সাংবাদিক ও সংবাদমাধ্যম ইউ.এস ভিসা জন্য আবেদন > একনজরে
মিডিয়া বা সংবাদ মাধ্যম ভিসা (আই) হল একটি অ-অভিবাসী ভিসা যেটি বিদেশী মিডিয়ার সেই সমস্ত প্রতিনিধিদের প্রদান করা হয় যারা সাময়িক কোনো কাজে ইউনাইটেড স্টেটসে আসছেন এবং তাদের মূল অফিস তাদের নিজ দেশে অবস্থিত ।
অভিবাসী আইনানুসারে কিছু নিয়মাবলী এবং মূল্য যাত্রাকারীর নিজ দেশের সাথে সম্পর্কযুক্ত এবং তার বিনিময়ে যুক্তরাষ্ট্রেও একই নিয়ম প্রযোজ্য করে , যেটিকে আমরা বলি “রেসিপ্রোসিটি”। কোনো একটি নির্দিষ্ট দেশের বিদেশি মিডিয়া প্রতিনিধিকে মিডিয়া ভিসা প্রদান করার পদ্ধতি নির্ভর করে এটির উপর যে ভিসা আবেদনকারীর নিজ দেশের সরকার এই একই সুবিধা প্রদান করে কিনা তার উপর ।
যোগ্যতা
এক্ষেত্রে ইউ.এস অভিবাসী আইন দ্বারা খুবই নির্দিষ্ট প্রয়োজনীয়তা নির্দেশিত আছে, যেটি মিডিয়া ভিসা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই পরিপূরণ করতে হবে। মিডিয়া ভিসা (আই) পাওয়ার জন্য আবেদনকারীদের দেখাতে হবে যে তাদের মিডিয়া ভিসা প্রদান করার জন্য তারা যোগ্য ।
মিডিয়া ভিসা তাদের জন্য যারা “বিদেশী মিডিয়ার প্রতিনিধি”, যাদের মধ্যে অন্তর্ভূক্ত আছে প্রেস, রেডিও, ফিল্ম এবং প্রিন্ট শিল্প । এদের ক্রিয়াকলাপ বৈদেশি মিডিয়া ক্রিয়াকলাপের জন্য অত্যাবশ্যকীয়, যেমন, সাংবাদিক, ফিল্ম ক্রিউ, সম্পাদক, এবং সমতুল্য কর্মরত ব্যক্তিবৃন্দরা যারা তাদের জীবিকার দ্বায়িত্ব পূরণের জন্য ইউ.এস অভিবাসী আইনানুসারে যুক্তরাষ্ট্রে যাত্রা করছেন। আবেদনকারীদের অবশ্যই সেই মিডিয়া সংস্থার হয়ে কর্মে লিপ্ত হতে হবে যার মূল অফিস বিদেশে।
এই ক্রিয়াকলাপ সমূহ মূলত তথ্যগত হতে হবে এবং মিডিয়া ভিসার জন্য যোগ্যতা পেতে এগুলি সাধারণত সংবাদ সংগ্রহ, প্রকৃত বর্তমান ঘটনার উপর সাংবাদিকতা ইত্যাদির সাথে যুক্ত হতে হবে। কোনো ক্রিয়াকলাপ মিডিয়া ভিসা প্রদানের জন্য যোগ্য কিনা তা নির্ণয় করবেন কনস্যুলার অফিসার। সাধারণত, ক্রিড়ার বিষয়ে সাংবাদিকতা মিডিয়া ভিসার জন্য সর্বাধিক যথাযথ বলে বিবেচিত হয়। অন্যান্য উদাহারণগুলি হলঃ
বিদেশী তথ্য মাধ্যমের প্রাথমিক কর্মী যিনি একটি সাম্প্রতিক ঘটনার ফিল্ম করার জন্য বা ডকুমেন্টারি করার জন্য যাত্রা করছেন।
বৈদেশিক গন মাধ্যমের কোন খবর অথবা তথ্যচিত্রের চিত্রায়ন এর সাথে জড়িত প্রধান কর্মচারী গন।
