৫ম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১২ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ১২ তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১২ জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও।
১) নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. হাইড্রোজেন
২) জলবায়ু কীভাবে পরিবর্তিত হয়?
ক. হঠাৎ
খ. দ্রত
গ. মাঝে মাঝে
ঘ. ধীরে ধীরে
৩) কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে?
ক. কয়লা ও তেলের ব্যবহার
খ. সৌর শক্তির ব্যবহার
গ. বনভূমি ধ্বংস
ঘ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহার
৪) নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ নয়?
ক. ঘূর্ণিঝড়
খ. হারিকেন
গ. কালবৈশাখী
ঘ. বন্যা
উত্তর : ১) গ. কার্বন ডাইঅক্সাইড; ২) ঘ. ধীরে ধীরে;
৩) খ. সৌরশক্তির ব্যবহার; ৪) খ. হারিকেন।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
১. শীতকালে প্রচণ্ড শীতে ঘরের মধ্যে অতিরিক্ত ঠাণ্ডা অনুভূত হয়। এমতাবস্থায় ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী করবে? [২০১৫]
ক. ঘরের ভিতর ব্যায়াম করবে
খ. দরজা জানালা খোলা রাখবে
গ. রুমের এক প্রান্তে হিটার জ্বালাবে
ঘ. রুমে কোন বাতি জ্বলবে না
২. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? [২০১৫]
ক. হিমালয় পর্বত হতে প্রচুর ঠাণ্ডা বায়ুর আগমন
খ. প্রচুর ঝড় ও বন্যা
গ. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি
ঘ. বৃষ্টির অভাবে খরা
৩. আবাহওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ হলো [২০১৫]
ক. আবহাওয়ার খুব দ্রত বা ঘনঘন পরিবর্তন হয়
খ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয়
গ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়
ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয়
৪. তোমাদের এলাকায় বিশাল অঞ্চল জুড়ে বৃক্ষ নিধন করা হয়েছে। এর ফলাফল কোনটি?
ক. অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি
খ. কার্বন ডাইঅক্সাইড শোষণ হ্রাস
গ. কার্বন ডাইঅক্সাইড উৎপাদন বৃদ্ধি
ঘ. এলাকায় নির্মল বায়ু প্রবাহিত হওয়া
৫. বৈশ্বিক উষ্ণায়ন কমাতে তুমি কীভাবে অংশগ্রহণ করতে পার?
ক. বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে
খ. সৌরবিদ্যুতের ব্যবহার কমিয়ে
গ. বিদ্যুৎ উৎপাদন হ্রাস করে
ঘ. নির্দিষ্টস্থানে কলকারখানা স্থাপন করে
৬. বর্তমান পৃথিবীতে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে তার সাথে তুমি নিজেকে কীভাবে খাপ খাওয়াবে?
ক. নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে
খ. বৈশ্বিক উষ্ণায়ন রোধের কর্মসূচি নিয়ে
গ. জলবায়ু পরিবর্তনের হার কমানোর মাধ্যমে
ঘ. পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজনের মাধ্যমে
৭. তোমার এলাকায় বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠেছে। এখন তুমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাবে কীভাবে?
ক. নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত করে
খ. জলবায়ুর পরিবর্তন সম্পর্কে গণসচেতনতা তৈরি করে
গ. নতুন করে কলকারখানা স্থাপনে বাঁধা দিয়ে
ঘ. কলকারখানায় জ্বালানির ব্যবহার কমিয়ে
৮. তোমাদের এলাকায় ছোট বড় অনেক কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। এলাকাটি কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. বৈশ্বিক উষ্ণায়নে
খ. বনায়ন প্রকল্পে
গ. জ্বালানি সংরক্ষণে
ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে
৯. শীতকালে উত্তরাঞ্চলে প্রচুর ঠাণ্ডা পড়ে। এর মূল কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
খ. আবহাওয়ার পরিবর্তন
গ. বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি
ঘ. কালবৈশাখীর কারণে
১০. মনে কর তুমি লন্ডনে বসবাস কর। তাহলে লন্ডনের আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলোÑ
ক. আবহাওয়ার পরিবর্তন
খ. অপমাত্রার পরিবর্তন
গ. জলবায়ুর পরিবর্তন
ঘ. জলবায়ু
১১. দিন দিন ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলশ্রতিতে শীত কালেও শীত অনুভূত হচ্ছে না। এর কারণ কোনটি?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
খ. আবহাওয়ার পরিবর্তন
গ. জলবায়ুর পরিবর্তন
ঘ. অবকাঠামোগত উন্নয়ন
১২. ডেনমার্ক শীত প্রধান দেশ। ঐ দেশে গ্রিন হাউজে গাছপালা কেমন থাকবে?
