সাধারণ জ্ঞান বিশ্বের ৩০টি দীর্ঘতম নদীর তালিকা

সাধারণ জ্ঞান বিশ্বের ৩০টি দীর্ঘতম নদীর তালিকা > বিশালতা বরাবরই বিস্ময়ের। বিশালতার সঙ্গে প্রকৃতির ঐশ্বর্য যোগ হলে তৈরি হয় শ্রেষ্ঠতা। তাই পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে ‘নীলনদ’ আজ শ্রেষ্ঠতার আসনে। নীলনদের অববাহিকায় গড়ে ওঠা মিসরীয় সভ্যতাও রীতিমতো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ইতিহাসের পাতায়।

এ নদীর দুটি উপনদী। একটি হল শ্বেত নীল নদ, উৎপত্তি হয়েছে আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে। অন্যটি নীলাভ নীলনদ। নীলাভ জলরাশির এ নীলনদের উৎসস্থল ইথিওপিয়ার তানা হ্রদ।

রহস্যময় হলেও একথা সত্যি, পৃথিবীর সব নদ-নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হলেও নীলনদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়! এ নদীর আরও একটি বৈশিষ্ট্য হল, বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য নদী শুকিয়ে গেলেও নীলনদ কানায় কানায় জলে ভরা থাকে।

আর নীলনদ যখন শুকিয়ে যায় তখন অন্যান্য নদী জলে ভরা থাকে। নীল নদের ব-দ্বীপে বাস করে প্রায় চার কোটি মানুষ। খ্রিস্টপূর্ব ৩১০০ অব্দ থেকে এ নদী অববাহিকার বিস্তৃতি বেড়ে বর্তমানে ১০টি দেশ এর আশীর্বাদপুষ্ট। সেগুলো হল- মিসর, সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া ও উগান্ডা।

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য এই পোস্টে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, সরকারী চাকরির সাধারণ জ্ঞান,বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর,

বাংলাদেশ নদ ও নদী নিয়ে সাধারণ জ্ঞান (প্রশ্ন-উত্তর)

বাংলাদেশ নদ ও নদী নিয়ে সাধারণ জ্ঞান (প্রশ্ন-উত্তর) 

বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,

এছাড়া বিশ্বের বহু নদ-নদী আছে যা অনেকের ই অজানা। সেই বিষয় নিয়েই আজকের আমাদের এই আয়োজন।

১.বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:নীলনদ।

২.নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর:১১টি।

৩.বিশ্বের কোন নদী বিষুব রেখাকে দুবার অতিক্রম করেছে?
উত্তর:নীলনদ।

৪.আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?
উত্তর:দানিয়ুব নদীকে।

৫.দানিয়ুব নদী কতটি দেশকে অতিক্রম করেছে?
উত্তর:১০টি।

৬.দানিয়ুব নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:২৮৪২ কিমি।

৭.বিশ্বের বৃহত্তম নদী কোনটি?
উত্তর:আমাজান।

৮.বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তর:ডি রিভার।

৯.দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:আমাজান।

১০.বিশ্বের গভীরতম নদীর নাম কি?
উত্তর:কঙ্গো।

১১.এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:ইয়াংসিকিয়াং।

১২.উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর:ম্যাকেঞ্জি।

১৩.ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:ভলগা।

১৪.আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর:নীলনদ।

১৫.কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
উত্তর:আমাজান নদী।

১৬.আমাজান নদীর কয়টি উপনদী আছে?
উত্তর:২০টি।

১৭.অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদীর নাম কি?
উত্তর:মারে ডার্লিং।

১৮.মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত?
উত্তর:যুক্তরাষ্ট্রে।

১৯.সিন্ধু নদ কোথায় অবস্থিত?
উত্তর:পাকিস্তানে।

২০.টেমস নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:৫৪৪ কিমি।

২১.মেকং নদী কোথায় অবস্থিত?
উত্তর:ইন্দোচীন।

২২.হুগলী ও ভাগীরথী কোন নদীর শাখা নদী?
উত্তর:গঙ্গা।

২৩.ইউফ্রেটিস নদীর উৎপত্তি কোন দেশে?
উত্তর:তুরস্ক।

২৪.নদীর পানি প্রবাহের পরিমাপের এককে কি বলে?
উত্তর:কিউসেক।

২৫.পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
উত্তর: জর্ডান।

২৬.চীনের দু:খ নামে পরিচিত?
উত্তর: হোয়াংহো নদী।

সাধারণ জ্ঞান মহান মে দিবস (প্রশ্ন ও উত্তর)

সাধারণ জ্ঞান মহান মে দিবস (প্রশ্ন ও উত্তর) 

২৭.কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?
উত্তর: সিন্ধু।

২৮.লা-প্লাটা নদীর মোহনায় অবস্থিত কোন শহর?
উত্তর: মন্টিভিডিও।

২৯.পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: জর্ডান।

৩০.টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?
উত্তর: দজলা ও ফোরাত।

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর

বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর

বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর > প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *