হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: হিসাব বিজ্ঞান এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
হিসাববিজ্ঞান এসএসসি‘র:চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
MCQ অধ্যায়ঃ তৃতীয়: হিসাববিজ্ঞান এসএসসি PDF
হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
হিসাববিজ্ঞান এসএসসি‘র: অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
অধ্যায়ঃ পঞ্চম
১। ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
(ক) ঘটনা (খ) আর্থিক পরিকল্পনা
(গ) লিখিত চুক্তি (ঘ) আর্থিক লেনদেন
২। লেনদেনের ফলে কোনটির ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে?
(ক) সম্পদের পরিমাণ (খ) চুক্তির পরিমাণ
(গ) ঘটনার পরিমাণ (ঘ) ঋণের সুদের হার
৩। কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয়-
(ক) লাভ (খ) ক্ষতি
(গ) দায় (ঘ) উদ্বৃত্ত
৪। প্রতিষ্ঠানের প্রতিটি খাতের অবস্থা কোথায় প্রকাশিত হয়?
(ক) হিসাব ছকে
(খ) আর্থিক অবস্থার বিবরণীতে
(গ) মালিকানা স্বত্ব বিবরণীতে (ঘ) বিশদ আয় বিবরণীতে
৫। প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নীট পরিমাণ জানার জন্যে কোনটি প্রস্তুত করা হয়?
(ক) হিসাব (খ) জাবেদা
(গ) খতিয়ান (ঘ) রেওয়ামিল
৬। ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ঘটে থাকে-
র. সম্পদ ও দায়ের
রর.আয় ও ব্যয়ের
ররর.মালিকানা স্বত্বের
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৭। প্রতিটি হিসাব কীসের মাধ্যমে জানা সম্ভব?
(ক) আর্থিক বিবরণীর মাধ্যমে
(খ) লেনদেন বিশ্লেষণের মাধ্যমে
(গ) নির্দিষ্ট ছকের মাধ্যমে (ঘ) শিরোনামের মাধ্যমে
৮। চলমান জের ছকের মোট ঘর কয়টি?
(ক) ৩টি (খ) ৫টি
(গ) ৭টি (ঘ) ৮টি
৯। হিসাব কী?
(ক) একটি গ্রাফ (খ) একটি ছক
(গ) লিপিবদ্ধকরণ পদ্ধতি (ঘ) হিসাবচক্রের ধাপ
১০। হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে কী বলে?
(ক) উদ্বৃত্ত (খ) দায়
(গ) ব্যয় (ঘ) আয়
১১। হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
(ক) ৩ প্রকার (খ) ৪ প্রকার
(গ) ৫ প্রকার (ঘ) ৬ প্রকার
১২। মূলধন কোন শ্রেণির হিসাব?
(ক) মালিকানা স্বত্ব হিসাব (খ) সম্পদ হিসাব
(গ) দায় হিসাব (ঘ) আয় হিসাব
১৩। রহমান সাহেব ২০১৩ সালের ১লা জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তার লেনদেনটি নিচের কোন হিসাবকে প্রভাবিত করবে?
(ক) ব্যয় (খ) আয়
(গ) দায় (ঘ) মালিকানা স্বত্ব
১৪। উত্তোলন কোন জাতীয় হিসাব?
(ক) দায় হিসাব (খ) মূলধন হিসাব
(গ) মালিকানা স্বত্ব হিসাব (ঘ) আয় হিসাব
১৫। ‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
(ক) সম্পদ (খ) দায়
(গ) মালিকানা স্বত্ব (ঘ) আয়
১৬। হ্রাসকারী হিসাব নামে পরিচিত-
র. উত্তোলন হিসাব রর.ক্রয় ফেরত ও ক্রয় বাট্টা
ররর.বিক্রয় ফেরত ও বাট্টা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৭। মূলধন হিসাবের আওতাভূক্ত কোনটি?
(ক) স্থায়ী সম্পদ বিক্রয় (খ) মালিক প্রদত্ত অর্থ
(গ) প্রাপ্য বিল (ঘ) মেশিন বিক্রয়লব্ধ অর্থ
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:- MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
- রো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
১৮। আব্দুর রহিম তার ব্যবসায়ে বিশ হাজার টাকা অন্তর্ভুক্ত করলেন। এটি কোন হিসাবে লিপিবদ্ধ হবে?
