ষষ্ঠ শ্রেণি‘র স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৩: চলো বন্ধু হই ।।
ষষ্ঠ শ্রেণি পরীক্ষা প্রস্তুতির জন্য কুইজ প্রশ্ন
বিষয়: স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৩: চলো বন্ধু হই
১. প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছাতে আমরা কয়টি ধাপ পার হব?
উত্তর : ছয়টি ধাপ।
২. কীসের অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না?
উত্তর : সহমর্মিতার।
৩. নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য কী করা উচিত?
উত্তর : ক্ষমা চাওয়া।
৪. প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী কী করব?
উত্তর : কাজের পরিকল্পনা।
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণি‘র স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-২ আমার কৈশোরের যত্ন
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণি‘র স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৩: চলো বন্ধু হই
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-১: সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৫: অনুভূতি ও প্রয়োজনের কথা বলি
৫. আমরা বন্ধুদের কাছ থেকে বিভিন্নভাবে কী হই?
উত্তর : উপকৃত।
৬. আলো-বাতাস, পানি, গাছপালা, পশু-পাখি এসব কী?
উত্তর : প্রকৃতির উপাদান।
৭. প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের কী করে?
উত্তর : বেঁচে থাকতে সাহায্য করে।
৮. কোনগুলো আমাদের বাঁচিয়ে রাখে?
উত্তর : আলো, বাতাস, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি।
৯. উৎসব উদযাপন করার জন্য আমরা সবাই কী করব?
উত্তর : পরিকল্পনা ও অংশগ্রহণ করব।
১০. এক মাস পরে আমরা কী উৎসব করব?
উত্তর : বন্ধুমেলা।
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,কবিতা
- আরো পড়ুন:৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,গান
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,গল্প
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,প্রবন্ধ
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,নাটক
১১. কে কে বন্ধু হতে পারে?
উত্তর : মানুষ, পশুপাখি, গাছপালা, আলো, বাতাস, পানি পারস্পরিক সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে একে অপরের বন্ধু হতে পারে।
১২. প্রিয় বন্ধু হতে কী করব?
উত্তর : প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী আমার কাজের একটি পরিকল্পনা তৈরি করব এবং প্রিয় বন্ধু হতে সহমর্মী আচরণ করব।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।