হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩৭-৩৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৭. নারায়ণগঞ্জ কমার্স কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. বিশাল কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা প্রতিটি ১০. টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৪. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ:
ডেবিট রেওয়ামিল ক্রেডিট
হিসাএবর শিএরানাম টাকা হিসাএবর শিএরানাম টাকা
দালানএকাঠা ৩,০০,০০০ শৈয়ার মƒলধন ৭,০০,০০০
কলকষ্ঠা ২,০০,০০০ বিকত্থয় (১৫% ভঞ্ঝাটসহ) ৫,৫৫,০০০
মজুদ পণঞ্ঝ (১-১-১৪) ৫০,০০০ ৬% ঋণপষ্ণ (১-৭-১৩) ১,০০,০০০
পণঞ্ঝ কত্থয় (১৫% ভঞ্ঝাটসহ) ২,০০,০০০ পণ্ঠএদয় হিসাব ৪০,০০০
পরিবহন ৫০,০০০ সংরপ্টিত আয় (১-১-১৪) ৫০,০০০
১৫% বিনিএয়াগ (৩০-৬-২০১৪) ২,০০,০০০ শৈয়ার অধিহার ৩০,০০০
মজুরি ৫৫,০০০ আয়কর সম্ফিতি ৪০,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব ১,৬০,০০০
ভঞ্ঝাট চলতি হিসাব ২০,০০০
বৈতন ৫২,০০০
সাধারণ খরচাবলি ৫০,০০০
ভাড়া ৮০% ৩০,০০০
হাএত নগদ ও বঞ্ঝাংএক জমা ১,২৪,০০০
আয়কর ২৪,০০০
১৫,১৫,০০০ ১৫,১৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে,-এর মধ্যে অন্তর্ভুক্ত ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু এখনো ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি। ২. মজুরির মধ্যে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। ৩. বেতন বকেয়া ৪,০০০ টাকা। ৪. কুঋণ সঞ্চিতি ৫,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করো। ৫. অবচয় ধার্য করো- যন্ত্রপাতির ওপর ১০% হারে। ৬. নিট লাভের ৪০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। মূলধনের ১০% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মোট লাভ ১,৫০,০০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ৪
২. বেঙ্গল টেকনো লিমিটেড-এর
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৪
হিসাবের শিরোনাম টাকা হিসাবের শিরোনাম টাকা
সুনাম ৪৫,০০০ আদায়কতে মƒলধন (পণ্ঠতিটি শৈয়ার ১০. টাকা দএর) ৩,২০,০০০
দালানকোঠা ২,৫০,০০০
যন্ত্রপাতি ৮০,০০০ রক্ষিত আয় বিবরণী জের (১-১-০১) ৭৪,০০০
পণ্য ক্রয় ২,২০,০০০
ভাড়া খরচ ১২,৫০০ পণ্য বিক্রয় ৩,৬৫,০০০
বাট্টা ১,৫০০ বাট্টা ১,০০০
মজুরি খরচ ২৮,০০০ ব্যাংক জমাতিরিক্ত ৭৬,০০০
১০% বিনিয়োগ ১,০০,০০০ শেয়ার অধিহার ৭,০০০
নগর শুল্ক ৮,০০০ ক্রয় ফেরত ৩,২০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৬২,০০০ অদাবিকৃত লভ্যাংশ ৩,০০০
শিক্ষানবিশ ভাতা ২,৫০০ সাধারণ সঞ্চিতি তহবিল ২০,০০০
বেতন খরচ ১২,০০০
পণ্য ফেরত ২,০০০
ক্রয় পরিবহন ৪,২০০
আমদানি শুল্ক ১,৫০০
প্রাপ্য হিসাব ৪০,০০০
