শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC: নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার শরীআত-এর উৎস-অধ্যায় ৩ হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয়া ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনার খুশি হবেন যে, আপনাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার শরীআত-এর উৎস-অধ্যায় ৩ হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর সমুহ:
১। ‘সালাত আদায় করার পর জমিনে ছড়িয়ে পড়।’ অনুবাদটি কোন সুরার অন্তর্গত?
ক. সূরা বনি ইসরাইল
খ. সূরা আলে ইমরান
গ. সুরা জুমুআ
ঘ. সূরা মু‘মেনুন
২। ‘লা হানহার’ শব্দের অর্থ কী?
ক. কঠোর হবেন না
খ.ধমক দেবেন না
গ. নিষেধ করবেন না
ঘ. আশ্রয় দেবেন না
৩। হযরত আবু বকর (রা) করআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার দায়িত্ব কার ওপর দেন?
ক. হযরত উসমান (রা.-এর ওপর
খ.হযরত যায়িদ ইব্ন সাবিত (রা.-এর ওপর
গ. হযরত ইব্ন আব্বাস (রা.-এর ওপর
ঘ. হযরত আবদুলাহ ইব্ন মাসউদ (রা.-এর ওপর
৪। শরীয়াতের উৎস হিসেবে কিয়াসের অনুমোদন প্রমাণ করে যে, ইসলাম-
ক.গতিশীল
খ. সর্বজনীন
গ. নিরপেক্ষ
ঘ. সুনিয়ন্ত্রিত
৫। আদালতে জাহাঙ্গীর তার আতœীয়ের পক্ষে মিথ্যা সাক্ষ্য দেয়। ইসলামি শরীআ অনুযায়ী তা-
ক. হালাল
ক্স হারাম
গ. মাকরূহ
ঘ. মুস্তাহাব
৬। কুরআন অধ্যয়নের ফলে-
i. সত্য-মিথ্যার পার্থক্য বোঝা যায়
ii. রাজনীতির হালচাল জানা যায়
iii. জীবনে সঠিক পথ নির্দেশ মেলে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ.i এবং iii
ঘ. i, ii এবং iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও।
আরিফ হেরোইন সেবন করে।তাকে নিষেধ করলে শোনে না। এ কারণে তাকে মারধর করা হয়। বিষয়টি ধর্মীয় শিক্ষককে বললে তিনি হেরোইন সেবন হারাম বলেন। নিরুপায় হয়ে তাকে সংশোদন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।
৭। কিসের ভিত্তিতে ধর্মীয় শিক্ষক আরিফের হেরোইন সেবনকে হারাম বলেন?
ক. কুরআন
খ. হাদিস
গ. ইজমা
ঘ.কিয়াস
৮। আরিফের হেরোইন সেবন বন্ধ করতে-
i. নতুন পরিবেশে কঠোর শৃঙ্খলার মধ্যে রাখতে হবে
ii. পারিবারিকভাবে সহানুভূতি দেখাতে হবে
iii. বন্ধু নির্বাচন বাবা-মায়ের অনুমতি নিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ.i এবং iii
ঘ. i, ii এবং iii
৯। উম্মে জামিল কে ছিল?
ক.আবু জেহেলের স্ত্রী
খ.আবু লাহাবের স্ত্রী
গ. আবু সুফিয়ানের স্ত্রী
ঘ. আবু মুসার স্ত্রী
১০। ‘আবু-ফুরকান’ শব্দের অর্থ কী?
ক.সত্য-মিথ্যার প্রভেদকারী
খ. উপদেশ
গ. অবতীর্ণ
ঘ. জ্যোতি
১১। “আমার উম্মতের সর্বাধিক ফযীলাতপূর্ণ ইবাদাত হচ্ছে কুরআন পাঠ”- এটি কোন হাদিস গ্রন্থে উলেখ আছে?
ক. বুখারী
খ. মুসলিম
গ. তিরমিযী
ঘ.বায়হাকী
১২। ‘আল কাদ্র’ শব্দের অর্থ কী?
ক. উত্তম
খ. সর্বোত্তম
গ.মর্যাদা
ঘ. পুরস্কার
১৩। কুরআন মাজীদে কাদের মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে?
ক.মুনাফিকদের
খ. কাফিরদের
গ. মুশরিকদের
ঘ. পেীত্তলিকদের
১৪। কোন সূরায় মহান আলাহ শরীআতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন?
ক. সূরা নূর
খ.সূরা মায়িদাহ
গ. সূরা হাশর
ঘ. সূরা আম্বিয়া
১৫। নিকট আতœীয় অর্থ দান করলে এক সাথে কয়টি কাজ হয়?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৬। শরীআতের তৃতীয় মুল উৎস কোনটি?
ক. কিয়াস
খ. ইজমা
গ. কুরআন মাজীদ
ঘ. বুখারী শরীফ
১৭। ‘বায়তুল ইষযাহ’ কোথায় অবস্থিত?
