হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩৩-৩৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৩. বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. বিশাল লিমিটেড প্রতিটি ১০. টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানিটির রেওয়ামিল নিæরূপ ছিল :
রেওয়ামিল
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
দালানকোঠা ৩,০০,০০০
কলকব্জা ২,০০,০০০
মজুদ পণ্য (০১-০১-২০১৬) ৫০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয় (১৫% ভ্যাটসহ) ২,০০,০০০ ৫,৫৫,০০০
পরিবহন ৫০,০০০
১৫% বিনিয়োগ (৩০-০৬-২০১৬) ২,০০,০০০
মজুরি ৫৫,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,৬০,০০০ ৪০,০০০
ভ্যাট চলতি হিসাব ২০,০০০
বেতন ৫২,০০০
শেয়ার মূলধন (৭০,০০০ শেয়ার) ৭,০০,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৬) ৫০,০০০
৬% ঋণপত্র (০১-০৭-২০১৬) ১,০০,০০০
সাধারণ খরচাবলি ৭৪,০০০
ভাড়া (৮০%) ৩০,০০০
হাতে নগদ ও ব্যাংক জমা ১,২৪,০০০
শেয়ার অধিহার ৭০,০০০
১৫,১৫,০০০ ১৫,১৫,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের নিট মূল্য ৪৬,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের পূর্বে ১০,০০০ টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছিল যা বিমা দ্বারা নিশ্চয়তা ছিল না। ২. প্রাপ্য হিসাবের ওপর ৫% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৩. আয়করের জন্য নিট লাভের ৪০% সঞ্চিতি রাখতে হবে। ৪. স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
ক. প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয় করো। ২
খ. যথোপযুক্ত ছকে মোট লাভ নির্ণয় করো। ৪
গ. ৩১-১২-২০১৬. তারিখে সম্পত্তির শ্রেণিবিন্যাস করে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ৪
২. সাজ্জাদ লিমিটেড প্রতিটি ১০. টাকা করে ৫০,০০০ শেয়ারের বিভক্ত ৫,০০,০০০ অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানিটি ৩০,০০০ শেয়ার ইস্যু করল। ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে কোম্পানিটির রেওয়ামিল নিæরূপ ছিল :
রেওয়ামিল
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ইজারাকৃত সম্পত্তি (১০. বছর) ১,০০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ১,৪০,০০০
আসবাবপত্র ২০,০০০
১৫% বিনিয়োগ (০১-০৭-২০১৬) ৮০,০০০
সুনাম ৬০,০০০
আয়কর প্রদান ১০,০০০
বেতন ৪০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৬) ৬০,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (০১-০৭-২০১৬) ৪০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৮০,০০০ ৫০,০০০
শেয়ার মূলধন ৩,০০,০০০
সাধারণ সঞ্চিতি ৮০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৬) ৪০,০০০
মোট লাভ ১,২০,০০০
শেয়ার অধিহার ৩৫,০০০
৬,৩০,০০০ ৬,৩০,০০০
