HSC | বাংলা ২য় | ব্যকরণিক: সমাস নির্ণয় | PDF Download: বাংলা দ্বিতীয় পত্রের ব্যকরণিক অংশ হতে সমাস নির্ণয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র বিষয়টির ব্যকরণিক অংশ হতে সমাস নির্ণয় নিয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ব্যকরণ অংশ : সমাস নির্ণয়
প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম | প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
অনাশ্রিত | নয় আশ্রিত | নঞ তৎপুরুষ | উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস |
অবিশ্বাস্য | নয় বিশ্বাস্য | | উপবন | বনের সদৃশ | |
অক্ষত | নয় ক্ষত | | একরোখা | এক দিকে রোখ যার | বহুব্রীহি সমাস |
অস্থির | ন স্থির | | এতিমখানা | এতিমদের জন্য খানা | চতুর্থী তৎপুরুষ |
অতিমাত্রা | মাত্রাকে অতিক্রম | অব্যয়ীভাব | কাজলকালো | কাজলের ন্যায় কালো | উপমান কর্মধারয় |
অনেক | ন এক | নঞ তৎপুরুষ | কুসুমকোমল | কুসুমের ন্যায় কালো | |
অত্যাচার-অবিচার | অত্যাচার ও অবিচার | দ্ব›দ্ব সমাস | কচুকাটা | কচুর মতো কাটা | |
অনাসক্ত | ন আসক্ত | নঞ তৎপুরুষ | কালান্তর | অন্য কাল | নিত্য সমাস |
অনশন | ন অশন | | কোলাকুলি | কোলে কোলে যে মিলন | ব্যতিহার বহুব্রীহি |
অনৈক্য | ন ঐক্য | | কানাকানি | কানে কানে যে কথা | |
অল্পপ্রাণ | অল্পপ্রাণ যার | বহুব্রীহি সমাস | ক্রীতদাস | ক্রীত যে দাস | কর্মধারয় |
অসত্য | ন(নয়)সত্য | নঞ তৎপুরুষ | কবিগুরু | কবিদের গুরু | ষষ্ঠী তৎপুরুষ |
অবিশ্বাস | নয় বিশ্বাস | | কলঙ্করেখা | কলঙ্কের রেখা | |
অনতিবৃহৎ | ন অতি বৃহৎ | | কদাচার | কু যে আচার | কর্মধারয় |
অপর্যাপ্ত | নয় পর্যাপ্ত | | খড়মপা | খড়মের মতো পা যার | বহুব্রীহি |
অলসতন্দ্রা | অলসরূপ তন্দ্রা | রূপক কর্মধারয় | খেয়াঘাট | খেয়ার জন্যে ঘাট | চতুর্থ তৎপুরুষ |
অকালবার্ধক্য | অকালে বার্ধক্য | ৭মী তৎপুরুষ | গল্পপ্রেমিক | গল্পের প্রেমিক | ষষ্ঠী তৎপুরুষ |
অনুরূপ | রূপের সদৃশ | অব্যয়ীভাব | গৃহান্তর | অন্য গৃহ | নিত্য সমাস |
আমরা | তুমি, সে ও আমি | একশেষ দ্ব›দ্ব/নিত্য | গাছপাকা | গাছে পাকা | সপ্তমী তৎপুরুষ |
আয়কর | আয়ের উপর কর | মধ্যপদলোপী কর্মধারয় | গৃহকর্ত্রী | গৃহের কত্রী | ষষ্ঠ তৎপুরুষ |
আলুনি | লবণের অভাব | অব্যয়ীভাব | গ্রামান্তর | অন্যগ্রাম | নিত্য সমাস |
আজকাল | আজ ও কাল | দ্ব›দ্ব সমাস | গলাগলি | গলায় গলায় যে ভাব | ব্যতিহার বহুব্রীহি |
আশীবিষ | আশীতে বিষ যার | বহুব্রীহি | গণ্যমান্য | গণ্য ও মান্য/যিনি গণ্য তিনি মান্য | দ্ব›দ্ব সমাস/ |
