হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২৯-৩০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৯. হলি ক্রস কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১ নিæোক্ত রেওয়ামিলটি প্রভাতী কোম্পানি লিমিটেড-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুকৃত:
প্রভাতী কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. শেয়ার মূলধন ৫,০০,০০০
২. প্রাপ্য ও প্রদেয় হিসাব ৬৩,৫০০ ২৫,০০০
৩. বিমা ২,৫০০
৪. অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ১৫,০০০
৫. সংরক্ষিত আয় (০১.০১.১৫) ১৭,৫০০
৬. ১০% সঞ্চয়পত্র (০১.০৪.১৫) ৫০,০০০
৭. ক্রয় ও বিক্রয় ৭৭,০০০ ১,৬৭,০০০
৮. আন্তঃপরিবহন ২,০০০
৯. সাধারণ খরচ ৭,৫০০
১০. বেতন ২০,০০০
১১. শুল্ক ৪,০০০
১২. অফিস সরঞ্জাম ৩,০০,০০০
১৩. ব্যাংক জমা ১,৬৩,৫০০
১৪. অনাদায়ী পাওনা ৪,৫০০
মোট ৭,০৯,৫০০ ৭,০৯,৫০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য ১৩,০০০ টাকা। রর. অনাদায়ী পাওনা ৩,৫০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ১০% ধার্য করতে হবে। ররর. অব্যবহৃত মনিহারি ৫০০ টাকা। রা. শেয়ার হোল্ডারদের জন্য ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। া. আয়করের ভবিষ্যৎ ব্যবস্থাস্বরূপ ১২,০০০ টাকা সংরক্ষণ করতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. ২০১৫ সালের মোট লাভ ৬৫,০০০ টাকা বিবেচনাপূর্বক নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২. নিæোক্ত রেওয়ামিলটি সেতু এন্ড কোং-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত:
রেওয়ামিল
ক্রমিক নং হিসাবের নাম খ: পৃ: ডেবিট
টাকা ক্রেডিট টাকা
১. সংরক্ষিত আয় (০১-০১-১৫) ৫৭,০০০
২. নিট লাভ ৪২,৫০০
৩. দাবিহীন লভ্যাংশ ১৫,০০০
৪. সুনাম ১,০০,০০০
৫. শেয়ার মূলধন (৩০,০০০ শেয়ার) ৩,০০,০০০
৬. শেয়ার অধিহার ৩০,০০০
৭. লভ্যাংশ প্রদান ২৫,০০০
৮. ইজারা সম্পদ (৫ বছর) ৭৫,০০০
৯. প্রাপ্য ও প্রদেয় হিসাব ৮০,০০০ ৩০,০০০
১০. ১০% ঋণপত্র ১,০০,০০০
১১. অগ্রিম শিক্ষানবিশ সেলামি ৪,০০০
১২. বিলম্বিত বিজ্ঞাপন ২০,০০০
১৩. আয়কর ও আয়কর সঞ্চিতি ১২,০০০ ১০,০০০
১৪. দায় গ্রাহকের কমিশন ৬০,০০০
১৫. ব্যাংক জমা ২,১৬,৫০০
৫,৮৮,৫০০ ৫,৮৮,৫০০
সমন্বয়সমূহ: র. দাবিহীন লভ্যাংশের ৬০% অবলোপন করো। রর. দায় গ্রাহকদের কশিমনের ২০% অবলোপন করো। ররর. শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করো। রা. জমাকৃত চেক প্রত্যাখ্যান ২০,০০০ টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি। া. শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ ঘোষণা করো।
ক. শেয়ার প্রতি ঘোষণাকৃত লভ্যাংশের শতকরা হার নির্ণয় করো। ২
খ. ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১-১২-২০১৫ তারিখে সংরক্ষিত আয় উদ্বৃত্ত ২৪,৫০০ টাকা বিবেচনাপূর্বক মোট দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩. আবহানী ক্লাব-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে প্রদত্ত হলো:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (০১.০১.১৫) ১৪,০০০ বেতন ১৮,০০০
