শ্রেণি ৪র্থ | ইসলাম শিক্ষা | চতুর্থ অধ্যায় | বহুনির্বাচনি | PDF : চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির চতুর্থ অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
কুরআন মজিদ শিক্ষা
১. সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
ক. তাওরাত
খ. যাবুর
গ. ইঞ্জিল
ঘ. কুরআন
২. মহানবি (স.)-এর উপর নাজিল হয় কোন কিতাব?
ক. কুরআন
খ. ইঞ্জিল
গ. যাবূর
ঘ. তাওরাত
৩. সালাতে কুরআন মজিদ তিলাওয়াত করা কী?
ক. ফরজ
খ. ওয়াজিব
গ. নফল
ঘ. সুন্নত
৪. “তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায়”- এ বাণীটি কার?
ক. মহান আল্লাহর
খ. মহানবি (স.)-এর
গ. হযরত আবু বকর (রা)-এর
ঘ. হযরত আলী (রা)-এর
৫. কুরআন মজিদ কার উপর নাজিল হয়?
ক. মুহাম্মদ (স.)-এর উপর
খ. ঈসা (আ.)-এর উপর
গ. ইবরাহীম (আ.)-এর উপর
ঘ. মুসা (আ.)-এর উপর
আরবি বর্ণমালা
৬. কুরআন মজিদের ভাষা কী?
ক. আরবি
খ. উর্দু
গ. ফারসি
ঘ. হিন্দি
৭. আরবিতে মোট হরফ বা অক্ষর আছে কতটি?
ক. ৩০টি
খ. ২৯টি
গ. ১৭টি
ঘ. ২১টি
৮. ( ﻉ) এর সঠিক. উচ্চারণ কোনটি?
ক. গাইন
খ. খা
গ. আইন
ঘ. হামযা
৯. ( ﻩ ) এই হরফটির নাম কী?
ক. হা
খ. হামযা
গ. পেশ
ঘ. ওয়াও
১০. কোনটি ‘যোয়া’?
ক. ﻅ
খ. ﻄ
গ. ﻉ
ঘ. ﻩ
হরকত [ পৃষ্ঠা নং ৫৮ ]
১১. যের, যবর ও পেশকে কী বলে?
ক. তানবীন
খ. তাশদীদ
গ. হরকত
ঘ. তাজবিদ
১২. যের হরফের কোথায় থাকে?
ক. উপরে
খ. নিচে
গ. পাশে
ঘ. ভিতরে
১৩. হরকত কাকে বলে?
ক. এক. যবর, এক. যের, এক. পেশকে
খ. দুই যবর, দুই যের, দুই পেশকে
গ. কুরআন মজিদ টেনে পড়াকে
ঘ. হরফের উচ্চারণ স্থানকে
১৪. হরফের উপর যবর থাকলে উচ্চারণ কেমন হয়?
ক. ‘া’ কার
খ. ‘’ি কার
গ. ‘ ু’ কার
ঘ. ‘ ূ’ কার
১৫. হরফের উপর পেশ থাকলে উচ্চারণ কেমন হয়? চ
ক. ‘ ু’ কার
খ. ‘’ি কার
গ. ‘া’ কার
ঘ. ‘ ূ’ কার
১৬. শব্দটির উচ্চারণ-
ক. খালাফা খ. খালাকা
গ. যালাকা ঘ. আখলাকা
তানবীন [ পৃষ্ঠা নং ৫৯ ]
১৭. দুই যবর, দুই যের ও দুই পেশকে কী বলে?
ক. হরকত
খ. তাশদীদ
গ. তানবীন
ঘ. তাজবিদ
১৮. তানবীন অর্থ কী?
ক. টেনে পড়া
খ. থেমে পড়া
গ. নূনে পরিণত করা
ঘ. মিমে পরিণত করা
১৯. তানবীনের উচ্চারণ কী রূপ হয়?
ক. মীমযুক্ত
খ. নুনযুক্ত
গ. ওয়াওযুক্ত
ঘ. লামযুক্ত
২২. জযম যুক্ত হরফকে কী বলা হয়?
ক. তাশদীদ
খ. মাদ্দ
গ. সাকিন
ঘ. হরকত
২৫. একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে কী বলে?
ক. তানবীন
খ. তাশদীদ
গ. জযম
ঘ. হরকত
মাদ্দ
২৬. মাদ্দের হরফ কীভাবে পড়তে হয়?
ক. থেমে থেমে
খ. জোরে জোরে
গ. আস্তে আস্তে
ঘ. টেনে টেনে
২৭. যবর-এর পরে ﺍ (আলিফ) থাকলে কীভাবে পড়তে হয়?