ক. চতুর্থ আসমানে
খ. আরশে মুয়ালায়
গ..নিকটবর্তী আসমানে
ঘ. জান্নাতুল বাকীতে
১৮। প্রধান ওহী লেখক কে?
ক. হযরত আমীরে মুয়াবিয়া (রা.
খ. হযরত হুযাইফা (রা.
গ.হযরত যায়িদ ইব্ন সাবিত (রা.
ঘ. হযরত আবু বকর সিদ্দিক (রা.
১৯। কোন যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ শাহাদাত বরণ করেন?
ক. বদর
খ. উহুদ
গ.. ইয়ামামা
ঘ. হুনাইন
২০। সাহাবিদের গৃহ থেকে গভীর রাতে কিসের রব উত্থিত হতো?
ক.কুরআন তিলাওয়াতের গুনগুন রব
খ. গানের গুনগুন রব
গ. ঝগড়ার কলরব
ঘ. ঘুমের ঘোরে নাক ডাকার শব্দ
১ | ২ | খ | ৩ | খ | ৪ | ক | ৫ | খ | |
৬ | গ | ৭ | ঘ | ৮ | খ | ৯ | খ | ১০ | ক |
১১ | ঘ | ১২ | গ | ১৩ | ক | ১৪ | খ | ১৫ | |
১৬ | খ | ১৭ | গ | ১৮ | গ | ১৯ | গ | ২০ | ক |
২১। কোথায় প্রত্যেকে নিজস্ব আমলনামা প্রত্যেক্ষ করবে?
ক. কবরে
খ.হাশরের ময়দানে
গ. জান্নাতে
ঘ. জাহান্নামে
২২। ‘আয-যিকর’ শব্দের অর্থ কী?
ক. আদেশ
খ.উপদেশ
গ. নিষেধ
ঘ. স্মরণ
২৩। ওহী লেখকের সংখ্যা কত ছিল?
ক.আট
খ. সাত
গ. পাঁচ
ঘ. ছয়
২৪। ইমাম বুখারী (রা.-এর পূর্ণ নাম কী?
ক. আব্দর রহমান ইবন শোয়াইব
খ. ইমাম ঈসা মুহাম্মদ ইবন ঈশা
গ. ইমাম মুহাম্মদ ইবন ইসমাইল
ঘ. ইমাম আহমদ ইবন ইসমাইল
২৫। “তোমরা যদি আলাহর নিয়ামত গণনা কর, তবে গুনে শেষ করতে পাবে না”- আয়াতটি কোন সূরায় আছে?
ক. সূরা আহযাব
খ. সূরা মায়িদা
গ.সূরা ইব্রাহীম
ঘ. সূরা তাওবা
২৬। সৎ বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন?
ক. নবীদের
খ. মুমিনদের
গ. হাফিজদের
ঘ.শহীদের
২৭। শানে নুযূল জানার উপকারিতা কয়টি?
ক.দুটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
২৮। পবিত্র কুরআনের সুরাসমূহের ক্রমধারা কার কর্তৃক নির্ধারিত?
ক. রাসুলদের
খ. ফেরেশতাগণের
গ.আলাহর
ঘ. জেবরাঈল (আ)-এর
২৯। বালাদুল আমীন বা নিরাপদ শহর কোনটি?
ক. মক্কা নগরী
খ. মদিনা নগরী
গ. জেরুজালেম নগরী
ঘ. বাগদাদ নগরী
৩০। ‘ইনশিরাহ’ শব্দের অর্থ কী?
ক. খুলে যাওয়া
খ.উন্মুক্ত
গ. উত্তোলন করা
ঘ. কথা বলা
৩১। কোন রাতে ফেরেশতা ও রূহসমূহ তাঁদের প্রতিপালকের অনুমতিক্রমে সব নির্দেশ নিয়ে অবতীর্ণ হন?
ক. শব-ই বরাতে
খ. আশুরার রাতে
গ.. কাদ্রের রাতে
ঘ. মি’রাজের রাতে
৩২। মুজতাহিদ অর্থ কী?
ক.গবেষক
খ. ধর্মভীরু
গ. চিন্তাশীল
ঘ. মহাজ্ঞানী
৩৩। “আমি প্রত্যেক রাসুলকেই তাঁর স্বজাতির ভাষায় প্রেরণ করেছি।” এটি কোন সুরার অন্তর্ভুক্ত?
ক. সূরা হাশর
খ. সূরা নাহ্ল
গ.সূরা ইব্রাহীম
ঘ. নাহারী সূরা
৩৪। মক্কায় অবতীর্ণসূরার সংখ্যা কত?
ক. ৮০টি
খ.৮৬টি
গ. ৯০টি
ঘ. ৯২টি
৩৫। হিজরতের পূর্বে যে সকল সূলা নাজিল হয়েছে সেগুলোকে কী বলে?
