হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৬১-৬২ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৬১. বরিশাল সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. হাফসা লি.-এর ২০১৬. সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিæে প্রদত্ত হলো:
রেওয়ামিল
৩০ জুন, ২০১৬
বিবরণ ডেবিট ক্রেডিট
দালানকোঠা ৮,০০,০০০
যন্ত্রপাতি ৯,০০,০০০
সমন্বিত ক্রয় (২,০০০ টাকার প্রারম্ভিক মনিহারিসহ) ৬,৬০,০০০
বেতন (৩/৪) ২৪,০০০
কারখানা খরচ ১,০০,০০০
পরিবহন ২০,০০০
পুঞ্জিভ‚ত অবচয়, দালানকোঠা ১,৮০,০০০
পুঞ্জিভ‚ত অবচয়, যন্ত্রপাতি ২,২০,০০০
নগদ ও ব্যাংক ২,০০,০০০
যন্ত্রপাতি ভাড়া ৩,০০০
৬% ঋণ (১.৬.২০১৬) ১,০০,০০০
প্যাটেন্ট (১.১.২০১৩. হতে ১০. বছর) ৭৫,০০০
বিক্রয় ১৬,৮৫,০০০
বিক্রয় খতিয়ানের জের ২,০০,০০০
ড্রইং অফিসের বেতন ১০,০০০
সাধারণ খরচ ৫০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৭,০০০
শেয়ার মূলধন (১০,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা করে) ১০,০০,০০০
বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ ২০,০০০
মজুদ পণ্য ১,৩০,০০০
৩১,৯২,০০০ ৩১,৯২,০০০
সমন্বয়সমূহ: ১. প্রকৃত সমাপনী মজুদ পণ্য ১,৪০,০০০ টাকা। ২. ১.১.২০১৬. তারিখে ক্রয়কৃত ৩০,০০০ টাকার যন্ত্রপাতির বহন খরচ ২,০০০ টাকা যা পরিবহন খরচের অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু উক্ত যন্ত্রপাতি ক্রয় হিসাবভুক্ত হয়নি এবং মূল্যও পরিশোধিত হয়নি। ৩. যন্ত্রপাতির ওপর সরলরৈখিক ভিত্তিতে এর দালানকোঠার ওপর ক্রমহ্রাসমান ভিত্তিতে ১০% হারে অবচয় ধার্য করো। ৪. ১০,০০০ টাকার একটি চেক দেউলিয়া জনিত কারণে প্রত্যাখ্যাত হওয়ায় এর ২০% আদায়যোগ্য নয়। দেনাদারের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি করো।
ক. বছরের শেষ তারিখে যন্ত্রপাতি এবং অস্পর্শনীয় সম্পদ নির্ণয় করো। ২
খ. বছরের মোট আয় নির্ণয় করো। ৪
গ. বছরের নিট আয় নির্ণয় করো। ৪
২. সৌমা লি.-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নিæে প্রদত্ত হলো।
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
বিবরণ ডেবিট ক্রেডিট
মোট লাভ ৭,০০,০০০
মজুদ পণ্য ২,০০,০০০
ব্যাংক হিসাব ৭০,০০০
১৫% লগ্নী (১.১.২০১০) ২,০০,০০০
কলকব্জা ১২,০০,০০০
ভাড়া (১২০%) ৩০,০০০
গবেষণা খরচ ১,৫০,০০০
ব্যবসায় গঠন খরচ ১,৬০,০০০
অন্তর্ববর্তীকালীন লভ্যাংশ ৪০,০০০
দাবিহীন লভ্যাংশ ৫০,০০০
দায় গ্রহণের কমিশন ১০,০০০
শেয়ার অধিহার ১,০০,০০০
আয়কর ৫০,০০০
আয়কর সঞ্চিতি ৭০,০০০
লভ্যাংশ সমতাকরণ তহবিল ৫০,০০০
পেনশন তহবিল ৫০,০০০
সাধারণ তহবিল ৫০,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ১০. টাকা করে) ১০,০০,০০০
বিজ্ঞাপন ১০,০০,০০০
বেতন (১০. মাস) ৬০,০০০
২১,৭০,০০০ ২১,৭০,০০০
