সাধারন জ্ঞান: বৈশ্বিক ইতিহাস-গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য এই পোস্টে আপনারা পাচ্ছেন, সাধারণ জ্ঞান History MCQ in Bengali-ইতিহাস MCQ বাংলা সহ বহু জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য।
এছাড়া আমাদের কাছে আপনি পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, সরকারী চাকরির সাধারণ জ্ঞান,বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর,
বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি.
০১ ) মেসোপটেমিয়া কোন দেশের পূর্বনাম ? ✅ ইরাক ।
০২ ) পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ? ✅ মেসোপটেমিয়া ।
০৩ ) সুমেরীয় সভ্যতা কেথায় গড়ে উঠেছিল ? ✅ মেসোপটেমিয়ায় ।
০৪ ) ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত ? ✅ ইরাক ।
০৫ ) পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে কোথায় ? ✅ ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে ।
০৬ ) কারা সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন ? ✅ ক্যালডীয়রা ।
০৭ ) কারা ববর্ণমালার উদ্ভব করেন ? ✅ ফিনিশিয়রা ।
০৮ ) পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি ? ✅ জেরিকো ।
০৯ ) কোন দেশে গনতন্তের সূচনা হয়েছিল ? ✅ গ্রিস ।
১০ ) ‘ এলাম , দেখলাম , জয় করলাম ’ – ✅ জুয়িয়াস সিজার ।
১১ ) ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল ? ✅ নেবুচাঁদ নেজার ।
১২ ) মিশরীয় লিপির নাম কি ? ✅ হায়ারোগ্লিফিক ।
১৩ ) আরবের নাইটেঙ্গেল বলা হয় কাকে ? ✅ উম্মে কুলসুমকে ।
১৪ ) কোন খলিফার আমলে হিজরি সাল গণনা শুরু হয় ? ✅ হযরত ওমর ( রাঃ )
১৫ ) যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায় ? ✅ জেরুজালেম ।
১৬ ) জাপান পাল হারবার আক্রমণ করে কবে ? ✅ ৭ ডিসেম্বর , ১৯৪১ ।
১৭ ) কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয় ? ✅ জাপান ।
১৮ ) হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি ? ✅ লিটল বয় ।
১৯ ) জুলিয়াস সিজার কেন বিখ্যাত ? ✅ রোমান সম্রাট হিসেবে ।
২০ ) আদিম যুগের মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি ? ✅ আগুন ।
২১ ) ‘ স্ফিংস ’ কোথায় অবস্থিত ? ✅ মিশরে ।
সাধারণ জ্ঞান: যুদ্ধ ও আন্তজাতিক চুক্তিসমুহ
২২ ) আল আকসা মসজিদ কোথায় অবস্থিত ? ✅ জেরুজালেম ।
২৩ ) ইমরুল কায়েস কোন ভাষার কবি ছিলেন ? ✅ আরবি ।
২৪ ) শিখদের ধর্মগ্রন্থের নাম কি ? ✅ গ্রন্থসাহিব ।
২৫ ) মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কখন ? ✅ ১৯৮২ সালে ।
২৬ ) জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ? ✅ কুরিল দ্বীপপুন্জ ।
২৭ ) পূর্ব তিমুর এর বর্তমান মর্যাদা কি ? ✅ একটি স্বাধীন দেশ ।
২৮ ) বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত ? ✅ টোকিওতে ।
২৯ ) কোন দেশটি অতীতে অন্য দেশের উপনিবেশ ছিল না ? ✅ থাইল্যান্ড ।
৩০ ) উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি ? ✅ কেসি এন এন ।
৩১ ) সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ? ✅ ইন্দোনেশিয়া ।
৩২ ) ‘ স্টাচু অব পিচ ’ কোন শহরে অবস্থিত ? ✅ নাগাসাকি ।
৩৩ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিল ? ✅ জাপান ।
৩৪ ) হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন ? ✅ ভিয়েতনাম ।
৩৫ ) ‘ নাসাকা ’ কোন দেশের বর্ডার ফোর্স ? ✅ মায়ানমার ।
৩৬ ) কম্বোডিয়ার রাজধানীর নাম কি ? ✅ নমপেন ।