আমূল | মূল পর্যন্ত | অব্যয়ীভাব | গায়েপড়া | গায়ে পড়া | কর্মধারয় সমাস |
আরক্তিম | ঈষৎ রক্তিম | অব্যয়ীভাব | গণতন্ত্র | গণের তন্ত্র/ | অলুক তৎপুরুষ |
ঈগল পাখি | ঈগল নামের যে পাখি | মধ্যপদলোপী কর্মধারয় | গৃহস্থ | গণ বিষয়কতন্ত্র | ষষ্ঠী তৎপুরুষ/ |
ঊর্ণনাভ | উর্ণা নাভিতে যার | বহুব্রীহি সমাস | গিন্নিমা | গৃহে থাকে যে | মধ্যপদলোপী কর্মধারয় |
উপজেলা | জেলার সদৃশ | অব্যয়ীভাব | গায়ে হলুদ | যিনি গিন্নি তিনি মা | উপপদ তৎপুরুষ |
উপকণ্ঠ | কণ্ঠের সমীপে | অব্যয়ীভাব | জ্ঞানশূন্য | গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে | কর্মধারয় সমাস |
গোলাপফুল | গোলাম নামক ফুল | মধ্যপদলোপী কর্মধারয় | দশানন | জ্ঞান দ্বারা শূন্য | অলুক বহুব্রীহি |
চৌরাস্তা | চার রাস্তার সমাহার | দ্বিগু সমাস | দিলদরিয়া | দশ আনন যার | তৃতীয়া তৎপুরুষ |
চিরসুখী | চিরকাল ব্যাপিয়া সুখী | দ্বিতীয় তৎপুুরুষ | দা-কুমড়া | দিল রূপ দরিয়া | বহুব্রীহি সমাস |
চা-বাগান | চায়ের বাগান | ষষ্ঠী তৎপুরুষ | দুর্ভিক্ষ | দা ও কুমড়া | রূপক কর্মধারয় |
আকাশভ্রমণ | আকাশে ভ্রমণ | ৭মী তৎপুরুষ সমাস | অনুচিত | ভিক্ষার অভাব | দ্ব›দ্ব সমাস |
আমরণ | মরণ পর্যন্ত | অব্যয়ীভাব সমাস | অহিনকুল | ন উচিত | অব্যয়ীভাব |
আদিগন্ত | দিগন্ত পর্যন্ত | অব্যয়ীভাব | অহোরাত্র | অহি ও নকুল | নঞ তৎপুরুষ |
অনাথাশ্রম | অনাথের জন্যে আশ্রম | ৪র্থী তৎপুরুষ সমাস | অতীন্দ্রিয় | অহন ও রাত্র | দ্ব›দ্ব সমাস |
অর্থসচিব | অর্থ বিষয়ক সচিব | মধ্যপদলোপী কর্মধারয় | অনৈক্য | ইন্দ্রিয়কে অতিক্রম করে | দ্ব›দ্ব সমাস |
অমানুষ | ন মানুষ | নঞ তৎপুরুষ | অনুরূপ | ন ঐক্য | অব্যয়ীভাব সমাস |
রূপের সদৃশ | নঞ তৎপুরুষ | ||||
অব্যয়ীভাব সমাস |
প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম | প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
আয়কর | আয়ের ওপর কর | মধ্যপদলোপী কর্মধারয় | ডাকমাশুল | ডাকের জন্য মাশুল | ৪র্থী তৎপুরুষ |
আমরা | তুমি, সে ও আমি | নিত্য সমাস | দুধসাগু | দুধ মিশানো সাগু | মধ্যপদলোপী কর্মধারয় |
আমূল | মূল পর্যন্ত | অব্যয়ীভাব সমাস | দেবদত্ত | দেবকে দত্ত | চতুর্থী তৎপুরুষ |
ঋণমুক্ত | ঋণ থেকে মুক্ত | ৫মী তৎপুরুষ সমাস | পুরুষসিংহ | পুরুষ সিংহের ন্যায় | উপমিত কর্মধারয় |
উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব সমাস | পীতাম্বর | পীত অম্ব যার | বহুব্রীহি সমাস |
উপবিভাগ | বিভাগের সদৃশ | অব্যয়ীভাব সমাস | পসুরী | পাঁচ সেরের সমাহার | দ্বিগু সমাস |