ক.মাক্কী সূরা
খ. লাইলী সূরা
গ. মাদানী সূরা
ঘ. নাহারী সূরা
৩৬। “যে ব্যক্তি সুললিত কন্ঠে কুরাআন তিলাওয়াত করে না সে আমার নীতির ওপর প্রতিষ্ঠিত নয়”-এটি ােন গ্রন্থে উলেখ আছে?
ক. বায়হাকী
খ. তিরমিযী
গ.আবু দাউদ
ঘ. নাসাঈ
৩৭। মাদানী সুরার বৈশিষ্ট কয়টি?
ক. দশটি
খ.আটটি
গ. সাতটি
ঘ. পাঁচটি
৩৮। শরীআতের প্রথম ও প্রধান উৎস কী?
ক. সুন্নাহ
খ. ইজমা
গ.কুরআন মাজীদ
ঘ. কিয়াস
৩৯। শরীআতের মাজীদ কাদ্রের রাতে কোথায় অবতীর্ণত হয়েছিল?
ক.বায়তুল ইয্যাহ নামক স্থানে
খ. বায়তুল মামুর নামক স্থানে
গ. বায়তুল মোকাদ্দাস নামক স্থানে
ঘ. বায়তুল মোকাররম নামক স্থানে
৪০। কার পরামর্শে কুরআন মাজীদ একত্রে সংকলনের ব্যবস্থা করা হয়?
ক. হযরত যায়িদ ইবনে সাবিত (রা)
খ. হযরত উবাই ইবনে কা’ব (রা)
গ.হযরত ওমর ফারুক (রা)
ঘ. হযরত আলী (রা)
২১ | খ | ২২ | খ | ২৩ | ক | ২৪ | ২৫ | গ | |
২৬ | ঘ | ২৭ | ক | ২৮ | গ | ২৯ | ক | ৩০ | খ |
৩১ | গ | ৩২ | ক | ৩৩ | গ | ৩৪ | খ | ৩৫ | ক |
৩৬ | গ | ৩৭ | খ | ৩৮ | গ | ৩৯ | ক | ৪০ | গ |
৪১। হাজ্জাজ বিন ইউসুফ কুরআন মাজীদে কী প্রবর্তন করেন?
ক. নুকতাহ
খ. রুকু
গ. মনজিল
ঘ. হরকত
৪২। “কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা”-এ মন্তব্য কার?
ক. একজন ইংরেজ পণ্ডিতের
খ.একজন ফরাসি পণ্ডিতের
গ. একজন ভারতীয় পণ্ডিতের
ঘ. একজন বাঙালি পণ্ডিতের
৪৩। কিয়ামতের দিন সত্যবাদী মুসলিম ব্যবসায়ীর স্থান কাদের সাথে হবে?
ক. হাফিযদের সাথে
খ.শহীদদের সাথে
গ. হাজীদের সাথে
ঘ. গাজীদের
৪৪। কোনি ব্যক্তি সর্বশ্রেষ্ঠ?
ক. কুরআন সংকলনকারী
খ. হাজ্জ আদায়কারী
গ. যাকাত প্রদানকারী
ঘ.যিনি কুরআন শেখান ও শিখেন
৪৫। “তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি-তা কী?
ক. ঈমান ও আকীদা
খ. আমল ও আখলাক
গ. কুরআন ও সুন্নাহ
ঘ. ইজমা ও কিয়াস
৪৬। শরীআতের কোন বিধানের বিরোধিতা বা লঙ্ঘন করা একই সঙ্গে কয়টি মারাত্মক পরিণতির কারণ?
ক. তিনটি
খ. পাঁচটি
গ. চারটি
ঘ.দুটি
৪৭। ‘ইজমা’ অর্থ কী?
ক.ঐকমত্য
খ. অনুমান
গ. দৃঢ়সংকল্প
ঘ. মতানৈক্য
৪৮। কিয়ামতের বিভীষিকা এবং জান্নাতের অনুপম শান্তি ও জাহান্নামের শাস্তির বর্ণনা প্রাধান্য লাভ করেছে কিসে?
ক.মাক্কী সূরায়
খ. মাদানী সূরায়
গ. হাদিস শরীফে
ঘ. ইসলামের ইতিহাসে
৪৯। সিহাহ সিত্তাহ্ কোন শতাব্দীতে সংকলিত হয়?
ক. হিজরি প্রথম শতাব্দীতে
খ. হিজরি দ্বিতীয় শতাব্দীতে
গ.হিজরি তৃতীয় শতাব্দীতে
ঘ. হিজরি চতুর্থ শতাব্দীতে
৫০। শরীআতের মূল উৎস কোনটি?
ক.কুরআন মাজীদ
খ. বুখারী শরীফ
গ. ইজতিহাদ
ঘ. কিয়াস
৫১। কুরআন মাজীদের অবতরণ সম্পন্ন হয়েছে কয় বছরে?
ক. ১৫ বছরে
খ. ২০ বছরে
গ.২৩ বছরে
ঘ. ৩০ বছরে
৫২। র্কুআন মাজীদ সংকলন করেন কে?