অন্যান্য তথ্যাবলি: ১. ১. জুলাই ২০১৬. তারিখে ২০,০০০ টাকার যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে এবং এর জন্য ১৬,০০০ টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে। যন্ত্রপাতির ওপর ৫% হারে অবচয় ধার্য করো। ২. বিনিয়োগের বাজার মূল্য ১,৯০,০০০ টাকা। ৩. অন্তর্বর্তী লভ্যাংশসহ শেয়ার প্রতি ১. টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৪. তহবিলসমূহ ১০,০০০ টাকা করে বৃদ্ধি করতে হবে। ৫. দায় গ্রহণের কমিশনের অর্ধাংশ অধিহার ও মুনাফা দ্বারা সমানভাবে অবলোপন করো। ৬. বিজ্ঞাপন আরো ৪. বছর দেখাতে হবে। ৭. দাবিহীন লভ্যাংশ ২. বছরে অবলোপন করার সিদ্ধান্ত হলো।
ক. নিট আয় ৫,৪৭,৫০০ টাকা ধরে রক্ষিত আয় বিবরণী তৈরি করো। ২
খ. বছর শেষে প্রতিষ্ঠানের সম্পদসমূহ নির্ণয় করো। ৪
গ. বছর শেষে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা স্বত্ব নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. রওজা, সালসাবিল ও ঐশী একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ১/২. ঃ ১.৫/৫. ঃ ১/৫. অনুপাতে ভাগ করে নেয়। ২০১৬. সালের ১. জুলাই তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৩০,০০০, ২৫,০০০ এবং ২০,০০০ টাকা এবং সালসাবিলের চক্রবৃদ্ধি সুদে ঋণ ছিল ৩০,০০০ টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলন উভয়ের উপর ৬% সুদ ধরতে হবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য সালসাবিল মাসে ৩০০ টাকা এবং ঐশী মাসে ২০০ টাকা করে বেতন পাবে। এই বেতনের টাকা সালসাবিল সার্বক্ষণিকভাবে উত্তোলন করে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় সারাবছর ধরে ব্যবসায় থেকে রওজা প্রতিমাসের শুরুতে ৪০০ টাকা, সালসাবিল প্রতি মাসের শেষে ৩০০ টাকা এবং ঐশী প্রতি দুমাস অন্তর ৪০০ টাকা করে উত্তোলন করে। ২০১৭. সালের ১. জানুয়ারি তারিখে রওজা ১০,০০০ টাকা মূলধন স্বরূপ প্রদান করে এবং সালসাবিলের ঋণ ১০,০০০ টাকা পরিশোধ করে দেয়া হয়। এছাড়া ২০০ টাকা প্রদেয় খরচ ও ৩০০ টাকা প্রাপ্য আয় হিসাবভুক্ত হতে বাদ পড়েছে। ঐশীর বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায়ের লাভ ১,০০,০০০ টাকায় উপনিত হয়। বণ্টনযোগ্য মুনাফার ১০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
ক. ঋণ হিসাব প্রস্তুত করো। ২
খ. লাভ-লোকসান বণ্টন করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৪. আরিফ ও জামিল-এর মজুরি সংক্রান্ত তথ্য নিæে প্রদত্ত হলো:
আরিফ জামিল
মূল মজুরি ৮,০০০ টাকা ৬,০০০ টাকা
বাড়ি ভাড়া ভাতা ৪০% ৪০%
মহার্ঘ ভাতা ১০% ১০%
ওভারটাইম ৩০ ঘণ্টা ২০ ঘণ্টা
চিকিৎসা ভাতা ২০০ টাকা ২০০ টাকা
ভবিষ্যৎ তহবিল ১০% ১০%
কল্যাণ তহবিল ১% ১%
অগ্রিম মজুরি ৩০০ টাকা ২০০ টাকা
উক্ত মাসে স্বাভাবিক কার্য ঘণ্টা ২০০ এবং স্বাভাবিক হারের ১.৫. হারে ওভারটাইম মজুরি দেওয়া হয়।
ক. ভবিষ্যৎ তহবিল ও কল্যাণ তহবিল কন্ট্রিবিউটরি হলে আরিফ ও জামিলের অর্জিত মজুরিতে এই দুটি খাতে কত টাকা যোগ হবে। ২
খ. কন্ট্রিবিউটরি ধরে মজুরি বিবরণী তৈরি করো। ৪
গ. নিয়োগকর্তার দান উপার্জনে অন্তর্ভুক্ত ধরে এবং না ধরে সংশ্লিষ্ট জাবেদা দাখিলা দেখাও। ৪
৫. বাদশা লিমিটেড জানুয়ারি ২০১৬. সালে ৪,০০০ একক দ্রব্য প্রস্তুত করতে নিæলিখিত খরচগুলো করে:
টাকা
কাঁচামাল প্রারম্ভিক মজুদ ৪০,০০০
কাঁচামাল ক্রয় ১,৬০,০০০
সমাপনী মজুদ কাঁচামাল ২০,০০০
প্রত্যক্ষ মজুরি ১,০০,০০০
কারখানা উপরিব্যয় ৮০,০০০
