অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF: অধ্যায়: ৩ অর্থের সময়মূল্য > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
SSC ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল: রচনামূলক প্রশ্নোত্তর ১ম
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:রচনামূলক প্রশ্নোত্তর,অধ্যায়:২ PDF
অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
অধ্যায়: ৩ অর্থের সময়মূল্য >
সৃজনশীল প্রশ্নোত্তর: ০১
জনাব আলীম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকের ৬ বছরে টাকা দ্বিগুণ হওয়ায় পলিসিতে ২ লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে ১৩% মুনাফায় একই মেয়াদের সঞ্চয়পত্র μয় করেন।
(ক) সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়?
(খ) চμবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
(গ) জনাব আলীমের অর্থের ভবিষ্যৎ মূল্য চμবৃদ্ধি প্রμিয়া নির্ণয় কর।
(ঘ) অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলীমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: (ক)
সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়।
উত্তর: (খ)
সুদের টাকা আসল টাকার সাথে যোগ হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সুদ-আসলে রুপান্তরিত হয়। পরের বছর এই সুদ-আসলের ওপর ঐ নির্দিষ্ট হারে সুদ ধার্য করা হলে প্রাপ্ত সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে এবং প্রতিবছরই সুদ-আসলের ওপর সুদ ধার্যের এ প্রক্রিয়া চলতে থাকে।
যেমন-ধরি, প্রথম বছর ব্যাংকে জমা ১০০ টাকা।
সুদের হার শতকরা ১০ ভাগ
প্রথম বছরের সুদ = ১০০ এর ১০-১০০ ভাগ
= ১০ টাকা
প্রথম বছর শেষে সুদ-আসল (১০০+১০) টাকা
= ১১০ টাকা
দ্বিতীয় বছরে ধার্যকৃত সুদ = ১১০ এর ১০১০০ ভাগ
= ১১ টাকা
মূলকথা,এই প্রক্রিয়ার প্রতিবছর ধার্যকৃত সুদ তার পূর্ববর্তী বছরের সুদ অপেক্ষা বেশি হয় বলে একে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে।
উত্তর: (গ)
সুদের হার ১৩%
আসল ২,০০,০০০ টাকা
মেয়াদ ৬ বছর
অর্থের ভবিষ্যৎ মূল্য (চক্রবৃদ্ধি প্রক্রিয়া)
= বর্তমান মূল্য (১+ সুদের হার) মেয়াদ
= ২,০০,০০০(১+.১৩)৬
= ৪,১৬,৩৯০ টাকা
মূলকথা, চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় জনাব আলীমের ভবিষ্যৎ মূল্য ৪,১৬,৩৯০ টাকা (প্রায়)
উত্তর: (ঘ)
অর্থে বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলীমের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।
বিনেয়োগের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিকল্প বিনিয়োগ পথগুলোকে মূল্যায়ন করতে হয়। জনাব আলীমের দুটি বিনিয়োগ পথ খোলা আছে। তিনি সিদ্ধান্তের ক্ষেত্রে উভয় বিকল্পের ভবিষ্যৎ মূল্যের মধ্যে তুলনা করেছেন।
প্রথম বিকল্পে বছর মেয়াদে ২ লক্ষ টাকা ১৩% সুদে ব্যাংকে রাখলে ভবিষ্যৎ মূল্য হয় ৪ লক্ষ টাকা বা দ্বিগুন । দ্বিতীয় বিকল্পে ৬ বছর মেয়াদে ২ লক্ষ টাকা ১৩% সুদে ব্যাংকে রাখলে ভবিষ্যৎমূল্য হয় ৪১৬৩৯০ টাকা [সুত্রঃ বর্তমান মূল্য (১+ সুদের হার) মেয়াদ অনুসারে]।
সুতরাং দ্বিতীয় বিকল্প থেকে বাড়তি ভবিষ্যৎ মূল্য পাওয়া যাবে (৪১৬৩৯০-৪০০০০০) টাকা বা ১৬৩৯০ টাকা।
জনাব আলীমের দ্বিতীয় বিকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত যথার্থ হয়েছে।
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফিন্যান্স ও ব্যাংকিং জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন> MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- উত্তর ডাউনলোড করুন> ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
সৃজনশীল প্রশ্নোত্তর: ০২
জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত ১০ লক্ষ টাকা ১০% সুদে ১০ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল। কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে ৮ বছরে জমির মূল্য দিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত ২ লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্ত হীনতায় ভুগছে।
(ক) বাট্টাকরণ প্রμিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়?