সমন্বয়সমূহ: ১. কলকব্জা ও যন্ত্রপাতির ওপর ১০% হারে এবং আসবাবপত্রের উপর ২০% হারে অবচয় ধার্য করতে হবে। ২. প্রাপ্য হিসাবের ওপর আরও ২,০০০ টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। ৩. অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ বিলিকৃত শেয়ার প্রতি ২. টাকা করে চ‚ড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৪. আয়করের জন্য ৪০% সঞ্চিতি রাখতে হবে।
ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন খরচ ও অপরিচালন খরচের মোট পরিমাণ নির্ণয় করো। ৪
গ. বছরের শেষে সংরক্ষিত আয়ের জের ১৫,০০০ টাকা হলে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩. সোনালী ক্লাব এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ :
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (০১.০১.১৬) ৩০,০০০ বেতন ১৯,৫৫০
চাঁদা: ২০১৫ ৪০০ মনিহারি ৩,৭৫০
২০১৬ ২১,১০০ বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ৬,২৫০
২০১৭ ৮০০ ২২,৩০০ টেলিফোন ১,২৫০
আপ্যায়ন হতে মুনাফা ১৫,৭০০ ৪% বিনিয়োগ ১০,০০০
চারণ কর ১৫,০০০ আসবাবপত্র ক্রয় ২০,০০০
অনুদান ২০,০০০ বিবিধ খরচ ৮,৫০০
বিনিয়োগের সুদ ৪,০০০ উদ্বৃত্ত (৩১.১২.২০১৬) ৩৭,৭৫০
১,০৭,০৫০ ১,০৭,০৫০
সমন্বয়সমূহ : ১. ক্লাবের ২৫০ জন সদস্য, তারা প্রত্যেকে বার্ষিক ১০০ টাকা করে চাঁদা প্রদান করে, ০১-০১-২০১৬. তারিখে অগ্রিম চাঁদার পরিমাণ ছিল ১,০০০ টাকা। ২. ৩১-১২-২০১৫. তারিখে ১,০০০ টাকা এবং ৩১-১২-২০১৬. তারিখে ১,৮০০ টাকার মনিহারি উদ্বৃত্ত ছিল। ২. টেলিফোন বিল ৭০০ টাকা প্রদেয় আছে এবং বিগত বছরের বিবিধ খরচ ১,৪০০ টাকা চলতি বছর পরিশোধ করা হয়েছে। ৪. ০১-০১-২০১৬. তারিখে ৪% বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং দালানকোঠা ১,০০,০০০ টাকা ছিল। দালানকোঠার ওপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে। ৫. অনুদানের ৫০% মুনাফা জাতীয় প্রাপ্তি বলে ধরতে হবে।
ক. ০১-০১-২০১৬. তারিখে ক্লাবটির প্রারম্ভিক দায়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ৩১-১২-২০১৬. তারিখে ক্লাবের আয়-ব্যয় হিসাবের আয় পার্শ্বের সমষ্টি নির্ণয় করো। ৪
গ. ৩১-১২-২০১৬. তারিখে ক্লাবের মোট সম্পত্তি নির্ণয় করো। ৪
৪. লিউ, হিউ এবং কিউ একটি অংশীদার ব্যবসায়ের তিনজন অংশীদার। ২০১৬. সালের ১. জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১৫,০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা। কিউ তার সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায়ে হতে মাসিক ২০০ টাকা বেতন পাবেন। অংশীদারগণের মূলধন ও উত্তোলন উভয়ের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। তারা ব্যবসায় হতে উত্তোলন করেন যথাক্রমে ৪,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ২,০০০ টাকা। উত্তোলনের ওপর যথাক্রমে ৯৫. টাকা, ৬০ টাকা ও ৫৫. টাকা সুদ ধার্য করা হয়। ২০১৬. সালের ১. জুলাই তারিখে লিউ ব্যবসায়ের প্রয়োজনে ৪,৮০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। বণ্টনযোগ্য লাভের ২০,০০০ টাকা পর্যন্ত লিউ, হিউ এবং কিউ যথাক্রমে ৪০%, ২৫% এবং ৩৫% হারে পাবেন। বণ্টনযোগ্য লাভের অবশিষ্ট অংশ তাদের মধ্যে ৩. ঃ ২. ঃ ২. অনুপাতে বণ্টিত হবে। কিউ তার বেতনের টাকা ব্যবসায় থেকে প্রতি মাসে উত্তোলন করে নেন।
উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ হয় ৩১,০৬০ টাকা।
ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। ২
খ. লিউ এর প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. কিউ এর বছর শেষে মূলধনের পরিমাণ নির্ণয় করো। ৪
৫. ব্রাইট কোম্পানি লিমিটেড প্রতিটি ১০.০০ টাকা মূল্যের ১,০০,০০০ খানি সাধারণ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। ২০১৬. সালের জানুয়ারি মাসের ১. তারিখে কোম্পানিটি ৫০,০০০ খানি শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার করল। জনসাধারণ ৫০,০০০ খানি শেয়ারের জন্য আবেদন করল। সম্পূর্ণ শেয়ার মূল্য আবেদনের সাথেই পরিশোধযোগ্য।
ক. কোম্পানিটি সমমূল্যের শেয়ার বিক্রি করলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ২
খ. কোম্পানিটি ২০% অধিহারে শেয়ার বিলি করলে, প্রয়োজনীয় জাবেদা দাখিলা ও ব্যাংক হিসাব তৈরি করো। ৪
গ. কোম্পানিটি ২০% অবহারে শেয়ার বিলি করলে, প্রয়োজনীয় জাবেদা ও উদ্বৃত্তপত্র তৈরি করো। ৪
৬. পারুল কোং লিমিটেড-এর ২০১৬. সালের ৩১. ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী কতিপয় তথ্য নিæরূপ :
আর্থিক অবস্থার বিবরণী
মূলধন ও দায় টাকা সজ্ঞক্সল্ফি ও পরিসজ্ঞক্সদসমƒহ টাকা
শেয়ার মূলধন ২,২৫,০০০ সুনাম ৫৭,০০০
সাধারণ সঞ্চিতি ৪৫,০০০ দালানকোঠা ২,০০,০০০
সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ৩৩,৭৫০ যন্ত্রপাতি ৮০,০০০
১০% ঋণপত্র ১,১২,৫০০ আসবাবপত্র ৫০,০০০
প্রদেয় হিসাব ২২,৫০০ সমাপনী মজুদ পণ্য ৩৩,৭৫০
ব্যাংক জমাতিরিক্ত ৪,৫০০ প্রাপ্য হিসাব ২২,৫০০
নগদ উদ্বৃত্ত ৪,৫০০
সমন্বয়সমূহ : ১. প্রারম্ভিক মজুদ ২২,৫০০ টাকা। ২. নিট বিক্রয় ২,২৫,০০০ টাকা। ৩. বিক্রয়ের ওপর মোট লাভের হার ২০%।
ক. মালিকানা স্বত্ব নির্ণয় করো। ২
খ. মজুদ পণ্য আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
৭. হিয়া এন্ড কোং একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ২০১৬. সালের তথ্যগুলো নিæরূপ :
বিবরণ টাকা বিবরণ টাকা
মজুদ (০১.০১.১৬): কারখানা বিদ্যুৎ খরচ ৫,০০০
কাঁচামাল ১৫,০০০ কারখানা ভাড়া ৮,০০০
চলতি কার্য ১০,৪০০ প্রত্যক্ষ খরচ ৪,০০০
সমাপ্ত পণ্য ২৫,০০০ পরোক্ষ শ্রম ৮,৫০০
মজুদ (৩১.১২.১৬): কারখানার বিবিধ খরচ ৯,০০০
কাঁচামাল ১০,০০০ প্রশাসনিক খরচ ২০,৬০০
চলতি কার্য ১২,০০০ বিক্রয় খরচ ৩৩,৪০০
সমাপ্ত পণ্য ১৫,০০০ কাঁচামাল ক্রয় ৬৭,০০০
প্রত্যক্ষ মজুরি : ১৪,০০০ ঘণ্টা, প্রতি ঘণ্টা ২. টাকা করে, মুনাফা বিক্রয়ের উপর ২০%।
ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ২
খ. মুখ্য ব্যয় ১,০৪,০০০ টাকা হলে উৎপাদন ব্যয় নির্ণয় করো। ৪
গ. উপরের ‘খ’ অংশে নির্ণীত ব্যয় এর ভিত্তিতে বিক্রয়মূল্য নির্ণয় করো। ৪
৮. সোমা কোম্পানি এর ২০১৬. সালের ডিসেম্বর মাসের কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ :
ডিসে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ একক @ টাকা ৫.০০।