ক.হযরত উসমান (রা)
খ. হযরত উমার ফারুক (রা)
গ. হযরত আলী (রা)
ঘ. হাজ্জাজ ইব্ন ইউসুফ (রা)
৫৩। হযরত আবু বকর (রা) কুরআনকে গ্রন্থাকারে লিপিবদ্দ করার দায়িত্ব কার ওপর দেন?
ক. হযরত উসমান (রা.-এর ওপর
খ.হযরত যায়িদ সাবিত (রা.-এর ওপর
গ. হযরত ইবনে আব্বাস (রা.-এর ওপর
ঘ. হযরত আবদুলাহ ইবনে মাসউদ (রা.-এর ওপর
৫৪। সুন্নাত কয় প্রকার?
ক.দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
৫৫। সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ কে দেন?
ক. খলিফা উমার ফারুক (রা.
খ.খলিফা উমর বিন আবদুল আযীয (রা.
গ. আমীর মুআবিয়া
ঘ. হাজ্জাজ বিন ইউসুফ
৫৬। ‘কিয়াস’ অর্থ কী?
ক. অনুমান
খ. মতৈক্য
গ. দৃষ্টান্ত
ঘ. মনের ইচ্ছা
৫৭। “রাসূল (স. তোমাদের যা দিয়েছেন তা আকঁড়ে ধর এবং যা নিষেধ করেছেন তা বর্জন কর।”- এটি কোন সূরার অন্তগর্ত?
ক. সূরা বাকারা
খ. সূরা আন-নিসা
গ.. সূরা হাশর
ঘ. সূরা আল-মায়িদাহ
৫৮। উমার (রা)-এর শাহাদাতের পর কুরআনের কপিটি কার নিকট গচ্ছিত ছিল?
ক. উসমান (রা)
খ. আলী (রা)
গ. আয়শা (রা.
ঘ.হাফসা (রা)
৫৯। “আমার উম্মতের সর্বাধিক ফযীলাতপূর্ণ ইবাদাত হচ্ছে কুরআন পাঠ”-এটি কোন হাদিস গ্রন্থে সংকলিত?
ক. বুখারী শরীফ
খ. ইবনে মাজাহ্
গ.বায়হাকী
ঘ. তিরমিযী শরীফ
৬০। কুরআন মাজীদে হরকত সংযোজনের ব্যবস্থা করেন কে?
ক. উসমান (রা)
খ. হাজ্জাজ বিন ইউসুফ
গ. উমর বিন আব্দুল আযীয
ঘ. আলী
৪১ | ঘ | ৪২ | খ | ৪৩ | খ | ৪৪ | ঘ | ৪৫ | গ |
৪৬ | ঘ | ৪৭ | ক | ৪৮ | ক | ৪৯ | গ | ৫০ | ক |
৫১ | গ | ৫২ | ক | ৫৩ | খ | ৫৪ | ক | ৫৫ | খ |
৫৬ | ক | ৫৭ | ঘ | ৫৮ | ঘ | ৫৯ | গ | ৬০ | খ |
৬১। ‘আদ্দুহা’ শব্দের অর্থ কী?
ক. অপরাহ্ন
খ.পূর্বাহ্ন
গ. মধ্যাহ্ন
ঘ. সায়াহ্ন
৬২। মাক্কী সূরার বৈশিষ্ট কয়টি?
ক. ৫টি
খ.৭টি
গ. ৯টি
ঘ. ১১টি
৬৩। সূরার আত্তীনে কয়টি ফলের কসম করা হয়েছে?
ক. ২টি
খ.৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬৪। সনদ বা রাবী পরম্পরার দিক থেকে হাদিসকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৬৫। কোন সূরায় মহানবী (স) -এর প্রতি আলাহ প্রদত্ত অনুগ্রহরাজির কথা উলেখ করা হয়েছে?
ক. সূরা আল-ইনশিরাহ
খ.সূরা আদ্দুহা
গ. সূরা আত্তীন
ঘ. সূরা আল-কাদ্র
৬৬। ‘হালালুন বায়্যিনুন’ অর্থ কী?
ক. বৈধ
খ. সিদ্ধ
গ.স্পষ্ট হালাল
ঘ. হালাল হওয়ার যোগ্য
৬৭। পৃথিবীর নিকটতম আসমানের নাম কী?
ক. লাওহে মাহফুজ
খ. সপ্তম আসমান
গ.বায়তুল ইয্যাহ্
ঘ. চতুর্থ আসমান
৬৮। কোন সাহাবি কুরআন বিলুপ্তির আশঙ্কা করেন?
ক. হযরত আবু বকর (রা)
খ.হযরত উমার (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত যায়িদ বিন সাবিত (রা)
৬৯। ‘ফারাগাব’ শব্দের অর্থ কী?