ক. একটু টেনে পড়তে হয়
খ. একটু থেমে পড়তে হয়
গ. একটু জোরে পড়তে হয়
ঘ. একটু আস্তে পড়তে হয়
২৮. ছোট মাদ্দ ও বড় মাদ্দ বোঝানোর জন্য কয়টি চিহ্ন ব্যবহার হয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
২৯. যের-এর পরে জযমযুক্ত (ي) ইয়া থাকলে কীভাবে পড়তে হয়?
ক. একটু টেনে
খ. একটু থেমে
গ. একটু বাদ দিয়ে
ঘ. একটু দম নিয়ে
তাজবীদ [ পৃষ্ঠা নং ৬৫ ]
৩০. সঠিক. উচ্চারণে তিলাওয়াত না করলে কী শুদ্ধ হয় না?
ক. সালাত
খ. মাখরাজ
গ. আয়াত
ঘ. অর্থ
৩১. কুরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক. হরফের জন্য কয়টি সওয়াব পাওয়া যায়? জ
ক. ১৫টি
খ. ২০টি
গ. ১০টি
ঘ. ১২টি
৩২. “কুরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক. হরফের জন্য ১০টি সাওয়াব পাওয়া যায়”- এ উক্তিটি কার? ছ
ক. আল্লাহ তায়ালার
খ. মহানবি (স.)-এর
গ. হযরত উমর (রা)-এর
ঘ. হযরত উসমান (রা)-এর
মাখরাজ
৩৩. আরবি হরফ উচ্চারণের স্থানকে কী বলে?
ক. তাজবীদ
খ. তাশদীদ
গ. মাখরাজ
ঘ. হরকত
৩৪. আরবি হরফ উচ্চারণের জন্য মানুষের কয়টি অঙ্গ. ব্যবহার করতে হয়?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
৩৫. আরবি হরফ কোথা থেকে উচ্চারিত হয়?
ক. মুখের বিভিন্ন স্থান থেকে
খ. পেটের বিভিন্ন স্থান থেকে
গ. নাকের বিভিন্ন স্থান থেকে
ঘ. মাথার বিভিন্ন স্থান থেকে
৩৬. কণ্ঠনালি, জিহব্বা, তালু, দাঁত ও ঠোট এগুলো থেকে কী উচ্চারিত হয়?
ক. মাখরাজ
খ. মাদ্দ
গ. তাজবীদ
ঘ. তাশদীদ
ইদগাম
৩৭. কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে পড়াকে কী বলে?
ক. ইদগাম
খ. ইযহার
গ. ইক্বলাব
ঘ. ইখফা
৩৮. ইদগাম অর্থ কী?
ক. পৃথক. করা
খ. যুক্ত করা
গ. একত্রিত করা
ঘ. স্পষ্ট করা
ইযহার
৩৯. ইযহার করতে হয় কীভাবে?
ক. গুন্নাহ ছাড়া
খ. মাদ্দ ছাড়া
গ. হরকত ছাড়া
ঘ. কলব ছাড়া
৪০. ইযহার শব্দের অর্থ কী?
ক. প্রকাশ করা
খ. বন্ধ করা
গ. মিল করা
ঘ. আলাদা করা
সূরা আন নাসর
৪১. সূরা আন নাসর কোথায় অবতীর্ণ হয়?
ক. মক্কায়
খ. মদিনায়
গ. কুফায়
ঘ. সিরিয়ায়
৪২. সূরা আন নাসর-এর আয়াত সংখ্যা কতটি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪৩. আল্লাহর সাহায্য ও বিজয় এলে কী হবে?
ক. মানুষ দলে দলে আল্লাহ দীনে প্রবেশ করবে
খ. মানুষ দলে দলে সালাত কায়েম করবে
গ. মানুষ দলে দলে ভিড় জমাবে
ঘ. মানুষ দলে দলে হজ করবে
সূরা লাহাব
৪৪. সূরা আল লাহাব কোথায় অবতীর্ণ হয়?
ক. মক্কায়
খ. মদিনায়
গ. মিশরে
ঘ. সিরিয়ায়
৪৫. সূরা আল লাহাবে আয়াত সংখ্যা কতটি?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৭টি
৪৬. সূরা লাহাবে কার দুই হাত ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে?
ক. আবু লাহাবের
খ. আবু জাহেলের
গ. আবু লাহাবের স্ত্রীর
ঘ. আবু লাহাবের সন্তানের
সূরা ইখলাস
৪৭. সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়?
ক. তায়েফে
খ. জেদ্দায়
গ. ইরাকে
ঘ. মক্কায়
৪৮. সূরা ইখলাসে আয়াত সংখ্যা কতো?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৩টি
ঘ. ৭টি
৪৯. সর্বশেষ আসমানি কিতাব তিলাওয়াত করলে প্রত্যেক. হরফের বিনিময় কয়টি নেকী পাওয়া যাবে?
ক. ৫টি
খ. ১০টি
গ. ১৫টি
ঘ. ২০টি
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
যোগ্যতাভিত্তিক
৫০. নিচের কোন সূরায় আলাহর একত্ববাদের ঘোষণা দেওয়া আছে?