ফিল্মের উৎপাদন অথবা বিতরনের সাথে জড়িত মিডিয়ার সদস্য গন মিডিয়া ভিসার জন্য যোগ্য, যদি তাদের উপাদানচিত্রায়িত হয় তথ্য এবং খবর ব্যাপকভাবে প্রসারের জন্য। উপরন্তু, তহবিলের প্রধান বিতরন এবং উৎস অবশ্যই যুক্তরাষ্ট্রের বাইরে থেকে হতে হবে।
যেসব সাংবাদিক চুক্তির মাধ্যমে কাজ করছে। কোন পেশাদারী সাংবাদিক সংস্থার অনুমোদিত সনদপত্র ধারণকারী, যদি চুক্তির মাধ্যমে কাজ করে কোন পন্য যা দেশের বাইরে ব্যবহৃত হয় তথ্য ও সাংস্কৃতিক মাধ্যম দ্বারা তথ্য ও সংবাদ ব্যাপকভাবে প্রচারে কিন্তু বানিজ্যিক বিনোদন অথবা বিজ্ঞাপনের উদ্দেশ্যে নয় । অনুগ্রহ করে মনে রাখবেন, তাদের চাকরির একটি বৈধ চুক্তিপত্র প্রয়োজন হবে।
স্বাধীন উৎপাদন সংস্থা গুলোর করমচারী গন, যখন সেই করমচারীগন যারা পেশাদারী সাংবাদিক সংস্থার অনুমোদিত সনদপত্র ধারণকারী।
বিদেশী সাংবাদিক গন যারা বৈদেশিক সংস্থা গুলোর শাখা অফিস অথবা ই্উ এস নেটওয়ার্কের সহায়ক সংবাদপত্র অথবা অন্যান্য গণমাধ্যম, যদি সেই সাংবাদিক ই্উ এস গিয়ে থাকেন ই্উ এস এর কোন অনুষ্ঠান এর রিপোর্ট করতে, যা শুধু মাত্র বিদেশি দর্শকদের জন্য ধারন করা হবে।
অন্য প্রচার মাধ্যম যদি সাংবাদিক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি বিদেশী শ্রোতাদের জন্য রিপোর্ট করার জন্য যাচ্ছেন।
পর্যটন ব্যুরোর স্বীকৃত প্রতিনিধিগন, নিয়ন্ত্রিত, পরিচালিত অথবা, সম্পূর্ণ অথবা আংশিক বৈদেশিক সংস্থার ভর্তুকির অংশ, যারা প্রাথমিকভাবে সেই দেশের তথ্যবহুল পর্যটক তথ্য প্রচারের কাজে জরিত এবং যারা A-2 ভিসার শ্রেণীবিভাগের অধিকারী নয়।
কারিগরি শিল্প তথ্য। যুক্তরাষ্ট্রের অফিস এবং সংগঠন গুলোর কর্মচারি, যারা কারিগরি শিল্পের তথ্য বিতরন করে থাকে।
ফ্রিল্যান্স সাংবাদিকরা শুধুমাত্র একটি “I” ভিসার জন্য বিবেচিত হবে যদি বর্ণিত সকল শর্তাবলী গুলো পূরণ হয়। সাংবাদিকদের
অবশ্যই
পেশাদারী সাংবাদিক সংস্থার অনুমোদিত একটি সনদ।
একটি মিডিয়া সংস্থার চুক্তির অধীনস্ত থাকতে হবে।
প্রচারিত সংবাদ অথবা তথ্য মুলত বাণিজ্যিক বিনোদন মুলক অথবা বিজ্ঞাপনে ব্যাবহার এর উদ্দেশ্যে নহে।
স্থির চিত্র ধারণকারীরা ইউ এস এ B-1 ভিসা নিয়ে ভ্রমন করার জন্য অনুমোদিত , যদি তারা স্থির চিত্র ধারনের কাজে যায়, এবং তারা ইউ এস তহবিল থেকে কোন অর্থ না নিয়ে থাকেন।
সীমাবদ্ধতা
ভিসা ওয়েভার প্রোগ্রাম এ অংশগ্রহণকারী দেশ গুলোর নাগরিকরা, যারা মিডিয়া অথবা সাংবাদিক পেশার সাথে জড়িত এবং বিদেশী মিডিয়ার প্রতিনিধি হিসেবে সাময়িকভাবে ইউনাইটেড স্টেটস এ প্রবেশ করতে চায়, তাদের কে অবশ্যই মিডিয়া ভিসা নিতে হবে ইউনাইটেড স্টেটস এ প্রবেশের জন্য।