ক. সাধনা করা
খ. আবেগপ্রবণ করা
গ.মনোনিবেশ করুন
ঘ. কঠোর পরিশ্রম করুন
৭০। কোনটি কিয়াসের অর্থ কী?
ক. অনুসরণ করা
খ.অনুমান করা
গ. তুলনা করা
ঘ. পরিমাপ করা
৭১। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়টি?
ক. ৩টি
খ. ৫টি
গ.৬টি
ঘ. ৪টি
৭২। ‘বিজরুন’ শব্দের অর্থ কী?
ক. পথ
খ.বোঝা
গ. সোজা
ঘ. বক্ষ
৭৩। শরীআতের প্রতিটি হুকুম সামগ্রিকভাবে পালন করা কী?
ক. ফরযে কিফায়া
খ. ওয়াজিব
গ.অবশ্য কর্তব্য
ঘ. মুস্থাহাব
৭৪। ইসলামী শরীআতের উৎস কয়টি?
ক.চারটি
খ. পাঁচটি
গ. তিনটি
ঘ. দুটি
৭৫। ‘মুয়াত্তা’ গ্রন্থের প্রণেতা কে?
ক. ইমাম বুখারী (রা)
খ.ইমাম মালিক (রা)
গ. ইমাম জাফর সাদিক (রা)
ঘ. ইমাম আবু হানিফা (রা)
৭৬। ‘ইয়াগরিসু’ শব্দের অর্থ কী?
ক. গাছ কর্তন করে
খ.গাছ রোপণ করে
গ. চাষাবাদ করে
ঘ. গাছের পরিচর্যা করে
৭৭। ‘সাওফা শব্দের অর্থ কী?
ক.উত্তম
খ. অতি শীঘ্র
গ. আস্তে আস্তে
ঘ. পথহারা
৭৮। ইসলামি শরীআতের দ্বিতীয় উৎস কোনটি?
ক. কুরআন
খ. সুন্নাহ
গ. ইজমা
ঘ. কিয়াস
৭৯। কুরআন নাযিলের রাত কোনটি?
ক.লাইলাতুল কাদ্র
খ. লাইলাতুল বরাত
গ. লাইলাতুকল মি’রাজ
ঘ. লাইলাতুল ঈদ
৮০। হিজরিক কত সালে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়?
ক. দশম সালে
খ.দ্বাদশ সালে
গ. একাদশ সালে
ঘ. নবম সালে
৬১ | খ | ৬২ | খ | ৬৩ | খ | ৬৪ | খ | ৬৫ | খ |
৬৬ | গ | ৬৭ | গ | ৬৮ | খ | ৬৯ | গ | ৭০ | খ |
৭১ | ক | ৭২ | খ | ৭৩ | গ | ৭৪ | ক | ৭৫ | খ |
৭৬ | খ | ৭৭ | ক | ৭৮ | খ | ৭৯ | ক | ৮০ | খ |
৮১। ‘জামিউল কুরআন’ অর্থ কী?
ক. কুরআন মুখস্থকারী
খ. কুরআন পাঠকারী
গ. কুরআন সংগ্রহকারী
ঘ. কুরআন প্রচার সমিতি
৮২। ইয়ামামার যুদ্ধে কত জন হাফিযে কুরআন শহীদ হয়েছিল?
ক. ৫০ জন
খ.৭০ জন
গ. ৯০ জন
ঘ. ১০০ জন
৮৩। হযরত উসমান (রা) হিজরি কত সালে কুরআন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন?
ক. ২২ সালে
খ.২৪ সালে
গ. ২৮ সালে
ঘ. ২৫ সালে
৮৪। সূরা আল-ইনশিরাহ কোথায় অবতীর্ণ হয়?
ক.মক্কায়
খ. মদিনায়
গ. হায়েফে
ঘ. জেদ্দায়
৮৫। সূরা আত্তীনের কত আয়াত সংবলিত ও কোথায় অবতীর্ণ হয়?
ক. মক্কায় ঃ ৫ আয়াত
খ. মদিনায় ঃ ৭ আয়াত
গ.মক্কায় ঃ ৮ আয়াত
ঘ. হিজাজ ঃ ৫ আয়াত
৮৬। তুর পাহাড়ে কে নবীকে নবুওয়্যাত দেওয়া হয়েছে?
ক. ঈসা (আ.)
খ.মূসা (আ.
গ. ইব্রাহিম (আ)
ঘ. মুহাম্মদ (স)
৮৭। প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটি?
ক.মুয়াত্তা
খ. বুখারী শরীফ
গ. সূরা যিলযাল
ঘ. সূরা আত্তীন
৮৮। কিয়ামতের পূর্বে অনুষ্ঠিত ভূকম্পনের বর্ণনা কোন সূরায় বর্ণিত হয়েছে?
ক. সূরা মায়িদাহ
খ. সূরা ইনশিরাহ
গ.সূরা যিলযাল
ঘ. সূরা আত্তীন
৮৯। ইমামগণ কয়টি নীতিমালার আলোকে কিয়াস গ্রহণ করতেন?