৩৭ ) ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কি ? ✅ গারুদা ।
৩৮ ) মালয়েশিয়ার মুদ্রার নাম কি ? ✅ রিংগিট ।
৩৯ ) মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের ? ✅ সিঙ্গাপুর ।
৪০ ) জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি ? ✅ ইন্দোনেনশিয়া ।
৪১ ) ‘ বান্দা আছেহ ’ কোথায় অবস্থিত ? ✅ ইন্দোনেশিয়া ।
৪২ ) স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ? ✅ ইন্দোনেশিয়া ।
৪৩ ) কম্বোডিয়ার রাজতন্ত্রের বিলোপ করেন কে ? ✅ প্রিন্স নারাধম সিহানুক ।
৪৪ ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয় ? ✅ ১৯৪৫ সালে ।
৪৫ ) পিং পং অর্থ কি ? ✅ টেবিল টেনিস ।
৪৬ ) বর্তমান বিশ্বে ‘ নিউ সিল্ক রোড ’ এর প্রবক্তা কোন দেশ ? ✅ চীন ।
৪৭ ) ‘ The Art of War ‘ -গ্রন্থের লেখক কে ? ✅ সুন জু ।
৪৮ ) প্রথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ? ✅ মান্দারিন ।
৪৯ ) কনফুসিয়াস কে ? ✅ দার্শনিক ।
৫০ ) ‘ তিয়েন আনমেন স্কোয়ার ’ কোথায় অবস্থিত ? ✅ বেইজিং ।
৫১ ) হংকং চীনের সাথে একীভূত হয় কখন ? ✅ ১ জুলাই , ১৯৯৭ ।
৫২ ) কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ? ✅ ১৯৪৮ সালে ।
৫৩ ) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ? ✅ আলজেরিয়া ।
৫৪ ) পিএলও এর সদর দপ্তর কোথায় ? ✅ প্যালেস্টাইনের রামাল্লায় ।
৫৫ ) ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ? ✅ মিশর ।
৫৬ ) ‘ গোলান মালভূমি ’ কোন দুই দেশের মধ্যে সংঘর্ষের কারণ ? ✅ ইসরাইল ও সিরিয়া ।
৫৭ ) বর্তমান ইসরাইলয়ের অধিবাসীরা কাদের বংশধর ? ✅ হিব্রুদের ।
৫৮ ) খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভাষা কি ? ✅ ইবরাণী ।
৫৯ ) ‘ বেলফোর ঘোষণা ’ কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পকিত ? ✅ ইসরায়েল ।
৬০ ) Walling Wall কোথায় অবস্থিত ? ✅ জেরুজালেম ।
৬১ ) আরব বসন্ত বলতে কী বুঝায় ? ✅ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ ।
৬২ ) আবু গারিব কি ? ✅ একটি কারাগার ।
৬৩ ) ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ? ✅ তুরস্কে ।
৬৪ ) ‘ আলেপ্পো ’ শহরটি কোথায় অবস্থিত ? ✅ ইরাক ।
৬৫ ) ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ? ✅ ইরাক ।
৬৬ ) কারবালা কোথায় অবস্থিত ? ✅ ইরাক ।
৬৭ ) কতসালে ইরানে বিপ্লবব সংগঠিত হয় ? ✅ ১৯৭৯ সালে ।
৬৮ ) দুই ইউমেন একত্রিত হয় কতসালে ? ✅ ১৯৯০ সালে ।
৬৯ ) গ্রে উলফ নামে কে পরিচিত ? ✅ কামাল আর্তাতুক ।
৭০ ) নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন ? ✅ রাজা জ্ঞানেন্দ্র ।
৭১ ) কোথায় সেনাবহিনী নেই ? ✅ মালদ্বীপ ।
৭২ ) দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি ? ✅ ভুপেন হাজারিকা সেতু ।
৭৩ ) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ? ✅ মার্গারেট থ্যাচার ।
৭৪ ) আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ? ✅ মালদ্বীপ ।
৭৫ ) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ? ✅ খান আবদুল গাফফার খান ।
৭৬ ) ভারতের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি ? ✅ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ।
৭৭ ) কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ? ✅ ভারত ও নেপাল ।
৭৮ ) ভারতের কোন শহরকে Wifi শহর বলা হয় ? ✅ বেঙ্গালুর ।
৭৯ ) ‘ Wings of Fire ‘ গ্রন্থের লেখক কে ? ✅ এপিজে আব্দুল কালাম ।