চাঁদা : গ্রাউন্ডসম্যানের মজুরি ৩,২০০
২০১৪ ২০০ খেলাধুলার সামগ্রী ক্রয় ৫৪,০০০
২০১৫ ১৮,০০০ ১০% বিনিএয়াগ (১.৭.১৫) ৫৫,০০০
২০১৬ ৮০০ ১৯,০০০ বিবিধ খরচ ৩,৫০০
অনুদান প্রাপ্তি ১,১২,০০০ মনিহারি ১,৬০০
চা-চক্র হতে মুনাফা ৬,৭০০ যোগাযোগ খরচ ৬০০
বিনিয়োগের সুদ ৪,০০০ উদ্বৃত্ত (৩১.১২.১৫) ১৯,৮০০
১,৫৫,৭০০ ১,৫৫,৭০০
১ জানুয়ারি, ২০১৫ সালে ক্লাবের সম্পদ নিæরূপ: দালানকোঠা ১,৮০,০০০ টাকা; ১০% বিনিয়োগ ৯০,০০০ টাকা; আসবাবপত্র ২০,০০০ টাকা; জমি ১৫,০০,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ১০০ জন। তাদের প্রত্যেকের বার্ষিক চাঁদার হার ২০০ টাকা। ২. অব্যবহৃত মনিহারি: ৩১ ডিসেম্বর, ২০১৪-এ ২০০ টাকা এবং ৩১ ডিসেম্বর, ২০১৫-এ ৩০০ টাকা। ৩. চলতি বছরের বিবিধ খরচ বকেয়া ৯০০ টাকা এবং বিগত বছরের বেতন বকেয়া ৬০০ টাকা। ৪. অনুদানের অর্ধাংশ দ্বারা কল্যাণ তহবিল গঠন এবং বাকি অর্থকে মুনাফা জাতীয় আয়স্বরূপ গণ্য করতে হবে। ৫. অবচয়: আসবাবপত্র ১০%।
ক. সমাপনী চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ক্লাবের প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ক্লাবের ব্যয়াতিরিক্ত আয় বা আয়াতিরিক্ত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৪. অ, ই, ঈ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-ক্ষতির অনুপাত যথাক্রমে ৪ ঃ ৩ ঃ ২। ১ জানুয়ারি, ২০১৫ সালে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা। অংশীদারদের সম্মতিতে মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হয়। চুক্তি অনুসারে ঈ প্রতি মাসে ২,৫০০ টাকা করে তার সার্বক্ষণিক সেবার জন্য বেতন পাবে। ১ এপ্রিল, ২০১৫ তারিখে ই ব্যবসায়ে অতিরিক্ত মূলধন বাবদ ৩০,০০০ টাকা প্রদান করে এবং ঐ একই তারিখে অ ঋণ বাবদ প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা ধার দেয়। সারা বছর ব্যাপী অংশীদাররা প্রতি মাসের শেষ দিনে যথাক্রমে অ ১,৫০০ টাকা, ই ১,০০০ টাকা এবং ঈ ১,০০০ টাকা করে উত্তোলন করেন। বছর শেষে বকেয়া ব্যবসায়িক খরচ ২,০০০ টাকা অহিসাবভুক্ত রয়েছে। ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে ঈ-রৈ বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধন করার পূর্বে মুনাফা দাঁড়ায় ৯০,০০০ টাকা।
ক. ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ-ক্ষতি বণ্টন হিসাব প্রস্তুতপূর্বক অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করো। ৪
গ. উপরোক্ত তথ্য হতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫. আফতাব কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী :
হিসাবের নাম ২০১৪ ২০১৫
সম্পদসমূহ :
যন্ত্রপাতি ৮০,০০০ ৯০,০০০
পুঞ্জীভ‚ত অবচয় যন্ত্রপাতি (১১,০০০) (১৬,০০০)
মজুদ পণ্য ৩৫,০০০ ৪৫,০০০
প্রাপ্য হিসাব ৩৭,০০০ ৬২,০০০
নগদ ২০,০০০ ৩০,০০০
অগ্রিম খরচ ৮,০০০ ৩,০০০