(খ) অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা কর।
(গ) পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় কর।
(ঘ) বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর:(ক)
বাট্রাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়।
উত্তর: (খ)
অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী একাধিক উপাদান পাওয়ার যায়। যেমন- সুদের হার, মেয়াদ, সুদের প্রকৃতি, চক্রবৃদ্ধির সংখ্যা ইত্যাদি। এগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সুদের হার।
মূলকথা, পার্থক্যকারী উপাদানগুলো হলো সুদের হার, মেয়াদ, সুদের প্রকৃতি, চক্রবৃদ্ধির সংখ্যা ইত্যাদি।
উত্তর: (গ)
জনাব ফাহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ঃ
আসল = ১০ লক্ষ টাকা
সুদের হার = ১০%
মেয়াদ ১০ বছর
ভবিষ্যৎ মূল্য = আসল (১+হার)মেয়াদ
= ১০,০০,০০০ (১+.১০)৮
= ২৫,৯৩,৭৪২ টাকা (প্রায়)
উক্ত পলিসিতে ১০ বছর পর ভবিষ্যৎ মূল্য হবে ২৫,৯৩,৭৪২ টাকা (প্রায়)
উত্তর: (ঘ)
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণকালে অবশ্যই সকল বিকল্পের মেয়াদ সমান হতে হয়। আলোচ্য প্রশ্নে প্রথম অংশে বিকল্পের মেয়াদ দেয়া আছে ১০ বছর কিন্তু দ্বিতীয় বিকল্পে জমির মূল্য দ্বিগুণ হয় ৮ বছরে। তাই উভয় বিকল্পের ভবিষ্যৎ মূল্য ৮ বছর মেয়াদ ধরে নির্ণয় করা হলো।
প্রথম বিকল্পের ভবিষ্যৎ মূল্য = আসল (১+হার)মেয়াদ
= ১০,০০,০০০ (১+.১০)৮
= ২১,৪৩৫৮৯ টাকা (প্রায়)
দ্বিতীয় বিকল্পের ভবিষ্যৎ মূল্য= (১০,০০,০০০২+২,০০,০০০)
= ২২,০০,০০০ টাকা
সুতরাং ৮ বছর মেয়াদ হিসাব দ্বিতীয় বিকল্পে ভবিষ্যৎ মূল্য (২২,০০,০০০-২১,৪৩,৫৮৯) টাকা বা ৫৬,৪১১ টাকা বেশি পাওয়া যাবে।
অর্থাৎ,জনাব ফাহাদের উচিত দ্বিতীয় বিকল্প বেছে নেয়া।
প্র্যাকটিস অংশঃ- সৃজনশীল রচনামূলক প্রশ্নঃ
১. জনাব হাসান একটি ব্যাংকে ৮ বছর মেয়াদে টাকা তিন গূণ করার পলিসিতে ২ লক্ষ টাকা রাখাতে চান। কিন্তু তার বন্ধু তাকে পরামর্শ দিলেন উক্ত টাকা ১৪.৫% হার সুদে অন্য একটি ব্যাংকে রাখতে। (পাঠ-৩.২.১)
(ক) সুযোগ ব্যয় কী?
(খ) ১ বছর পরে প্রাপ্তব্য ১০০ টাকা চেয়ে বর্তমানে প্রাপ্ত ১০০ টাকা অধিক মূল্যাবান – ব্যাখ্যা কর।
(গ) জনাব হাসানের ভবিষ্যৎ মূল্য বের কর।
(ঘ) বিনিযোগের জন্য জনাব হাসানের কোন পথটি বেছে নেয়া উচিত বলে মনে কর – যুক্তি দেখাও।
২. জনাব মুসা হায়দার ৫ বছর পর তার ছেলের জন্ম দিনে ৫০,০০০ টাকা মূল্যের একটি ল্যাপটপ দিতে চান। ৫ বছর পরে ৫০,০০০ টাকা পাওয়া যাবে এই আশায় তিনি কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। ‘এক্সিলেন্ট’ ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। ‘যমুনা’ ব্যাংক আবার ৯.৯% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। (পাঠ-৩.২.১)
(ক) বর্তমানে অল্প টাকা ভবিষ্যতের বেশি টাকা মূল্য বহন করে – এটি কিসের ধারণা।
(খ) চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদের ওপরও সুদ পাওয়া যায়- গাণিতিক প্রমাণ দেখাও।
(গ) জনাব মুসা হায়দারের কোন প্রস্তাব গ্রহণ করা উচিত? ব্যাখ্যা কর।
(ঘ) মুসার সিদ্ধান্তের আলোকে বার্ষিক চক্রবৃদ্ধি ও মাসিক চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কর।
৩. জামাল একটি কম্পিউটার ক্রয়ের জন্য তার মামার কাছ থেকে ৪৫,০০০ টাকা পেল। সামাদ কম্পিউটার এখন ক্রয় না করে ৩ বছর পর ক্রয় করার চিন্তা ভাবনা করছে। তাই প্রাপ্ত অর্থ সামাদ সোনালী ব্যাংকে ১১% হার সুদে জমা করে রাখে। (পাঠ-৩.২.১)
(ক) বর্তমান মূল্য বের করার সূত্রটি লিখ।
(খ) চক্রবৃদ্ধিকরণ পদ্দতিটি ব্যাখ্যা কর।
(গ) সামাদ উক্ত অর্থ যদি ২ বছর পর পেত তাহলে ওই অর্থের বর্তমান মূল্য কত হতো?
(ঘ) সামাদ তার অর্থ ৩ বছরের জন্য এখন জমা রাখলে এর ভবিষ্যৎ মূল্য কত হবে?