তারা ভিসা ওয়েভারে ভিসা ছাড়া ভ্রমন করতে পারবেনা, এমনকি তারা ভিসিটর ভিসা (B শ্রেণি)তেও ভ্রমন করতে পারবেনা। এমন কিছু করার চেষ্টা করলে পোর্ট অফ এন্ট্রি তে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাস্টোমস এন্ড বর্ডার প্রটেকশন অফিসার দ্বারা ইউনাইটেড স্টেটস এ প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। কখন একটি ভিসিটর ভিসা অথবা ভিসা ওয়েভার প্রোগ্রাম আপনি ব্যাবহার করতে পারবেন নিম্নলিখিত পরিস্থিতি গুলোতে তা বর্ণনা করা হয়েছে।
ভিজিট ভিসা নিয়ে ভ্রমন
নিম্নলিখিত কার্যক্রম এর উদ্দেশ্যে ভরমনের জন্য একটি ভিসিটর ভিসা ব্যাবহার করা সম্ভব ঃ
কোন সম্মেলন অথবা সাক্ষাৎ/ বৈঠক এ অংশগ্রহনঃ
মিডিয়া প্রতিনিধিরা যদি কোন সম্মেলন অথবা সাক্ষাৎ/ বৈঠক এ অংশগ্রহনের জন্য ভ্রমন করতে যাবে এবং যারা সাক্ষাৎ/বৈঠক সম্পর্কে কোন প্রতিবেদন করবেনা, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস এ থাকা অবস্থায় অথবা ফেরত আসার সময়ে সে ভিসিটর ভিসায় ভ্রমন করতে পারবে। ইমিগ্রেশন আইন এর পার্থক্য হলো তারা তাদের ব্যাবসায়ে জড়িত করবে কিনা তা নিয়ে।
অতিথির ভাষন, বক্তৃতা এবং প্রাতিষ্ঠানিক কার্যকলাপঃ
অতিথি ভাষণ, বক্তৃতা এবং চিরাচরিত প্রাতিষ্ঠানিক কার্যকলাপ অথবা কোন সম্পর্কিত অলাভজনক সংস্থা, কোন অলাভজনক গবেষনা সংস্থা/ প্রতিষ্ঠান, কোন সরকারী গবেষনা সংস্থা/ প্রতিষ্ঠান অথবা উচ্চ শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে সে সম্মানী গ্রহন করবে এমন সব উদ্দেশ্যে ইউনাইটেড স্টেটস এ ভ্রমনের জন্য মিডিয়া প্রতিনিধিদের অবশ্যই একটি ভিসিটর ভিসা থাকতে হবে। যাই হোক, ভাষণ কার্যক্রম একই প্রতিষ্ঠানে নয় দিনের বেশি হতে পারবেনা এবং একজন বক্তা তার কার্যক্রমের জন্য ছয় মাসের মধ্যে পাচটির অধিক প্রতিষ্ঠান অথবা সংগঠন থেকে সম্মানি নিতে পারবেনা।
মিডিয়া যন্ত্রাংশ/সরঞ্জাম ক্রয়ঃ
একটি ভিসিটর ভিসা ইউএস মিডিয়ার সরঞ্জাম কিনতে অথবা প্রচার অনুমতি নিতে অথবা ফরমাশ নিতে অথবা ইউএস মিডিয়ার সরঞ্জাম কিনতে অথবা প্রচার অনুমতির ফরমাশ নেয়ার কাজে শুধুমাত্র বৈদেশিক মিডিয়ার আঊটলেট এর কর্মচারীদের দ্বারা ব্যাবহার করা সম্ভব।
অবকাশ যাপন