১,৬৯,০০০ ২,১৪,০০০
মূলধন ও দায় :
শেয়ার মূলধন ১,১৯,০০০ ১,৪০,০০০
সংরক্ষিত আয় ৩৫,০০০ ৫২,০০০
বকেয়া খরচ ৩,০০০ ৭,০০০
প্রদেয় হিসাব ১২,০০০ ১৫,০০০
১,৬৯,০০০ ২,১৪,০০০
২০১৫ সালের নিট লাভ ৪৫,০০০ টাকা এবং লভ্যাংশ প্রদান ২৮,০০০ টাকা।
ক. ২০১৫ সালে যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬. বিকাশ লি. প্রতিটি শেয়ার ১০০ টাকা মূল্যের মোট ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধিত হলো। কোম্পানি প্রতিটি শেয়ার ১০ টাকা অধিহারে ১২,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে এবং ২০১৫ সালের মে মাসে ঐ কোম্পানিতে নিæোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়।
২০১৫ মে ৪ অজয় ট্রেডার্সের নিকট হতে ধারে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয়।
” ১৫ মেশিন ক্রয়ের অপরিশোধিত টাকা ৫,০০০ শেয়ার বণ্টনের মাধ্যমে পরিশোধ করা হয়।
” ২০ ইস্যুকৃত শেয়ারের অবশিষ্ট শেয়ারগুলোর জন্য আবেদনপত্র চাওয়া হলো এবং সবগুলো শেয়ারের আবেদন পাওয়া গেল।
” ৩০ আবেদনকারীদের মধ্যে শেয়ার বণ্টন করা হলো।
ক. ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উপরিউক্ত তথ্য হতে জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭. রনি কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সম্পত্তি ও দায়সমূহের তথ্য নিæে দেয়া হলো:
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
শেয়ার মূলধন ২০,০০,০০০ সুনাম ২,০০,০০০
সাধারণ সঞ্চিতি ৪,০০,০০০ ইজারা সম্পত্তি ৮,০০,০০০
সংরক্ষিত আয়ের জের ২,০০,০০০ যন্ত্রপাতি ৮,০০,০০০
৮% বন্ধকি ঋণ ৩,২০,০০০ আসবাবপত্র ৮০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৮০,০০০ বিনিয়োগ ৪,০০,০০০
প্রদেয় হিসাব ৬,২০,০০০ প্রাপ্য হিসাব ৬,০০,০০০
প্রদেয় নোট ৮০,০০০ মজুদ পণ্য ৪,০০,০০০
বকেয়া বেতন ৪০,০০০ প্রাপ্য নোট ৮০,০০০
অদাবিকৃত লভ্যাংশ ২০,০০০ বিলম্বিত বিজ্ঞাপন ১,২০,০০০
নগদ তহবিল ৮০,০০০
ব্যাংক জমা ২,০০,০০০
৩৭,৬০,০০০ ৩৭,৬০,০০০
অন্যান্য তথ্য : পণ্য বিক্রয় ৪০,০০,০০০ টাকা (৮০% ধারে)। পণ্য ক্রয় ৩২,০০,০০০ টাকা (৭০% ধারে)।
ক. উপর্যুক্ত তথ্য হতে চলতি অনুপাত নির্ণয় করো। ২
খ. উপর্যুক্ত তথ্য হতে ত্বরিৎ অনুপাত ও প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. উপর্যুক্ত তথ্য হতে প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
৮. খান এন্ড কোং-এর বহিতে নিæোক্ত উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য ছিল:
বিবরণ টাকা
প্রারম্ভিক কাঁচামালের মজুদ (০১-০১-২০১৫) ৩০,০০০
সমাপনী কাঁচামালের মজুদ (৩১-১২-২০১৫) ২০,০০০
কাঁচামাল ক্রয় ২,০০,০০০
প্রত্যক্ষ মজুরি ৫০,০০০
কারখানার উপরিখরচ ১৫,০০০
অফিস ও প্রশাসনিক উপরিখরচ ২৫,০০০
বিক্রয় ও বিলি খরচ ৩৫,০০০
উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ (১,০০০ একক) ১০,০০০
উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ (২,০০০ একক) ?