চাঁদবদন | চাঁদের মতো বদন যার | বহুব্রীহি সমাস | পাষাণস্তুপ | পাষাণের স্তুপ | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
চিনিপাতা | চিনি দিয়ে পাতা | ৩য়া তৎপুরুষ সমাস | প্রশান্তি | প্র(প্রকৃতরূপে) শান্তি | প্রাদি সমাস |
ঘনশ্যাম | ঘনের ন্যায় শ্যাম | উপমান কর্মধারয় | পঙ্গজ | পঙ্কে জন্মে যে | উপপদ তৎপুরুষ সমাস |
চতুদর্শপদী | চতুর্দশ পদের সমাহার | দ্বিগু সমাস | দুধভাত | দুধ ও ভাত | দ্ব›দ্ব সমাস |
চতুর্ভুজ | চার ভুজের সমষ্টি | দ্বিগু সমাস | দুধেভাতে | দুধে ও ভাতে | অলুক দ্ব›দ্ব সমাস |
ছায়াশীতল | ছায়া দ্বারা শীতল | তৃতীয়া তৎপুরুষ | দেশত্যাগ | দেশকে ত্যাগ | দ্বিতীয়া তৎপুরুষ |
জ্যোস্নারাত | জ্যোস্না শোভিত রাত | মধ্যপদলোপী কর্মধারয় | দু:খপ্রাপ্ত | দু:খকে প্রাপ্ত | ২য়া তৎপুরুষ সমাস |
জনমানব | জন ও মানব | দ্ব›দ্ব সমাস | ধর্মঘট | ধর্ম রক্ষার্থে ঘট | মধ্যপদলোপী কর্মধারয় |
জীবনপ্রদীপ | জীবন রূপ প্রদীপ | রূপক কর্মধারয় | নবপৃথিবী | নব যে পৃথিবী | কর্মধারয় সমাস |
জনাকীর্ণ | জন দ্বারা আকীর্ণ | তৃতীয়া তৎপুরুষ | নাতজামাই | নাতনির জামাই | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
জাদুকর | জাদু করে যে | উপপদ তৎপুরুষ | নিরর্থক | নেই অর্থ যার | বহুব্রীহি সমাস |
জয়মুকুট | জয় সূচক মুকুট | মধ্যপদলোপী কর্মধারয় | নবযৌবন | নব যে যৌবন | কর্মধারয় সমাস |
জয়পতাকা | জয় সূচক পতাকা | মধ্যপদলোপী কর্মধারয় | নির্বিঘœ | ন বিঘœ | নঞ তৎপুরুষ সমাস |
জীবন-নদী | জীবন রূপ নদী | রূপক কর্মধারয় | নদীমাতৃক | নদী মাতা যার | বহুব্রীহি সমাস |
জন্মান্ধ | জন্ম থেকে অন্ধ | পঞ্চমী তৎপুরুষ | নবীনবরণ | নবীণদের বরণ করা হয় যে অনুষ্ঠানে | বহুব্রীহি সমাস |
ঝরনাধারা | ঝরনার ধারা | ষষ্ঠী তৎপুরুষ | নীলকণ্ঠ | নীলকণ্ঠ যার | বহুব্রীহি সমাস |
ডাকবাক্স | ডাকের বাক্স | ষষ্ঠী তৎপুরুষ | পকেটমার | পকেট মারে যে | উপপদ তৎপুরুষ |
ঢেঁকিছাঁটা | ঢেঁকি দিয়ে ছাঁটা | তৃতীয়া তৎপুরুষ | প্রগতি | প্র(প্রকৃষ্ট) গতি | প্রাদি সমাস |
তিমিরবিদারী | তিমির বিদার করে যে | উপপদ তৎপুরুষ | পুস্পসৌরভ | পুস্পের সৌরভ | ষষ্ঠী তৎপুরুষ |
তেপান্তর | তিন প্রান্তরের সমাহার | দ্বিগুসমাস | প্রাণভয় | প্রাণ-হারানোর ভয় | মধ্যপদলোপী কর্মধারয় |
তিমিরকুন্তলা | তিমিরের মতো কুন্তল যার | মধ্যপদলোপী বহুব্রীহি | প্রভাত | প্র (প্রকৃষ্ট) ভাত | প্রাদি সমাস |
তেপায়া | তিন পায়া যার | সংখ্যাবাচক বহুব্রীহি | পাষাণস্তুপ | পাষাণের বস্তু | ষষ্ঠী তৎপুরুষ |
তন্মাত্র | কেবল তা | নিত্য সমাস | পশুরী | পাঁচ সেরের সমাহার | দ্বিগু সমাস |