একজন মিডিয়া সাংবাদিক ইউ এস এ অবকাশ যাপনের জন্য একটি ভিসিটর ভিসায় ভ্রমন করতে পাবে এবং তার মিডিয়া ভিসার কোন প্রয়জনিতা নেই, যেহেতু সে সংবাদ হিসেবে অনুষ্ঠান প্রচারের জন্য যাচ্ছেনা।
সাময়িক কর্ম ভিসা নিয়ে ভ্রমন
যখন কিছু কার্যক্রম মিডিয়া ভিসার জন্য সরাসরি অনুমোদন করে কারন তা তথ্য নির্ভর এবং সংবাদ সংগ্রহের সামগ্রী, অনেকগুলোই করেনা। ভিন্ন ভিন্ন কেস এর প্রেক্ষাপটের উপর নির্ভর করে প্রত্যেকটি আবেদনপত্র বিবেচনা করা হয়।
আবেদনকারী মিডিয়া ভিসার জন্য যোগ্য কিনা সে সিদ্ধান্ত নিতে কনস্যুলার অফিসার মুলত মনোযোগ দিয়ে থাকে, যে ভ্রমণকারীর ভ্রমনের কারন মুলত তথ্যনির্ভর কিনা এবং ইহা কি সাধারনত সংবাদ সংগ্রহের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কিনা। নিম্নলিখিত তালিকা ব্যাখ্যা করে যে কোন কোন পরিস্থিতিতে সাংবাদিক/মিডিয়া “I” ভিসার পরিবর্তে সাময়িক কর্ম ভিসা H, O, অথবা P প্রয়োজন ।
সাময়িক কর্মি ভিসা ব্যবহৃত হয় যদি নিচের কার্যাবলির উদ্দেশ্যে ভ্রমন করা হয়
বাণিজ্যিক বিনোদন বা বিজ্ঞাপন উদ্দেশ্যে ফিল্মিংয়ের উপাদান
একটি মিডিয়া ভিসা ব্যবহার করতে পারবে না, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রের উদ্দেশ্যে ভ্রমণ, অথবা চলচ্চিত্রের কাজ, প্রাথমিকভাবে বাণিজ্যিক বিনোদন বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহৃত। একটি সাময়িক কর্মী ভিসার প্রয়োজন।
প্রোডাইরেক্টার, গ্রন্থাগারিক এবং সেট ডিজাইনারদের মত প্রোডাকশন সাপোর্টে ভূমিকা
প্রুফরিডারস, লাইব্রেরিয়ানস, সেট ডিজাইনার ইত্যাদির মতো সংশ্লিষ্ট কার্যক্রমগুলিতে জড়িত ব্যক্তিগণ মিডিয়া ভিসার জন্য যোগ্য নয় এবং H, O বা P ভিসার মতো অন্য শ্রেণিবিন্যাসের অধীনে যোগ্য হতে পারেন।
গল্পসমুহ যে গুলো প্রকাশ করা হয় ইভেন্ট, টেলিভিশন এবং কুইজ শো তে
গল্পগুলি যা কল্পিত এবং মঞ্চায়িত ঘটনাগুলি অন্তর্ভুক্ত করে, এমনকি আনস্ক্রিপটেড যেমন টেলিভিশন রিয়েলিটি শো এবং ক্যুইজ শো, প্রাথমিকভাবে তথ্যপ্রযুক্ত নয় এবং সাধারণত সাংবাদিকতার সাথে অন্তর্ভুক্ত নয়। অনুরূপভাবে, মঞ্চে অভিনেতাদের সঙ্গে বিনোদন সম্পর্কিত ডকুমেন্টারীগুলিও তথ্যগত হিসাবে বিবেচিত হয় না।
এই ধরনের প্রযোজনায় কর্মরত দলগুলির সদস্যরা মিডিয়া ভিসার জন্য যোগ্যতা অর্জন করবে না। টেলিভিশন, রেডিও এবং ফিল্ম প্রোডাকশন কোম্পানিগুলি পরামর্শের জন্য বর্তমান প্রজেক্টে মিডিয়ার কাজে বিশেষজ্ঞ এমন একজন অভিবাসন অ্যাটর্নি থেকে পরামর্শ চাইতে পারে।
