৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || প্রদর্শনী কৌশল ও প্রকার বেধ || Class 8 Shilpo o Sonskriti 2024, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
পরিত্যক্ত পণ্য নয়তো নগণ্য
হতেও পারে তা থেকে নতুন কোনো পণ্য”
প্রদর্শনী
প্রদর্শনী একটি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদর্শনী হলো এমন একটি অনুষ্ঠান যেখানে কোনো নির্দিষ্ট শিল্প, পণ্য বা বিষয়বস্তুকে জনসাধারণের সামনে উপস্থাপন করা। প্রদর্শনী সাধারণত কোনো নির্দিষ্ট স্থানে, যেমন : জাদুঘর, গ্যালারি বা মেলায় অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে পারেন। শিল্পকর্ম উপভোগ করতে পারেন। পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন ।
প্রদর্শনীর ধরন : প্রদর্শনী বিভিন্ন ধরনের হতে পারে। যেমন :
- শিল্প প্রদর্শনী : এই প্রদর্শনীতে চিত্রকর্ম, ভাস্কর্য, ফটোগ্রাফি বা অন্যান্য শিল্পকর্ম প্রদর্শিত হয় ।
- পণ্য প্রদর্শনী : এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের পণ্য, যেমন : মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সামগ্রী, গাড়ি বা অন্যান্য পণ্য প্রদর্শিত হয় ।
- তথ্য প্রদর্শনী : এই প্রদর্শনীতে কোনো নির্দিষ্ট বিষয়ে তথ্য প্রদর্শিত হয়, যেমন : ইতিহাস, বিজ্ঞান বা প্রযুক্তি।
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || প্রদর্শনী কৌশল ও প্রকার বেধ
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
প্রদর্শনীর উদ্দেশ্য : প্রদর্শনী বিভিন্ন উদ্দেশ্যে অনুষ্ঠিত হতে পারে ।
- শিল্পকর্ম বা পণ্য প্রচার করার জন্য ।
- জনসাধারণকে কোনো বিষয় সম্পর্কে জানানোর জন্য ।
- শিক্ষামূলক উদ্দেশ্যে।
- বিনোদনের জন্য ।
এটি দর্শকদের নতুন বিষয়ে জানতে, শিল্প উপভোগ করতে বা পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে।
জি আই পণ্য
জি আই হলো ভৌগোলিক নির্দেশক চিহ্ন, যা কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলি নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাধারণত জি আইতে উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে।
জি আই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical Indication) ভৌগোলিক নির্দেশক। World Intellectal Property Organization (WIPO) হলো জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
WIPO দ্বারা স্বীকৃত পণ্যকে জি আই পণ্য বলা হয়। কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে সে দেশের ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ, যে পণ্য শুধু সে এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয় ।
দেয়ালিকা
দেয়ালে টাঙানো বা বিজ্ঞপ্তি বোর্ডে প্রকাশিত এক ধরনের সাময়িকীপত্র হলো দেয়ালিকা। এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাছাই করা গল্প, প্রবন্ধ, কবিতা, ছড়া, অঙ্কন ইত্যাদি প্রকাশিত হয়।
সাধারণত দেয়ালিকার জন্য শিক্ষার্থীদের নিজের লেখা গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ বা চিত্র কিংবা পোস্টার বানানোর নির্দেশ দেওয়া হয়। এরপর নির্ধারিত দিনের মধ্যে সকল শিক্ষার্থী তাদের লিখিত বিষয় শিক্ষকের কাছে জমা দেয়। শিক্ষক এসবের মধ্যে সুন্দর সুন্দর গল্প, কবিতা, ছড়া, চিত্র, পোস্টার বাছাই করেন ।
এগুলো শ্রেণিকক্ষের নির্দিষ্ট বোর্ড বা দেয়ালে স্থান পায়। তাই নির্দিষ্ট বোর্ড বা স্থানই হলো দেয়ালিকা। এ দেয়ালিকা শ্রেণিকক্ষের শোভাবর্ধন করে। এর মাধ্যমে সাহিত্যচর্চা, কলা বা চিত্রাঙ্কনের চর্চা ঘটে।
এজন্যই শিক্ষকরা শ্রেণিতে দেয়ালিকার ব্যবস্থা করে থাকেন। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, সাহিত্যচর্চা, ভাবের আদান-প্রদান এবং মনোবিকাশের এক অনন্য মাধ্যম হলো এই দেয়ালিকা ।
প্রতিবেদন
প্রতিবেদন শব্দের অর্থ সমাচার, বিবৃতি বা বিবরণী। কোনো নির্দিষ্ট বিষয় বা বিশেষ ঘটনা সম্পর্কে তথ্য অনুসন্ধানের পর সে বিষয় বা ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা বিষয় বা বিবরণীকে প্রতিবেদন বলে ।
যিনি প্রতিবেদন প্রস্তুত করেন তাকে বলা হয় প্রতিবেদক । প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে একজন প্রতিবেদকের ব্যক্তিগত আবেগ-অনুভূতি, নিজস্ব মতামত, মন্তব্য বা সুপারিশ উপস্থাপনের সুযোগ নেই ।
এক্ষেত্রে মূলকাজ হলো নির্দিষ্ট বিষয়বস্তুকে চিত্র বা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা । তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবেদক সুপারিশ বা মন্তব্য উপস্থাপন করতে পারেন, যা কর্তৃপক্ষ প্রয়োজনে বিবেচনায় আনতে পারেন ।
প্রতিবেদন লেখার কাঠামো
- শিরোনাম : প্রতিবেদনের সবার উপরে প্রতিবেদনের শিরোনাম থাকবে । শিরোনাম ছোট বাক্যে দেওয়া ভালো ।
- প্রতিবেদনের সারাংশ : প্রতিবেদনের শিরোনামের পর একটি ছোট প্যারায় শিরোনামের সারাংশ লিখতে হবে। যাতে এ অংশ পড়েই প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায় ।
- ভূমিকা : মূল প্রতিবেদনের শুরুতে প্রতিবেদনের ভূমিকা থাকবে। ভূমিকায় প্রতিবেদনের বিষয়বস্তুর সাথে পাঠকের পরিচয় করে দেওয়া হবে।
- বিষয়বস্তু : এটি প্রতিবেদনের প্রধান ও সবচেয়ে বড় অংশ। এখানে প্রতিবেদনের সকল বিষয়বস্তু থাকবে ।
- প্রতিবেদকের নাম, ঠিকানা ও অন্যান্য বিষয় : এখানে প্রতিবেদকের সকল তথ্য, প্রতিবেদন তৈরির সময়, ছবি প্রভৃতি যুক্ত থাকবে ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।