” ৫ ক্রয় ১০০ একক @ টাকা ৫.২০।
” ৮ ইস্যু ২৪০ একক।
” ১০ ইস্যু ২০ একক।
” ১৫ ক্রয় ১৬০ একক @ টাকা ৫.৪০।
” ১৮ ইস্যু ১০০ একক।
” ২০ ক্রয় ২০০ একক @ টাকা ৫.৬০।
” ২৯ ইস্যু ১৬০ একক।
” ৩১ কারখানা হতে ফেরত ২০ একক।
গুদামরক্ষক ২৬. তারিখে ২০ একক মাল ঘাটতি পেয়েছেন।
ক. ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ (একক) নির্ণয় করো। ২
খ. ১, ৫, ৮. ও ২৬. তারিখের তথ্য ব্যবহার করে খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ৫, ১৮. ও ২০ তারিখে তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৯. একটি কোম্পানি বলপেন উৎপাদন করে বিক্রয় করে থাকে। কোম্পানি বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্য নিæরূপ :
বিবরণ টাকা
প্রতিটি কলমের বিক্রয় মূল্য ১০.০০
প্রতিটি কলমের ব্যয় :
প্রত্যক্ষ কাঁচামাল ২.০০
প্রত্যক্ষ মজুরি ১.০০
পরিবর্তনশীল কারখানা উপরিব্যয় ১.০০
পরিবর্তনশীল বিক্রয় উপরিব্যয় বিক্রয় মূল্যের ১০%
বার্ষিক স্থির ব্যয় ২,০০,০০০ টাকা।
ক. একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো (টাকায় ও এককে)। ৪
গ. কোম্পানি বছরে ৬০,০০০টি কলম বিক্রয় করে থাকলে নিরাপত্তা প্রাপ্ত (টাকায়) ও মুনাফা (টাকায়) নির্ণয় করো। ৪
১০. নিম্নে সোনালী কোং এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হলো :
সোনালী কোং
আর্থিক অবস্থার বিবরণী
বিবরণ ২০১৬. (টাকা) ২০১৫. (টাকা)
সম্পত্তি :
নগদ তহবিল ৭০,০০০ ২০,০০০
প্রাপ্য হিসাব ৮৮,০০০ ৭৮,০০০
সমাপনী মজুদ পণ্য ১,৯০,০০০ ১,৯৯,০০০
ভ‚মি ও দালানকোঠা ৭০,০০০ ১,১০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ২,৭৫,০০০ ২,০০,০০০
অবচয় সঞ্চিতি (৬০,০০০) (২৬,০০০)
৬,৩৩,০০০ ৫,৮১,০০০
দায় ও মূলধন
প্রদেয় নোট ১,৫০,০০০ ২,০০,০০০
প্রদেয় হিসাব ৩৯,০০০ ৪৭,০০০
সাধারণ শেয়ার ২,২০,০০০ ১,৭৮,০০০
সংরক্ষিত আয় ২,২৪,০০০ ১,৫৬,০০০
৬,৩৩,০০০ ৫,৮১,০০০
অন্যান্য তথ্য : ১. ২০১৬. সালের নিট লাভ ছিল ১,১৩,০০০ টাকা। ২. নগদ লভ্যাংশ প্রদান ৪৫,০০০ টাকা। ৩. পুস্তকমূল্যে ভ‚মি বিক্রয় করা হয়েছে। ৪. সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে ৪২,০০০ টাকা। ৫. চলতি বছর ৫০,০০০ টাকার প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে।
ক. কত টাকায় ভ‚মি বিক্রয় করা হয়েছে? ২
খ. পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
১১. তাজিন লি.-এর উৎপাদন ব্যয় বিভাগ নিচের তথ্যসমূহ প্রদান করে :
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৮০,০০০
প্রশাসনিক ব্যয় ২০,০০০
কারখানার শ্রমিকের মজুরি ২৫,০০০
কারখানার উপযোগ খরচ ৮,০০০
কারখানার মেশিনের অবচয় ৫,০০০
কারখানার ভাড়া ১২,০০০
মেশিনের সংরক্ষণ ব্যয় ৫,০০০
অফিসে হিতসেবা খরচ ৬,০০০
ক. মোট পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কারখানা ও অফিস উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং প্রত্যক্ষ ব্যয়ের উপর পরোক্ষ ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। ৪.