প্রোডিউসিং আর্টিস্টিক মিডিয়া কন্টেন্ট
মিডিয়া প্রতিনিধিগন যারা ইউ. এস. ভ্রমন করবে আর্টিস্টিক মিডিয়া কন্টেন্ট (যে অভিনেতারা ব্যাবহৃত হয় ) প্রোডাকশনে অংশ নিতে তারা মিডিয়া ভিসাতে যোগ্য নয়। টেলিভিশন, রেডিও এবং ফিল্ম প্রোডাকশন কোম্পানিগুলি পরামর্শের জন্য বর্তমান প্রজেক্টে মিডিয়ার কাজে বিশেষজ্ঞ এমন একজন অভিবাসন অ্যাটর্নি থেকে পরামর্শ চাইতে পারে।
নির্ভরশীল
স্বামী/স্ত্রী এবং/বা ২১ অনূর্ধ অবিবাহিত সন্তান, যারা মূল ভিসা ধারকের যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ বসবাস কালে তার সাথে থাকতে চায় তার ডেরিভেটিভ (আই) ভিসা প্রয়োজন। স্বামি/স্ত্রী এবং/বা ২১ অনূর্ধ অবিবাহিত সন্তান, যারা মূল ভিসা ধারকের যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ বসবাস কালে তার সাথে থাকতে চায় না, শুধুমাত্র ভ্রমন করতে চায় ছুটিতে তারা ভ্রমন ভিসায় (B-2) আবেদনের জন্য য়োগ্য।
ডেরিভেটিভ (আই) ভিসায় স্বামি/স্ত্রী অথবা পরিবার যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবে না। যদি স্বামি/স্ত্রী অথবা পরিবার কাজ করতে চান, তাহলে উপযুক্ত ওয়ার্ক ভিসার প্রয়োজন হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী
আপনি যদি ব্যবসা/পর্যটন ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাকে নিম্নলিখিতগুলি জমা করতে হবেঃ
একটি অন-অভিবাসী ভিসা ইলেক্ট্রনিক আবেদনপত্র (ডিএস-১৬০) ফর্ম। ডিএস-১৬০ এর বিষয়ে আরো অধিক তথ্যের জন্যডিএস১৬০ এর ওয়েবপেজটি দেখুন ।
যুক্তরাষ্ট্রে যাত্রা করার জন্য একটি বৈধ পাসপোর্ট যার বৈধতার মেয়াদ অন্ততপক্ষে যুক্তরাষ্ট্রে আপনার পরিকল্পিত ভ্রমণ সময়ের পর ছয় মাস স্থায়ী হবে (যদি না দেশ ভিত্তিক চুক্তির দ্বারা ছাড়া পেয়ে থাকেন) । যদি আপনার পাসপোর্টে একাধিক ব্যক্তি অন্তর্ভূক্ত থাকেন তাহলে যারা ভিসা চাইছেন তাদের প্রত্যেককে আবেদন জমা দিতে হবে এবং তাদের নিজস্ব পাসপোর্ট থাকতে হবে।
গত ছয় মাসের মধ্যে তোলা ২”x২”(৫সেমিx৫সেমি) একটি (১) ছবি । কি ধরণের ছবি দরকার সেবিষয়ে তথ্যএই ওয়েবপেজে আছে।
ফিনল্যান্ডে উচ্চ শিক্ষা ও নাগরিকতার সুযোগ (A TO Z)
