৮ম শ্রেণির ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০২৪ | Class 8 Islam Shikkha : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রথম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
নমুনা সমাধান : তোমাদের এ মজাদার কুইজ প্রতিযোগিতায় যেমন প্রশ্ন ও উত্তর নিয়ে তুলে ধরা হলো-
প্রশ্ন ১। কারা আল্লাহর মনোনীত ব্যক্তি?
উত্তর : নবি-রাসুলগণ ।
প্রশ্ন ২। তারা কার বাণী প্রচার করতেন?
উত্তর : আল্লাহর বাণী ।
প্রশ্ন ৩। রাসুল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : রিসালাত শব্দ থেকে ।
প্রশ্ন ৪। ‘রিসালাত’ শব্দের অর্থ কী?
উত্তর : চিঠি, বার্তা, সংবাদ ইত্যাদি ।
প্রশ্ন ৫। রিসালাত কাকে বলে?
প্রসঙ্গ : রাসুলগণের প্রতি
উত্তর : ‘আল্লাহ তা’আলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে ।
প্রশ্ন ৬। রাসুল কাকে বলে?
উত্তর : রিসালাতের দায়িত্ব পালনকারীকে রাসুল বলে ।
প্রশ্ন ৭। ইসলামের কয়টি মৌলিক বিষয়ের ওপর বিশ্বাস করা অপরিহার্য?
উত্তর : ৭টি বিষয়ের ।
প্রশ্ন ৮। মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা?
উত্তর : নবি-রাসুলগণ ।
প্রশ্ন ৯। নবি-রাসুলগণ কেমন ছিলেন?
উত্তর : নিষ্পাপ বা মাসুম।
প্রশ্ন ১০। কোন নবিকে আল্লাহ তা’আলা খলিল বলে আখ্যায়িত করেন?
উত্তর : হযরত ইবরাহীম (আ.)-কে
প্রশ্ন ১১। খলিল শব্দের অর্থ কী?
উত্তর : বন্ধু ।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন। নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে।
প্রশ্ন ১২। কোন কোন নবিকে আল্লাহ তা’আলা বাদশাহী দান করেছিলেন?
উত্তর : হযরত দাউদ (আ.) ও হযরত সোলায়মান (আ.)-কে।
প্রশ্ন ১৩। কোন নবিকে আল্লাহ তা’আলা ধৈর্যের মূর্ত প্রতীক হিসেবে সম্মান ও মর্যাদা দান করেছেন ?
উত্তর : হযরত আইয়ুব (আ.)-কে ।
প্রশ্ন ১৪ । আল্লাহ তা’আলা কোন নবিকে বিশেষ সৌন্দর্য দান করেছিলেন?
উত্তর : হযরত ইউসুফ (আ.) কে ।
প্রশ্ন ১৫ । আল্লাহ তা’আলা কোন নবিকে তুর পাহাড়ে তাঁর সাথে কথা বলার সুযোগ দিয়েছিলেন?
উত্তর : হযরত মূসা (আ.)-কে ।
প্রশ্ন ১৬। হযরত ঈসা (আ.)-এর উপাধি ছিল কী?
উত্তর : রুহুল্লাহ ।
প্রশ্ন ১৭। কোন নবি দোলনায় থাকাকালেই কথা বলেছেন?
উত্তর : হযরত ঈসা (আ.)।
প্রশ্ন ১৮। কোন নবিকে সকল নবির উপরে বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য দান করা হয়েছে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-কে ।
প্রশ্ন ১৯। কে সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল ছিলেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন ২০ । কিয়ামতের দিন কোন নবি আদম সন্তানের নেতা হবেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন ২১ । কিয়ামতের দিন কে সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন ২২ । কিয়ামতের দিন কার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-এর ।
প্রশ্ন ২৩। ‘মুজিযা’ শব্দের অর্থ কী?
উত্তর : অলৌকিক প্রমাণ বা অনন্য নিদর্শন ।
প্রশ্ন ২৪। হযরত মূসা (আ.)-এর মুজিযা কী ছিল?
উত্তর : লাঠিকে সাপে পরিণত করা।
প্রশ্ন ২৫। ‘কুম বিইযনিল্লাহ’ শব্দের অর্থ কী?
উত্তর : আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও ।
প্রশ্ন ২৬। রাসুল (সা.)-এর সবচেয়ে বড়ো মু’জিযা কী?
