পুনঃবিবেচনা করছেন। [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক. ব্যবসায় সামাজিক দায়বব্ধতা কী? ১
খ. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত পাঁচটি ক্ষেত্র লেখো। ২
গ. সালামত উল্লাহকে কোন পরিবেশের উপাদান পর্যটন ব্যবসায় উদ্যোগ নিতে সাহায্য করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পারকি বীচে কী কী ধরনের নেতিবাচক দিক ব্যবসায় পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে বলে তুমি মনে করো? ৪
১৯ নং প্রশ্নের উত্তর
ক ব্যবসায়ের সাথে জড়িত ক্রেতা, শ্রমিক, বিনিয়োগকারী, সরকার সাধারণ সম্প্রদায় প্রভৃতি পক্ষসমূহের প্রতি ব্যবসায়ীদের যে দায়িত্ব পালন করতে হয় তাকে ব্যবসায়ের সামাজিক দায়বব্ধতা বলে।
খ একজন ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। অ
এ ব্যবসায়ের উপযুক্ত পাঁচটি ক্ষেত্র হলো (১) স্বল্প পুঁজি তথা চা পান-বিড়ির ব্যবসায়, (২) সীমিত চাহিদার পণ্য তথা হোটেল, রেস্টুরেন্ট, (৩) খুচরা পণ্য তথা মুদির দোকান, (৪) পচনশীল পণ্য তথা ফলমূল, শাকসবজি ব্যবসায়, (৫) সেবামূলক প্রতিষ্ঠান তথা সেলুন, লন্ড্রি ইত্যাদির ব্যবসায়।
গ উদ্দীপকের সালামত উল্লাহকে প্রাকৃতিক পরিবেশের উপাদান পর্যটন ব্যবসায় উদ্যোগ নিতে সাহায্য করছে।
একটি দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, সাগর, আয়তন অবস্থান ইত্যাদির সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে।
পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ ভিন্ন ধরনের। এসব উপাদানের ভিন্নতার ফলে ব্যবসায় কার্যকলাপও ভিন্ন হয়ে থাকে।
উদ্দীপকের সালামত উল্লাহ পর্যটন খাতে বিনিয়োগের উদ্দেশ্যে পণ্য আনা-নেওয়ার জন্য পারকি সমুদ্রে সৈকতকে বেছে নেন।
সমুদ্রে একটি দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। সমুদ্রের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসে। সালামত উল্লাহ সমুদ্রে সৈকতকেন্দ্রিক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের উপাদান সালামত উল্লাহকে বিনিয়োগের উদ্যোগ নিতে সাহায্য করছে।
ঘ উদ্দীপকের পারকি বীচে চুরি, ডাকাতি, ছিনতাই, পরিবেশ দূষণ প্রভৃতি নেতিবাচক দিক ব্যবসায় পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য নিরাপদ স্থানে ব্যবসায় স্থাপন করতে হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সুরক্ষার জন্য নিরাপদ স্থান নির্বাচন করা জরুরি। ব্যবসায়ের সাফল্যের জন্য ব্যবসায়ীদের স্থান নির্বাচনে সচেতন হতে হয়।
উদ্দীপকের সালামত উল্লাহ পর্যটন খাতে বিনিয়োগের উদ্দেশ্যে পণ্য আনা-নেওয়ার জন্য পারকি সমুদ্র সৈকত বেছে নেন। কারণ সেখানে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাস সুবিধা আছে। কিন্তু এ বীচে পর্যটকদের নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। অর্থাৎ সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি ঘটতে পারে।
এছাড়া উক্ত স্থানে অনেক কলকারখানা গড়ে ওঠেছে। যার ফলে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সমুদ্রে সৈকতের সৌন্দর্য নষ্ট করবে। তাই এ সমস্যাসমূহ পারকি বীচের ব্যবসায় পরিবেশকে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি।
প্রশ্ন২০ কক্সবাজারের বাসিন্দা আহসান একজন মৎস্য ব্যবসায়ী। তার কয়েকটি চিংড়ি ঘের ছিল। ঘূর্ণিঝড় ‘মোরা’-এর আঘাতে তার সবকটি চিংড়ি ঘের তলিয়ে গেছে। ফলে সবকিছু হারিয়ে নিঃস্ব আহসান। এখন চট্টগ্রামে একটি গার্মেন্টেস-এ চাকরি করেন। তিনি মনে মনে স্বপ্ন দেখেন একদিন তিনি বাড়ি ফিরে আবার মৎস্য খামার গড়ে তুলবেন। [কক্সবাজার সরকারি কলেজ]
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো। ২
গ. জনাব আহসানের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান প্রভাব বিস্তার করেছে? মতামত দাও। ৩
ঘ. বাংলাদেশে আহসানের মতো অসংখ্য ব্যবসায়ী নিঃস্ব হওয়ার ক্ষেত্রে ব্যবসায়ের যেসব সমস্যা পরিলক্ষিত হয় সেগুলোর উন্নয়নে করণীয় সম্পর্কে লেখো। ৪
২০ নং প্রশ্নের উত্তর
ক ব্যবসায় গঠন ও পরিচালনার ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবকে ব্যবসায় পরিবেশ বলে। অ
খ প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিরাজমান যেসব উপাদান বা শক্তি ব্যবসায় কার্যক্রম, পরিচালনায় ও সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ বলে।
