সাধারণ জ্ঞান : জাতিসংঘ‘র অজানা ১০০টি প্রশ্ন ও উত্তর > জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি তে কাজে লাগবে এমন সকল সাম্প্রতিক আন্তর্জাতিক ও দেশি বিষয়ক নিয়ে নানা বিষয়ে সাধারণ জ্ঞান ২০২৩ আপডেট নিয়ে আজকের এ আয়োজন।
বি:দ্র: উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল (jagorikacademy@gmail.com) করুন, আপডেট করে দেওয়া হবে।
এই পোস্টে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির সাধারণ জ্ঞান, বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২, বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,
সাধারণ জ্ঞান : জাতিসংঘ‘র অজানা ১০০টি প্রশ্ন ও উত্তর
০১ ) জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান ? ➫ জাতিপুন্জ ।
০২ ) লীগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় ছিল ? ➫ জেনেভা ।
০৩ ) লীগ অব নেশনস কতসালে বিলুপ্ত হয় ? ➫ ১৯৪৬ সালে ।
০৪ ) জাতিসংঘ কবে গঠন করা হয় ? ➫ ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ।
০৫ ) জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ কোনটি ? ➫ লন্ডন ঘোষণা ।
০৬ ) কোন সম্মেলনের ফলে FAO প্রতিষ্ঠিত হয় ? ➫ ভার্জিনিয়া সম্মেলন ।
০৭ ) কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘের নামকরণ করা হয় ? ➫ ডাম্বারটন ওকস সম্মেলন ।
০৮ ) কোন সম্মেলনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের গঠন ও ৫ টি স্থায়ী সদস্য রাষ্ট্র নির্ধারণ করা হয় ? ➫ ডাম্বারটন ওকস সম্মেলন ।
০৯ ) কোন সম্মেলনের মাধ্যমে ৫ টি স্থায়ী রাষ্ট্রকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে ? ➫ ইয়াল্টা সম্মেলন ।
১০ ) জাতিসংঘের সদর দপ্তর কোথায় ? ➫ ম্যানহাটন , নিউইর্য়ক , যুক্তরাষ্ট্র ।
১১ ) জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন দেশ কয়টি ? ➫ ৫১ টি ।
১২ ) জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ? ➫ ৬ টি ( আরবি , ইংরেজি , চীনা , ফরাসি , রাশিয়ান , স্পেনিশ ) ।
১৩ ) জাতিসংঘ সনদ কবে গৃহিত হয় ? ➫ ২৫ জুন , ১৯৪৫ ।
১৪ ) জাতিসংঘের বর্তমান সদস্য কত ? ➫ ১৯৩ টি ।
১৫ ) জাতিসংঘের উদ্দেশ্য কী ? ➫ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ।
১৬ ) ইয়াল্টা কনফারেনন্স কবে ইনুষ্ঠিত হয় ? ➫ ১৯৪৫ সালে ।
১৭ ) জাতিসংঘ দিবস কবে পালন করা হয় ? ➫ ২৪ অক্টোবর ।
১৮ ) জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি ও কী কী ? ➫ ২ টি ( ইংরেজি ও ফরাসি )।
১৯ ) জাতিসংঘের আয়তনে সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি ? ➫ মোনাকো ।
২০ ) জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি ? ➫ টুভ্যালু ।
২১ ) জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে ? ➫ হালকা নীল ও সাদা ।
২২ ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় ? ➫ ২ বছর ।
২৩ ) জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায ? ➫ জেনেভা ।
২৪ ) জলপাই গাছ কিসের প্রতীক ? ➫ শান্তির ।
২৫ ) জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি ? ➫ দক্ষিণ সুদান ।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: গবেষণা কেন্দ্র কয়টি ও কোথায়
২৬ ) জাতিসংঘের ভবনটি কয়তলা বিশিষ্ট ? ➫ ৩৯ তলা ।
২৭ ) জাতিসংঘের ১৯২ তম সদস্য রাষ্ট্র কোনটি ? ➫ মন্টিনিগো ।
২৮ ) জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় ? ➫ সানফ্রান্সিসকো ।
২৯ ) জাতিসংঘ নামকরণ করেন কে ? ➫ রুজভেল্ট ।
৩০ ) জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনগুলো ? ➫ প্যালেস্টাইন ও ভ্যাটিকান সিটি ।
৩১ ) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ? ➫ ট্রিগভেলী ।
৩২ ) সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে কবে ? ➫ সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার ।
৩৩ ) জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে ? ➫ লন্ডনে ।
৩৪ ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? ➫ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ ।
৩৫ ) বাংলাদেশের সাথে একই সময়ে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন কোন দেশগুলো ? ➫ গ্রানাডা ও গিনিবিসাউ ।
৩৬ ) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ? ➫ ১৩৬ তম ।
৩৭ ) আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন ? ➫ ১৫ জন ।
৩৮ ) জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি ? ➫ ১৬ টি ।
৩৯ ) আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক কতজন ? ➫ ১৮ জন ।
৪০ ) নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ? ➫ ৫ টি ।
৪১ ) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত ? ➫ ১০ জন ।
৪২ ) ভেটো ক্ষমতা কি ? ➫ ল্যাটিন শব্দ , অর্থ আমি মানি না ।
৪৩ ) কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় ? ➫ নিরাপত্তা পরিষদ ।
৪৪ ) জাতিষংঘের সাধারণ পরিষদে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে ? ➫ ৫ জন ।
৪৫ ) জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কোনগুলো ? ➫ যুক্তরাষ্ট্র , যুকক্তরাজ্য , ফ্রান্স, রাশিয়া ও চীন ।
৪৬ ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ? ➫ ১৫ ।