ত্রিলোক | ত্রি(তিন) লোকের সমাহার | দ্বিগু সমাস | পলান্ন | পল মিশ্রিত অন্ন | মধ্যপদলোপী কর্মধারয় |
ত্রিফলা | ত্রি ফলের সমাহার | দ্বিগু সমাস | প্রাণপ্রিয় | প্রাণ থেকে প্রিয় | পঞ্চমী তৎপুরুষ |
তপোবন | তপের নিমিত্ত বন | চতুর্থী তৎপুরুষ | প্রশান্তি | প্র (প্রকৃতরূপে) শান্তি | প্রাদি সমাস |
তেরো নদী | তেরো নদী | অলুক সমাস | প্রপিতামহ | পিতামহের পিতা | ষষ্ঠী তৎপুরুষ |
তেভাগা | তিন ভাগ যার | বহুব্রীহি সমাস | প্রতিদান | দানের বদলে দান | অব্যয়ীভাব সমাস |
দম্পতি | জায়া ও পতি | দ্ব›দ্ব সমাস | প্রাণবধ | প্রাণের বধ | ষষ্ঠী তৎপুরুষ |
দেশান্তর | অন্য দেশ | নিত্য সমাস | পঞ্চবটী | পঞ্চ বটের সমাহার | দ্বিগু সমাস |
দেহলতা | দেহ লতার ন্যায় | উপমিত কর্মধারয় | পঙ্কজ | পঙ্কে জন্মে যে | উপপদ তৎপুরুষ |
দ্রæতগামী | দ্রæত গমন করে যে | কর্মধারয় সমাস | পদচ্যুত | পদ থেকে চ্যুত | পঞ্চমী তৎপুরুষ |
দেশপলাতক | দেশ থেকে পলাতক | পঞ্চমী তৎপুরুষ | পদদলিত | পদ দ্বারা দলিত | ৩য়া তৎপুরুষ |
দেশভঙ্গ | দেশকে ভঙ্গ | দ্বিতীয় তৎপুরুষ | প্রাণপাখি | প্রাণ রূপ পাখি | রূপক কর্মধারয় |
প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম | প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
পানাপুকুর | পানা ভরা পুকুর | মধ্যপদলোপী কর্মধারয় | যুদ্ধবিরতি | যুদ্ধে বিরতি | সপ্তমী তৎপুরুষ |
বেওয়ারিশ | বে (নেই) ওয়ারিশ যার | নঞর্থক বহুব্রীহি | জাদুকর | জাদু করে যে | উপপদ তৎপুরুষ |
বাকবিতÐা | বাক দ্বারা বিতÐা | তৃতীয়া তৎপুরুষ | রাজহংস | হংসের রাজা | ষষ্ঠী তৎপুরুষ |
বেহিসাবি | নেই হিসাব যার | বহুব্রীহি সমাস | রাজপথ | পথের রাজা | ষষ্ঠী তৎপুরুষ |
বিষাদসিন্ধু | বিষাদরূপ সিন্ধু | রূপক কর্মধারয় | রাজদÐ | রাজার দÐ | ষষ্ঠী তৎপুরুষ |
ধামাধরা | ধামা ধরে যে | উপপদ তৎপুরুষ | দশানন | দশ আনন যার | বহুব্রীহি সমাস |
দূতাবাস | দূতের আবাস | ৬ষ্ঠী তৎপুরুষ | দেশভঙ্গ | দেশকে ভঙ্গ | দ্বিতীয়া তৎপুরুষ |
দু:খপ্রাপ্ত | দু:খকে প্রাপ্ত | ২য়া তৎপুরুষ | তুষারশীতল | তুষারের ন্যায় শীতল | উপমান কর্মধারয় |
দেশবিখ্যাত | দেশে বিখ্যাত | ৭মী তৎপুরুষ | তমাললতা | তমাল নামক লতা | মধ্যপদলোপী কর্মধারয় |
দেশত্যাগ | দেশকে ত্যাগ | ২য়া তৎপুরুষ | তুষারধবল | তুষারের ন্যায় ধবল | উপমান কর্মধারয় |
দা-কুমড়া | দা ও কুমড়া | দ্ব›দ্ব সমাস | তিমিরকুন্তলা | তিমিরের মতো কুন্তল(চুল)যার | মধ্যপদলোপী কর্মধারয় |
দ্বীপ | দুই দিকে অপ যার | নিপাতনে সিদ্ধ বহুব্রীহি | জয়ন্তী | ব্যক্তির জন্ম তিথি উপলক্ষ্যে যে উৎসব | বহুব্রীহি সমাস |