এ পরিবেশের উপাদানের মধ্যে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপক, শ্রমিক কর্মী, সুনাম, নিজস্ব সংস্কৃতি ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ। এরূপ পরিবেশ বিবেচনায় না নিয়ে ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে এ পরিবেশ বিবেচনার প্রয়োজন পড়ে।
গ উদ্দীপকের জনাব আহসানের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসায়ের প্রাকৃতিক উপাদান প্রভাব বিস্তার করেছে। কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, সাগর, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে।
এ পরিবেশের ওপর ভিত্তি করে মানুষের জীবন-ধারা পরিচালিত হয়। ব্যবসায়ের সফলতা বা ব্যর্থতায় এ পরিবেশের ব্যাপক প্রভাব পড়ে। উদ্দীপকের জনাব আহসান একজন মৎস্য ব্যবসায়ী। তার কয়েকটি চিংড়ির ঘের ছিল।
ঘূর্ণিঝড়ের আঘাতে তার সবকটি চিংড়ি ঘের তলিয়ে গেছে। এ দুর্যোগ প্রাকৃতিক পরিবেশের উপাদান, যা ব্যবসায়ের ক্ষেত্রে একটি অপ্রতিরোধ্য বাধা। তাই বলা যায় জনাব আহসানের নিঃস্ব হওয়ার পেছনে প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রভাব বিস্তার করেছে।
ঘ বাংলাদেশে আহসানের মতো অসংখ্য ব্যবসায়ী নিঃস্ব হওয়ার মতো সমস্যার উন্নয়নে অর্থনৈতিক পরিবেশের ওপর গুরুত্ব দিতে হবে। জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন, জনসম্পদ ইত্যাদির সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যত উন্নত সে দেশ তত বেশি উন্নতি লাভ করতে পারে। ব্যবসায়ের ওপর এ পরিবেশ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে।
উদ্দীপকের জনাব আহসানের কয়েকটি চিংড়ির ঘের ছিল। ঘূর্ণিঝড় ‘মোরা’-এর আঘাতে তার সবকটি ঘের তলিয়ে যায়। ফলে সবকিছু হারিয়ে সে এখন নিঃস্ব। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ হওয়ায় তার মতো অনেক মৎস্য ব্যবসায়ী ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে নিঃস্ব হয়ে যায়।
জনাব আহসানসহ এমন নিঃস্ব ব্যবসায়ীদের আগের অবস্থায় ফিরিয়ে নিতে সরকার ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে।
ব্যাংকসহ ঋণদানকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে তাদের ঋণ প্রদান করতে হবে। যথাযথ মূলধন সরবরাহের ব্যবস্থা থাকলে ব্যবসায়ীরা পুনরায় তাদের কাজ শুরু করতে পারবে। আর এ মূলধন ও ঋণ অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই অর্থনৈতিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে জনাব আহসানের মতো নিঃস্ব ব্যবসায়ীদের সমস্যা সমাধান সম্ভব হবে বলে আমি মনে করে।
প্রশ্ন২১ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রয় করে ইতোমধ্যে সিলেটের বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে ফেমাস সুইটস্ হোম এর স্বত্বাধিকারী শাহীন মিয়া।
তিনি সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকে মিষ্টি সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় সিলেটের বিভিন্ন ক্রেতাদের কাছে সরবরাহ করেন। ফলে খাঁটি মানের মিষ্টি যেমন: কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচা গোল্লা, চাঁপাই নবাবগঞ্জের রসকদম, টাঙ্গাইলের চমচম প্রভৃতি বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।
বেড়েছে শাহীনের প্রতিষ্ঠানের পরিধি। তাই পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে আঞ্চলিক প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। [সিলেট সরকারি কলেজ]
ক. পণ্য বিনিময় কী? ১
খ. একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো। ২
গ. ব্যবসায় পরিবেশের কোন উপাদান দ্বারা ‘ফেমাস সুইটস হোম’ প্রভাবিত হচ্ছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. শাহীন নিজে পণ্য উৎপাদন না করে সংগৃহীত পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত কতোটা যৌক্তিক বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
২১ নং প্রশ্নের উত্তর
ক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে পণ্য বিনিময় (ঞৎধফব) বলে। অ
খ একক মালিকানায় গঠিত পরিচালিক ও নিয়ন্ত্রিত ব্যবসায়ই হলো একমালিকানা ব্যবসায়। এ ব্যবসায় গঠনে কোনো আইনগত ঝামেলা নেই। স্বল্প পুঁজিতে এরূপ ব্যবসায় গঠন করা যায়। মালিক একাই ব্যবসায়ের মুনাফা ভোগ করে। এছাড়াও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকির স্বল্পতা, গোপনীয়তা রক্ষা, স্বাধীনতা প্রভৃতি কারণে এ ব্যবসায় জনপ্রিয়।