প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় ৬০,০০০
বিক্রয়মূল্য প্রতি একক ১৮০
ক. জানুয়ারি মাসের মোট বিক্রয় মূল্য নির্ণয় করো। ২
খ. উপরোক্ত তথ্য হতে একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে উৎপাদন ব্যয়, মোট ব্যয়, মুনাফা, একক প্রতি ব্যয় ও একক প্রতি মুনাফা নির্ণয় কর এবং বিক্রয়ের ওপর মুনাফার শতকরা হার দেখাও। ৪
গ. কোম্পানি আশা করছে ফেব্র“য়ারি মাসে ৬,০০০ একক বিক্রি হবে। এ সম্পর্কিত অন্যান্য তথ্য নিæরূপ: ৪
র. কাঁচামালের মূল্য বৃদ্ধি পাবে ১০%, রর. মজুরি বৃদ্ধি পাবে ১৫%, ররর. কারখানা উপরিব্যয় বৃদ্ধি পাবে ১০%, রা. প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় হ্রাস পাবে ৫%, া. বিক্রয়ের উপর মুনাফার হার পূর্বের মতই থাকবে।
উপরোক্ত তথ্যাবলি হতে ফেব্র“য়ারি মাসের মুনাফা ও বিক্রয় মুল্য নির্ণয় করো।
৬. যুথী লি. ৬০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত হয় যা প্রতিটি ১৫. টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ১০,০০০ শেয়ার প্রতিটি ১. টাকা অবহারে ইস্যুর মাধ্যমে মেশিন ক্রয় করে। কোম্পানির পরিচালনা পরিষদ অনুমোদিত মূলধনের ৫০% শেয়ার ১. টাকা অবহারে বিক্রীর জন্য বিজ্ঞাপন প্রচার করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারের ৮০% আবেদনপত্র পেল। আবেদনকৃত শেয়ারগুলো যথাযথভাবে বণ্টন করা হলো। কোম্পানির উদ্যোক্তাদেরকে বিনামূল্যে ৫,০০০ শেয়ার দেয়া হলো। কোম্পানির অবলেখককে তার মাধ্যমে বিক্রয়কৃত শেয়ারের ১% এবং শেয়ার প্রতি ০.১০. টাকা করে কমিশন প্রদান করে।
ক. বিলিকৃত শেয়ারের গণনা দেখাও। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাও। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭. বীথি লি.-এর বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দেয়া হলো:
বিশদ আয় বিবরণী
২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বিবরণ টাকা টাকা
বিক্রয় (৮০% ধারে) ২২,০০,০০০
বাদ: বিক্রীত পণ্যের ব্যয়:
প্রারম্ভিক মজুদ ৩,০০,০০০
ক্রয় (৭৫% ধারে) ১০,০০,০০০
মজুরি ২,০০,০০০
১৫,০০,০০০
বাদ: সমাপনী মজুদ ৪,০০,০০০ ১১,০০,০০০
মোট লাভ ১১,০০,০০০
বাদ: অফিস, বিক্রয় ও অন্যান্য খরচ ৪,২০,০০০
করপূর্ব নিট লাভ ৬,৮০,০০০
বাদ: আয়কর সঞ্চিতি ২,৮০,০০০
নিট আয় ৪,০০,০০০
আর্থিক অবস্থার বিবরণী
৩১. ডিসেম্বর, ২০১৫
বিবরণ টাকা
সম্পদসমূহ:
দালানকোঠা ১০,০০,০০০
যন্ত্রপাতি ৯,৬০,০০০
সুনাম (বিক্রয়যোগ্য নয়) ৩,০০,০০০
১০% বিনিয়োগ ২,৪০,০০০
নগদ তহবিল ৮০,০০০
দেনাদারবৃন্দ ৫,৬০,০০০
মজুদ পণ্য ৪,০০,০০০
প্রাপ্য বিল ১,৪০,০০০
অগ্রিম খরচ ২০,০০০
প্রাথমিক খরচ ৪০,০০০
অবলেখকের দস্তুরী ৬০,০০০
৩৮,০০,০০০
শেয়ারহোল্ডারদের স্বত্ব ও দায়সমূহ:
সাধারণ শেয়ার মূলধন ১০,০০,০০০
অগ্রাধিকার শেয়ার মূলধন ৪,০০,০০০
সাধারণ সঞ্চিতি ২,০০,০০০
রক্ষিত আয় ৫,০০,০০০
১২% ঋণপত্র ৫,০০,০০০
১০% ঋণ ৪,০০,০০০
প্রদেয় বিল ১,০০,০০০
বকেয়া খরচ ৪০,০০০
পাওনাদারবৃন্দ ২,০০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১,৮০,০০০
আয়কর সঞ্চিতি ২,৮০,০০০
৩৮,০০,০০০