দোয়াত-কলম | দোয়াত ও কলম | দ্ব›দ্ব সমাস | ঝরণাধারা | ঝরণার ধারা | ষষ্ঠী তৎপুরুষ |
চিরস্থায়ী | চিরকাল ব্যাপিয়া স্থায়ী | ২য়া তৎপুরুষ সমাস | ক্ষুধানল | ক্ষুধা রূপ অনল | রূপক কর্মধারয় |
চাঁদমুখ | মুখ চাঁদের ন্যায় | উপমিত কর্মধারয় | কুম্ভকার | কুম্ভ করে যে | উপপদ তৎপুরুষ |
চোখাচোখি | চোখে চোখে যে দেখা | ব্যতিহার বহুব্রীহি | কলঙ্করেখা | কলঙ্কের রেখা | ষষ্ঠী তৎপুরুষ |
ঘরছাড়া | ঘর ছেড়েছে যে | উপপদ কর্মধারয় | কমবখ্ত | কম বখ্ত যার | বহুব্রীহি সমাস |
ঘোড়ার ডিম | ঘোড়ার ডিম | অলুক তৎপুরুষ | কালসিন্ধু | কাল রূপ সিন্ধু | রূপক কর্মধারয় |
ঘিয়েভাজা | ঘিয়ে ভাজা | অলুক তৎপুরুষ | ক্রীতদাস | ক্রীত যে দাস | কর্মধারয় সমাস |
গুণমুগ্ধ | গুণে মুগ্ধ | ৭মী তৎপুরুষ | ইন্দ্রজিৎ | ইন্দ্রকে জয় করেছে যে | উপপদ তৎপুরুষ |
বিশ্রী | শ্রীর অভাব | অব্যয়ীভাব | রাজনীতি | রাজার নীতি | ষষ্ঠী তৎপুরুষ |
বিধিলিপি | বিধির লিপি | ষষ্ঠী তৎপুরুষ | রাজপথ | পথের রাজা | ষষ্ঠী তৎপুরুষ |
বাহুলতা | বাহু লতার ন্যায় | উপমিত কর্মধারয় | রক্তমাংস | রক্ত ও মাংস | দ্ব›দ্ব সমাস |
বেতার | তার নেই যার | বহুব্রীহি সমাস | রূপান্তর | অন্য রূপ | নিত্য সমাস |
বিয়ে পাগল | বিয়ের জন্য পাগল | চতুর্থী তৎপুরুষ | রাতকানা | রাতে কানা | সপ্তমী তৎপুরুষ |
বনভোজন | বনে ভোজন | সপ্তমী তৎপুরুষ | লেনদেন | লেন ও দেন | দ্ব›দ্ব সমাস |
বাক্যান্তর | অন্য বাক্য | নিত্য সমাস | লোকভয় | লোক থেকে ভয় | পঞ্চমী তৎপুরুষ |
বাস্তুহারা | বাস্তু থেকে হারা | পঞ্চমী তৎপুরুষ | লাঠালাঠি | লাঠিতে লাঠিতে লড়াই | ব্যতিহার বহুব্রীহি |
বীণাপানি | বীণা পানিতে যার | বহুব্রীহি সমাস | শিক্ষামন্ত্রী | শিক্ষা বিষয়ক মন্ত্রী | মধ্যপদলোপী কর্মধারয় |
বাজিকর | বাজি করে যে | উপপদ তৎপুরুষ | শতাব্দী | শত অব্দের সমাহার | দ্বিগু সমাস |
ভালোমন্দ | ভালো ও মন্দ | দ্ব›দ্ব সমাস | শ্রমলদ্ধ | শ্রম দ্বারা লদ্ধ | তৃতীয়া তৎপুরুষ |
মোহনিদ্রা | মোহ রূপ নিদ্রা | রূপক কর্মধারয় | শীতাতপ | শীত ও তাপ | দ্ব›দ্ব সমাস |
মন্দভাগ্য | মন্দ যে ভাগ্য | কর্মধারয় সমাস | সন্ধ্যাপ্রদীপ | সন্ধ্যার প্রদীপ | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
মুখচন্দ্র | মুখ চন্দ্রের ন্যায় | উপমিত কর্মধারয় | সিংহাসন | সিংহ চিহ্নিত আসন | মধ্যপদলোপী কর্মধারয় |
মেঘলুপ্ত | মেঘ দ্বারা লুপ্ত | তৃতীয়া তৎপুরুষ | সৈন্যসামন্ত | সৈন্য ও সামন্ত | দ্ব›দ্ব সমাস |