গ ব্যবসায়ের সাংস্কৃতিক পরিবেশের ‘ঐতিহ্য’ উপাদানটি দ্বারা ‘ফেমাস সুইটস হোম’ প্রভাবিত হচ্ছে। অ
বিশেষজ্ঞতা বা কারিগরি দক্ষতার কারণে কোনো কোনো অঞ্চলের লোকজন বিশেষ ধরনের পেশাকে জীবিকা নির্বাহের উপায় হিসেবে গ্রহণ করে। তারা বংশ পরম্পরায় সেই পেশাকেই আঁকড়ে ধরে থাকে।
টাঙ্গাইলের চমচম ও তাঁতের শাড়ি, মিরপুরের বেনারসি, বগুড়ার দই, সাতক্ষীরার সন্দেশ ইত্যাদির ব্যবসায় পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও প্রসিদ্ধ।
উদ্দীপকের ‘ফেমাস সুইটস হোম’ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করে। প্রতিষ্ঠানের মালিক শাহীন মিয়া সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকে মিষ্টি সংগ্রহ করে সিলেটের বিভিন্ন ক্রেতার কাছে সরবরাহ করে।
এর ফলে তার ব্যবসায় ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়া ব্যবসায়ের পরিধিও বেড়েছে। তার এ সাফল্যের পেছনে রয়েছে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য বিক্রয়। তাই বলা যায়, তার প্রতিষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশের ‘ঐতিহ্য’ উপাদান দ্বারা প্রভাবিত হচ্ছে।
ঘ শাহীন মিয়া নিজের পণ্য উৎপাদন না করে সংগৃহীত পণ্য বিক্রয়ের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।
বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এরূপ পণ্য সংগ্রহ করে বিক্রয়ের মাধ্যমে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায়। এতে পণ্য উৎপাদনের মতো ঝামেলায় পড়তে হয় না।
উদ্দীপকের শাহীন মিয়া ঐতিহ্যগত পণ্য নিজে উৎপাদন না করে উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহ করেন। কেননা ঐতিহ্যবাহী পণ্য একটি নির্দিষ্ট এলাকায় উৎপন্ন হয়। নিজে পণ্য উৎপাদন করলে তা হয়তো ভালো মানের হবে কিন্তু ঐতিহ্যবাহী হবে না।
ঐতিহ্যবাহী পণ্যের ব্যবসায় করার ক্ষেত্রে পণ্য নির্দিষ্ট এলাকা থেকে সংগ্রহ করতে হয়। উদ্দীপকের শাহীন মিয়াও এরূপ পণ্যের ব্যবসায় করেন। এজন্য তাকে উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। এরূপ পণ্যের চাহিদা বেশি থাকায় বিক্রি বেড়ে যায়। তাই পণ্য সংগ্রহ করে বিক্রয়ের সিদ্ধান্ত যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
প্রশ্ন২২ জনাব রাজীব ভারতে তার বন্ধু কুন্ডু পালের বাড়িতে বেড়াতে গিয়ে দেখতে পেলেন ভারতের নারীদের কাছে ঢাকাই জামদানি শাড়ির ব্যাপক চাহিদা। জনাব রাজীব চিন্তা করলেন জামদানি শাড়ির ব্যবসায় করলে ব্যবসায়ের সাথে সাথে বাঙালি ঐতিহ্যও বিশ্বে পরিচিত করা যাবে।
পরবর্তীতে পুঁজির অভাব থাকলেও পাকিস্তান ও শ্রীলংকায় ব্যবসায়ের কার্যক্রম সম্প্রসাতি করার সিদ্ধান্ত নেন। কারণ তিনি জানেন অর্থের প্রয়োজন হলে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তাকে সহায়তা করবে। [ মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা]
ক. প্রযুক্তিগত পরিবেশ কী? ১
খ. একমালিকানা ব্যবসায়ে মালিকের অসীম দায় বলতে কী বোঝায়? ২
গ. জনাব রাজিবের ব্যবসায় শুরুর চিন্তায় কোন পরিবেশ প্রভাব ফেলেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব রাজীবের পাকিস্তান ও শ্রীলংকায় ব্যবসায় সম্প্রসারণে উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানগুলো কী ধরনের ভূমিকা রাখবে? ব্যাখ্যা করো। ৪
২২ নং প্রশ্নের উত্তর
ক একটি দেশের অভ্যন্তরে প্রযুক্তিগত উপাদানসমূহের প্রভাবে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা উন্নত প্রযুক্তির ব্যবহার ইত্যাদি প্রযুক্তিগত পরিবেশের উপাদান।
খ মালিকের অসীম দায় বলতে ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের বাইরেও দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। অ
একমালিকানা ব্যবসায়ে মালিক একাই ব্যবসায় পরিচালনা করেন।
তাই মুনাফা নিজেই ভোগ করেন। আবার মালিককেই সম্পূর্ণ দায় বহন করতে হয়। এক্ষেত্রে মালিকের দায় দায়িত্বের সীমা নির্দিষ্ট থাকে না। ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের বাইরেও দায় সৃষ্টি হতে পারে। দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও এক্ষেত্রে দায়বদ্ধ থাকে। এটিই একমালিকানা ব্যবসায়ের মালিকের অসীম দায়।