৩৪. মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট, ঢাকা বিষয় কোড: ২ ৫ ৪
সময় ২. ঘণ্টা ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৭০
ক বিভাগ
১. মুনমুন কোম্পানি লি.-এর রেওয়ামিল নিæরূপ:
মুনমুন লিমিটেড
রেওয়ামিল
ডেবিট ৩১. ডিসেম্বর, ২০১৫ ক্রেডিট
বিবরণ টাকা বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৩,৮০,০০০ আদায়কৃত মূলধন ১৫,০০,০০০
ক্রয় ১২,০০,০০০ পণ্য বিক্রয় ২১,১৮,০০০
মজুরি ১,১০,০০০ ৬% ঋণপত্র (১.৭.১৫) ২,৪০,০০০
বেতন ১,৮০,০০০ শেয়ার অধিহার ৪,৫০,০০০
মনিহারি ১৮,০০০ প্রদেয় হিসাব ১,০৯,০০০
ক্রয় পরিবহন ২৩,০০০ কু-ঋণ সঞ্চিতি ৩১,০০০
প্রাপ্য হিসাব ২,১০,০০০ বিনিয়োগের সুদ ২৩,০০০
প্রাথমিক খরচাবলি ৬০,০০০
সুনাম ১,০০,০০০
আসবাবপত্র ২,০০,০০০
ভ‚মি ও দালান-কোঠা ১৪,৯০,০০০
৮% বিনিয়োগ ৫,০০,০০০
৪৪,৭১,০০০ ৪৪,৭১,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৪,৮০,০০০ টাকা কিন্তু-এর মধ্যে ১৮,০০০ টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় করা হয়েছে কিন্তু সরবরাহ করা হয় নাই। ২. বিজ্ঞাপন বাবদ বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ৪০,০০০ টাকা। বিজ্ঞাপন ব্যয়ে ৩/৫. অংশ বিলম্বিত করতে হবে। ৩. প্রাপ্য হিসাবের ১০% কু-ঋণ সঞ্চিতি ধার্য করতে হবে। ৪. ভ‚মি ও দালানকোঠার অন্তর্ভুক্ত ৫,০০,০০০ টাকা বছরের মাঝামাঝি সময়ে ক্রয় করা হয়েছে।
ক. সমাপনী চলতি সম্পত্তির মোট পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. মোট সম্পদ এবং বহির্দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
২. মাশরাফি ট্রেডার্সের ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
ডেবিট ৩১. ডিসেম্বর, ২০১৫ ক্রেডিট
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
উত্তোলন ৫০,০০০ মূলধন ৪,৫০,০০০
হাতে নগদ ১,৫০,০০০ পণঞ্ঝ বিকত্থয় (১৫% ভঞ্ঝাটসহ) ৪,৬০,০০০
মজুদ পণ্য (১-১-১৫) ১,০০,০০০ প্রদেয় হিসাব ২,০০,০০০
মজুরি ৪০,০০০ অনাদায়ী দেনা সঞ্চিতি ৮,০০০
ইজারা সম্পত্তি (১০. বছর) ৩,০০,০০০ উপভাড়া ১২,০০০
পণ্য ক্রয় (১৫% ভ্যাটসহ) ২,৩০,০০০
বেতন ৬০,০০০
প্রাপ্য হিসাব ১,৪৫,০০০
ভ্যাট চলতি হিসাব ৫০,০০০
অনাদায়ী দেনা ৫,০০০
১১,৩০,০০০ ১১,৩০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ১,৫০, ০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। কিন্তু এই মূল্যায়নের পর ২০, ০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বিমা কোম্পানি ১৫, ০০০ টাকা ক্ষতি পূরণ দিতে সম্মত আছে। ২. প্রাপ্য হিসাবের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। ৩. বেতন বকেয়া আছে ১০,০০০ টাকা, উপভাড়া অনাদায়ী আছে ৮,০০০ টাকা। ৪. অগ্রিম মজুরি প্রদান ১০,০০০ টাকা।
ক. ভ্যাট চলতি হিসাব তৈরি করো। ২
খ. মোট লাভ নির্ণয় করো। ৪
গ. মোট লাভ ১,১০,০০০ টাকা ধরে চলতি বছরের নিট লাভ বা নিট ক্ষতি দেখাও। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
খ বিভাগ
৩. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত মোহনা ক্লাব-এর প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে প্রদত্ত হলো:
ডেবিট প্রাপ্তি ও প্রদান হিসাব ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১.১.১৫) ২০,০০০ বেতন ১০,০০০
চাঁদা: ভাড়া ৮,৫০০
২০১৪ ২,০০০ আসবাবপত্র ক্রয় ২,০০০