৪৭ ) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সতস্য নির্বাচিত হয় কত বছরের জন্য ? ➫ দুই বছর ।
৪৮ ) আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় ? ➫ দি হ্যাগ ।
৪৯ ) জাতিসংঘ মোট কতটি অঙ্গসংগঠন নিয়ে গঠিত ? ➫ ৬ টি ।
৫০ ) আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট নির্বাচিত হয় কত বছরের জন্য ? ➫ ৩ বছর ।
৫১ ) আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন ? ➫ ৯ বছর ।
৫২ ) আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ? ➫ রোজানিল হিগিল ( ব্রিটেন ) ।
৫৩ ) আন্তর্জাতিক আদালত কী নামে পরিচিত ? ➫ স্থায়ী সালিসী আদালত ।
৫৪ ) ESCWA এর সদর দপ্তর কোথায় ? ➫ বৈরুত , লেবানন ।
৫৫ ) জাতিসংঘের মহাসচিব কার সুপারিশক্রমে নিয়োগপ্রাপ্ত হন ? ➫ নিরাপত্তা পরিষদ ।
৫৬ ) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি ? ➫ অ্যান্টেনিও গুতেরেস ।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিবস ও চুক্তি
৫৭ ) অ্যান্টেনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করেছেন ? ➫১ জানুয়ারি ২০১৭ তারিখ
৫৮ ) জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ? ➫ পর্তুগাল ।
৫৯ ) জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় মারা যান ? ➫ দ্যাগ হ্যামারশোল্ড ।
৬০ ) ইরাক – কুয়েত মিশনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম কি ছিল ? ➫ UNIKOM .
৬১ ) জাতিসংঘের সর্বকনিষ্ট্র রাষ্ট্রদূত কে ? ➫ মালালা ইউসুপজাই ।
৬২ ) মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর মোট লক্ষ্য কয়টি ? ➫ ৮ টি ।
৬৩ ) SDG অর্থ কি ? ➫ Sustainable Development Goal .
৬৪ ) টেকসই উন্নয়নের লক্ষমাত্রা কতটি ? ➫ ১৭ টি ।
৬৫ ) অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব ? ➫ ৯ ম ।
৬৬ ) জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ দক্ষিণ কোরিয়া ।
৬৭ ) জাতিসংঘ কবে ফিলিস্তিন দিবস পালন করে ? ➫ ২৯ নভেম্বর ।
৬৮ ) ট্রিগভেলী কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ নরওয়ে ।
৬৯ ) জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারী জেনালেল কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ মিয়ানমার ।
৭০ ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ? ➫ উ থান্ড ।
৭১ ) জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল লাভ করেন ? ➫ দ্যাগ থ্যামমারশোল্ড ।
৭২ ) জাতিসংঘের কোন সংস্থা ২১ ঠেবরুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে ? ➫ UNESCO .
৭৩ ) MDG এর পূর্ণাঙ্গ রূপ কি ? ➫ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ।
৭৪ ) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র ? ➫ ১৩৬ তম ।
৭৫ ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? ➫ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ।
৭৬ ) বাংলাদেশের সতস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো প্রদান করেন ? ➫ চীন ।
৭৭ ) বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্তির সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ? ➫ কুট ওয়াল্ড হেইম ।
৭৮ ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন ? ➫ ২১ তম ।
৭৯ ) জাতিসংঘের বাংলাদেশের পথম স্থায়ী প্রতিনিধি কে ? ➫ জনাব এস . এ করিম ।
৮০ ) বাংলাদেশ WHO এর সদস্যপদ লাভ করে কবে ? ➫ ১৭ মে ১৯৭২ সালে ।
৮১ ) জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রথম সভাপতি কে ? ➫ হুমাযুন রশীদ চৌধুরী ।
৮২ )আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি ? ➫ UPU .
৮৩ ) UNESCO এর সদস্য দেশ কয়টি ? ➫ ১৯৫ টি ।
৮৪ ) ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? ➫ প্যারিস ।
৮৫ ) আন্তর্জাতিক শ্রম সংস্থার সতর দপ্তর কোথায় অবস্থিত ? ➫ জেনেভা ।
৮৬ ) FAO এর সদর দপ্তর কোথায় ? ➫ রোম ।
সাধারণ জ্ঞান: সংবিধান ও জাতীয় সংসদ নিয়ে ৫০টি প্রশ্ন-উত্তর
৮৭ ) UNCHER এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৮৮ ) আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় ? ➫ ভিয়েনায় ।
৮৯ ) WIPO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৯০ ) এসকাপের সদর দপ্তর কোথায় ? ➫ ব্যাংকক ।
৯১ ) মানবাধিকার কমিশনের এর সদর দপ্তর কোথায় ? ➫ নিউইর্য়ক ।
৯২ ) ILO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৯৩ ) WHO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৯৪ ) সার্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয় ? ➫ ১৯৪৮ সালে ।
৯৫ ) জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে ঘোষণা দেয় ? ➫ ৮ মার্চ ।
৯৬ ) জাতিসংঘের নারী উন্নয়ন তহবিলের নাম কি ? ➫ ইউনিফেম ।
৯৭ ) IPCC একটি – ➫ জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা ।
৯৮ ) কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ? ➫ ইউনেস্কো ।
৯৯ ) জাতিসংঘের মিলেনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? ➫ নিউইয়ক ।
১০০ ) দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ➫ জোহান্সবার্গে ।
জাগোরিকে লিখুন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।