১৫,১৫,০০০ ১৫,১৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৭২,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে।-এর মধ্যে ১০,০০০ টাকা পণ্য আগুনে বিনষ্ট হয়। বিমা কোম্পানি ৭,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. ৩০ জুন, ২০১৪. তারিখে ৫০,০০০ টাকার একটি যন্ত্র ক্রয় করা হয়েছে। যার সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। পক্ষান্তরে মজুরি ৭,০০০ টাকা এখনও বকেয়া আছে। ৩. ধারে ক্রয় ভুলবশত: হিসাবভুক্ত হয়নি ১০,০০০ টাকা। ৪. সাধারণ সঞ্চিতি ও আয়কর সঞ্চিতি তহবিলে যথাক্রমে ২০,০০০ টাকা ও ২৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে। ৫. সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপিত হবে। ৬. মূলধনের ওপর ১০% চ‚ড়ান্ত লভ্যাংশ প্রদানের ব্যবস্থা করতে হবে। ৭. দালানকোঠার ওপর ৫% এবং যন্ত্রপাতির ওপর ১০% অবচয় ধার্য করো।
ক. যন্ত্রপাতি ও দালানকোঠার ওপর মোট ধার্যকৃত অবচয় খসড়াসহ দেখাও। ২
খ. কোম্পানির মোট লাভের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৬২,৭৫০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী মূলধন ও দায় প্রদর্শন করো। ৪
খ বিভাগ
৩. কুমিলা স্টেশন ক্লাবের ২০১৪. সালের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
বিবরণ টাকা টাকা
প্রাপ্তিসমূহ:
প্রারম্ভিক হাতে নগদ ২,০৫০
চাঁদা- ২০১৩ ৮০
২০১৪ ৪,২২০
২০১৫ ১৬০ ৪,৪৬০
অনুদান ৬,০০০
চা-চক্র হতে আয় ৩,১০০
বিনিয়োগের সুদ ১,৫০০
১৭,১১০
প্রদানসমূহ:
বেতন ৪,০০০
মনিহারি ৮০০
অভিকর ১,৬০০
টেলিফোন বিল ৩০০
আসবাবপত্র ২,০০০
১০% বিনিয়োগ ২,৫০০
বিবিধ খরচ ১,০০০
ব্যালেন্স সি/ডি ৪,৯০০
১৭,১১০
২০১৪. সালে ১. জানুয়ারি নিæোক্ত উদ্বৃত্ত পাওয়া যায়: ১০% বিনিয়োগ ৪,০০,০০০ টাকা, ভ‚মি ও দালানকোঠা ১,৫০,০০০ টাকা; আসবাবপত্র ৫,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৪৫০ জন এবং প্রত্যেকের বার্ষিক চাঁদার হার ১০. টাকা। ২. ভ‚মি ও দালানকোঠার ওপর ৫% অবচয় ধার্য করতে হবে।
ক. ক্লাবের চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. ক্লাবের মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ২০১৪. সালের ৩১. ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের ক্লাবের জন্য আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
৪. অন্নপূর্ণা অয়েল মিল লি.-এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি তোমাকে নিæে দেওয়া হলো:
বিবরণ টাকা
কাঁচামাল (১.১.২০১১) ১০,০০০
কাঁচামাল মজুদ (৩১.১২.২০১১) ১৫,০০০
চলতি কার্যের প্রারম্ভিক মজুদ (১.১.২০১১) ৭,৫০০
চলতি কার্যের সমাপ্তি মজুদ (৩১.১২.২০১১) ১০,০০০
প্রস্তুত পণ্য (১.১.২০১১) ২২,৫০০
প্রস্তুত পণ্য (৩১.১২.২০১১) ২৫,০০০
কাঁচামাল ক্রয় ৫০,০০০
আন্তঃপরিবহন ২,৫০০
প্রত্যক্ষ খরচ ৬,০০০
প্রত্যক্ষ শ্রম ৪০,০০০
কারখানা উপরিব্যয় ২০,০০০
প্রশাসনিক উপরিব্যয় ১৫,০০০
বিক্রয় উপরিব্যয় ১০,০০০
ভগ্নাবশেষ বিক্রয় মূল্য ২,০০০
লাভ-বিক্রয়ের ওপর ২৫%