প্রারম্ভিক চলতি কার্যের মজুদ (০১-০১-২০১৫) ৩৫০০০
সমাপনী চলতি কার্যের মজুদ (৩১-১২-২০১৫) ১০,০০০
মুনাফা বিক্রয়মূল্যের ওপর ২০%। মোট উৎপাদন ৩০,০০০ একক
ক. খান এন্ড কোং-এর ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ২
খ. খান এন্ড কোং-এর মুখ্য ব্যয় ২,৬০,০০০ টাকা ধরে উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. খান এন্ড কোং-এর বিক্রীত পণ্যের ব্যয় ২,৯০,০০০ টাকা ধরে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
৯. নিশাত এন্ড কোং-এর দুইজন কর্মচারী হলো করিম ও রহিম। ২০১৫ সালের জানুয়ারি মাসের জন্য উপার্জন ও কর্তনসমূহ নিæরূপ ছিল:
বিবরণ করিম রহিম
মূল বেতন ২০,০০০ ২৪,০০০
মহার্ঘ ভাতা ১০% ১০%
বাড়িভাড়া ভাতা ৫০% ৪০%
ওভারটাইম ১০ ঘণ্টা ১২ ঘণ্টা
প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান ১০% ১০%
প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ১০% ১০%
অন্যান্য তথ্য: কল্যাণ তহবিলে কর্তন (প্রত্যেকের) ৪০০ টাকা করে। মাসিক স্বাভাবিক কার্যঘণ্টা ১০০। ওভারটাইম ভাতা পাবে স্বাভাবিক বেতন হারের আড়াইগুণ।
ক. উপর্যুক্ত তথ্য হতে ওভারটাইমের জন্য বেতনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উপর্যুক্ত তথ্য হতে একটি বেতন বিরবণী প্রস্তুত করো (ওভারটাইমের জন্য বেতনের পরিমাণ করিম ৬,০০০ টাকা ও রহিম ৭,০০০ টাকা)। ৪
গ. উপর্যুক্ত তথ্য হতে বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। ৪
১০. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২০১৬ সালের জানুয়ারি মাসের কাঁচামালের প্রাপ্তি ও ইস্যু সংক্রান্ত তথ্য নিæরূপ:
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত : এককপ্রতি ১০.০০ টাকা হারে ১০০ একক।
” ৬ এককপ্রতি ১০.৫০ টাকা হারে ১২০ একক ক্রয়।
” ৭ ১১০ একক বিক্রয়।
” ১০ এককপ্রতি ৯.০০ টাকা হারে ৮০ একক ক্রয়।
” ১৫ ৮০ একক বিক্রয়।
” ২০ ১০ একক সরবরাহকারীকে ফেরত প্রদান।
” ৩১ ৬০ একক বিক্রয়।
ক. সমাপনী মজুদ একক নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুতপূর্বক সমাপনী মজুদের এককের মূল্য নিরূপণ করো। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুতপূর্বক সমাপনী মজুদের এককের মূল্য নিরূপণ করো। ৪
১১.শার্প কোম্পানি লি. একটি পণ্য উৎপাদন করে। ঐ কোম্পানির তথ্য নিæরূপ:
এককপ্রতি বিক্রয়মূল্য ১০০ টাকা; এককপ্রতি প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ৪০ টাকা; এককপ্রতি প্রত্যক্ষ মজুরি ৫ টাকা; এককপ্রতি অন্যান্য পরিবর্তনশীল ব্যয় ১৫ টাকা; বার্ষিক স্থায়ী ব্যয় ২,৪০,০০০ টাকা; বছরে বিক্রয়ের পরিমাণ ১৫,০০০ একক।
ক. দত্তাংশ অনুপাত নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায় নির্ণয় করো। ৪
গ. নিরাপত্তা প্রান্তের পরিমাণ ও-এর অনুপাত নির্ণয় করো। ৪
৩০. ঢাকা কমার্স কলেজ বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. কায়রা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
