৮ম শ্রেণির ইসলাম শিক্ষা হাশর দিবস সম্পর্কিত প্রশ্নোত্তর ও কুইজ পর্ব ২০২৪ | Class 8 Islam Shikkha | সমাধান : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রথম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কাজ-২১ | হাশর দিবস সম্পর্কিত প্রশ্নোত্তর/কুইজ পর্ব
প্রশ্ন ১। হাশর শব্দের অর্থ কী?
উত্তর : একত্রিত হওয়ার মহাসম্মিলন।
প্রশ্ন ২। ইয়াউমুদ্দিন অর্থ কী?
উত্তর : কর্মফল দিবস ।
প্রশ্ন ৩। ইয়াউমুদ্দিন বলা হয় কাকে?
উত্তর : মহান আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল (আ.)-এর শিঙ্গায় ফুৎকারের মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাশরের ময়দানে একত্রিত হবে। এদিন সবাই নিজ নিজ কর্মফলপ্রাপ্ত হবে । তাই এটিকে ইয়াউমুদ্দিন বা কর্মফল দিবস বলা হয় ।
প্রশ্ন ৪। হাশর কোথায় সংঘটিত হবে?
উত্তর : এ পৃথিবীই হবে হাশরের মাঠ। এ পৃথিবী একটি উদ্ভিদশূন্য মসৃণ সমতল প্রান্তরে পরিণত হবে এবং সেখানেই হাশর হবে ।
প্রশ্ন ৫। হাশরের দিনের দৈর্ঘ্য কীরূপ হবে?
উত্তর : আমাদের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান।
প্রশ্ন ৬। কারা জান্নাতে প্রবেশ করবে?
উত্তর : মুত্তাকিগণ ।
প্রশ্ন ৭। পুনরুত্থান শব্দের অর্থ কী?
উত্তর : পুনরায় উত্থান, কবর হতে মৃতের উত্থান ।
প্রশ্ন ৮। আখিরাত শব্দের অর্থ কী?
উত্তর : পরকাল ।
প্রশ্ন ৯। ইয়াউমুল বা’ছ কী?
উত্তর : পুনরুত্থান দিবস, প্রতিদান দিবস, হিসাব গ্রহণের দিবস ইত্যাদি।
প্রশ্ন ১০। জান্নাতের রক্ষীরা জান্নাতিদের কী বলে অভিবাদন জানাবে?
উত্তর : তোমাদের প্রতি সালাম। তোমরা সুখী হও এবং স্থায়িভাবে বসবাস করার জন্য ‘জান্নাতে প্রবেশ কর’ ।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন। নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে।
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা হাশর দিবস সম্পর্কিত প্রশ্নোত্তর ও কুইজ পর্ব
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।