ক. সূরা আল-লাহাবে
খ. সূরা ইখলাসে
গ. সূরা আল-ফালাকে
ঘ. সূরা আন-নাসে
৫১. আ. রহিম কুরআন তিলাওয়াতের জন্য একটি পৃষ্ঠা খুলল এবং সে পৃষ্ঠাটির কোন দিক. থেকে তিলাওয়াত শুরু করবে? ছ
ক. বাম থেকে ডান দিকে
খ. ডান থেকে বাম দিকে
গ. নিচ থেকে উপরের দিকে
ঘ. মাঝখান থেকে উপরের দিকে
৫২. যে কোনো ভাষা শিখতে ও বলতে হলে ঐ ভাষার ব্যাকারণ শিখতে হয়। তেমনিভাবে আরবি ভাষা পড়তে ও বলতে হলে নিচের কোনটি জানতে হবে? জ
ক. তাশদীদ
খ. মাখরাজ
গ. তাজবীদ
ঘ. ইদগাম
৫৩. নিচের কোন সূরায় তওবা কবুল করার কথা বলা হয়েছে?
ক. সূরা আল-ফালাকে
খ. সূরা আন-নাসে
গ. সূরা আল-লাহাবে
ঘ. সূরা আন নাসরে
৫৪. আল্লাহর সাহায্য ও বিজয় এলে তুমি কী দেখবে?
ক. মানুষকে দলে দলে দ্বীনে প্রবেশ করতে
খ. মানুষকে দলে দলে বাজারে প্রবেশ করতে
গ. মানুষকে দলে দলে ভাগতে
ঘ. মানুষকে দলে দলে মিছিল করতে
৫৫. তুমি আরবি ভাষা শিখবে কেন?
ক. আরব দেশে যাবে বলে
খ. আরবিতে দোয়া করতে হয় বলে
গ. কুরআন মজিদের ভাষা আরবি বলে
ঘ. তুমি ইসলাম ধর্মের শিক্ষক. বলে
শিখনফল: সঠিক. উচ্চারণে কুরআন মজিদ শিক্ষা করা সম্পর্কে জানব।
৫৬. তোমাকে তাজবীদের নিয়ম শিক্ষা করতে হবে কেন?
ক. কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য
খ. আরবি ভালোভাবে আয়ত্ব করার জন্য
গ. কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের নিয়ম জানার জন্য
ঘ. কুরআনের অর্থ ভালোভাবে বুঝার জন্য
শিখনফল: শিক্ষার্থীরা কুরআন মজিদ তিলাওয়াতের গুরত্ব জানবে।
৫৭. তোমাকে সালাতে সঠিক. উচ্চারণে কুরআন তিলাওয়াত করতে হবে কেন?
ক. সালাত শুদ্ধ হওয়ার জন্য
খ. ভালো ইমাম হওয়ার জন্য
গ. মুসল্লিদের প্রসংশার জন্য
ঘ. সুন্দর সুর শুনানোর জন্য
৫৮. কুরআন মজিদ তিলাওয়াত করা তোমার জন্য গুরুত্বপূর্ণ কেন?
ক. সর্বশেষ কিতাব বলে
খ. সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত বলে
গ. শেষ নবির উপর নাজিল হয়েছে বলে
ঘ. আর কোন আসমানি কিতাব নেই বলে
শিখনফল: কুরআন পাকের মহত্ব ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানব।
৫৯. আমাদেরকে কুরআন মজিদের নির্দেশ মতো চলতে হবে কেন?
ক. দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য
খ. অনেক. ধন-সম্পদের মালিক. হওয়ার জন্য
গ. জান্নাতুল ফেরদাউস লাভ করার জন্য
ঘ. নেতৃত্ব লাভের জন্য
শিখনফল: সূরা লাহাবের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারব।
৬০. নিচের কোন সূরায় আবু লাহাবের স্ত্রীর সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
ক. সূরা আল ফাতিহায়
খ. সূর-আন-নাসরে
গ. সূরা আল-ফালাকে
ঘ. সূরা আল-লাহাবে
শিখনফল: তাশদীদের ব্যবহার সম্পর্কে জানতে পারব।
৬১. তোমার জন্য তাশদীদের ব্যবহার শিক্ষা করা গুরুত্বপূর্ণ কেন?
ক. একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করতে
খ. কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করতে
গ. কোনো হরফে উল্টা পেশ থাকলে তা একটু টেনে পড়তে
ঘ. বর্ণ বা হরফের মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে পড়তে
শিখনফল: আরবি ভাষা সম্পর্কে জানতে পারব।
৬২. কুরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে কেন?
ক. আরবদের ভাষা আরবি বলে
খ. আরবি শ্রেষ্ঠ ভাষা বলে
গ. আরবি বুঝতে সহজ বলে
ঘ. আরবি সবার জন্য জরুরি বলে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।