ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৫: অনুভূতি ও প্রয়োজনের কথা বলি ।।
ষষ্ঠ শ্রেণি পরীক্ষা প্রস্তুতির জন্য কুইজ প্রশ্ন
বিষয়: স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৫: অনুভূতি ও প্রয়োজনের কথা বলি
১. পরিস্থিতি অনুযায়ী আমাদের কোনটি ভিন্ন ভিন্ন হতে পারে?
উত্তর : অনুভূতি ও আচরণ।
২. কখনো কখনো আমাদের চাওয়া, অনুভূতি ও মতামত প্রকাশ করার ধরন কী হয়?
উত্তর : অন্যদের সাথে মিলে যাবে।
৩. বাবলের মতোই প্রতিটি মানুষকে ঘিরে একটি অদৃশ্য কী থাকে?
উত্তর : বাবল।
ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৫: অনুভূতি ও প্রয়োজনের কথা বলি
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণি‘র স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-২ আমার কৈশোরের যত্ন
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণি‘র স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৩: চলো বন্ধু হই
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-১: সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি
- আরো পড়ুন: ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, অধ্যায়-৫: অনুভূতি ও প্রয়োজনের কথা বলি
৪. আমার ইচ্ছার বিরুদ্ধে কোন সীমানায় প্রবেশ করার অধিকার কারো নেই?
উত্তর : ব্যক্তিগত।
৫. কয় ধরনের স্পর্শ আছে?
উত্তর : দুই ধরনের।
৬. স্পর্শগুলো কী কী?
উত্তর : নিরাপদ স্পর্শ ও অনিরাপদ স্পর্শ।
৭. নিরাপদ স্পর্শে আমার কী হবে না?
উত্তর : অস্বস্তি।
৮. কোন স্পর্শ একদমই ঠিক না?
উত্তর : অনিরাপদ।
৯. অনিরাপদ স্পর্শ আমার কী দেয়?
উত্তর : শরীর ও মনকে কষ্ট দেয়।
১০. যখন কেউ আমাকে আঘাত করে যা এমনভাবে স্পর্শ করে যার জন্য আমি অস্বস্তিবোধ করি তাকে কী বলে?
উত্তর : অনিরাপদ স্পর্শ।
১১. আমাকে কেউ অনিরাপদভাবে স্পর্শ করলে সে দোষ কার?
উত্তর : আমার নয়।
১২. আমি যখন অন্যদের চোখের দিকে তাকিয়ে কথা বলব তখন আমাকে কী মনে হবে?
উত্তর : আত্মবিশ্বাসী।
১৩. নিজেকে শান্ত রাখতে কী করব?
উত্তর : লম্বা দম নেব।
১৪. যা বলতে চাই তা কেমন করে বলব?
উত্তর : খুব স্পষ্ট ও দৃঢ়ভাবে।
১৫. কেউ যদি আমার সাথে চিৎকার করে, তাহলে কী হয়?
উত্তর : কষ্ট লাগে।
১৬. কথা বলার সময় কী করব?
উত্তর : সোজা হয়ে দাঁড়াব বা বসব।
১৭. কখন অঙ্গভঙ্গি শান্ত রাখব?
উত্তর : কথা বলার সময়।
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,কবিতা
- আরো পড়ুন:৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,গান
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,গল্প
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,প্রবন্ধ
- আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণি-বাংলা ৬ষ্ঠ অধ্যায় : সাহিত্য পড়ি লিখতে শিখি,নাটক
১৮. কারো কথার মাঝে কী করব না?
উত্তর : কথা বলব না।
১৯. মনের কথা সুস্পষ্টভাবে প্রকাশ না পেলে কী হতে পারে?
উত্তর : অন্যের সাথে দূরত্ব বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে।
২০. নিজের প্রয়োজন, অনুভূতি ও মতামত দৃঢ়ভাবে প্রকাশ করব কীভাবে?
উত্তর : অন্যের অধিকার ক্ষুণœ না করে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।