ক. বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাত নির্ণয় করো। ২
খ. স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা সম্পর্কে মন্তব্য করো। ৪
গ. দায়-মালিকানা ও মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
৮. ২০১৬. সালের জানুয়ারি মাসে একটি প্রতিষ্ঠানের নিæলিখিত তথ্যগুলো পাওয়া গেলে:
জানু. ১ প্রারম্ভিক মজুদ পণ্য ১০০ একক প্রতিটি ১০. টাকা দরে।
” ৩ ক্রয় ২০০ একক ১১. টাকা দরে।
” ৭ বিক্রয় ১৫০ একক প্রতিটি ১৫. টাকা দরে।
” ১৫ ক্রয় ৩০০ একক প্রতিটি ১২. টাকা দরে।
” ২০ বিক্রয় ৪০০ একক প্রতিটি ২০ টাকা দরে।
” ২৫ সর্বশেষ বিক্রয়কৃত পণ্য হতে ফেরত ১০০ একক।
ক. কালান্তিক খওঋঙ পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য এককে এবং টাকায় নির্ণয় করো। ২
খ. অবিরত মজুদ পদ্ধতিতে ঋওঋঙ বিবেচনা করে একটি মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. অবিরত ঋওঋঙ পদ্ধতিতে সংশ্লিষ্ট লেনদেনগুলোর জাবেদা দেখাও এবং জানুয়ারি মাসের মুনাফার হার নির্ণয় করো। ৪
৯. লামিয়া কিশোরী সংঘ-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও পরিশোধ হিসাব নিæরূপ:
পণ্ঠাক্রি¦সমƒহ টাকা পণ্ঠদানসমƒহ টাকা
হাএত নগদ ও বঞ্ঝাংক উ্রঙ্কল্ফে ৫,৩৬০ বৈতন ও সজ্ঞঞ্ছানি ২৫,৮০০
চাঁদা ৪৫,০০০ পণ্ঠাব্দণ উ®²য়ন ৪০,০০০
সদসঞ্ঝ ভতিট্ট ফি ১৬,০০০ ছাপা ও মনিহারি ৭,৩০০
উইলকতে সজ্ঞক্সদ ৭০,০০০ মঞ্ঝাগাজিন খরচ ১৩,১০০
আজীবন সএভঞ্ঝর চাঁদা ৩০,০০০ অনঞ্ঝানঞ্ঝ উপএযাগ খরচ ২,৩০০
মঞ্ঝাগাজিন বিকত্থয় ২৮,৩০০ খৈলাধুলা বাবদ বঞ্ঝয় ১৬,৫০০
আসবাবপষ্ণ বিকত্থয় ৩,০০০ খৈলার সরল্কাম কত্থয় ২০,০০০
মঞ্ঝাগাজিন বিæাপন আয় ৬,৫০০ আসবাবপষ্ণ কত্থয় ১৫,০০০
১০% হাএর বিনিএয়াএগর সুদ ১০,০০০ হাএত নগদ ও বঞ্ঝাংক উ্রঙ্কল্ফে ৭৪,১৬০
মৈাট ২,১৪,১৬০ মৈাট ২,১৪,১৬০
অন্যান্য তথ্যাবলি: ১. বছরের শুরুতে জমি ও দালান ৪,৩০,০০০ টাকা, আসবাবপত্র ৪৩,০০০ টাকা, খেলার সরঞ্জাম ৬০,০০০ টাকা, বকেয়া চাঁদা ২,০০০ টাকা, বকেয়া ডাক ও তার খরচ ১,২০০ টাকা ছিল। ২. ক্লাবে মোট সদস্য সংখ্যা ৫০০ জন, প্রত্যেকে বছরে ১০০ টাকা করে চাঁদা দেয়। চাঁদা বাবদ অগ্রিম পাওয়া গেছে ৩,০০০ টাকা। ৩. অব্যবহৃত মনিহারি ৩১.১২.১৫. তারিখে ৬০০ টাকা এবং ৩১.১২.১৬. তারিখে ৭০০ টাকা। ৪. ম্যাগাজিন বিক্রয় বাবদ বিভিন্ন ব্যক্তির নিকট পাওনা ১,৭০০ টাকা। ৫. অবচয় ধার্য করো (সমাপনী উদ্বৃত্তের ওপর) আসবাবপত্র ও খেলার সরঞ্জাম ২০%, জমি ও দালান ৫%।
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. বছরের আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
গ. বছরের শেষ তারিখে উদ্বর্তপত্র প্রস্তুত করো। ৪
১০. লাজিমা লি.-এর ৩১. ডিসেম্বর তারিখের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেয়া হলো:
বিবরণ ২০১৬. (টাকা) ২০১৫. (টাকা)
সম্পদসমূহ
যন্ত্রপাতি ১,১৭,৫০০ ১,১৫,০০০
মজুদ পণ্য ৪১,৫০০ ৫১,০০০
প্রাপ্য হিসাব ৭০,৫০০ ৬৭,০০০
নগদ ২৩,৫০০ ১৩,০০০
অগ্রিম খরচ ৪,৫০০ ৫,৫০০
মোট ২,৫৭,৫০০ ২,৫১,৫০০
মূলধন ও দায়
শেয়ার মূলধন ১,৫০,০০০ ১,৫০,০০০
সংরক্ষিত আয় ২৬,৫০০ ১৭,৫০০
বকেয়া খরচ ২০,০০০ ২০,৫০০
প্রদেয় খরচ ৬১,০০০ ৬৩,৫০০