ক. ছয়টি
খ.চারটি
গ. পাঁচটি
ঘ. তিনটি
৯০। “হে মানবমন্ডলী”! তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার কর?
ক. সূরা আন্ফান
খ. সূরা আল-মায়িদাহ্
গ.সূরা আল-বাকারা
ঘ. সূরা আল-ইমরান
৯১। সহীহ্ বুখারী শরীফ কে সংকখলন করেনÑ?
ক. ইমাম মুহাম্মদ ইবন্ ইসমাঈল (র)
খ. ইমাম আহমদ ইব্ন হাম্বল (র)
গ. ইমাম মুসলিম ইব্ন হাজ্জাজ (র)
ঘ. আব্দুর রহমান ইব্ন শুআইব (র)
৯২। হযরত মুয়ায (রা)-কে ইয়ামনে কী হিসেবে প্রেরণ করা হয়?
ক. শাসনকর্তা
খ.কাজী
গ. রাষ্ট্রদূত
ঘ. প্রধানমন্ত্রী
৯৩। “মুসলমান যা ভালো মনে করে, তা আলাহর নিকট ভালো” এটি কার বাণী?
ক.রাসূল (স)-এর
খ. আলাহর
গ. সাহাবিদের
ঘ. তাবেঈদের
৯৪। মাতলাউন’ শব্দের অর্থ কী?
ক. অস্ত
খ. প্রভাত
গ. শান্তি
ঘ.উদয়
৯৫। “আমি আপনার ওপর কিতাব নাযিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরুপ অন্তর্গত?
ক.সূরা আন-নাহল
খ. সূরা আল-বাকারা
গ. সূরা আল-ইমরান
ঘ. সূরা আল-মায়েদা
৯৬। কোন ধাতু থেকে ‘কুরআন’ শব্দের উৎপত্তি?
ক. কারুউন
খ. কিরউন
গ. কুরআনুন
ঘ.কারউন
৯৭। লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন কোথায় নাযিল হয়?
ক. চতুর্থ আসমানে
খ. সপ্তম আসমানে
গ.বায়তুল ইয্যাহ নামক স্থানে
ঘ. পৃথিবীতে
৯৮। ‘ইনশিরাহ’ শব্দের অর্থ কী?
ক. বক্ষ বিদারণ
খ.উন্মুক্ত
গ. উঠানো
ঘ. বন্ধ করা
৯৯। “প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়াতের ওপর নির্ভরশীল।”-এ হাদিসখানা কোন হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক.বুখারী শরীফ
খ. আবু দাউদ শরীফ
গ. তিরমিযী শরীফ
ঘ. নাসায়ী শরীফ
১০০। পরকালে যারা শহীদদের সমমর্যাদা লাভ করবে?
ক. নামাযীগণ
খ.বিশ্বস্ত ও সত্যবাদী বণিকগণ
গ. ন্যায়বিচারকগণ
ঘ. আলিমগণ
৮১ | গ | ৮২ | খ | ৮৩ | খ | ৮৪ | ক | ৮৫ | গ |
৮৬ | খ | ৮৭ | ক | ৮৮ | গ | ৮৯ | খ | ৯০ | গ |
৯১ | ক | ৯২ | খ | ৯৩ | ক | ৯৪ | ঘ | ৯৫ | ক |
৯৬ | ঘ | ৯৭ | গ | ৯৮ | খ | ৯৯ | ক | ১০০ | খ |
১০১। “অতএব হে জ্ঞাণীগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।”এটি কার বাণী?
ক.আলাহর
খ. মহানবী (স.-এর
গ. হযরত আলী (রা)-এর
ঘ. লোকমান হেকিমের
১০২। সকল কাজের ফলাফল কিসের ওপর নির্ভরশীল?
ক. ইবাদাতের
খ.নিয়্যাতের
গ. ভবিষ্যৎ পরিকল্পনার
ঘ. চিন্তাভাবনার
১০৩। ‘সিহাহ সিত্তাহ্’ অর্থ কী?
ক. বিশুদ্ধ ছয়টি হাদিস
খ. ছয়খানা ফিকহ গ্রন্থ
গ. ছয়খানা তাফসীর গ্রন্থ
ঘ.বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থ
১০৪। কোন নবীন উম্মতগণ কোন ভ্রান্ত বিষয়ে একমত হবে না?
ক. হযরত ঈসা (আ.-এর
খ. হযরত আদম (আ.-এর
গ. হযরত মুহাম্মদ (স.-এর
ঘ. হযরত মূসা (আ.-এর
১০৫। হযরত মুহাম্মদ (স.-কে সান্ত্বনা প্রাদনের উদ্দেশ্যে আলাহ তাআলা কোন সূরা অবতীর্ণ করেন?
ক. সূরা আদ্দুহা
খ.সূরা ইনশিরাহ
গ. সূরা আত্তীন
ঘ. সূরা আল-কদ্র
১০৬। মহানবী (স.-এর নিকট কোন সূরা সর্বপ্রথম নাযিল হয়?