(ক) নগদান হিসাব (খ) মূলধন হিসাব
(গ) বিনিয়োগ হিসাব (ঘ) প্রাপ্য বিল হিসাব
১৯। পণ্য চুরি কোন হিসাবে লিপিবদ্ধ হবে?
(ক) উত্তোলন হিসাব (খ) ক্রয় হিসাব
(গ) মনিহারি হিসাব (ঘ) মজুদ পণ্য হিসাব
২০। নষ্ট পণ্য কোন হিসাবে লেখা হয়?
(ক) ক্রয় হিসাব (খ) দেনাদার হিসাব
(গ) মনিহারি হিসাব (ঘ) পণ্য হিসাব
২১। ক্রয় ফেরতের অপর নাম কী?
(ক) আন্তঃফেরত (খ) বহিঃফেরত
(গ) অন্তর্মুখী ফেরত (ঘ) পণ্য ফেরত
২২। প্রতিষ্ঠানের জন্যে ক্লীপ ক্রয় কোন হিসাবের আওতাভুক্ত?
(ক) ক্রয় হিসাব (খ) মনিহারি হিসাব
(গ) বকেয়া মনিহারি হিসাব (ঘ) দেনাদার হিসাব
২৩। কোনটি ক্রয়ের জন্যে অফিস সাপ্লাইজ নামে হিসাব হবে?
(ক) কম্পিউটার (খ) পেপার ওয়েট
(গ) পেন্সিল (ঘ) এসি
২৪। ব্যবসায়ে নগদান হিসাবে অন্তর্ভুক্ত হবে-
র. নগদ প্রাপ্তি রর.নগদ প্রদান
ররর.ধারে পণ্য ক্রয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৫। প্রতিষ্ঠানের প্রয়োজনে যেসব ভাড়া হিসাব হতে পারে-
র. অফিস ভাড়া হিসাব রর.উপভাড়া হিসাব
ররর.যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাবাজারের ‘রিদম পাবলিকেশন্স’ বিখ্যাত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি খুলনার আজহার লাইব্রেরীতে ৫০,০০০ টাকার বই সরবরাহ করে। কিন্তু লাইব্রেরীটিতে আগুন লাগায় পাওনা টাকা আদায় অসম্ভব হয়ে পড়েছে।
অপরদিকে একই শহরের জিসান লাইব্রেরীর কাছে প্রাপ্য ৬০,০০০ টাকা দ্রুত আদায়ের জন্যে ১০% ছাড়ের ঘোষণা দিলো। ফলে জিসান লাইব্রেরী দ্রুতই তাদের টাকা পরিশোধ করবে বলে কথা দিয়েছে।
২৬। আজহার লাইব্রেরীর ৫০,০০০ টাকা রিদম পাবলিকেশন্স কোন হিসবে লিপিবদ্ধ করবে?
(ক) প্রাপ্য বিল (খ) পাওনাদার
(গ) অনাদায়ী পাওনা (ঘ) অনাদায়ী পাওনা সঞ্চিতি
২৭। আজহার লাইব্রেরির ১০% ছাড়ের ঘোষণা লিপিবদ্ধ হবে কোথায়?
(ক) প্রাপ্ত বাট্টা হিসাবে (খ) প্রদত্ত বাট্টা হিসাবে
(গ) বাট্টা হিসাবে
(ঘ) লিপিবদ্ধ পাওনা সঞ্চিতি
২৮। কোনো হিসাবের বাম দিককে কী বলে?
(ক) ক্রেডিট (খ) উদ্ধৃত্ত(গ) ডেবিট(ঘ) ডেবিট ও ক্রেডিট
২৯। আমান একজন পাট ব্যবসায়ী। তার দায় এবং মালিকানা স্বত্ব নিচের কোনটির সমান হবে?
(ক) ডেবিটের (খ) ক্রেডিটের (গ) সম্পত্তির(ঘ) আয়ের
৩০। হিসাব সমীকরণ পদ্ধতিতে মূলধন কোন ধরনের হিসাব?