মোট ২,৫৭,৫০০ ২,৫১,৫০০
অন্যান্য তথ্যাবলি: ১. পরিচালন ব্যয় ছিল ১,০০,০০০ টাকা। ২. বাকিতে পণ্য ক্রয় ১,২৫,০০০ টাকা। ৩. বিক্রয়ের পরিমাণ ২,৫০,০০০ টাকা। ৪. অবচয় ছিল ৭,৫০০ টাকা। ৫. কোম্পানি ১,০০০ টাকা সুদ ও ৭,০০০ টাকা আয়কর প্রদান করেছে।
ক. যন্ত্রপাতি হিসাব তৈরি করে যন্ত্রের ক্রয়মূল্য নির্ণয় করো। ২
খ. খরিদ্দারের নিকট হতে প্রাপ্তি এবং সরবরাহকারীকে পরিশোধ নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম দ্বারা নগদপ্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
১১. নিæের তথ্যগুলো একটি কোম্পানি হতে নেয়া হয়েছে।
দত্তাংশ অনুপাত ৬০%
নিরাপত্তা প্রান্ত অনুপাত ২০%
স্থায়ী ব্যয় ১,২০,০০০ টাকা
ক. সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। ২
খ. বিক্রয় ও অনুদান প্রান্ত নির্ণয় করো। ৪
গ. মুনাফা নির্ণয় করো। ৪.
৬২. ভোলা সরকারি কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. সোনালী কোং লি.-এর অনুমোদিত মূলধন ৪,০০,০০০ টাকা। ইহার প্রতিটি ১০০ টাকা মূল্যের ৪০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
বিবরণ টাকা বিবরণ টাকা
পণ্য ক্রয় ২,০০,০০০ শেয়ার মূলধন: (১৬০০ শেয়ার) ১,৬০,০০০
১০% বিনিএয়াগ (১.৭.১৫) ৬০,০০০ ১৫% ঋণপত্র (১.৭.১৬) ২০,০০০
পরিচালন ব্যয় ৩০,০০০ আয়কর সঞ্চিতি ১৬,০০০
যন্ত্রপাতি ১,২০,০০০ পণ্য বিক্রয় ৪,২০,০০০
আসবাবপত্র ৮০,০০০ সংরক্ষিত আয় ৬০,০০০
আয়কর ২০,০০০ ভ্যাট চলতি হিসাব ২৫,০০০
সুনাম ৭০,০০০ দাবিহীন লভ্যাংশ ১,০০০
অন্তর্বর্তী লভ্যাংশ ২০,০০০ সঞ্চিতি তহবিল ৪০,০০০
প্রাপ্য হিসাব ৬০,০০০ ক্রয় ফেরত ৫,০০০
মজুদ (১.১.২০১৬) ৪০,০০০ প্রদেয় হিসাব ১০,০০০
প্রত্যক্ষ খরচসমূহ ৪৭,০০০
ব্যাংক জমা ১০,০০০
৭,৫৭,০০০ ৭,৫৭,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা। ইহার মধ্যে ৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত রয়েছে। বিমা কোং ৩,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট টাকার উপর ৫% হারে অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে। ৩. নিট লাভের ২০,০০০ টাকা দ্বারা লভ্যাংশ সমতাকরণ তহবিল এবং ৫,০০০ টাকা দ্বারা বৃত্তি তহবিল তৈরি করতে হবে। ৪. মূলধনের উপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. নিট লাভ ১,৪১,২৫০ টাকা ধরে উক্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. আর্থিক বিবরণীর দায় ও মালিকানা স্বত্ব পার্শ্ব প্রস্তুত করো। ৪
২. ভাই-বোন লি.-এর অনুমোদিত মূলধন ৬,০০,০০০ টাকা। ইহার প্রতিটি ২০ টাকা মূল্যের ৩০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
৩১. ডিসেম্বর, ২০১৬
বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (২০,০০০ শেয়ার) ৪,০০,০০০
কলকব্জা ৫,৪০,০০০
অফিস খরচ ৫০,০০০
১০% ঋণপত্র ১,২০,০০০
সুনাম ১,০০,০০০
সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ১,৬০,০০০
প্রদেয় হিসাব ১,০০,০০০
১০% বিনিয়োগ (৩১.৭.১৬) ৪,০০,০০০
আয়কর ও আয়কর সঞ্চিতি ১২,০০০ ১৬,০০০
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় (ভ্যাটসহ) ৪,০০,০০০ ৯,০০,০০০