গ জনাব রাজীবের ব্যবসায় শুরুর চিন্তায় সামাজিক পরিবেশ প্রভাব ফেলেছে। কোনো সমাজের জনসংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশি ঐতিহ্য প্রভৃতি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। কোনো নতুন ব্যবসায় শুরু করার আগে এই উপাদানগুলো বিবেচনা করতে হয়।
উদ্দীপকের জনাব রাজীব ভারতে তার বন্ধু কুন্ডু পালের বাড়িতে বেড়াতে যান। ভারতের নারীদের কাছে ঢাকাই জামদানি শাড়ির ব্যাপক চাহিদা আছে। তাই তিনি জামদানি শাড়ির ব্যবসায় করার চিন্তা করলেন। জামদানি শাড়ি বাঙালির অতীত ঐতিহ্যকে প্রকাশ করে। এই শাড়ি বাংলাদেশের মানুষের শিল্পীয় গুণেরও প্রকাশ ঘটায়।
জনাব রাজীব দেশি ঐতিহ্যকে বিশ্বের কাছে পরিচিত করানোর জন্য এ ব্যবসায় শুরুর চিন্তা করেন। এটি দেশের ঐতিহ্য, যা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব রাজীবের ব্যবসায় শুরুর চিন্তায় সামাজিক পরিবেশ প্রভাব ফেলেছে।
ঘ জনাব রাজীবের পাকিস্তান ও শ্রীলংকায় ব্যবসায় সম্প্রসারণে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে মূলধন প্রাপ্তিতে ভূমিকা রাখবে। ব্যবসায় গঠন, পরিচালনা ও সম্প্রসারণে পুঁজি বা মূলধন প্রয়োজন।
মূলধন বা অর্থ হলো ব্যবসায়ের প্রাণ। দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ের মূলধন গঠনে আর্থিক সহায়তা করে। জনাব রাজীব ভারতে বেড়াতে গিয়ে ঢাকাই জামদানি শাড়ির ব্যাপক চাহিদা দেখতে পেলেন।
তাই তিনি জামদানি শাড়ির ব্যবসায় শুরুর চিন্তা করলেন। পরবর্তীতে পুঁজির অভাব থাকলেও পাকিস্তান ও শ্রীলংকায় ব্যবসায় কার্যক্রম সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেন। কারণ তিনি জানেন প্রয়োজনে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তাকে আর্থিক সহায়তা করবে।
জনাব রাজীবের ব্যবসায়টি সম্প্রসারিত করতে অবশ্যই পুঁজির দরকার হবে। তিনি বিভিন্ন ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন। এটি তার ব্যবসায়ের পুঁজির অভাব দূর করবে।
অর্থাৎ, তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ বা মূলধন এ উৎস থেকেই নিতে পারেন। তাই বলা যায়, জনাব রাজীবের পাকিস্তান ও শ্রীংকায় ব্যবসায় সম্প্রসারণে উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানগুলো এভাবে মূলধন প্রাপ্তিতে ভূমিকা রাখবে।
প্রশ্ন২৩ সম্প্রতি দেশে বিভিন্ন জেলায় আগাম বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে দেশে খাদ্যমূল্য বিশেষ করে চালের মূল্য ব্যাপক বেড়েছে।
সরকার বিদেশ থেকে চাল আমদানি করে এ সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা মনে করে সরকারের অদূরদর্শিতার কারণে সংকট প্রকট আকার ধারণ করেছে। [এম ই এইচ আরিফ কলেজ, গাজীপুর]
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. মানব সম্পদ কোন পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান? ব্যাখ্যা করো। ২
গ. ফসল উৎপাদনে কোন পরিবেশ প্রভাব ফেলেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. সরকারের নেওয়া পদক্ষেপ সমস্যা সমাধানে কেমন অবদান রাখবে? মতামত দাও। ৪
২৩ নং প্রশ্নের উত্তর
ক ব্যবসায়ের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাববিস্তারকারী উপাদানের (প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি) সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। অ
খ মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। কোনো দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা, জনগণের আয় ও সঞ্চয়, বিনিয়োগ, জনসম্পদ বা মানব সম্পদ ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে অর্থনৈতিক পরিবেশ।
এ পরিবেশের একটি উপাদান হলো মানবসম্পদ। কোনো দেশের মানব সম্পদ উন্নত হলে সেখানে ব্যবসায়িক অগ্রগতি সাবলীল ধারায় চলতে থাকে। তাই এটি অর্থনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ একটি উপাদান।
গ উদ্দীপকে বর্ণিত অবস্থায় ফসল উৎপাদনে প্রাকৃতিক পরিবেশ প্রভাব ফেলেছে। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, নদ-নদী ইত্যাদি প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশ মানুষ সৃষ্টি করতে পারে না।
