সাধারণ জ্ঞান: যুদ্ধ ও আন্তজাতিক চুক্তিসমুহ > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য এই পোস্টে আপনারা পাচ্ছেন, সাধারণ জ্ঞান History MCQ in Bengali-ইতিহাস MCQ বাংলা সহ বহু জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য।
এছাড়া আমাদের কাছে আপনি পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, সরকারী চাকরির সাধারণ জ্ঞান,বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর,
বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি.
০১ ) প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ? ✅ উড্রো উইলসন ।
০২ ) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে ? ✅ ২৮ জুলাই , ১৯১৪ ।
০৩ ) প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কত ? ✅ ১৯১৪ – ১৯১৮ ।
০৪ ) প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন ? ✅ জার নিকোলাস ।
০৫ ) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি ডুবিয়ে দিয়েছিল ? ✅ লুসিতানিয়া ।
০৬ ) প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল কোন দেশগুলো ? ✅ জার্মানি , অস্টিয়া ও তুরস্ক ।
সাধারণ জ্ঞান: History MCQ in Bengali-ইতিহাস MCQ বাংলা
০৭ ) যুক্তরাষ্ট্র কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে ? ✅৬ ইপ্রিল , ১৯১৭ ।
০৮ ) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসর্মপণ করে ? ✅ ১১ নভেম্বর , ১৯১৮ ।
০৯ ) কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ? ✅ ভার্সাই চুক্তি ।
১০ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ? ✅ হিটলার কতৃক পোল্যান্ড আক্রমণ ।
১১ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ? ✅ রুজভেল্ট ।
১২ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে ? ✅ রাশিয়াকে ।
১৩ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল ? ✅ জাপান , জার্মানি ও ইতালি ।
১৪ ) যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে ? ✅ ৮ ডিসেসম্বর , ১৯৪১ ।
১৫ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ✅ চার্চিল ।
১৬ ) জার্মান কবে পোল্যান্ড আক্রমণ করে ? ✅➫ ১ সেপ্টেম্বর , ১৯৩৯ ।
১৭ ) হিরোসীমায় কবে এটমবোমা ফেলা হয় ? ✅ ৬ আগস্ট , ১৯৪৫ ।
১৮ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ ? ✅ জাপান ।
১৯ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসর্মপণ করে কবে ? ✅ আগস্ট ১৯৪৫ সালে ।
২০ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি ? ✅ কমেকন ।
২১ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কখন ? ✅ ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে ।
২২ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পাল হারবার অক্রমণ করে কখন ? ✅ ৭ ডিসেম্বর ১৯৪১ সালে ।
২৩ ) আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় ? ✅ ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর ।
২৪ ) অক্টোবর বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন কে ? ✅ ভি.আই.লেলিন ।
২৫ ) কোরীয় যুদ্ধ কোন সনে আরম্ভ হয় ? ✅ ১৯৫০ সনে ।
২৬ ) ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ ? ✅ ইংল্যান্ড ।
২৭ ) আর্জেন্টিনা কবে ফকল্যান্ড দখল করে নিয়েছিল ? ✅ ১৯৮২ সালে ।
২৮ ) অরেন্জ রেভুলেশন কোথায় সংগঠিত হয় ? ✅ ইউক্রেন ।
২৯ ) নরম্যান্ডি কোন দেশের ভূখন্ড ? ✅ ফান্সের ।
৩০ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘ ডেজার্ট ফক্স ’ উপাধি পান কে ? ✅ ফিল্ড মার্শাল রোমেল ।
৩১ ) কিয়োটা প্রটোকোল কি ? ✅ গ্রীন হাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি ।
৩২ ) মিশর – ইসরাইলয়ের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ✅ ১৯৭৮ সালে ।
৩৩ ) ‘ কাটাগেনা প্রটোকল ’ কি ? ✅ জাতিসংঘের জৈব চুক্তি বিষয়ক চুক্তি ।
৩৪ ) বসনিয়ার যুদ্ধবিরতিতে স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ? ✅ জিমি কাটার ।
৩৫ ) নারীর প্রতি সসকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কবে ? ✅ ১৯৭৯ সালে ।
৩৬ ) সাপটা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ✅ ১১ এপ্রিল , ১৯৯৩ ।
বাংলাদেশ বিষয়াবলী নিয়ে সাধারণ জ্ঞান (প্রশ্নত্তোর)
৩৭ ) ‘ START-2 ’ – কী ? ✅ কৌশলগত অস্ত্র হ্রাস ।
৩৮ ) ট্রান্স – ফ্যাসিপিক পার্টনারশিপ এর বর্তমান নাম কি ? ✅ CPTPP .
৩৯ ) Keyto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয় ? ✅ জাপানে ।
৪০ ) কিয়োটা প্রটোকোলের গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল ? ✅ বিশ্ব উষ্ণতা হ্রাস ।
৪১ ) সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ✅ ৩ জুলাই , ১৯৭২ ।
৪২ ) অসলো শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ✅ ১৯৯৩ সালে ।
৪৩ ) মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তি হয় স্বাক্ষরিত ? ✅ ক্যাম্প দেভিট চুক্তি ।
৪৪ ) জেনেভা কনভেনশন কত তারিখে শুরু হয়েছিল ? ✅ ১৯৪৫ সালের ১২ আগস্ট ।
৪৫ ) ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ✅ ১৯৭৮ সালে ।
৪৬ ) ক্যাম্প ডেভিট চুক্তির উদ্যোক্তা কে ছিলেন ? ✅ জিমি কাটার ।
৪৭ ) কোন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো চালু হয় ? ✅ ম্যাসট্রিক্ট চুক্তি ।
৪৮ ) বাংলাদেশ কততম দেশ হিসেবে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেন ? ✅ ১২৬ তম ।
৪৯ ) ১৯৭২ সালে ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ? ✅ সিমলা ।
৫০ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ✅ সম্রাট হিরোহিতা ।
৫১ ) ১৯৭২ সালে ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ? ✅ সিমলা ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।