মজুদ (১.১.২০১৬) ৬০,০০০
প্রত্যক্ষ খরচসমুহ ৪৪,০০০
প্রাপ্য হিসাব ১,৪০,০০০
প্রাথমিক খরচাবলি ১,০০,০০০
নগদ তহবিল ১০,০০০
শেয়ার অধিহার ৮০,০০০
সাধারণ সঞ্চিতি ৮০,০০০
মোট ১৮,৫৬,০০০ ১৮,৫৬,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,৮০,০০০ টাকা। উক্ত মূল্যায়নের পূর্বেই ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, বিমা কোম্পানি ৮,০০০ টাকার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। ২. ৫০,০০০ টাকার একটি নতুন মেশিনের ১০,০০০ টাকার সংস্থাপন ব্যয়, প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে রয়েছে। মেশিনটি ১.৭.১৬. সালে সংস্থাপন করা হয়। ৩. বিনামূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা। ৪. মেশিনের ওপর ১০% অবচয় ধরতে হবে। ৫. সুনাম ১০% অবলোপন করতে হবে।
ক. ১. নং সমন্বয়ের সমন্বয় জাবেদা দেখাও। ২
খ. মোট লাভ নির্ণয় করো। ৪
গ. আর্থিক বিবরণীর সম্পদ পার্শ্ব প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩. মেহদি, হাসান ও রনি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে তাদের পণ্য উত্তোলন, মুনাফার অংশ এবং হাসানের বেতন সমন্বয় করার পর তাদের মূলধনের পরিমাণ হয়েছিল যথাক্রমে ৪০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। পরবর্তী সময় দেখা গেল যে, মূলধন ও নগদ উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করা হয়নি। এছাড়া মেহদি ও রনি তাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে যথাক্রমে ১,৬০০ টাকা ও ২,০০০ টাকা উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি।
হাসানের বেতন ৪,৮০০ টাকা ডেবিট করার পর ২০১৩. সালে ব্যবসায়ের মুনাফা হয়েছিল ৪৮,০০০ টাকা। হাসান ও রনি উক্ত বছরে ১,০০০ টাকা করে পণ্য উত্তোলন করে। অংশীদারদের লাভ-লোকসান বণ্টন অনুপাত ১. ঃ ২. ঃ ৩। অংশীদাররা এই মর্মে সিদ্ধান্ত নেয় যে, তাদের মোট মূলধনের পরিমাণ ১,৮০,০০০ টাকায় সংরক্ষণ করবে। তাদের মূলধনের পরিমাণ মুনাফা বণ্টন অনুপাতে সমন্বিত করতে হবে।
২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে−
ক. অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ২
খ. অংশীদারদের সমন্বিত লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব তৈরি করো। ৪
৪. ডিসেম্বর ১৩. তারিখে রাইসা এন্টারপ্রাইজ-এর নিæলিখিত তথ্যাবলি দেওয়া হলো:
বিবরণ টাকা
প্রারম্ভিক কাঁচামাল ১০,০০০
প্রারম্ভিক তৈরি মাল ৮,০০০
সমাপনী কাঁচামাল ৯,০০০
সমাপনী তৈরি মাল ৬,০০০
কাঁচামাল ক্রয় ৫০,০০০
উৎপাদন মজুরি ৪০,০০০
কারখানা উপরিব্যয় ১৭,০০০
প্রারম্ভিক চলতি কার্য ২,০০০
সমাপনী চলতি কার্য ৩,০০০
প্রশাসনিক উপরিব্যয় ১১,০০০
বিক্রয় ১,৪৪,০০০
ক. রাইসা এন্টারপ্রাইজ-এর ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. রাইসা এন্টারপ্রাইজ-এর ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. উক্ত প্রতিষ্ঠান একটি পণ্যের সরবরাহ কোটেশন দেওয়ার জন্য হিসাব করে দেখল যে, উক্ত পণ্যটি তৈরি করতে কাঁচামাল বাবদ ব্যয় হবে ১২,০০০ টাকা এবং প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয় হবে ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন হতে মুনাফার হার বজায় রেখে টেন্ডার মূল্য কত হবে তা নির্ণয় করো। ৪