ক. সতেজ
খ. নিস্তেজ
গ. উষ্ণ ও সজীব
ঘ. সজীব
১৩. বৈশ্বিক উষ্ণায়নের জন্য কিছু কিছু গ্যাস দায়ী বলে বিবেচনা করা হয়। সেগুলো হলো
ক. আর্গন
খ. কার্বন
গ. অক্সিজেন
ঘ. কার্বন ডাইঅক্সাইড
১৪. বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলেÑ
ক. বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে
খ. মেরু অঞ্চলের বরফ গলছে
গ. ফসল উৎপাদন বাড়ছে
ঘ. পানিতে মাছ বেশি পাওয়া যাচ্ছে
১৫. জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ কোনটি বলে তুমি বিবেচনা কর?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. কার্বন
১৬. কিছুদিন আগে বাংলাদেশের উপর দিয়ে মহাসেন ঝড় প্রবাহিত হয়। এর থেকে কোনটি উপলব্ধি করা যায়?
ক. জলবায়ুর পরিবর্তন
খ. ভমিকম্প
গ. বজ্রপাত
ঘ. কুয়াশা
১৭. সূর্যের আলোর কিছু অংশ প্রতিফলিত হয় এবং বাকিটা তাপ হিসেবে পৃথিবীতে থেকে যায়। উপরোক্ত ঘটনাটি তুমি অন্য কোন ঘটনার সাথে তুলনা করতে পারবে?
ক. গ্রিন হাউজ
খ. কাচের আলমারি
গ. দালান ঘর
ঘ. বায়ুমণ্ডল
১৮. দৈনন্দিন জীবনে বিভিন্ন জ্বালানি পোড়ানো হয়। এর ফলে কোন গ্যাস নির্গত হচ্ছে?
ক. বায়োগ্যাস
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. অক্সিজেন
ঘ. নাইট্রোজেন
১৯. গ্রিন হাউজ প্রভাবের কারণে পৃথিবী উষ্ণ হচ্ছে। নিচের কোন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটি কমানো সম্ভব?
ক. বৃক্ষরোপন
খ. মরুকরণ
গ. আশ্রয়কেন্দ্র স্থাপন
ঘ. বনজঙ্গল কেটে ফেলা
২০. বাংলাদেশ থেকে লন্ডনে বসবাসের জন্য অপি গিয়েছে। সেখানে তার কোনটি করতে হবে?
ক. বসবাস
খ. অর্থ উপার্জন
গ. গৃহনির্মাণ
ঘ. অভিযোজন
২১. জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। এর ফলে কোনটি সৃষ্টি হয়?
ক. প্রাকৃতিক দূর্যোগ
খ. ফসলের উৎপাদন বৃদ্ধি
গ. পানিতে মাছ বৃদ্ধি
ঘ. প্রাকৃতিক সমস্যা সমাধান
২২. দূর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ, এর মোকাবেলায় কোনটি থাকা প্রয়োজন?
ক. অসর্তকতা
খ. পূর্ব-প্রস্তুতি
গ. অসচেতনা
ঘ. আশ্রয়কেন্দ্র নির্মাণ
২৩. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। এগুলো আমরা কোথা থেকে পাই?
ক. গাছ
খ. জীবাশ্ম জ্বালানি
গ. কৃত্রিম ভাবে
ঘ. কারখানা
২৪. সুন্দরবনে অনেক উদ্ভিদ বাঁচতে পারে যা অন্য স্থানে পারে না। এর কারণ তুমি কোনটি মনে কর?