উদ্দীপকে দেখা যায়, সম্প্রতি দেশে বিভিন্ন জেলায় আগাম বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ থেকে বোঝা যায়, ফসলের ক্ষতির কারণ হলো বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ।
এগুলো হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এগুলো প্রকৃতিপ্রদত্ত। মানুষ এগুলো সৃষ্টি করতে পারে না, পরিবর্তনও করতে পারে না। এসব বৈশিষ্ট্য প্রাকৃতিক পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশ উদ্দীপকের পরিস্থিতির জন্য দায়ী।
ঘ উদ্দীপকে সরকারের নেওয়া পদক্ষেপে সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সম্প্রতি দেশে আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফলে দেশে খাদ্যমূল্য বিশেষ করে চালের মূল্য ব্যাপকভাবে বেড়েছে। সরকার এ পরিস্থিতি মোকাবেলায় বিদেশ থেকে চাল আমদানি করছে।
এভাবে বিদেশ থেকে চাল আমদানির ফলে দেশের চালের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এতে চালের মূল্য কিছুটা কমে আসবে। চালের সরবরাহ স্বাভাবিক মাত্রায় চলে এলে বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। এর ফলে সংকট কাটিয়ে ওঠা কিছুটা হলেও সম্ভব হবে।
প্রাকৃতিক পরিবেশের প্রভাবে দেশে ফসলের ক্ষতি হয়েছে। এ থেকে বাঁচার কোনো উপায়ই মানুষের ছিল না। তবে খাদ্য সংকট মোকাবেলায় সরকার বিদেশ থেকে চাল আমদানি করছে। এতে ফসলের ক্ষতিজনিত চালের ঘাটতি নিরসন সম্ভব হবে।
প্রশ্ন২৪ হারুন পড়ালেখা শেষ করে ভালো চাকরি পাচ্ছে না। সে খুবই চিন্তিত। হারুনের কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা ছিল। তাই সে নিজ উদ্যোগে প্রথমে একটি কম্পিউটার কিনে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার তৈরি করে।
ঐ এলাকায় কোনো কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার না থাকায় হারুনের প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পেতে থাকে। এখন তার প্রতিষ্ঠানে ২০ টি কম্পিউটার রয়েছে। এলাকার অনেক বেকার যুবককে হারুন তার প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে। কিন্তু কিছুদিন ধরে লাগাতার হরতালের কারণে হারুন প্রতিষ্ঠানটি ঠিকমতো চালাতে পারছে না। [পাবনা সরকারি মহিলা কলেজ]
ক. ব্যবসায়িক পরিবেশ কী? ১
খ. প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. হারুনের ভাগ্য পরিবর্তনে কোন পরিবেশের প্রভাব দেখা যায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. কোন ব্যবসায় পরিবেশগত বাধার কারণে হারুনের প্রতিষ্ঠানটি বাধা পাচ্ছে? এর থেকে সমাধানের উপায় কী? ৪
২৪ নং প্রশ্নের উত্তর
ক যেসব পারিপার্শ্বিক উপাদান দ্বারা ব্যবসায় গঠন, পরিচালনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। খ বিজ্ঞান, প্রযুক্তিগত কলাকৌশল, গবেষণা ও কারিগরি শিক্ষার সমন্বিত রূপই হলো প্রযুক্তিগত পরিবেশ।
প্রযুক্তিগত পরিবেশের উপাদান হলো বিজ্ঞান ও কারিগরি শিক্ষা গবেষণাধর্মী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজ করে। ফলে শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ঘটে।
গ হারুনের ভাগ্য পরিবর্তনে প্রযুক্তিগত পরিবেশের প্রভাব দেখা যায়। প্রযুক্তিগত পরিবেশ হলো বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদানের সমন্বিত রূপ। বর্তমানে এ পরিবেশ ব্যবসায়ের ওপর ব্যাপক প্রভাব ফেলে। এতে ভোক্তারা নতুন নতুন পণ্য পেয়ে থাকে।
উদ্দীপকের হারুন পড়ালেখা শেষ করে ভালো চাকরি পায় না। কম্পিউটার সম্পর্কে তার ভালো দক্ষতা ছিল। তাই সে একটি কম্পিউটার কিনে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার তৈরি করে।
ঐ এলাকায় কোনো কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার না থাকায় তার প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পেতে থাকে। কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা থাকায় এটি সম্ভব হয়। আর কম্পিউটার আধুনিক প্রযুক্তির অন্যতম উপাদান। তাই বলা যায়, হারুনের ভাগ্য পরিবর্তনে প্রযুক্তিগত পরিবেশের প্রভাব রয়েছে।
ঘ রাজনৈতিক পরিবেশগত বাধার কারণে হারুণের প্রতিষ্ঠানটি বাধা পাচ্ছে। এটি সমাধানের জন্য সরকারকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে।
রাজনৈতিক পরিবেশ দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সাথে জড়িত। এর উপাদান হলো সরকার, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা ইত্যাদি। এ পরিবেশ স্থিতিশীল হলে দেশের ব্যবাসায় সম্প্রসারণ ঘটে।