৫. ডিসেম্বর ১৩. তারিখে রাসিন এন্টারপ্রাইজ-এর নিæলিখিত তথ্যাবলি দেওয়া হলো:
বিবরণ পণ্য ক পণ্য খ
একক প্রতি বিক্রয় মূল্য ৪০ টাকা ৪০ টাকা
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৮. টাকা ২৪. টাকা
স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা
ক. পণ্য খ-এর এককে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। ২
খ. পণ্য ক-এর এককে সমচ্ছেদ বিন্দু নির্ণয় কর এবং বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিন্দুর চেয়ে ২০% বেশি হলে মুনাফা নির্ণয় করো। ৪
গ. যদি বিক্রয়ের পমিাণ ১০,০০০ একক হয় তবে কোন পণ্য বিক্রয় লাভজনক হবে? ৪
৬. পূবালি স্পোর্টিং ক্লাব-এর ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে দেয়া হলো:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১.১.২০১৩) ২৪,০০০ আসবাবপত্র ১৫,৫০০
চাঁদা ভাড়া ৯,০০০
২০১২ ৪,৫০০ বেতন ১৫,০০০
২০১৩ ৩২,৫০০ কর ও অভিকর ৪,৮০০
২০১৪ ৩,০০০ প্রাঙ্গণ উন্নয়ন ব্যয় ২০,০০০
চারণ কর ৩,৬০০ বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ৩,০০০
সঞ্চয় সার্টিফিকেটের সুদ (ক্রয় মূল্যের ১০%) বৃত্তি প্রদান ৫,০০০
৩,০০০ আপ্যায়ন খরচ ২,৫০০
ম্যাগাজিন বিক্রয় ১২,০০০ ছাপা খরচ ৭,৫০০
লকারের ভাড়া প্রাপ্তি ৪,০০০ বার্ষিক ভোজ ব্যয় ৬,০০০
অকেজো কাগজ বিক্রয় ২,৪০০ মেরামত খরচ ১,৮০০
১২% কর্জ (১.৭.১৩) ৩০,০০০ পৌরকর ১,২০০
উইলকৃত সম্পদ ৫,০০০ উদ্বৃত্ত (৩১.১২.১৩) ৪৫,৭০০
বৃত্তি তহবিল ১৮,০০০
১,৩৭,০০০ ১,৩৭,০০০
১.১.২০১৩. তারিখে উদ্বৃত্ত ছিল: আসবাবপত্র ৫০,০০০ টাকা, খেলার সামগ্রী ৩০,০০০ টাকা, পুস্তক ২৫,০০০ টাকা এবং বকেয়া বেতন ৫,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৪০। বার্ষিক চাঁদার হার জনপ্রতি ১,০০০ টাকা। ২. চারণ কর প্রাপ্তির মধ্যে বিগত বছরের ৬০০ টাকা এবং চলতি বছরের চারণ কর ১০০ টাকা অনাদায়ী রয়েছে। ৩. কর ও অভিকর প্রত্যেক বছর ৩১. মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়। ৪. আবসাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
ক. সঞ্চয় সার্টিফিকেটের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
৭. হাট খোলা কোম্পানি লি.-এর ২০১৩. সালের ৩১. ডিসেম্বর তারিখের উদ্বর্তপত্র এবং অন্যান্য তথ্যাবলি নিæরূপে দেওয়া হলো:
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ১২,০০,০০০ আসবাবপত্র ৩,২০,০০০
সাধারণসঞ্চিতি ১,০০,০০০ ভ‚মি ৪,৮০,০০০
লাভ-লোকসান হিসাব ২,০০,০০০ কলকব্জা ও যন্ত্রপাতি ৬,১০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০ ব্যাংক জমা ১,০০,০০০
বিবিধ পাওনাদার ১,২০,০০০ মজুদ পণ্য ২,০০,০০০
প্রদেয় বিল ৬০,০০০ বিবিধ দেনাদার ১,০০,০০০
বকেয়া খরচ ৪০,০০০ প্রাথমিক খরচাবলি ১,০০,০০০
১০% ঋণপত্র ২,০০,০০০ নগদ উদ্বৃত্ত ৮০,০০০
আয়কর সঞ্চিতি ৩০,০০০ অগ্রিম ভাড়া ১০,০০০
২০,০০,০০০ ২০,০০,০০০