(ক) আয় হিসাব (খ) সম্পদ হিসাব
(গ) দায় হিসাব (ঘ) মালিকানা স্বত্ব হিসাব
৩১। সঞ্চিতি বা রিজার্ভ কোন ধরনের হিসাব?
(ক) সম্পদ হিসাব (খ) দায় হিসাব
(গ) ব্যয় হিসাব (ঘ) মালিকানা স্বত্ব হিসাব
৩২। ‘শাহ আলম ট্রেডার্স’ ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেছে। এ ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের-
র. সম্পদ বৃদ্ধি পায় রর.সম্পদ হ্রাস পায়
ররর.সঞ্চয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩৩। জনাব আলম তার ব্যবসায় ব্যবহৃত ১৫,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় করলেন। এ বিক্রয়ের ফলে হিসাব সমীকরণের –
র. সম্পদ বৃদ্ধি পায় রর.আয় বৃদ্ধি পায়
ররর.সম্পদ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
আজমল একজন কাপড়ের ব্যবসায়ী। সে ২ লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করে। ২০১২ সালের জানুয়ারি মাসে সে নিজ প্রয়োজনে ব্যবসায় হতে ২০,০০০ টাকা উত্তোলন করে। ফেব্রুয়ারি মাসে সে ১ লক্ষ টাকার কাপড় ক্রয় করে। নানাবিধ লেনদেনের পর বর্তমানে তার ব্যবসায়ের অবস্থা অনেক ভালো।
৩৪। আজমল সাহেবের বিনিয়োগ কত টাকা?
(ক) ২,০০,০০০ টাকা (খ) ২,২০,০০০ টাকা
(গ) ১,৮০,০০০ টাকা (ঘ) ৮০,০০০ টাকা
৩৫। আজমল সাহেবের মালিকানা স্বত্ব কত?
(ক) ৮০,০০০ টাকা (খ) ১,৮০,০০০ টাকা
(গ) ২,২০,০০০ টাকা (ঘ) ২,২০,০০০ টাকা
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৬। ব্যবসায়ের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করা হলে কোনটি হবে?
(ক) সম্পদ বৃদ্ধি পাবে (খ) আয় বৃদ্ধি পাবে
(গ) ব্যয় বৃদ্ধি পাবে (ঘ) আয় হ্রাস পাবে
৩৭। নগদে পণ্য বিক্রয়ের ফলে কোনটি হয়?
(ক) আয় হ্রাস পায় (খ) আয় বৃদ্ধি পায়
(গ) সম্পদ হ্রাস পায় (ঘ) দায় বৃদ্ধি পায়
৩৮। সম্পদ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?
(ক) নগদে পণ্য বিক্রয় (খ) নগদ উত্তোলন
(গ) নগদ ক্রয় (ঘ) পাওনাদারকে পরিশোধ
৩৯। জনাব টিপু তার ব্যবসায় হতে ২০০ টাকা উত্তোলন করলেন। এর ফলে ব্যবসায়ের কোনটি ঘটবে?
(ক) সম্পদ বৃদ্ধি (খ) আয় হ্রাস
(গ) সম্পদ হ্রাস (ঘ) মালিকানা স্বত্ব বৃদ্ধি
৪০। জনাব তাপস তার পাওনাদার বিমলকে ২,০০০ টাকা পরিশোধ করেছেন। এর ফলে ব্যবসায়ের –
র. সম্পদ হ্রাস পাবে রর.দায় হ্রাস পাবে
ররর.ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৮
শ্রেণি: বিষয়ঃ হিসাববিজ্ঞান অধ্যায়ঃ পঞ্চম
উত্তর পত্র
১-ঘ ২-ক ৩-ঘ ৪-ক ৫-ক ৬-ঘ ৭-গ ৮-গ ৯-ঘ ১০-ক
১১-গ ১২-ক ১৩-ঘ ১৪-গ ১৫-ক ১৬-ঘ ১৭-খ ১৮-খ ১৯-খ ২০-ক
২১-খ ২২-খ ২৩-খ ২৪-ক ২৫-ক ২৬-গ ২৭-খ ২৮-গ ২৯-গ ৩০-ঘ
৩১-ঘ ৩২-ক ৩৩-খ ৩৪-ক ৩৫-খ ৩৬-ক ৩৭-খ ৩৮-ক ৩৯-গ ৪০-ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