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. প্রত্যক্ষ মজুরির সাথে কারখানা উপরিব্যয়ের ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। ৪
৫. ঢ, ণ ও ত তিনজন শ্রমিক। নিæে তাদের কাজের তথ্যাবলি দেওয়া হলো, সাপ্তাহিক কর্ম সময় ৪৮. ঘণ্টা; ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন ১০. একক; ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি ৫. টাকা; মঞ্জুরিকৃত মজুরির হার; প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের ৮০%; প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের ১২০% ঢ, ণ ও ত-এর প্রকৃত উৎপাদন: ঢ = ৫৮০ একক, ণ = ৫৭৬. একক, ত = ৫৭০ একক।
ক. একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো। ২
খ. একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার নির্ণয় করো। ৪
গ. মজুরি বিবরণী তৈরি করে শ্রমিকদের মোট মজুরি দেখাও। ৪
৬. তিতাস কোম্পানি একটি দ্রব্য উৎপাদন করে বিক্রয় করে থাকে। বিগত বছরের বিক্রয় এবং ব্যয় সংক্রান্ত তথ্যগুলো ছিল নিæরূপ:
মোট প্রতি একক
টাকা টাকা
বিক্রয় ৪,৫০,০০০ ৩০
বাদ: পরিবর্তনশীল ব্যয় ১,৮০,০০০ ১২
অনুদান প্রাপ্ত ২,৭০,০০০ ১৮
বাদ: স্থির ব্যয় (২,১৬,০০০)
নিট মুনাফা ৫৪,০০০
ক. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো? ২
খ. মুনাফার শতকরা হার নির্ণয় করো? ৪
গ. বছরে কাঙ্খিত মুনাফার পরিমাণ ১,০০,০০০ টাকা করতে হলে কাঙ্খিত বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৭. অনি, মনি ও বনি একটি অংশীদারি ব্যবসায়ের তিন জন অংশীদার। ২০১৬. সালের জানুয়ারি মাসে তাদের মূলধনের পরিমাণ ছিল অনির ১৫,০০০ টাকা, মনির ১৫,০০০ টাকা এবং বনির ৭,৫০০ টাকা। ঐ তারিখে তাদের চলতি হিসাবের ব্যালেন্স ছিল নিæরূপ: অনি (ক্রেডিট) ৩,০০০ টাকা, মনি (ডেবিট) ২,৫০০ টাকা, বনি (ক্রেডিট) ২,০০০ টাকা অংশীদারি চুক্তিতে বার্ষিক ৫% হারে মূলধন ও উত্তলনের ওপর সুদ দেয়ার ব্যবস্থা রয়েছে মনি সারা বছরে ১,৮০০ টাকা বেতন পাবে। ২০১৬. সালে অনি ৬,০০০ টাকা, মনি ২,৪০০ টাকা এবং বনি ৩,৬০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করে। বণ্টনযোগ্য মুনাফার ৫০% পর্যন্ত অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে এবং অবশিষ্টাংশ যথাক্রমে ৪০%, ৩৫% ও ২৫% হারে বণ্টিত হবে। উপরিউক্ত সমন্বয়সমূহ সাধন করার পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট লাভের পরিমাণ দাড়ায় ৩৩,৩০০ টাকা।
ক. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ২
খ. কারবারের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। ৪
৮. একটি প্রতিষ্ঠান নিæলিখিত ক্রমান্বয়ে মাল ক্রয় এবং ইস্যু করে ২০১৬. সালের ডিসেম্বর মাসে।
২০১৬
ডিসে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২,০০০ একক মোট মূল্য ৮,০০০ টাকা।
” ৩ ক্রয় ৩০০ একক প্রতিটি ৪.৫০ টাকা দরে।
” ৪ ক্রয় ৪০০ একক প্রতিটি ৫.০০ টাকা দরে।