উদ্দীপকের হারুনের কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা রয়েছে। তাই সে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার তৈরি করে। এলাকায় অন্য কোনো সমজাতীয় প্রতিষ্ঠান না থাকায় তার প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পেতে থাকে।
এখন তার প্রতিষ্ঠানে ২০ টি কম্পিউটার রয়েছে। কিন্তু কিছুদিন ধরে লাগাতার হরতালের কারণে সে প্রতিষ্ঠানটি ঠিকমতো চালাতে পারছে না। হরতাল, ধর্মঘট ইত্যাদি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এর ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
উদ্দীপকের হারুনের ব্যবসায়টি লাগাতার হরতালের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। এটি সমাধানের জন্য সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। হরতালের মতো নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার ব্যবস্থা করতে হবে। এতে হারুনের ব্যবসায় চালানোর সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি।
প্রশ্ন২৫ জনাব তৌসিফ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে ব্যবসায়ের সুযোগ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য সুগন্ধি সাবান উৎপাদনের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ হওয়ায় তিনি সাবান তৈরিতে শুকরের চর্বি ব্যবহার না করে ভেজিটেবল চর্বি ব্যবহার করেন। তিনি সাবানটিকে হালাল বলে বিজ্ঞাপন দিয়ে প্রচার করেন।
জনাব তৌসিফ জনগণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে সাবানের মূল্য তুলনামূলক কম নির্ধারণ করেন। ক্রয় ক্ষমতার মধ্যে এবং হালাল হওয়ায় জনগণ উক্ত সুগন্ধি সাবান স্বাচ্ছন্দে গ্রহণ করে। জনাব তৌসিফ ব্যবসায়ে উত্তরোত্তর উন্নতি করলেন। [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. দেশের উন্নয়নে রাজনৈতিক পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। ২
গ. জনাব তৌসিফ পণ্য উৎপাদনে ব্যবসায় পরিবেশের কোন দিকটি গুরুত্ব দিয়েছেন? বর্ণনা করো। ৩
ঘ. সাবানের মূল্য তুলনামূলক কম নির্ধারণ করার যুক্তিকতা তুলে ধরো। ৪
২৫ নং প্রশ্নের উত্তর
ক যেসব পারিপার্শ্বিক উপাদান দ্বারা ব্যবসায় গঠন, পরিচালনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। খ সরকার, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ইত্যাদির সমন্বয়ে গড়ে ওঠা পরিবেশকে রাজনৈতিক পরিবেশ বলে।
উন্নত দেশের ব্যাপক সাফল্যের পিছনে রাজনৈতিক পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সুষ্ঠু রাজনৈতিক অবস্থা বিরাজমান থাকলে দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল থাকে, যা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়তা করে।
গ জনাব তৌসিফ পণ্য উৎপাদনে সামাজিক পরিবেশকে গুরুত্ব দিয়েছেন। একটি দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের সমন্বয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। এর উপাদানসমূহ হলো জনসংখ্যা, ধর্ম-বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য ইত্যাদি। এ পরিবেশ ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকের জনাব তৌসিফ বাংলাদেশে সুগন্ধি সাবান উৎপাদনের সিদ্ধান্ত নেন। মুসলিম প্রধান দেশ হওয়ায় সাবান তৈরিতে তিনি শুকরের চর্বি ব্যবহার করেন না। এক্ষেত্রে তিনি ভেজিটেবল চর্বি ব্যবহার করেন।
তিনি সাবানটিকে হালাল বলে বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন। তার এমন কাজের পিছনে দেশের ধর্মীয় অবস্থার প্রভাব রয়েছে। ধর্ম সামাজিক পরিবেশের অন্যতম উপাদান। তাই বলা যায়, জনাব তৌসিফ পণ্য উৎপাদনে সামাজিক পরিবেশকে গুরুত্ব দিয়েছেন।
ঘ ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় সাবানের মূল্য তুলনামূলক কম নির্ধারণ করা যৌক্তিক। উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। পণ্যের মূল্য ক্রেতাদের সামর্থ্যরে মধ্যে থাকলে অধিক পরিমাণ বিক্রয় করা সম্ভব হয়। এটি ব্যবসায়ের মুনাফা বাড়াতে সহায়তা করে।
উদ্দীপকের জনাব তৌসিফ সুগন্ধি সাবান উৎপাদনের সিদ্ধান্ত নেন। তিনি জনগণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে সাবানের মূল্য তুলনামূলক কম নির্ধারণ করেন। পণ্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় জনগণ উক্ত সুগন্ধি সাবান স্বাচ্ছন্দে গ্রহণ করে। এতে তার ব্যবসায়ে বিক্রির পরিমাণ বেড়ে যায়, যা মুনাফা বৃদ্ধি করে। ফলে তিনি ব্যবাসয়ে দ্রুত উন্নতি করেছেন।