আপনার অন-অভিবাসি ভিসা প্রক্রিয়ার অফেরত যোগ্য ফি এর সমপরিমাণ যা স্থানীয় মুদ্রায় প্রদান করা হয়েছে তার একটি রশিদ। এই মূল্য প্রদান করার বিষয়ে আরও অধিক তথ্য আপনিএই ওয়েবপেজে পাবেন। যদি ভিসা প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাতীয়তার উপর নির্ভর করে একটি অতিরিক্ত ভিসা ইস্যুয়েন্স রেসিপ্রোসিটি মূল্য প্রদান করতে হতে পারে। আপনাকে ভিসা ইস্যুয়েন্স রেসিপ্রোসিটি মূল্য প্রদান করতে হবে কিনা এবং এই মূল্যের পরিমাণ কত সেবিষয়ে জানতে ডিপার্টমেন্ট অফ স্টেটসের ওয়েবপেজটি আপনাকে সহায়তা করতে পারে।
কর্মসংস্থান প্রমাণ
স্টাফ সাংবাদিক: আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি চিঠি যেখানে আপনার নাম, কোম্পানিতে আপনার অবস্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার থাকার উদ্দেশ্য এবং সময়সীমা উল্লেখ থাকবে।
একটি মিডিয়া সংস্থায় ফ্রিল্যান্স সাংবাদিকের চুক্তি অনুযায়ী: মিডিয়া সংস্থার সাথে চুক্তির একটা কপি যেখানে আপনার নাম, কোম্পানিতে আপনার অবস্থান, চুক্তির সময়সীমা, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার থাকার উদ্দেশ্য এবং সময়সীমা উল্লেখ থাকবে।
মিডিয়া ফিল্ম ক্রু: আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি চিঠি যেখানে আপনার নাম, কোম্পানিতে আপনার অবস্থান, শিরোনাম এবং প্রোগ্রামটির সংক্ষিপ্ত বিবরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার থাকার উদ্দেশ্য এবং সময়সীমা উল্লেখ থাকবে।
একটি মিডিয়া সংস্থায় স্বাধীন প্রোডাকশন চুক্তি: আপনার নাম, শিরোনাম এবং প্রোগ্রামটির সংক্ষিপ্ত বিবরণ প্রদর্শন করা হচ্ছে,
চুক্তির সময়কাল এবং যুক্তরাষ্ট্রে ফিল্মিংয়ের জন্য প্রয়োজনীয় সময়ের উল্লেখসহ প্রতিষ্ঠানের একটি চিঠি।
এই সামগ্রী গুলি ছাড়াও আপনাকে সাক্ষাৎকারের লেটার প্রদান করতে হবে যেটি নিশ্চিত করে যে আপনি এই সেবার মাধ্যমে একটি সাক্ষাৎকারের দিন ধার্য করেছিলেন। এছাড়া, আপনি যদি মনে করেন অন্য যেকোনো কাগজপত্র কনস্যুলার অফিসারকে আপনার দেওয়া তথ্যের সমর্থন করে তাহলে সেগুলিও আপনি নিয়ে আসতে পারেন।
- কিভাবে আবেদন করতে হবে
ধাপ১ - ননইমিগ্রেন্ট ভিসা ইলেক্ট্রনিক আবেদনপত্র (ডিএস-১৬০) ফর্মটি পূর্ণ করুন
- ধাপ ২
- ভিসা আবেদনপত্র প্রক্রিয়ার ফি প্রদান করুন।
- ধাপ ৩
- এই ওয়েবপেজে আপনার সাক্ষাৎকারের দিনটি নির্ধারিত করুন। আপনার সাক্ষাৎকারের দিনটি নির্ধারিত করতে আপনার নিম্নলিখিত তথ্যগুলি প্রয়োজন হবে
আপনার পাসপোর্ট নম্বর