উত্তর : আল-কুরআন । যা কিয়ামত পর্যন্ত অবিকৃত ও বিদ্যমান থাকবে ।
প্রশ্ন ২৭। ‘নবি’ শব্দের অর্থ কী?
উত্তর : সংবাদবাহক ।
প্রশ্ন ২৮। ‘রাসুল’ শব্দের অর্থ কী?
উত্তর : দূত।
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
প্রশ্ন ২৯। ‘নবি’ বলা হয় কাকে?
উত্তর : আল্লাহ তা’আলা যাকে নতুন শরিয়ত না দিয়ে পূর্বের রাসুলের শরিয়তই প্রচারের দায়িত্ব দিয়ে পাঠান, তাঁকে নবি বলা হয়।
প্রশ্ন ৩০। রাসুল কাকে বলে?
উত্তর : আল্লাহ তা’আলা যাকে নতুন শরিয়ত দিয়ে তাঁর সম্প্রদায়ের নিকট পাঠান, তাঁকে রাসুল বলা হয় ।
প্রশ্ন ৩১। সকল নবিই কি রাসুল ছিলেন?
উত্তর : না, সকল নবিই রাসুল ছিলেন না। তবে সকল রাসুলই নবি ছিলেন ।
প্রশ্ন ৩২। নবুওয়াতের ধারায় প্রথম নবি কে ছিলেন?
উত্তর : হযরত আদম (আ.)।
প্রশ্ন ৩৩। আল-কুরআনে কতজন নবির নাম এসেছে?
উত্তর : ২৫ জন ।
প্রশ্ন ৩৪। হাদিস অনুসারে রাসুলের সংখ্যা কত?
উত্তর : ৩১৩ অথবা ৩১৫ জন ।
প্রশ্ন ৩৫। হাদিস অনুসারে নবিদের সংখ্যা কত?
উত্তর : ১ লাখ ২৪ হাজার ।
খতমে নবুওয়াত
প্রশ্ন ১। খাতামুন শব্দের অর্থ কী?
উত্তর : শেষ বা সমাপ্ত ।
প্রশ্ন ২। নবুওয়াত শব্দের অর্থ কী?
উত্তর : পয়গম্বারি, নবিগণের দায়িত্ব ইত্যাদি।
প্রশ্ন ৩। খতমে নবুওয়াত অর্থ কী?
উত্তর : নবুওয়াতের সমাপ্তি ।
প্রশ্ন ৪। নবুওয়াতের সিলমোহর কী?
উত্তর : নবুওয়াতের দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা ।
প্রশ্ন ৫। খতমে নবুওয়াত কাকে বলে?
উত্তর : নবুওয়াত তথা নবি-রাসুল আগমনের ক্রমধারার সমাপ্তিকেই খতমে নবুওয়াত বলে ।
প্রশ্ন ৬। খাতামুন নাবিয়্যিন কাকে বলে?
উত্তর : যার মাধ্যমে নবুওয়াতের ধারার সমাপ্তি ঘটে তিনি
হলেন খাতামুন নাবিয়্যিন।
প্রশ্ন ৭। খাতামুন নাবিয়্যিন শব্দের অর্থ কী?
উত্তর : সর্বশেষ নবি
প্রশ্ন ৮। খাতামুন নাবিয়্যিন কে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন ৯। সারা বিশ্বের সকল মানুষের নবি কে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)
প্রশ্ন ১০। খতমে নবুওয়াতে বিশ্বাসের বিধান কী?
উত্তর : খতমে নবুওয়াত বিশ্বাস করা ইমানের অঙ্গ। এতে বিশ্বাস না করলে মানুষ ইমানদার হতে পারবে না ।
প্রশ্ন ১১। বনি ইসরাইলে কারা নেতৃত্ব দিতেন?
উত্তর : নবিগণ ।
প্রশ্ন ১২। খতমে নবুওয়াতের উদাহরণ প্রদান করতে গিয়ে রাসুল (সা.) নিজেকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর : একটি ইটের সাথে।
প্রশ্ন ১৩। এক নবির পর অন্য নবি আসার কয়টি যৌক্তিক কারণ থাকে?
উত্তর : ৩টি।
প্রশ্ন ১৪। আল্লাহ তা’আলা কার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ করেছেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।
প্রশ্ন ১৫। ভবিষ্যতে যদি কেউ নিজেকে নবি দাবি করে তাহলে আমরা তাকে কী মনে করতে পারি?
উত্তর : মিথ্যাবাদী, ভণ্ড ও প্রতারক ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।