ক. লবণাক্ত পরিবেশে বাঁচার অভিযোজন ক্ষমতার জন্য
খ. মাটিতে জন্মায় বলে
গ. উর্বরতার জন্য
ঘ. মরুভমির জন্য
২৫. রূম্পার মা পানের বাটা নিয়ে আসতে বলল। সে চুনের পানিতে ফু দিলে পানি ঘোলা হয়ে গেল। সে তার মাকে জিজ্ঞাসা করলে মা জবাব দেন এটি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী একটি গ্যাস। এর নাম কী?
ক. জলীয় বাষ্প
খ. মিথেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. অক্সিজেন
২৬. নাফিসা গ্রিন হাউজ প্রভাবের কথা শুনেছে। যার ফলে বায়ুমণ্ডলে কোনটি বেড়ে যাচ্ছে?
ক. তাপমাত্রা
খ. তাপ
গ. আর্দ্রতা
ঘ. জলীয় বাষ্প
২৭. পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা একটি গ্যাসকে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী করা হয়। এ গ্যাসটি কী?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. আর্গন
২৮. একটি গ্যাসের নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধ করা যায়। এই গ্যাসটি কী?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
২৯. বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের উপক‚লীয় অঞ্চলে কোন প্রভাবটি পড়তে শুরু করেছে?
ক. চিংড়ি চাষে মারাত্মক ব্যাঘাত ঘটছে
খ. লোকজন দূষিত পানি পানে বাধ্য হচ্ছে
গ. মিঠা পানির উৎস লবণাক্ত হয়ে যাচ্ছে
ঘ. তীব্র পানি সংকট দেখা যাচ্ছে
৩০. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে কোনটি কমাতে পারি?
ক. আবহাওয়া পরিবর্তনের ঝুঁকি
খ. আর্দ্রতা পরিবর্তনের ঝুঁকি
গ. উষ্ণতা পরিবর্তনের ঝুঁকি
ঘ. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি
৩১. দৈনন্দিন জীবনে কোনটি কমিয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি?
ক. গ্যাসের ব্যবহার
খ. শক্তির ব্যবহার
গ. প্রাকৃতিক শক্তি
ঘ. জীবাশ্ম জ্বালানি
৩২. পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে কি নির্ণয় করতে পারি?
ক. পৃথিবীর গড় তাপমাত্রা
খ. পৃথিবীর গড় উষ্ণতা
গ. পৃথিবীর গড় আর্দ্রতা
ঘ. পৃথিবীর গড় জলবায়ু
সাধারণ প্রশ্ন :
৩৩. বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায়?
ক. ঝড়
খ. বৃষ্টি
গ. তাপ প্রবাহ
ঘ. শৈত প্রবাহ
৩৪. বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কি পরিবর্তন হতে যাচ্ছে?
ক. জলবায়ু
খ. পানি
গ. তেল
ঘ. গ্যাস
৩৫. উঁচু পর্বতের চ‚ড়ায় পানি কীরূপে থাকে?
ক. পানি
খ. শিশির
গ. জলীয় বাষ্প
ঘ. বরফ
৩৬. নিচের কোন গ্যাসটি গ্রিন হাউজের প্রভাব বৃদ্ধি করে?
ক. হাইড্রোজেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. নাইট্রোজেন
৩৭. গ্রিন হাউজ কীভাবে কাজ করে?
ক. সূর্যের তাপকে বিকিরিত করে
খ. সূর্যের তাপকে আটকে রেখে
গ. সূর্যের আলোকে আটকে রেখে
ঘ. বায়ুমণ্ডলের জলীয় বাষ্পকে ঘনীভত করে
৩৮. রাতের বেলা ভূপৃষ্ঠের ছেড়ে দেওয়া কিছু তাপ কিসের কারণে আটকে পড়ে?
ক. গ্রিন হাউজ গ্যাস
খ. সূর্যের তাপ
গ. আর্দ্র আবহাওয়া
ঘ. উষ্ণ বায়ুমণ্ডল
৩৯. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মূল কারণ কী?