আপনার ভিসা ফি’র রশিদ থেকে প্রাপ্ত নম্বর (যদি এই নম্বরটিকে সনাক্ত করতে আপনার সাহায্য প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করুন)
ডিএস-১৬০ কনফারমেশান পেজে উল্লেখিত দশ(১০) সংখ্যার বারকোড নম্বর
ধাপ ৪
আপনার ভিসা সাক্ষাৎকারের তারিখ ও সময়ে ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে দেখা করুন । আপনাকে অবশ্যই আপনার সাক্ষাৎকারের চিঠির একটি প্রিন্ট করা কপি, আপনার ডিএস-১৬০ কনফারমেশান পেজ, গত ছয় মাসের মধ্যে তোলা একটি ছবি এবং বর্তমান এবং সমস্ত পুরানো পাসপোর্ট সাথে আনতে হবে । এই সমস্ত সামগ্রী ছাড়া আবেদন গৃহীত হবে না।
সহায়ক কাগজপত্র
আপনার সাথে সাক্ষাৎকারের সময়ে কনস্যুলার অফিসার যে একাধিক বিষয়গুলি বিবেচনা করবেন, সহায়ক কাগজপত্র হল কেবলমাত্র সেগুলির মধ্যে একটি । কনস্যুলার অফিসার প্রতিটি আবেদনপত্র পৃথকভাবে দেখেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় পেশাগত, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয়গুলি বিবেচনা করেন।
কনস্যুলার অফিসার আপনার নির্দিষ্ট উদ্দেশ্য, পারিবারিক পরিস্থিতি এবং আপনার দেশে আপনার সুদূরপ্রসারী পরিকল্পনা ও সম্ভাবনার দিকগুলিও দেখতে পারেন। প্রতিটি আবেদন পৃথকভাবে এবং আইনতভাবে বিবেচিত হয়।
সতর্কতাঃ নকল কাগজপত্র প্রদান করবেন না । জালিয়াতি বা ভ্রান্ত তথ্যের কারণে আপনি ভিসার জন্য চিরতরে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। ইউ.এস দূতাবাস বা কনস্যুলেট কারো কাছে এই তথ্য প্রকাশ করবেনা এবং তথ্যের গোপনীয়তা রক্ষা করবে।
নিচের কাগজপত্রগুলো আপনার সাক্ষাতকারের সময় নিয়ে যেতে হবে।
প্রেস কার্ড / প্রমাণপত্রাদি
ভ্রমনের উদ্দেশ্য সম্পর্কিত নিয়োগকর্র্তার একটি চিঠি, আপনার থাকার সময়সিমা, যে কয়েক বছর আপনার নিয়োগকর্তার সাথে ছিলেন এবং যে কয়েক বছর আপনার সাংবাদিকতার অভিজ্ঞ রয়েছে।
পারিবারিক নির্ভরশীলদের জন্য সহায়ক কাগজপত্র:
যদি আপনার স্বামী/স্ত্রী পরবর্তিতে ভিসার জন্য আবেদন করে, তাহলে আপনার মিডিয়া ভিসার একটা কপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
এটা নিশ্চিত করুন যে, আপনি দূতাবাসে সাক্ষাৎকারে আসার সময় কোনো কাগজপত্র সিলবদ্ধ অবস্থায় আনেন নি।
বিস্তারিত তথ্য
সাংবাদিক ও মিডিয়া কর্মিদের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে, ডিপারর্টমেন্ট অফ স্টেটের এই ওয়েবসাইট ভিজিট করুন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।