ক. সূরা ফাতিহা
খ. সূরা বাকারা
গ.সূরা আলাক্ব
ঘ. সূরা ফালাক্ব
১০৭। শরীআতের সাধারণ নীতিমালা এবং উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে কোথায়?
ক.মাক্কী সূরায়
খ. মাদানী সূরায়
গ. ইজমায়
ঘ. সূরা ফালাক্ব
১০৮। “এ ব্যক্তির ওপর সমস্ত কুরআন একযোগে নাযিল হল না কেন?”-এটি কাদের উক্তি
ক. সাহাবিদের
খ.কাফিরদের
গ. মুনাফিকদের
ঘ. মিথ্যাবাদীদের
১০৯। ‘খাইরুন’ শব্দের অর্থ কী?
ক. রজনী
খ. মাস
গ. নাম
ঘ.উত্তম
১১০। আসরের ফরযের পূর্বে চার রাকআত নামায আদায় করা কীরুপ?
ক. সুন্নাতে মুওয়াক্কাদাহ
খ.সুন্নাতে গায়ের মুওয়াক্কাদাহ
গ. ওয়াজিব
ঘ. মুস্তাহাব
১১১। নিম্নোক্ত কোন জন নবী?
ক.হযরত হারুন (আ.
খ. হযরত আবু বকর (রা.
গ. হযরত আবু হানিফা (র.
ঘ. মুসায়লামাতুল কায্যাব
১১২। ‘শরীআত’ শব্দের অর্থ কী?
ক. মানুষের উন্নতির বিধিবিধান
খ.ইসলামের বিধিবিধান
গ. মানুষের সুযোগ-সুবিধার বিধান
ঘ. বিজ্ঞানের বিধান
১১৩। কুরআন’ শব্দের অর্থ কী?
ক.পঠিত
খ. অধ্যয়ন করা
গ. আবৃতি করা
ঘ. পাঠ করা
১১৪। কাগজের ওপর গ্রন্থাকারে লিপিবদ্ধ কুরআন সর্বপ্রথম কার তত্ত¡াবধানে রাখা হয়?
ক. হযরত উসমান (রা.-এর
খ.হযরত আবু বকর (রা.-এর
গ. হযরত যায়িদ বিন সাবিত (রা.-এর
ঘ. বিবি হাফসা (রা.-এর
১১৫। ‘ইবাদাত’ শব্দের অর্থ কী?
ক. মেনে নেওয়া
খ. বশ্যতা স্বীকার করা
গ.আনুগত্য করা
ঘ. দাসত্ব স্বীকার করা
১১৬। ‘ফরয’ কত প্রকার?
ক.২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
১১৭। হিজরতের পূর্বে মহানবী (স. মুসআব ইবন উমাইর (রা. এবং আবদুলাহ ইবন উম্মে মাকতুম (রা.-কে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কোথায় প্রেরণ করেছিলেন?
ক. সিরিয়া
খ. আযারবাইজান
গ.মদিনা
ঘ. তায়েফে
১১৮। মাযলুম কাদের বলা হয়?
ক.অত্যাচারিতদের
খ. অত্যাচারীদের
গ. মুসলিমদের
ঘ. অমুসলিমদের
১১৯। কোন খলিফা কুরআনের একটি প্রামাণ্য সংস্করণ তৈরি করার জন্য একটি বোর্ড গঠন করেন?
ক. হযরত আব বকর (রা.
খ. হযরত ওমর (রা.
গ.হযরত ওসমান (রা.
ঘ. খলিফা ওমর ইবন আবদুল আযীয
১২০। সূরা যিলযাল কোথায় অবতীর্ণ হয়?
ক. মক্কায়
খ.মদিনায়
গ. তায়েফে
ঘ. জেদ্দায়
১০১ | ক | ১০২ | খ | ১০৩ | ঘ | ১০৪ | গ | ১০৫ | খ |
১০৬ | গ | ১০৭ | ক | ১০৮ | খ | ১০৯ | ঘ | ১১০ | গ |
১১১ | ক | ১১২ | খ | ১১৩ | ক | ১১৪ | খ | ১১৫ | গ |
১১৬ | ক | ১১৭ | গ | ১১৮ | ক | ১১৯ | গ | ১২০ | খ |
১২১। পরিমাপ, অনুমান ও তুলনা করা কিসের অর্থ?
ক. ইজমার
খ.কিয়াসের
গ. কোরআনের
ঘ. সুন্নার
১২২। গরীব-দুঃখী মানুষের উপকার সাধনের শিক্ষা কোথায় দেওয়া হয়েছে?
ক.কুরআন ও হাদিসে
খ. কিয়াসে
গ. ইতিহাসে
ঘ. ইজমায়
১২৩। মাদানী সূরার সংখ্যা কয়টি?