” ৬ ইস্যু ৬০০ একক।
” ১০ ইস্যু ৬০০ একক।
” ১৫ ইস্যু ১০০০ একক।
” ২০ ক্রয় ৫০০ একক প্রতিটি ৬.০০ টাকা দরে।
” ২৫ ইস্যু ৩০০ একক।
ক. সমাপনী উদ্বৃত্ত-এর পরিমাণ (এককে) নিরূপণ করো। ২
খ. পরে আসলে আগে যাবে পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। ৪
গ. বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৯. অরিয়ন ফার্মা লিমিটেড-এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা, যা প্রতিটি ২০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৮০% শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ১০% (বাট্টায়) বাজারে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চাইতে ১০% অধিক আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদন সম্পূর্ণই প্রত্যাখান করা হয়। কোম্পানি চলতি বছর রূপায়ন আবাসিক প্রকল্প থেকে ১,০০,০০০ মূল্যের জমি ক্রয় করে। উক্ত জমির মূল্য বাবদ নগদ অর্থের পরিবর্তে শেয়ার প্রদান করে।
ক. বাজারে ইস্যুকৃত ও প্রাপ্ত আবেদনের শেয়ার সংখ্যা কত? ২
খ. কোম্পানির হিসাব বহিতে জাবেদা লিখন দেখাও (ব্যাখ্যার প্রয়োজন নাই)। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
১০. নি খান লি.-এর তথ্যসমূহ দেয়া হলো: তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী
৩১. ডিসেম্বর
২০১৪. (টাকা) ২০১৩. (টাকা)
সম্পত্তি:
নগদ ৮,০০০ ৬,০০০
প্রাপ্য হিসাব ১৬,০০০ ২০,০০০
মজুদ পণ্য ৪৪,০০০ ৪০,০০০
যন্ত্রপাতি ৩৮,০০০ ৩০,০০০
মোট ১,০৬,০০০ ৯৬,০০০
দায় ও মালিকানা স্বত্ব:
অবচয় সঞ্চিতি-যন্ত্রপাতি ১০,০০০ ৮,০০০
প্রদেয় হিসাব ৮,০০০ ১২,০০০
প্রদেয় কর ৪,০০০ ২,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ২০ টাকা মূল্যের) ৫৪,০০০ ৫০,০০০
শেয়ার প্রিমিয়াম ২,০০০
রক্ষিত লাভ ২৮,০০০ ২৪,০০০
মোট ১০৬,০০০ ৯৬,০০০
অন্যান্য তথ্য: ১. নগদে যন্ত্রপাতি ক্রয় ১০,০০০ টাকা। ২. বিক্রীত যন্ত্রপাতির অবচয় ২,০০০ টাকা। ৩. প্রতি ৩০ টাকা করে ২০০ শেয়ার ইস্যু করা হয়। ৪. নগদ লভ্যাংশ প্রদান ১২,০০০ টাকা।
ক. চলতি বছরের নিট আয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
১১. আলেয়া ট্রেডার্স-এর ২০১৪. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের নিæলিখিত আলোকে ক, খ ও গ নং প্রশ্নের জবাব দাও।
বিবরণ টাকা
প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ২,৩৫,৭০০
প্রত্যক্ষ মজুরি ১,৩৭,৫০০
পরোক্ষ কাঁচামাল ২৫,১০০
পরোক্ষ মজুরি ১২,৩০০
পরিবর্তনশীল কারখানা উপরিব্যয় ৩২,৫০০
স্থির কারখানা উপরিব্যয় ৪৫,০০০
পরিবর্তনশীল বিক্রয় ও বণ্টন খরচ ২৭,৩০০
স্থির বিক্রয় ও বণ্টন খরচ ৩৩,০০০
অফিস পরিচালনা সংক্রান্ত খরচ ৫৫,০০০
ক. মোট স্থির ব্যয়ের পরিমাণ নিরূপণ করো। ২
খ. পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ৪৭,৫০০ টাকা হলে মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪.