জনাব তৌসিফের ব্যবসায়ের উন্নয়নের পিছনে পণ্যের মূল্য কম নির্ধারণের প্রভাব রয়েছে। এতে তার একক প্রতি বিক্রয়ে মুনাফা কম হচ্ছে কিন্তু অধিক পরিমাণ বিক্রির ফলে মোট মুনাফা বেড়েছে। তাই সাবানের মূল্য তুলনামূলক কম নির্ধারণ করা অধিক যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
প্রশ্ন২৬ সোহান এমবিএ শেষ করে রংপুর শহরের পাশে তার গ্রামের প্রায় তিন একর জমিতে কাজি পেয়ারা চাষ শুরু করেন। পেয়ারা সম্পর্কে পূর্ব ধারণা ও কোনো শিক্ষা না থাকায় শুরুতে বেশ ক্ষতির সম্মুখীন হয়।
একটি সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে ও ব্যাংকের ঋণ সহায়তায় ব্যাপকভাবে সফল হন। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে পেয়ারা রপ্তানির পরিকল্পনা করছেন। [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক. ভূ-প্রকৃতি কী? ১
খ. ধর্মীয় পরিবেশ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে সোহানের ব্যবসায়ে ব্যর্থতার জন্য কোন পরিবেশের প্রভাব সর্বাধিক? ব্যাখ্যা করো। ৩
ঘ. মধ্যপাচ্যে পেয়ারা রপ্তানিতে কোন উপাদান সহায়তা করতে পারে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
২৬ নং প্রশ্নের উত্তর
ক কোনা এলাকার মাটি বা ভূমির গুণাগুণ, বৈশিষ্ট্য ইত্যাদির সমন্বয়কে ভূ-প্রকৃতি বলা হয়।
খ ধর্মীয় বিশ্বাস, চর্চা, অনুভূতি, দ্বন্দ্ব, অনুশাসন ও আচার-আচরণের মাধ্যমে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে।
সব সমাজেই মানুষের ধর্মীয় বিশ্বাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেখানকার ব্যবসায়িক আচার-আচরণের ওপর প্রভাব বিস্তার করে। যে দেশে কোনো নির্দিষ্ট এক ধর্মের অনুসারীর সংখ্যা বেশি সেখানে এক ধরনের ব্যবসায়ের প্রসার ঘটে। আবার যে দেশে বহু ধর্মের অনুসারী বসবাস করে সেখানে বিভিন্ন ধারার ব্যবসায়ের প্রচলন লক্ষ করা যায়।
গ উদ্দীপকে সোহানের ব্যবসায় ব্যর্থতার ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের প্রভাব সর্বাধিক। কোনো দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা, জনগণের আয় ও সঞ্চয়, বিনিয়োগ, জনসম্পদ, দক্ষ উদ্যোক্তা ইত্যাদির সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়।
উদ্দীপকের সোহান এমবিএ শেষ করে রংপুর শহরের পাশে তার গ্রামের প্রায় তিন একর জমিতে কাজি পেয়ার চাষ শুরু করেন। পেয়ারা সম্পর্কে পূর্ব ধারণা ও কোনো শিক্ষা না থাকায় শুরুতে তিনি বেশ ক্ষতির সম্মুখীন হন। এর মাধ্যমে তার মধ্যে দক্ষ উদ্যোক্তাসুলভ গুণের অভাব ফুটে ওঠে। আর এজন্যই তিনি সফলতা পাননি।
এসব বৈশিষ্ট্য অর্থনৈতিক পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সোহান এর ব্যবসায়ে ব্যর্থতার জন্য অর্থনৈতিক পরিবেশের দক্ষ উদ্যোক্তা নামক উপাদানের প্রভাব সর্বাধিক।
ঘ মধ্যপ্রাচ্যে পেয়ারা রপ্তানিতে রাজনৈতিক পরিবেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি সহায়তা করতে পারে। কোনো দেশের সরকার, সরকারি নীতিমালা, রাজনৈতিক অবস্থা প্রভৃতি নিয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়ে।
উদ্দীপকের সোহান রংপুরে পেয়ারার চাষ শুরু করেন। জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে শুরুতে তার বেশ ক্ষতি হয়। পরবর্তীতে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ও ব্যাংকের ঋণ নিয়ে সাফল্য অর্জন করেন। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে পেয়ারা রপ্তানির পরিকল্পনা করছেন।
এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক ব্যবসায়ে প্রবেশের চিন্তা করছেন। এক্ষেত্রে সহায়তাকারী মুখ্য বিষয় হলো আন্তর্জাতিক সম্পর্ক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যদি বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে তবে সেখানে পণ্য রপ্তানি করা সম্ভব হবে। আর প্রতিকূল সম্পর্ক বহাল থাকলে সেক্ষেত্রে রপ্তানি করা সম্ভব হবে না।
তাই সোহানের মধ্যপ্রাচ্যে পেয়ারা রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক পরিবেশের একটি উপাদান। তাই তার রপ্তানির ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশের ভূমিকা মুখ্য।