বিবরণ টাকা বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ ৪০,০০০ শেয়ার মূলধন ২,৫০,০০০
কলকব্জা ২,০০,০০০ শেয়ার অধিহার ৩০,০০০
২০% বিনিয়োগ (০১.১০.২০১৫) সংরক্ষিত আয় (১.১.২০১৬)
২,০০,০০০ ৪০,০০০
সুনাম ১,০০,০০০ বিক্রয় (ভ্যাটসহ) ৪,৬০,০০০
অন্তর্র্বর্তীকালীন লভ্যাংশ ১০,০০০ প্রদেয় হিসাব ৫০,০০০
প্রাপ্য হিসাব ১,২০,০০০ ২০% ঋণপত্র (০১.০৭.২০১৬)
ক্রয় (ভ্যাটসহ) ২,৩০,০০০ ৬০,০০০
ভ্যাট চলতি হিসাব ৩৫,০০০ দাবিহীন লভ্যাংশ ১০,০০০
ঋণপত্রের সুদ ৫,০০০ সাধারণ সঞ্চিতি ৪০,০০০
৯,৪০,০০০ ৯,৪০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে ৯৬,০০০ টাকা যার মধ্যে বিক্রীত অথচ অসবরাহকৃত পণ্য অন্তর্ভুক্ত আছে ৬,০০০ টাকা। ২. শেয়ার অধিহারের সম্পূর্ণ অর্থ সুনাম দ্বারা অবলোপন করতে হবে। ৩. সাধারণ সঞ্চিতি ৫০,০০০ টাকায় উন্নীত করতে হবে এবং আয়কর সঞ্চিতি বাবদ ২০,০০০ টাকা ব্যবস্থা করতে হবে। ৪. দাবিহীন লভ্যাংশের অর্ধাংশ অবলোপন করতে হবে।
ক. ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। ২
খ. বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। (সমাপনী সংরক্ষিত আয় ২,৮৯,০০০ টাকা) ৪
২. লংকা বাংলা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির রেওয়ামিল নিæরূপ:
বিবরণ টাকা বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ ২০,০০০ শেয়ার মূলধন ৭০,০০০
ক্রয় ১,৩০,০০০ বিক্রয় ৩,০০,০০০
সুনাম ১,৯০,০০০ ক্রয় বাট্টা ৫,০০০
শুল্ক ১০,০০০ সংরক্ষিত আয় ৮০,০০০
আন্তঃফেরত ৫,০০০ আয়কর সঞ্চিতি ১০,০০০
প্রাথমিক খরচ ২৫,০০০ সাধারণ সঞ্চিতি ২০,০০০
বিজ্ঞাপন ১৮,০০০
প্রাপ্য হিসাব ৩২,০০০
অন্তর্র্বর্তীকালীন লভ্যাংশ ২২,০০০
আয়কর ২৮,০০০
বিক্রয় পরিবহন ৫,০০০
৪,৮৫,০০০ ৪,৮৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে ৩০,০০০ টাকা। যা মূল্যায়নের পূর্বেই আগুনে বিনষ্ট পণ্য ৬,০০০ টাকা। বিমা কোম্পানি ৭০% ক্ষতিপূরণে সম্মত। ২. বিনামূল্যে পণ্য বিতরণ ৬,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। বিজ্ঞাপন ৫টি আর্থিক বছরে সমন্বয় করতে হবে। ৩. শেয়ার প্রতি ৫ টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে এবং এর সাথে অন্তর্র্বর্তী লভ্যাংশ সমন্বয় করতে হবে। ৪. নিট লাভের ৩০,০০০ টাকা সাধারণ সঞ্চিতিতে এবং ১৫,০০০ টাকা বন্যা ত্রাণ তহবিলে স্থানান্তর করতে হবে। ৫. পণ্য ক্রয় ১০,০০০ টাকা ক্রয় বইতে লেখা হয়নি অথচ সমাপনী মজুদের অন্তর্ভুক্ত রয়েছে।
ক. বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? ২
খ. মোট লাভ নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। (নিট লাভ ১,২০,০০০ টাকা ধরে)। ৪
খ বিভাগ
৩. বর্ণালী লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। কোম্পানি ৫০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং মূল্য বাবদ ৪,০০০ শেয়ার ইস্যু করে। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ৪০,০০০ শেয়ার ৪০% অধিহারে ইস্যু করে ৬০,০০০ শেয়ার আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হয়। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ২০,০০০ টাকা প্রদান করা হয়।