৩৮. সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. বাটা কোং লিমিটেড
রেওয়ামিল
৩১. ডিসেম্বর ২০১৬. সাল
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
ব্যাংক ব্যালেন্স ২০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি ১০. টাকা)
আমদানি শুল্ক ৬০,০০০ ১,৬০,০০০
মজুরি ২৫,০০০ বিক্রয় ৮,০০,০০০
বেতন ৫০,০০০ ৬% ঋণপষ্ণ (১-৭-২০১৬) ১,০০,০০০
মজুদ পণ্য ১,৪০,০০০ অনাদায়ী পাওনা সম্ফিতি ১০,০০০
ক্রয় ৪,০০,০০০
ভাড়া ৩৫,০০০
প্রাপ্য হিসাব ৯০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ২,৫০,০০০
১০,৭০,০০০ ১০,৭০,০০০
নিæলিখিত সমন্বয়গুলো সাধন করা প্রয়োজন: ১. সমাপনী মজুদ পণ্য ১,৪০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। ২. একটি নতুন মেশিনের সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে মেশিনটি বছরের শুরুতে ক্রয় করা হয়েছিল। ৩. বেতন ৩,০০০ টাকা ও ভাড়া ৫,০০০ টাকা বকেয়া আছে। ৪. অনাদায়ী দেনা সঞ্চিতি ৫,০০০ টাকা বৃদ্ধি করতে হবে। স্থায়ী সম্পদের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মোট মুনাফা ১,৯৫,০০০ টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করো। ৪
২. পদ্মা কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ১২,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০. টাকা মূল্যের ১,২০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিæরূপ:
পদ্মা কোম্পানি লি.
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
সমাপনী মজুদ ৫৪,০০০ প্রদেয় হিসাব ৬৮,০০০
প্রাপ্য হিসাব ৮২,০০০ আয়কর সঞ্চিতি ৩০,০০০
ব্যাংক জমা উদ্বৃত্ত ১,৫২,০০০ শৈয়ার মƒলধন (৮০,০০০ শৈয়ার পণ্ঠতিটি ১০. টাকা কএর)
দালানকোঠা ৬,০০,০০০ ৮,০০,০০০
আসবাবপত্র ১,৮০,০০০ লভঞ্ঝাংশ সমতাকরণ তহবিল ১,৬০,০০০
নগদ তহবিল ২,৫০,০০০ নিট মুনাফা (চলতি বছর) ১,৬০,০০০
আয়কর ৩৪,০০০ সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত (০১.০১.২০১৬) ১,৬৪,০০০
অ¯¦ট্টবতট্টীকালীন লভঞ্ঝাংশ (০১.০৭.২০১৬) ৩০,০০০
১৩,৮২,০০০ ১৩,৮২,০০০
সমন্বয়সমূহ: ১. মূলধনের ওপর ১৫% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যার সাথে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সমন্বয় করতে হবে। ২. নিট মুনাফার ২৫,০০০ টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিল ও ৩৫,০০০ টাকা দ্বারা বন্যা ত্রাণ তহবিল তৈরি করতে হবে। ৩. আসবাবপত্রের ওপর ১০% এবং দালানকোঠার ওপর ৫% অবচয় ধার্য করতে হবে।
ক. মুনাফার হার ১৫% হলে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৯২,০০০ টাকা ধরে পদ্মা কোম্পানির মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. বিক্রমপুর সবুজ সংঘের ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে দেওয়া হলো:
বিক্রমপুর সবুজ সংঘ
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত ১৬,০০০ মজুরি ২,৫০০
প্রবেশ ফি ৩,০০০ বেতন ২,২০০
চাঁদা ৯,৮০০ ভাড়া ২,০০০
আপন্যায়ন হতে আয় ৬৫০ অফিস সরঞ্জাম ক্রয়(১.৭.১৬) ১৩,০০০
বিনিয়োগের সুদ ৪০০ কর ও অভিকর ৬০০
বিবিধ খরচ ৭৫০
উদ্বৃত্ত (৩১.১২.১৬) ৮,৮০০
২৯,৮৫০ ২৯,৮৫০