প্রশ্ন২৭ পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা, সাদা আর লালের ছড়াছড়ি, ইলিশ আর পান্তাভাতের আয়োজন, বাঁশি ও ঢোলের আওয়াজ যেন এক চিরন্তন প্রথা। এ উৎসবকে রাঙাতে ব্যবসায়ীরা নিত্যনতুন পণ্যের পসরা নিয়ে বাজারে আসেন।
সাথে থাকে নতুন হালখাতা। বছরের অন্যান্য মাসের তুলনায় এ সময় কিছু কিছু পণ্যের বিক্রয় ও সেবার বিনিময় অভাবনীয়ভাবে বেড়ে যায়। এ দিনকে উপলক্ষ্য করে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে উৎসব ছুটি ও উৎসব বোনাস ঘোষণা করা হয়।
এমনকি ধর্মীয় উৎসবগুলোর মতো এ সময়ও ব্যবসায়ীদের অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখতে দেখা যায়। সব মিলিয়ে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়। [জালালাবাদ কলেজ, সিলেট]
ক. প্রমিতকরণ কী?
খ. ‘শিল্প উপযোগ সৃষ্টি করে’ ব্যাখ্যা করো।
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফিন্যান্স ও ব্যাংকিং জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন> MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- উত্তর ডাউনলোড করুন> ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
গ. উদ্দীপকে পহেলা বৈশাখে পণ্যের বিক্রয় বাড়াতে কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
ঘ. পহেলা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
২৭ নং প্রশ্নের উত্তর
ক পণ্যের আকার, ওজন ও রং বিবেচনায় পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ (Standardizing) বলে। অ
খ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, তাকে শিল্প বলে।
এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদগুলোকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা হয়। ফলে এগুলোর ব্যবহার উপযোগিতা সৃষ্টি হয়। (যেমন: কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা)। তাই বলা হয়, শিল্প উপযোগ সৃষ্টি করে।
গ উদ্দীপকে পহেলা বৈশাখে পণ্যের বিক্রয় বাড়াতে সামাজিক পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে। কোনো জাতির মানুষের সংখ্যা, তাদের বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলে যে পারিপার্শিকতা গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। এ পরিবেশ ব্যবসায়কে বিশেষভাবে প্রভাবিত করে।
পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা। ইলিশ আর পান্তাভাতের আয়োজন। বাঁশি ও ঢোলের আওয়াজ যেন এক চিরায়ত প্রথা। ব্যবসায়ীরা নিত্যনতুন পণ্যের পসরা নিয়ে বসেন।
এ উৎসবকে রাঙ্গাতে উৎসব মুখর পরিবেশে ছোট-বড় সব মানুষ এসব পণ্য ক্রয় করে। ফলে বিক্রয় বাড়ে। এখানে পহেলা বৈশাখ হলো বাঙ্গালির ঐতিহ্য। আর বৈশাখি মেলা হলো সংস্কৃতি।
ঐতিহ্য ও সংস্কৃতি উভয়ই হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে পহেলা বৈশাখে পণ্যের বিক্রয় বাড়াতে সামাজিক পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে।
ঘ পহেলা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসায়-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। উৎসবপ্রেমী বাঙ্গালি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পালন করে আসছে যুগ যুগ ধরে। দেশের ব্যবসায়ীরা এ সুযোগকে কাজে লাগিয়ে তাদের ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটিয়ে অধিক লাভবান হয়। পহেলা বৈশাখ হলো বাঙ্গালির প্রাণের উৎসব।
এ উৎসবকে আকর্ষর্ণীয় করে তোলার জন্য ব্যবসায়ীরা নানা ধরনের পণ্য নিয়ে বাজারে আসেন। খোলা হয় নতুন হালখাতা। বছরের এ সময় ব্যবসায়ীরা অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখে। ফলে অন্য সময়ের তুলনায় এ সময় কিছু কিছু পণ্যের বিক্রয় বেড়ে যায়।
বৈশাখকে ঘিরে দেশের সব মানুষ উৎসবমুখর থাকে। এ সময় ব্যবসায়ীরা সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী বাজারে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে।
উৎসবপ্রেমী মানুষ বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জার জন্য এ সময় স্বাভাবিক সময়ের চেয়ে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় অনেক বেড়ে যায়। সুতরাং বলা যায়, পহেলা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।