ক. বিলিকৃত মূলধনের পরিমাণ কত? ২
খ. প্রয়োজনীয় জাবেদা। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী। ৪
৪ নাসির গ্লাস লি.-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
প্রারম্ভিক তৈরি পণ্য (৪,০০০ একক) ২০,০০০ টাকা
ব্যবহৃত কাঁচামাল ১,২০,০০০ টাকা
মজুরি ৭২,০০০ টাকা
কারখানা উপরিব্যয় ২৪,০০০ টাকা
প্রশাসনিক খরচ ৪৮,০০০ টাকা
বিক্রয় ও বণ্টন খরচ ২০,০০০ টাকা
আংশিক তৈরি পণ্য :
প্রারম্ভিক ১০,০০০ টাকা
সমাপনী ২০,০০০ টাকা
সারা বছরে ২০,০০০ একক পণ্য বিক্রয় করা হয়। বিক্রয়ের উপর ২০% লাভে পণ্য বিক্রয় করা হয়। তৈরি পণ্যের সমাপনী মজুদ ৮,০০০ একক।
ক. উৎপাদিত পণ্যের পরিমাণ কত একক? ২
খ. উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৫. বৃষ্টি ও নদী দুইজন অংশীদার। লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৩ ঃ ২। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। সারা বছর ধরে তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ১৬,০০০ টাকা ও ১২,০০০ টাকা। এছাড়াও বৃষ্টি ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। ১ জুলাই তারিখে নদী ২০,০০০ টাকা ঋণ সরবরাহ করে। কারবার পরিচালনার জন্য বৃষ্টি বর্তমানে মাসিক ৫০০ টাকা করে বেতন পায়, যা সে গ্রহণ করেছে। উক্ত বছর কারবারের নিট লাভ ছিল ৯২,০০০ টাকা।
ক. ঋণ হিসাব প্রস্তুত করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৬ আসকি লিমিটেড-এর হিসাব তথ্য নিæরূপ:
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ১০ টাকা
মোট স্থায়ী ব্যয় ১,৮০,০০০ টাকা
বিক্রয় ২,০০,০০০ টাকা
একক প্রতি বিক্রয়মূল্য ৪০ টাকা।
ক. অনুদান প্রান্ত অনুপাত কত? ২
খ. প্রমান করো যে, সমচ্ছেদ বিন্দুতে মুনাফা শূন্য। ৪
গ. কোম্পানি ১,২০,০০০ টাকা মুনাফা করতে চাইলে কত টাকা বিক্রয় করতে হবে। ৪
৭. কাজী ফার্মেসী লি.-এর ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
২০১৭ জুলাই ১ প্রারম্ভিক মজুদ ৭৫০ একক প্রতিটি ১২ টাকা দরে।
” ৭ ক্রয় ২,০০০ একক প্রতিটি ১৫ টাকা।
” ১২ বিক্রয় ১,৭৫০ একক প্রতিটি ২০ টাকা।
” ২৪ ক্রয় ১,০০০ একক প্রতিটি ১৮ টাকা।
” ৩০ বিক্রয় ১,২৫০ একক প্রতিটি ২২ টাকা।
প্রতিষ্ঠানটি মজুদ মূল্যায়নে নিত্য মজুদ পদ্ধতি অনুসরণ করে।
ক. সমাপনী তৈরি পণ্যের পরিমাণ কত একক? ২
খ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৮. কেয়া কসমেটিকস লি.-এর আর্থিক তথ্যাবলি নিæরূপ:
দায় ও মূলধন টাকা সম্পত্তিসমূহ টাকা
শেয়ার মূলধন ৪,০০,০০০ স্থায়ী সম্পত্তি ৬,৫০,০০০
সঞ্চিতি তহবিল ১,৪০,০০০ মজুদ পণ্য ৮০,০০০
১০% ঋণ ২,৬০,০০০ দেনাদার ৬০,০০০
প্রদেয় হিসাব ৭০,০০০ নগদ ৯০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ বিলম্বিত বিজ্ঞাপন ২০,০০০