২০১৬. সালের জানুয়ারি ১. তারিখের সম্পদসমূহ : খেলার মাঠ ৩০,০০০ টাকা, ৮% বিনিয়োগের ২০,০০০ টাকা, খেলার সরঞ্জাম ৫,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৭,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. বেতন ৩০০ টাকা বিগত বছরের এবং চলতি বছরের ২০০ টাকা পরিশোধ করা হয়েছে। ২. কর ও অভিকর প্রতি বছর ৩১. মার্চ পর্যন্ত পরিশোধ করা হয় (বাৎসরিক কর ও অভিকর ৬০০ টাকা)। ৩. প্রাপ্ত চাঁদার ১,৫০০ টাকা বিগত বছরের এবং ১,৩০০ টাকা পরবর্তী বছরের। ক্লাবের মোট সদস্য ৮০ জন প্রত্যেকে ১০০ টাকা করে বার্ষিক চাঁদা দেয়।
ক. চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ কত? ২
খ. প্রারম্ভিক মূলধন ৭৮,৩৫০ টাকা ধরে আয় ব্যয় হিসাব তৈরি করো। ৪
গ. আর্থিক বিবরণী তৈরি করো। ৪
৪. আশা, আলো ও আদি ২০১৬. সালের জানুয়ারির ১. তারিখে ২৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা দিয়ে ৩. ঃ ২. ঃ ১. অনুপাতে মুনাফা বণ্টনের চুক্তিতে একটি কারবার আরম্ভ করে। আশা এবং আদি তাদের দায়িত্ব পালনের জন্য মাসে ৫০০ ও ৪০০ টাকা বেতন পাবে যা তারা নগদ গ্রহণ করেছেন। মূলধন এবং উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষে প্রত্যেকে যথাক্রমে ১,০০০ টাকা, ৬০০ টাকা এবং ৬০০ টাকা করে নগদ উত্তোলন করেছিল।
আশা ও আলো যৌথভাবে আদিকে এই মর্মে নিশ্চয়তা দেয় যে আদি তার বেতন ও সুদ ছাড়াও কমপক্ষে ৩,৬০০ টাকা পাবে।
উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে নিট মুনাফার পরিমাণ হয়েছিল ৩১,৭৯৫. টাকা।
ক. মূলধনের সুদ ও উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারগণের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫. আকিজ কোং লি. প্রতিটি ১০০ টাকা মূল্যে ২,০০,০০০ শেয়ারে বিভক্ত হয়ে ২,০০,০০,০০০ মূলধনে নিবন্ধিত হলো। উক্ত শেয়ার হতে ৫০,০০০ শেয়ারের বিনিময়ে বসুন্ধরার নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করা হলো। আরো ৫০,০০০ শেয়ার প্রতিটি ১০. টাকা অবহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করল। কোম্পানি ৪০,০০০ শেয়ারের আবেদন পেল। অবলেখকের দস্তুরি শেয়ার প্রতি ০.৫০ টাকা এবং ব্যাংক চার্জ ১০,০০০ টাকা।
ক. শেয়ার অবহারের পরিমাণ কত? ২
খ. জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. আর্থিক বিবরণী তৈরি করো। ৪
৬. নিরাপদ ট্রেডার্স-এর সবুজ ও ফাহাদ-এর মজুরি সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
সবুজ ফাহাদ সবুজ ফাহাদ
মূল মজুরি ১২,০০০ ৮,০০০ চিকিৎসা ভাতা ৫০০ ৫০০
বাড়িভাড়া ভাতা ৪০% ৪০% ভবিষ্যৎ তহবিল ১০% ১০%
মহার্ঘ ভাতা ২০% ২০% কল্যাণ তহবিল ১% ১%
ওভারটাইম ৩০ ঘণ্টা ২০ ঘণ্টা অগিণ্ঠম মজুরি কতট্টন ৪০০ ৩০০
উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ২০০ এবং স্বাভাবিক হারের ২. গুণ ওভারটাইম মজুরি পায়।
ক. ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তা ও সমপরিমাণ দান করলে মোট কত টাকা জমা হবে। ২
খ. ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার কন্ট্রিবিউটরি ধরে সবুজ ও ফাহাদ-এর মোট মজুরি নির্ণয় করো। ৪
গ. ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান না ধরে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। ৪
৭. মেঘনা কোং লি.-এর ২০১৬. সালের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