২০১৫ ২৮,৫০০ মনিহারি ৬,৫০০
২০১৬ ১,৫০০ ৩২,০০০ উদ্বৃত্ত (৩১.১২.১৫) ৪২,০০০
লকার ভাড়া ২,০০০
অনুদান ১৫,০০০
৬৯,০০০ ৬৯,০০০
২০১৫. সালের ১. জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ নিæরূপ ছিল−
খেলাধুলার সরঞ্জাম ৪০,০০০ টাকা, আসবাবপত্র ৪৮,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৩০০ জন। বার্ষিক চাঁদার হার জন প্রতি ১০০ টাকা। ২. লকার ভাড়া ২,০০০ টাকা, এখনও বকেয়া রয়েছে। ৩. প্রাপ্ত অনুদারেন ২/৩. অংশ দিয়ে একটি তহবিল এবং অবশিষ্ট অংশ মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে। ৪. খেলাধুলা সরঞ্জাম এবং আসবাবপত্রের (সমাপনী জের) ওপর ১০%) অবচয় ধার্য করতে হবে।
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৪. হাবিব ও হাসিব ২০১৫. সালের ১. জানুয়ারি তারিখে একটি অংশীদারি কারবার আরম্ভ করে। তাদের কারবারের মোট মূলধন ছিল ৬,০০,০০০ টাকা; যার ২/৩. ভাগ হাবিব এবং ১/৩. ভাগ হাসিব সরবরাহ করে। কারবারের লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন ছাড়াও হাবিব কারবারে ১,০০,০০০ টাকা ঋণস্বরূপ প্রদান করে। কারবারের সার্বক্ষণীক দায়িত্ব পালনের জন্য হাবিব এবং হাসিব প্রতিমাসে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা করে বেতন পাবে। হাবিব ও হাসিব কারবার হতে প্রত্যেক মাসের প্রথম তারিখে যথাক্রমে ৮,০০০ টাকা ও ৫,০০০ টাকা করে উত্তোলন করে। এছাড়াও হাসিব ১,২০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। তবে পণ্য উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য হবে। অংশীদারদের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য মুনাফা ২,৩৮,১৭৫. টাকায় উপনীত হয়।
ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ লোকসান বণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫. বাটা কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা, যাহার প্রতিটি ১০০ টাকা মূল্যের শেয়ার। একটি জমি ক্রয়ের জন্য ১,০০০ শেয়ার ইস্যু করা হয়। ১০% বাট্টায় ৬,৫০০ শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। ৮,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয়।
ক. শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা লিখ। (ব্যাখ্যার প্রয়োজন নেই) ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৬. ২০১৫. সালের জানুয়ারি মাসের নিæের তথ্যগুলো জনতা ট্রেডার্সের হিসাব বহি হতে সংগ্রহ করা হয়েছে−
২০১৫
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৬০০ কেজি ১০. টাকা দরে।
” ৫ ক্রয় ৫০০ কেজি ১২. টাকা দরে।
” ১০ ইস্যু ৭০০ কেজি।
” ২০ ক্রয় ৪০০ কেজি ১৩. টাকা দরে।
” ২৭ ইস্যু ৬০০ কেজি।
” ৩০ পরিবহনে বিনষ্ট ২০ কেজি (২০ তারিখে ক্রয়কৃত)।
ক. ২০১৫. সালের জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ কত (কেজি ও টাকায়)? ২
খ. আগে আসলে আগে যাবে (ঋওঋঙ) পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
৭. চৈতালী লি.-এর ২০১৫. সালের ৩১. ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী বিভিন্ন তথ্য দেয়া হলো−
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ২,০০,০০০ দালানকোঠা ১,০০,০০০
সংরক্ষিত আয় ৪০,০০০ আসবাবপত্র ৮০,০০০
৫% ঋণপত্র ৫০,০০০ যন্ত্রপাতি ৯০,০০০
