সাধারন জ্ঞান: জাতিসংঘ বিষয়ক সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর > আপনি কি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, চাকরি প্রার্থী। তাহলে আজকে আমাদের এই আয়োজন আপনার জন্য। চলুন জেনে নেই পরীক্ষা জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান।
✬প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
✬প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
✬প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি, ১৯৪২সালে।
✬প্রশ্ন: জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
উত্তর: মহাসচিব।
✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
✬প্রশ্ন: জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?
উত্তর: জন ডি রকফেলার জুনিয়র।
✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
উত্তর: ডব্লিউ হ্যারিসন।
সাধারন জ্ঞান পর্বত: পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বত
✬প্রশ্ন: জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ২৬ জুন, ১৯৪৫ সালে।
✬প্রশ্ন: জাতিসংঘের সনদের রচয়িতা কে?
উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
✬প্রশ্ন: প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
উত্তর: ২৪ অক্টোবর।
✬প্রশ্ন: জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?
উত্তর: সাধারণ পরিষদের।
✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?
উত্তর: সভাপতি।
✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?
উত্তর: ১৫টি।
✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
উত্তর: ৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়?
উত্তর: ২ বার।
✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?
উত্তর: ৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
✬প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?
উত্তর: বছরে দু’বার, এক মাসব্যাপী।
✬প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি?
উত্তর: ৫৪টি।
✬প্রশ্ন: প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তর: ১৮টি।
✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন?
উত্তর: ১৫ জন।
✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর?
উত্তর: ৯ বছর।
✬প্রশ্ন: জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?
উত্তর: সাধারণ পরিষদে।
✬প্রশ্ন: জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর: ৫১টি দেশ।
✬প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
উত্তর: ট্রিগভে হাভডেন লি (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
✬প্রশ্ন: জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?
উত্তর: ২৪ অক্টোবর ১৯৪৫।
✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ১ বছরের জন্য।
বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা
✬প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ২ বছরের জন্য।
প্রশ্ন: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তর: ৩ বছরের জন্য।
✬প্রশ্ন: জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তর: ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)
✬প্রশ্ন: জাতিসংঘের সদস্যপদ কয়টি?
উত্তর: ১৯৩টি সদস্য দেশ [পর্যবেক্ষকঃ২টি]
✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন কে?
উত্তর: লে করবুসিয়ে।
✬প্রশ্ন: জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় কবে?
উত্তর: ৯ই জানুয়ারি ১৯৫১ সালে।
✬প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কখন?
উত্তর: সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।
✬প্রশ্ন: জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?
উত্তর: ইংরেজি অথবা ফরাসি।
✬প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।
✬প্রশ্ন: আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি?
উত্তর: মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।
✬প্রশ্ন: জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি?
উত্তর: ট্রুভ্যালু।
✬প্রশ্ন: কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়?
উত্তর: পোল্যান্ড।
✬প্রশ্ন: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: টোকিও(জাপান)।
✬প্রশ্ন: জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?
উত্তর: মহাসচিব।
✬প্রশ্ন: জাতিসংঘের অছি পরিষদ কার অধীনে কাজ করে?
উত্তর: সাধারণ পরিষদের।
✬প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।
✬প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত?
উত্তর: ১৭ একর।
✬প্রশ্ন: জাতিসংঘের আয়ের মূল উৎস কী?
উত্তর: সদস্য দেশসমূহের চাঁদা।
✬প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন?
উত্তর: নিরাপত্তা পরিষদের।
✬প্রশ্ন: জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে?
উত্তর: কফি আনান (ঘানা) (৭ম)।
✬প্রশ্ন: জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: মিয়ানমার।
✬প্রশ্ন: জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত?
উত্তর: নিজস্ব বাজেটের ০.০১% অংশ ।
✬প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?
উত্তর: ২৯তম
✬প্রশ্ন: জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের ঠিকানা হল
উত্তর: 760 United Nations Plaza, New York City, NY 10017, USA
✬প্রশ্ন: জাতিসংঘের ওয়েবসাইট
উত্তর: http://www.un.org/
সংগৃহীত
জাগোরিকে লিখুন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।