৯,০০,০০০ ৯,০০,০০০
কোম্পানি বিক্রয় মূল্যের ওপর ১৫% লাভে পণ্য বিক্রয় করে। বিক্রীত পণের ব্যয় ৮,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ ৯০,০০০ টাকা।
ক. বিক্রয়মূল্য কত টাকা? ২
খ. চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন এবং পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৯. বসুন্ধরা লি.-এর মজুরি সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
ঘণ্টা প্রতি স্বাভাবিক উৎপাদন ২০ একক।
ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি ৫ টাকা।
প্রমাণ উপাদনের নিচে একক প্রতি হার নিয়মিত মজুরির ৬০%।
প্রমাণ উৎপাদনের উর্ধ্বে একক প্রতি হার নিয়মিত মজুরির ১৫০%।
সাপ্তাহিক কর্মঘণ্টা ৪০।
শ্রমিকদের প্রকৃত উৎপাদন নিæরূপ:
স্বাধীন ৮০০ একক
বিজয় ৯০০ একক
নিশান ৭০০ একক
ক. সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। ২
খ. একক প্রতি মজুরি হার; প্রমাণ উৎপাদনের নিচে মজুরি হার এবং প্রমাণ উৎপাদনের উর্ধ্বে মজুরি হার নির্ণয় করো। ৪
গ. মজুরি বিবরণী প্রস্তুত করো। ৪
১০. টাটা লিমিটেড-এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিæরূপ:
বিবরণ ২০১৪ ২০১৫
সম্পত্তিসমূহ :
যন্ত্রপাতি ৮০,০০০ ৯০,০০০
পুঞ্জীভ‚ত অবচয় (১১,০০০) (১৬,০০০)
মজুদ পণ্য ৩৫,০০০ ৪৫,০০০
প্রাপ্য হিসাব ৩৭,০০০ ৬২,০০০
নগদ ২০,০০০ ৩০,০০০
অগ্রিম খরচ ৮,০০০ ৩,০০০
১,৬৯,০০০ ২,১৪,০০০
দায় ও শেয়ার মূলধন :
শেয়ার মূলধন ১,১৯,০০০ ১,৪০,০০০
সংরক্ষিত আয় ৩৫,০০০ ৫২,০০০
বকেয়া খরচ ৩,০০০ ৭,০০০
প্রদেয় হিসাব ১২,০০০ ১৫,০০০
১,৬৯,০০০ ২,১৪,০০০
২০১৫ সালের ব্যবসায়ের নিট লাভ ৪৫,০০০ টাকা এবং লভ্যাংশ প্রদান করা হয় ২৮,০০০ টাকা।
ক. অবচয় খরচের পরিমাণ কত? ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
১১. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ক্লাবের প্রাপ্তি-প্রদান হিসাব নিæরূপ:
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ উদ্বৃত্ত (১.১.১৬) ৮,০০০ বেতন ৯,০০০
চাঁদা: ২০১৫ ১,২০০ মনিহারি ২,৪০০
২০১৬ ২২,২০০ খাদ্যসামগ্রী ক্রয় ৩,৫০০
২০১৭ ২,২০০ ২৫,৬০০ প্রাঙ্গন উন্নয়ন ৫,০০০
ভর্তি ফি ৪,০০০ নগদ উ্রঙ্কল্ফে (৩১.১২.১৬) ১০,৭০০
খাদ্যসামগ্রী বিক্রয় ৮,০০০
৪৫,৬০০ ৪৫,৬০০
২০১৬ সালের ১ জানুয়ারি ক্লাবের সম্পত্তিসমূহ :
প্রাঙ্গন ২৫,০০০ টাকা; ১০% বিনিয়োগ ২০,০০০ টাকা; প্রারম্ভিক খাদ্যসামগ্রী ৫০০ এবং সমাপনী খাদ্যসামগ্রী ৭০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: ১. সদস্য সংখ্যা ১০০ জন। বার্ষিক চাঁদা ২৫০ টাকা। ২. বিগত বছরের বকেয়া বেতন ১,০০০ টাকা। ৩. প্রারম্ভিক মনিহারি মজুদ ২,০০০ টাকা এবং সমাপনী মনিহারি মজুদ ১,০০০ টাকা।
ক. খাদ্যসামগ্রী বাবদ লাভ-ক্ষতির পরিমাণ। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল। ৪
গ. আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
PDF Download
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।