প্রদেয় হিসাব ৩৮,০০০ সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ প্রাপ্য হিসাব ২৫,০০০
নগদ জমা ১৮,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা। বিক্রয় ৩,০০,০০০ টাকা। বিক্রয়ের ওপর মোট লাভের হার ২৫%।
ক. চলতি অনুপাত নির্ণয় করো। ২
খ. মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. ত্বরিত অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ৪
৮. ২০১৫. সালের ৩১. ডিসেম্বর সমাপ্ত বছরের অজন্তা প্রেস লি.-এর ব্যয় তথ্য দেয়া হলো−
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৫০,০০০
অর্ধসমাপ্ত পণ্য (১.১.১৫) ৫,২০০
অর্ধসমাপ্ত পণ্য (৩১.১২.১৫) ৬,৫০০
প্রস্তুতকৃত পণ্য (১১.১.১৫) ১২,০০০
প্রস্তুতকৃত পণ্য (৩১.১২.১৫) ৮,৫০০
প্রত্যক্ষ মজুরি ২৪,০০০ ঘণ্টা, প্রতি ঘণ্টা ২. টাকা হারে। –
প্রত্যক্ষ খরচ ৮,২০০
পরোক্ষ কাঁচামাল ৪,২০০
কারখানার সরবরাহকৃত বিবিধ দ্রব্য ৪,৫০০
পরোক্ষ শ্রম ৯,০০০
কারখানার বিবিধ খরচ ৭,০০০
প্রশাসনিক খরচ ১৫,০০০
বিক্রয় খরচ ১০,০০০
মুনাফা বিক্রয়ের ওপর ২০%।
ক. মুখ্য ব্যয় নির্ণয় করো। ২
খ. মুখ্য ব্যয় দিয়ে আরম্ভ করে ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৯. যতীন লিমিটেড-এর তথ্যসমূহ নিæরূপ ছিল−
বিক্রয় ৮,০০,০০০ টাকা
স্থায়ী ব্যয় বিক্রয়ের ২০%
পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের ৫০%
ক. মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কন্ট্রিবিউশন মার্জিন এবং মুনাফা নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
১০. নিচের তথ্যাবলি অর্পা কোং-এর হিসাব বই থেকে গৃহীত−
বিবরণ টাকা
নিট মুনাফা (আয় বিবরণী অনুযায়ী) ২,৭৫,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ২৫,০০০
প্রদেয় হিসাব হ্রাস ২০,০০০
মজুদ পণ্য হ্রাস ৩৫,০০০
অবচয় খরচ ২৫,০০০
প্রদেয় খরচ হ্রাস ১৫,০০০
অগ্রিম খরচ হ্রাস ৫,০০০
আসবাবপত্র ক্রয় ৫০,০০০
পুরাতন আসবাবপত্র বিক্রয় ৮০,০০০
দালান সম্প্রসারণ ১,২৫,০০০
দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় ১,৫০,০০০
অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ ৩০,০০০
প্রদত্ত ঋণের আসল টাকা আদায় ৫০,০০০
নতুন সাধারণ শেয়ার ইস্যু: প্রতিটি ১০. টাকা মূল্যের ১০,০০০ শেয়ার প্রতি শেয়ারে অধিহার ১. টাকা লভ্যাংশ প্রদান
৪০,০০০
বন্ড পরিশোধ ৫০,০০০
ক. অর্থসংস্থান কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
১১. মনপুরা গ্র“প-এ ৪. জন শ্রমিক কাজ করে। ঘণ্টা প্রতি স্বাভাবিক মজুরি পায় ১০. টাকা হারে। অতিরিক্ত কাজের মজুরি পায় স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে। তাছাড়া শ্রমিকরা স্বাভাবিক মজুরির ১০% ভবিষ্যৎ তহবিলে এবং একই হারে বেনাভোলেন্ট তহবিলে কর্তন করা হয়। ফেব্র“য়ারি ২০১৪. সালে শ্রমিকগণ নিæোক্ত হারে কাজ করেন:
শ্রমিকদের নাম স্বাভাবিক কার্যঘণ্টা অতিরিক্ত কার্যঘণ্টা
কবির ৪৮ ১২
খবির ৪৮ ১৫
জমির ৪৮ ২০
সমির ৪৮ ১০
ক. শ্রমিকদের অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো। ২
খ. ফেব্র“য়ারি ২০১৪-এর শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। ৪
গ. ফেব্র“য়ারি ২০১৪-এর শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করো এবং প্রয়োজনীয় জাবেদা দাও। ৪.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।