৪. জনাব আনোয়ার তার সঞ্চীয়ী হিসাবে ১২,০০০ টাকা ২ বছরের জন্য জমা রাখলেন। ব্যাংক তাকে শতকরা ১০ টাকা হারে সুদ প্রদান করে থাকে। তার বন্ধু জামাল তাকে বলল ‘সবুজ ব্যাংক’ মাসিক ৯.৫% হারে সুদ প্রদান করে থাকে। তুমি সবুজ ব্যাংকে তোমার অর্থ জমা রাখতে পার।
(ক) ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের কী জড়িত থাকে?
(খ) কারবারি প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার কারণ ব্যাখ্যা কর।
(গ) ব্যাংক ১০% হারে সুদ দিলে ২ বছর পর আনোয়ারের অর্থের পরিমাণ কত হবে?
(ঘ) আনোয়ারের বন্ধুর প্রসÍাবটি গ্রহণযোগ্য কিনা তোমার সুচিন্তিত মতামত দাও।
৫. জামাল ৪ বছর পর ৪০,০০০ টাকা পেতে চায়। অগ্রণী ব্যাংক তাকে ১২% হারে প্রস্তাব দিয়েছে। জামালের বন্ধু সুমন মাল্টি পারপাসের ব্যবসায় করে। সে জামালকে মাসিক ১১.৫% হারে টাকা জমা রাখার প্রস্তাব করে। (পাঠ-৩.২.৪)
(ক) ভোক্তা ঋণ কী?
(খ) বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
(গ) ৪০,০০০ টাকা পেতে চাইলে জামালকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে।
(ঘ) জামালের বন্ধু সুমনের প্রস্তাবটি গ্রহণযোগ্য কিনা- তোমার মতামত তুলে ধর।
৬. আলামত মিয়া এ বছর তার ক্ষেতে তরমুজ চাষ করতে চায়। তিনি মহাজন থেকে সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। মহাজন তাকে বলল এতে বার্ষিক সুদ হবে ৫২%। (পাঠ-৩.৩)
- উত্তর ডাউনলোড করুন> হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
(ক) প্রকৃত সুদ কী?
(খ) প্রকৃত সুদের সূত্রটি লিখ ও ব্যাখ্যা কর।
(গ) আলামত মিয়ার ঋণের প্রকৃত সুদ কত বের কর।
(ঘ) চক্রবৃদ্ধি যত বেশি হবে প্রকৃত সুদের হার তত বেশি হবে – গাণিতিক প্রমাণ দেখাও এবং এর কারণ বিশ্লেষণ কর।
৭. মজিদ বেপারীর একটি মুদি দোকান আছে। দোকানের আধুনিকায়নের জন্য তাঁর কিছু সরঞ্জামাদি দরকার। তিনি ১৫% সুদের হারে ১২ বছর পরিশোধ্য ৫,০০,০০০ ঋণ নিলেন। (পাঠ-৩.৪)
(ক) রুল ‘৭২’- বিধানটি কী?
(খ) ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে কারবারটির কী হয়?
(গ) মজিদ বেপারীর বার্ষিক কিস্তি ও মাসিক কিস্তি কত ?
(ঘ) দুই কিস্তিতে প্রকৃত সুদের হারের তুলনামূলক বিশ্লেষণ কর।
৮. জসিম সাহেব সরকারি কর্মকর্তা । তিনি একটি গাড়ি ক্রয় করতে ইচ্ছুক। রুপালী ব্যাংক ১০% হারে ২০,০০০ টাকা করে আগামী ১০ বছরে পরিশোধের প্রস্তাব করে। কিন্তু স্থানীয় মহাজন তাকে মাসিক ৯.৫ হারে কিস্তি ২,০০০ টাকা করে পরিশোধের প্রস্তাব করে। (পাঠ-৩.৪.১)
(ক) ঊঅজ কী?
(খ) ভোক্তা ঋণের অর্থ কীভাবে পরিশোধ করা হয়?
(গ) জসিম সাহেবের ঋণের পরিমাণ কত? তা নির্ণয় কর।
(ঘ) মহাজনের প্রস্তাবকৃত শর্তের বার্ষিক প্রকৃত সুদের হার কত?
৯. মি. হালিমের বয়স ৪০ বছর। তিনি অবসর জীবনে সচ্ছলতার জন্য এখন থেকে ব্যাংকে সঞ্চয় করতে চান। তার বন্ধু তাকে মুনাফায় গঙ্গা ব্যাংকে প্রতিবছর শেষে ৫,০০০ টাকা রাখার পরামর্শ দেন। (পাঠ-৩.৪.৪)
(ক) সরল সুদ কী?
(খ) বিভিন্ন উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস থেকে অর্থায়ন করা উচিত – ব্যাখ্যা কর।
(গ) মি. হালিমের ৬৫ বছর বয়সে অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে?
(ঘ) মি. হালিমের বিনিয়োগ সিদ্ধান্তের আলোকে প্রমাণ কর যে, সরল সুদের চেয়ে চক্রবৃদ্ধি সুদ বেশি হয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।