৮০ ) ‘ ব্লাককেট ’ কোন দেশের কমান্ডো বাহিনী ? ✅ ভারত ।
৮১ ) ‘ কুতুব মিনার ’ কোথায় অবস্থিত ? ✅ ভারতে ।
৮২ ) মহাত্বা গান্ধীর হত্যাকারী কে ? ✅ নাথুরাম গর্ডসে ।
৮৩ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ✅ ইন্দিরা গান্ধী ।
৮৪ ) ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন ? ✅ দাদাভাই নওরোজি ।
৮৫ ) বার্সালোনা নগরী কোথায় অবস্থিত ? ✅ স্পেনে ।
৮৬ ) পাবলো পিকাসো কে ছিলেন ? ✅ চিত্রশিল্পী ।
৮৭ ) বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায় অবস্থিত ? ✅ বেলজিয়াম ।
৮৮ ) মাইকেল অ্যান্জেলো কোন দেশের শিল্পী ছিলেন ? ✅ ইতালি ।
৮৯ ) ইউরোপে রেঁনেসা শুরু হয় কোন শতাব্দীতে ? ✅ চতুর্দশ শতাব্দীতে ।
৯০ ) লৌহ মানবী নামে খ্যাত কে ? ✅ মার্গারেট থ্যাচার ।
৯১ ) ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ? ✅ লন্ডন ।
৯২ ) মৃত্যু হচ্ছে নিছক ‘ A short Sleep ’ – এই উক্তিটি কার ? ✅ বায়রনের ।
৯৩ ) গীনিচ মানমন্দির কোথায় অবস্থিত ? ✅যুক্তরাজ্যে ।
৯৪ ) জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ?✅➫ ব্রিটেন ।
৯৫ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্তী কে ছিলেন ? ✅ চার্চিল ।
৯৬ ) ১০ নং ড্রাইনিং স্ট্রীট কি ? ✅ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ।
সাধারণ জ্ঞান: History MCQ in Bengali-ইতিহাস MCQ বাংলা
৯৭ ) ‘ লেডি উইথ দ্যা ল্যাম্প ’ – কার উপাধি ? ✅ ফ্লোরেনন্স নাইটেঙ্গেল ।
৯৮ ) পলমল কী ? ✅ লন্ডনের একটি রাজপথ ।
৯৯ ) ‘ War and Peace ‘ – গ্রন্থের রচয়িতা কে ? ✅ লিও টলস্টয় ।
১০০ ) রাশিয়ার পার্লামেনেন্টর নিম্নকক্ষের নাম কি ?✅ ডুমা ।
১০১) ‘ গ্লাসনস্ত ’ অর্থ কি ? ✅ খোলামেলা আলোচনা ।
১০২) রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কবে ? ✅ ১৯১৭ সালে ।
১০৩) সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র করা হয় ? ✅ ১৫ টি ।
১০৪) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ? ✅ প্যারিস ।
১০৫) কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ? ✅ ১৭৮৯ সালে ।
১০৬) বাস্তিল দূর্গের পতন ঘটেছিল কবে ? ✅ ১৪ জুলাই , ১৭৮৯ ।
১০৭) এলিসি প্রাসাদ কোথায় অবস্থিত ? ✅ প্যারিস ।
১০৮) ভার্সাই নগরী কোথায় অবস্থিত ? ✅ ফ্রান্সে ।
১০৯) কোথায় ‘ বিগ ব্যাং ’ এর পরীক্ষা করা হয় ? ✅ ফ্রান্স – সুইজারল্যান্ড সীমান্তে ।
১১০) ‘ ল্যুভর মিউজিয়াম ’ কোন দেশে অবস্থিত ? ✅ ফ্রান্সে ।
১১১) বার্লিন দেয়াল কতসালে নির্মিত হয় ? ✅ ১৯৬১ সালে ।
১১২) ‘ যুদ্ধই জীবন , যুদ্ধই সার্বজনীন ’ – উক্তিটি কার ? ✅ হিটলার ।
১১৩) দুই জার্মানি একত্রিত হয় কতসালে ? ✅ ১৯৯০ সালে ।
১১৪) কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় ? ✅ সেন্ট হেলেনা ।
১১৫) বার্লিন প্রাচীরের ধর্বংস করা হয় কখন ? ✅ ১৯৮৯ সালের ৯ নভেম্বর ।
১১৬) বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে ? ✅ অ্যান্জেলো মার্কেল ।
১১৭) তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত ? ✅ কায়রো ।
১১৮) নক্রুমা কোন দেশের নাগরিক ছিলেন ? ✅ ঘানা ।
১১৯) সুয়েজ খাল কোন বৎসর চালু করা হয় ? ✅ ১৮৬৯ সালে ।
১২০) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ? ✅ মরক্কোর ।
১২১) কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে ? ✅ সিয়েরা লিওন ।
১২৩) মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে ? ✅ ১৯৫২ সালে ।
১২৪) ‘ বেনগাজি শহর কোথায় অবস্থিত ? ’ ✅ লিবিয়া ।