তৈরি পণ্যের মজুদ (১.১.১৬) (৫০০০ একক) ২৫,০০০
ব্যবহৃত কাঁচামাল ১,২৫,০০০
মজুরি ৮৫,০০০
কারখানা উপরিখরচ ৩০,০০০
প্রশাসনিক উপরিব্যয় ৪৮,০০০
২০,০০০ একক পণ্য বিক্রয় করা হয়। মুনাফা বিক্রয়ের উপর ২০%।
ক. উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয়-বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা/ক্ষতি দেখাও। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৮. কেয়া কসমেটিক লি. মজুদ বিভাগ নিæোক্ত তথ্য উপস্থাপন করেছে:
তারিখ বিবরণ একক একক প্রতি মূল্য
২০১৬
জানু. ১ প্রারম্ভিক মজুদ ১২০০ ৫.৫০
” ৩ ক্রয় ১০০০ ৬.৫০
” ৮ ইস্যু ৬০০
” ১২ ইস্যু ৭০০
” ১৪ কারখানা হতে ফেরত ৩০০
” ১৮ ইস্যু ৯০০
” ২১ ক্রয় ২১০০ ৬.৭৫
” ২৫ ইস্যু ১৬০০
’’ ৩১ সমাপনী মজুদ ৭০০
ক. ঘাটতি/উদ্বৃত্ত মালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ১, ৩, ১২, ১৪. ও ২৫. তারিখের লেনদেনের ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ৩, ১৮, ২১. ও ২৫. তারিখের লেনদেনের খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৯. সিয়াম কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো:
হিসাবের নাম ২০১২. (টাকা) ২০১৩. (টাকা)
নগদ ১৬,০০০ ১৮,০০০
প্রাপ্য হিসাব ২০,০০০ ১৬,০০০
মজুদপণ্য ৫০,০০০ ৫৪,০০০
যন্ত্রপাতি ৩০,০০০ ৩৮,০০০
মোট সম্পদ ১,১৬,০০০ ১,২৬,০০০
অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি ১৮,০০০ ২০,০০০
প্রদেয় হিসাব ২২,০০০ ১৮,০০০
প্রদেয় কর ২,০০০ ৪,০০০
সাধারণ শেয়ার (প্রতিটি ২০ টাকা) ৫০,০০০ ৫৪,০০০
সাধারণ শেয়ার প্রিমিয়াম ২,০০০
সংরক্ষিত তহবিল ২৪,০০০ ২৮,০০০
মোট দায় ১,১৬,০০০ ১,২৬,০০০
অতিরিক্ত তথ্য: ১. ২০১৩. সালের নিট আয় ১৬,০০০ টাকা। ২. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হয় ৪,০০০ টাকা। ৩. যন্ত্রপাতি ক্রয় খরচ ১০,০০০ টাকা। ৪. ২০০ সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছিল, যার প্রতিটি শেয়ার মূল্য ৩০ টাকা। ৫. উক্ত বছরে ১২,০০০ টাকার লভ্যাংশ প্রদান করা হয়।
ক. উক্ত উভয় সালের চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
১০. আকাশ লি.-এর আর্থিক বিবরণীর কিছু তথ্যাদি নিæরূপ:
মজুদ পণ্য ১৫,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১৩,৭০,০০০ টাকা, নগদ তহবিল ১০,৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৩,০০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১১,০০,০০০ টাকা বছরে বিক্রয়ের পরিমাণ ৬০,০০,০০০ টাকা এবং বিক্রয়ের উপর ৩৩১/৩% লাভে পণ্য বিক্রি করে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. কার্যকরী মূলধন অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
১১. সুরমা মেনুফ্যাকচারিং কোং থেকে নিæোক্ত তথ্যাবলি সরবরাহ করা হয়:
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫৪
একক প্রতি বিক্রয়মূল্য ৮১
মোট স্থায়ী ব্যয় ৪,৩২,০০০
ক. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু (টাকা) ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। ৪
গ. করপূর্ব আয় ১,০৮,০০০ টাকা অর্জন করতে কত একক দ্রব্য বিক্রি করতে হবে এবং ২০,০০০ একক বিক্রয় করলে কত হবে? ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।