অন্যান্য তথ্য: ১. মোট বিক্রয় ২০,০০,০০০ টাকা যায় ৮০% ধারে ২. বিক্রীত পণ্যের ব্যয় ১৫,০০,০০০ টাকা। ৩. নিট লাভ ১,৫০,০০০ টাকা। ৪. প্রারম্ভিক মজুদ পণ্য ১,০০,০০০ টাকা।
ক. বিনিয়োজিত মূলধন ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত, ত্বরিত অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
৮. ঢ লি. প্রতিটি ৫০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি উহার ৮০% শেয়ার ১০% অবহারে জনসাধারণের নিকট বিক্রীর উদ্দেশ্যে ইস্যু করল। কোম্পানি মোট ১,৯০,০০০ শেয়ারের আবেদন গ্রহণ করল। অতিরিক্ত আবেদনের অর্থ যথারীতি ফেরত দেওয়া হলো।
ক. ইস্যুকৃত শেয়ার সংখ্যা ও শেয়ার প্রতি অবহারের অর্থ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৯. জেনারেল স্টোর-এর মজুদ সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
২০১৪
জানুয়ারি-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৫. টাকা দরে ১,০০০ কেজি।
জানুয়ারি-৭ ক্রয় ৮. টাকা দরে ১,০০০ কেজি।
জানুয়ারি-৯ ইস্যু ৮০০ কেজি।
জানুয়ারি-১৮ ক্রয় ১০. টাকা দরে ১,২০০ কেজি।
জানুয়ারি-২৩ ইস্যু ১,১০০ কেজি।
জানুয়ারি-২৬ ক্রয় ১২. টাকা দরে ৮০০ কেজি।
জানুয়ারি-৩০ ইস্যু ১,২০০ কেজি।
ক. ব্যবহারযোগ্য মালের মূল্য নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে সমাপনী মালের মজুদ নির্ণয় করো। ৪
গ. ভারযুক্ত পদ্ধতিতে সমাপনী মালের মজুদ নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১০. রাসিন এন্টারপ্রাইজের হিসাব বই থেকে ২০১৬. সালের সমাপ্ত বছরের নিæোক্ত তথ্য পাওয়া যায়:
বিবরণ ২০১৬. (টাকা) ২০১৫. (টাকা)
চলতি সম্পদসমূহ:
নগদ ২৫,০০০ ২০,৮০০
দেনাদার ২৮,০০০ ১৯,৫০০
মজুদ পণ্য ৩০,০০০ ৩৭,২০০
অগ্রিম খরচ ৫,০০০ ৬,৫০০
স্থায়ী সম্পদসমূহ:
আসবাবপত্র ২,০০,০০০ ৯০,০০০
অবচয় সঞ্চিতি (২০,০০০) (৯,০০০)
ভ‚মি ৪,০০,০০০ ২,৪০,০০০
৬,৬৮,০০০ ৪,০৫,০০০
চলতি দায়সমূহ:
বকেয়া খরচ ৭,০০০ ৪,০০০
পাওনাদার ১৭,০০০ ১৮,৪০০
প্রদেয় বিল ৩৫,০০০ ৩৬,৮০০
দীর্ঘমেয়াদি দায়সমূহ:
বন্ড ১২% ১,২০,০০০ ২,০০,০০০
মালিকানা স্বত্ব
সাধারণ শেয়ার ৩,০০,০০০ ১,০০,০০০
সংরক্ষিত আয় ১,৮৯,০০০ ৪৫,৮০০
৬,৬৮,০০০ ৪,০৫,০০০
অন্যান্য তথ্য: ক. নিট লাভ ১,৮০,০০০ টাকা; খ. ৫,০০০ টাকার একখানা আসবাবপত্র সম্পূর্ণ অবচয়ে পরিণত হয়েছে; গ. লভ্যাংশ প্রদান ৩৬,৮০০ টাকা। ঘ. শেয়ার ইস্যুর বিনিময়ে ভ‚মি ক্রয় ৮০,০০০ টাকা।
ক. চলতি বছরের অবচয়ের পরিমাণ কত? ২
খ. পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ ও অর্থায়ন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
১১. ত লি. প্রতিটি ২৫. টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি উহা হতে ১,৫০,০০০ শেয়ার ৪০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রীর উদ্দেশ্যে প্রসপেক্টাস ইস্যু করা। কোম্পানি মোট ২,২০,০০০ শেয়ারের আবেদন গ্রহণ করল। অতিরিক্ত আবেদনের অর্থ যথারীতি ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ০.৫০ টাকা হারে অবলেখকের কমিশন প্রদান করে।
ক. শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহার পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।