ক. অধিক বৃষ্টিপাত
খ. বৈশ্বিক উষ্ণায়ন
গ. ঘন ঘন ভূমিকম্প
ঘ. নির্বিচারে পাহাড় কর্তন
৪০. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কোথা থেকে?
ক. নবায়নযোগ্য শক্তি থেকে
খ. প্রখর সূর্যতাপ থেকে
গ. জীবাশ্ম জ্বালানি থেকে
ঘ. অতিরিক্ত জলীয়বাষ্প থেকে
৪১. আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কী বলা হয়?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
খ. জলবায়ু
গ. গড় আবহাওয়া
ঘ. গ্রিন হাউজ
৪২. আবহাওয়ার ভিন্নতা কী ধরনের ঘটনা?
ক. প্রাকৃতিক
খ. স্বাভাবিক
গ. বিচ্ছিন্ন
ঘ. অস্বাভাবিক
৪৩. কোন স্থানের কোনটি হঠাৎ পরিবর্তন হয় না?
ক. আবহাওয়া
খ. আর্দ্রতা
গ. জলবায়ু
ঘ. উষ্ণতা
৪৪. কিসের জন্য আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে?
ক. উষ্ণায়ন
খ. বৈশ্বিক উষ্ণায়ন
গ. জলবায়ু পরিবর্তন
ঘ. জলবায়ু
৪৫. কোনটি বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে?
ক. অক্সিজেন খ. তাপমাত্রা গ. আর্দ্রতা ঘ. জলবায়ু
৪৬. গ্রিন হাউজ কী?
ক. বাঁশের তৈরি ঘর
খ. লোহার তৈরি ঘর
গ. কাঠের তৈরি ঘর
ঘ. কাচের তৈরি ঘর
৪৭. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে?
ক. গাছপালা খ. পশুপাখি গ. মানুষ ঘ. ভূমিকম্প
৪৮. বায়ুমণ্ডল হলো
ক. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর
খ. পৃথিবীকে ঘিরে থাকা পানির স্তর
গ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা অক্সিজেনের স্তর
ঘ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা নাইট্রোজেনের স্তর
৪৯. দিনের বেলায় সূর্যের আলো কোনটির ভিতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে ও ভূপৃষ্ঠ উত্তপ্ত করে?
ক. পানিমণ্ডল খ. বায়ুমণ্ডল গ. তাপমণ্ডল ঘ. আলোমণ্ডল
৫০. কখন ভূপৃষ্ঠ থেকে সূর্যের তাপ বায়ুমণ্ডল ফিরে আসে?
ক. সকালে খ. বিকালে গ. রাতে ঘ. সন্ধ্যায়
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৫১. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কী?
ক. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি
খ. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি
গ. জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি
ঘ. নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি
৫২. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গত হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. বোরন
৫৩. কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে কি ধরে রেখেছে?
ক. আলো খ. তাপ গ. বায়ু ঘ. শব্দ
৫৪. পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া কী?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
খ. জলবায়ু
গ. আবহাওয়া
ঘ. উষ্ণতা
৫৫. গ্রিন হাউজ প্রভাবের ফলে
ক. গাছপালা বৃদ্ধি পাচ্ছে
খ. জলবায়ু পরিবর্তন হচ্ছে
গ. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে
ঘ. পুকুরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
৫৬. প্রতিক‚ল অবস্থায় নিজেকে ধাপ খাইয়ে নেওয়ার উপায়কে কী বলা হয়?
ক. অভিবাসন
খ. পরিব্যাপ্তি
গ. অভিক্ষেপণ
ঘ. অভিযোজন
৫৭. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে কোনটি হয়?
ক. জলবায়ুর পরিবর্তন
খ. আবহাওয়ার পরিবর্তন
গ. আর্দ্রতার পরিবর্তন
ঘ. জলোচ্ছ্বাস
৫৮. বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টিতে কোনটির পরিবর্তন প্রধান ভূমিকা পালন করে?
ক. আর্দ্রতা খ. আবহাওয়া
গ. জলবায়ু ঘ. জলোচ্ছ্বাস
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।