মমতারস | মমতা মিশ্রিত রস | মধ্যপদলোপী কর্মধারয় | সলিলসমাধি | সলিলে সমাধি | সপ্তমী তৎপুরুষ |
মিঠাকড়া | যা মিঠা তা কড়া | কর্মধারয় সমাস | সাত-সতেরো | সাত ও সতেরো | দ্ব›দ্ব সমাস |
মনগড়া | মন দিয়ে গড়া | তৃতীয়া তৎপুরুষ | সংবাদপত্র | সংবাদ বহনকারী পত্র | মধ্যপদলোপী কর্মধারয় |
মহাত্মা | মহান আত্মা যার | বহুবীহি সমাস | সপ্তডিঙ্গা | সপ্ত ডিঙ্গার সমাহার | দিগু সমাস |
মহাজন | মহান যে জন | কর্মধারয় সমাস | সপ্তাহ | সপ্ত অহের সমাহার | দ্বিগু সমাস |
মনমাঝি | মন রূপ মাঝি | রূপক কর্মধারয় | সপ্তর্ষি | সপ্ত ঋষির সমাহার | দ্বিগু সমাস |
মধুকর | মধু আহরণ করে যে | উপপদ তৎপুরুষ | সাপে-নেউলে | সাপে ও নেউলে | অলুক দ্ব›দ্ব সমাস |
মধুমাখা | মধু দিয়ে মাখা | তৃতীয়া তৎপুরুষ | সহোদর | সহ উদর যার | বহুব্রীহি সমাস |
HSC | বাংলা ২য় | কলেজ ভিত্তিক অনুবাদ ১৬১-১৮৫ | PDF Download
HSC | বাংলা ২য় | কলেজ ভিত্তিক অনুবাদ ১৪১-১৬০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় | কলেজ ভিত্তিক অনুবাদ ১২১-১৪০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় | বোর্ড ভিত্তিক অনুবাদ ১০১-১২০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় পত্র | অনুবাদ ৬১-৮০ | Onubad | PDF Download
প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম | প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
যথারীতি | রীতিকে অতিক্রম না করে | অব্যয়ীভাব সমাস | হাতাহাতি | হাতে হাতে লড়াই | ব্যতহিার বহুব্রীহি |
যথাসাধ্য | সাধ্যকে অতিক্রম না করে | অব্যয়ীভাব সমাস | হাসাহাসি | হাসতে হাসতে যে ক্রিয়া | ব্যতহিার বহুব্রীহি |
যুগান্তর | অন্য যুগ | নিত্য সমাস | হাতেপায়ে | হাতে ও পায়ে | অলুক দ্বন্ধ সমাস |
যথেষ্ট | ইষ্টকে অতিক্রম না করে | অব্যয়ীভাব | হররোজ | রোজ রোজ | অব্যয়ীভাব সমাস |
যথাবিধি | বিধিকে অতিক্রম না করে | অব্যয়ীভাব | হিতাহিত | হিত ও অহিত | দ্বন্ধ সমাস |
ষড়যন্ত্র | ষট যে যন্ত্র | কর্মধারয় | হাভাত | ভাতের অভাব | অব্যয়ীভাব সমাস |
হাঁটুজল | হাঁটু পরিমাণ জল | মধ্যপদলোপী কর্মধারয় | সপরিবার | পরিবারের সহিত বর্তমান | বহুব্রীহি সমাস |
হজ্বযাত্রা | হজ্বের জন্যে যাত্রা | ৪র্থী তৎপুরুষ | সুখ-সময় | সুখের সময় | ষষ্ঠী তৎপুরুষ |
হাতকাটা | হাত যার কাটা | বহুব্রƒীহি সমাস | সহৃদয় | হৃদয়সহ বর্তমান | বহ্রব্রীহি সমাস |
হাতেখড়ি | হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে | বহুব্রীহি সমাস | সজ্জন | সৎ যে জন | র্কমধারয় সমাস |
স্বাক্ষর | স্ব(নিজ) এর অক্ষর | ষষ্ঠী তৎপুরুষ | শশব্যস্ত | শশকের ন্যায় ব্যস্ত | উপমান র্কমধারয় |