১২৫) ‘ দারফুন ’ কি ? ✅ সুদানের একটি অঞ্চলের নাম ।
১২৬) আরব বসন্তের সূচনা হয় কোন দেশে ? ✅ তিউনিশিয়া ।
১২৭) লুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধলিপ্ত দুটি জাতির নাম কি ? ✅ হুটু ও টুটসি ।
১২৮) দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি ? ✅ জুবা ।
১২৯) দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে কখন ? ✅ ১৪ জুলাই , ২০১১ ।
১৩০) দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ? ✅ এফ ডব্লিউ ক্লার্ক ।
১৩১) নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি ? ✅ মাদিবা ।
১৩২) নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ? ✅ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ।
১৩৩) ‘ Long Walk to freedom ‘ – বইটি কার ? ✅ নেলসন ম্যান্ডেলা ।
১৩৪) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রথম প্রেসিডেন্ট কে ? ✅ জর্জ ওয়াশিংটন ।
১৩৫) ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন দল থেকে অংশগ্রহণ করেন ? ✅ রিপাবলিকান ।
১৩৬) ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন প্রেসিডেন্ট ? ✅ ৪৫ তম ।
১৩৭) গুয়াম এর গর্ভনরের নাম কি ? ✅ এ্যাডি ক্যালভো ।
১৩৮) প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় ? ✅ ইউকোসুক ।
১৩৯) যুক্তরাস্ট্রের কোন স্টেট এ Electoral vote এর সংখ্যা বেশি ? ✅ ক্যালিফোর্নিয়া ।
১৪০) চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী ব্যাক্তির নাম কি ? ✅ যুক্তরাষ্ট্রের নেল আর্মস্ট্রং ।
১৪১) নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ? ✅ যুক্তরাষ্ট্র ।
১৪২) ‘ ওয়াল সস্ট্রীট ’ কোথায় অবস্থিত ? ✅ নিউইর্য়ক ।
১৪৩) মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ? ✅ ফ্রাংকলিন রুজভেল্ট ।
১৪৪) রেড ইন্ডিয়ান কারা ? ✅ আমেরিকার আদি আদিবাসী ।
১৪৫) ‘ I have a dream ‘ – শীর্ষক ভাষণটি কার ? ✅ মার্টিন লুথার কিং ।
১৪৬) গুয়ানতানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত ? ✅ কিউবা ।
১৪৭) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসাইন ওবামা কততম প্রেসিডেন্ট ছিলেন ? ✅ ৪৪ তম ।
১৪৮) মার্কিন প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর ? ✅ ৪ বছর ।
১৪৯) জাপান পার্ল হারবার আক্রমণ করে কতসালে ? ✅ ১৯৪১ সালে ।
১৫০) হোয়াইট হাউস কোন শহরে অবস্থিত ? ✅ ওয়াশিংটনে ।
১৫১) বারাক হোসাইন ওবামা কোন দেশের অধিবাসী ছিলেন ? ✅ কেনিয়ার ।
১৫২) টাইটানিক জাহাজ কতসালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় ? ✅ ১৯১২ সসালে ।
১৫৩) জিমি কাটার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন ? ✅ ৩৯ তম ।
১৫৪) কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কতসালে মারা যান ? ✅ ২৫ নভেম্বর , ২০১৬ ।
১৫৫) বিপ্লবী চে গুয়েভারার জন্মস্থান কোথায় ? ✅আর্জেন্টিনা ।
১৫৬) স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল ? ✅ অস্টেলিয়া ।
১৫৭) গ্রেট বেরিয়ার রীপ কোথায় অবস্থিত ? ✅ প্রশান্ত মহাসাগরে ।
১৫৮) কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় ? ✅ নিউজিল্যান্ড ।
১৫৯) ফিজি কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ? ✅ ব্রিটেনের ।
১৬০) মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কখন ভোটাধিকার পায় ? ✅ ১৯২০ সালে ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।