সত্যাসত্য | সত্য ও অসত্য | দ্ব›দ্ব সমাস | রাষ্ট্রপতি | রাষ্ট্রের পতি | ৬ষ্ঠী তৎপুরুষ |
স্বর্গপ্রাপ্ত | স্বর্গকে প্রাপ্ত | ২য়া তৎপুরুষ | রেলগাড়ি | রেলের উপর চালিত গাড়ি | মধ্যপদলোপী র্কমধারয় |
সুখ সাগর | সুখ রূপ সাগর | রূপক কর্মধারয় | রাজপুত্র | রাজার পুত্র | ৬ষ্ঠী তৎপুরুষ |
মানুষগুলো | অনেক মানুষ | নিত্য সমাস | মাঝদরিয়া | দরিয়ার মাঝ | ৬ষ্ঠী তৎপুরুষ |
মতান্তর | অন্য মত যার | নিত্য সমাস | বটবৃক্ষ | বট নামক বৃক্ষ | মধ্যপদলোপী র্কমধারয় |
মিশকালো | মিশির ন্যায় কালো | উপমান কর্মধারয় | বিড়ালচোখা | বিড়ালের মতো চোখ যার | বহুব্রীহি সমাস |
যথারীতি | রীতিকে অতিক্রম না করে | অব্যয়ীভাব সমাস | বীণাপাণি | বীণা পানিতে যার | বহুব্রীহি সমাস |
যুদ্ধবিরতি | যুদ্ধে বিরতি | সপ্তমী তৎপুরুষ | বিষমাখা | বিষ দিয়ে মাখা | ৩য়া তৎপুরুষ |
যৌবন-বেগ | যৌবনের বেগ | ষষ্ঠী তৎপুরুষ | বিদ্যাহীন | বিদ্যা দ্বারা হীন | ৩য়া তৎপুরুষ |
রক্তারক্তি | পরস্পর রক্ত ঝরিয়ে যে লড়াই | ব্যতিহার বহুব্রীহি | বেগুন ভাজা | ভাজা যে বেগুন | র্কমধারয় সমাস |
মার্তÐপ্রায় | মার্তÐের প্রায় | নিত্য সমাস | বজ্রসম | বজ্রের সম | ষষ্ঠী তৎপুরুষ সমাস |
মাছধরা | মাছকে ধরা | ২য়া তৎপুরুষ | বাস্তুহারা | বাস্তু থেকে হারা | পঞ্চমী তৎপুরুষ |
মহাপৃথিবী | মহান যে পৃথিবী | কর্মধারয় সমাস | বিমনা | অন্য দিকে মন যার | বহুব্রীহি সমাস |
মকরমুখো | মকরের ন্যায় মুখ যার | বহুব্রীহি সমাস | বিপতœীক | বিগত হয়েছে পতœী যার | বহুব্রীহি মাস |
ভবনদী | ভব রূপ নদী | রূপক কর্মধারয় | বিশালাক্ষী | চোখ আয়ত যে নারীর | বহুব্রীহি সমাস |
ভারার্পণ | ভারকে অর্পণ | দ্বিতীয়া তৎপুরুষ | ফৌজদারী আদালত | ফৌজদারি বিষয়ক আদালত | মধ্যপদলোপী র্কমধারয় |
বজ্রকঠোর | বজ্র্যের ন্যায় কঠোর | উপমান কর্মধারয় | ফুলকুমারী | ফুলের ন্যায় কুমারী | উপমতি র্কমধারয় |
বাগদত্তা | বাক দ্বারা দত্তা | ৩য়া তৎপুরুষ | পাঁচগজি | পাঁচ গজ পরিমাণ যার | বহুব্রীহি সমাস |
পুস্পসৌরভ | পুস্পের সৌরভ | ষষ্ঠী তৎপুরুষ | নীলপদ্ম | নীল যে পদ্ম | র্কমধারয় সমাস |
প্রাণভোমরা | প্রাণ রূপ ভোমরা | রূপক কর্মধারয় | প্রাণপাখি | প্রাণ রূপ পাখি | রূপক র্কমধারয় |
প্রগতি | প্র(প্রকৃষ্ট) গতি | প্রাদি সমাস | পরিচয়পত্র | পরিচয় জ্ঞাপক পত্র | মধ্যপদলোপী র্কমধারয় |
পথেঘাটে | পথে ও ঘাটে | দ্ব›দ্ব সমাস | পুণ্যাত্মা | পুণ্য আত্মা যার | বহুব্রীহি সমাস |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।