ক.২৮টি
খ. ২২টি
গ. ২৯টি
ঘ. ৩২টি
১২৪। ‘আত্তীন’ অর্থ কী?
ক. আঙ্গুর ফল
খ. আতা ফল
গ.আঞ্জীর ফল
ঘ. যায়তুন ফল
১২৫। “আমার উম্মতের সর্বাধিক ফযীলাতপূর্ণ ইবাদাত হচ্ছে কুরআন পাঠ”-কোন হাদিসে উলেখ আছে?
ক. বুখারী
খ. মুসলিম
গ. আবু দাউদ
ঘ.বায়হাকী
১২৬। ‘আত-তানযীল’ অর্থ কী?
ক. উপদেশ
খ.অবতীর্ণ
গ. জ্ঞানভাণ্ডার
ঘ. জ্যোতি
১২৭। “জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান”-এটি কোন সূরার শিক্ষা?
ক. সূরা আদ্দুহা
খ.সূরা আল-ইনশিরাহ
গ. সূরা-আত্তীন
ঘ. সূরা যিলযাল
১২৮। দুই ঈদের নামায আদায় করা কী?
ক. ফরয
খ.ওয়াজিব
গ. সুন্নাত
ঘ. মুস্তাহাব
১২৯। সূরা আত্তীনে কয়টি উপকারী বৃক্ষ ও ফলের শপথ করা হয়েছে?
ক. তিনটি
খ. পাঁচটি
গ.দুটি
ঘ. চারটি
১৩০। হযরত মুহাম্মদ (স) কোন গুহায় ধ্যানমগ্ন থাকতের?
ক. সাফা
খ. মারওয়া
গ.হেরা
ঘ. ত‚র
১৩১। নাযিলকৃত মোট সহীফার সংখ্যা কতখানা?
ক. ৪ খানা
খ.১০০ খানা
গ. ১০৪ খানা
ঘ. ১১৪ খানা
১৩২। আল্লাহ কোন সুরায় শরীআতের পূর্ণতা ঘোষণা প্রদান করেছেন?
ক. সূরা ইব্রাহীম
খ. সূরা মূলক
গ. সূরা হাশর
ঘ.সূরা মায়িদাহ্
১৩৩। সর্বোত্তম নফল ইবাদাত কোনটি?
ক. সালাত
খ. সাওম
গ. হাজ্জ
ঘ.কুরআন তিলাওয়াত
১৩৪। মহানবী (স. কোথায় ধ্যানমগ্ন থাকাকালীন জিব্রাইল (আ. তাঁর নিকট ওহী নিয়ে আসেন?
ক. তুর পাহাড়ে
খ.হেরা গুহায়
গ. সাওর পর্বতে
ঘ. কালাপাহাড়ের গুহায়
১৩৫। ‘তিলাওয়াত’ শব্দের অর্থ কী?
ক. সুর দেওয়া
খ.পাঠ করা
গ. মুখস্ত করা
ঘ. কথা বলা
১৩৬। ইসলামি কানুনের চতুর্থ উৎস কোনটি?
ক. ইজমা
খ.কিয়াস
গ. ইজতিহাদ
ঘ. আল-কুরআন
১৩৭। “তোমরা যদি আলাহর নিয়ামত গণনা কর, তবে গুনে শেষ করতে পারবে না – এটি কার উক্তি?
ক.আলাহর
খ. রাসুল (স.-এর
গ. হযরত আবু বকর (রা.-এর
ঘ. হযরত উমার (রা.-এর
১৩৮। ‘সিজদাহ সাহু’ কেন দিতে হয়?
ক. ফরয ছেড়ে দিলে
খ. সুন্নাত ছেড়ে দিলে
গ. নফল ছেড়ে দিলে
ঘ.ওয়াজিব ছেড়ে দিলে
১৩৯। আযান দেওয়া কী ধরনের কাজ?
ক. সুন্নাতে গায়রে মুয়াক্কাদাহ
খ. ওয়াজিব
গ. ফরয
ঘ.সুন্নাতে মুয়াক্কাদহ
১৪০। কাদের দুআ কবুল হয় না?
ক. যারা বিশুদ্ধভাবে দুআ পড়তে পারে না
খ.যাদের পানাহার সামগ্রী হারাম উপার্জনের
গ. যারা বিনা অজুতে দুআ করে
ঘ. যারা মিলাদ-মাহফিল ও দুআর পরে তাবারুক বিতরণ করে না
১২১ | খ | ১২২ | ক | ১২৩ | ক | ১২৪ | গ | ১২৫ | ঘ |
১২৬ | খ | ১২৭ | খ | ১২৮ | খ | ১২৯ | গ | ১৩০ | গ |
১৩১ | খ | ১৩২ | ঘ | ১৩৩ | ঘ | ১৩৪ | খ | ১৩৫ | খ |
১৩৬ | খ | ১৩৭ | ক | ১৩৮ | ঘ | ১৩৯ | ঘ | ১৪০ | খ |
১৪১। কোনটি ফরযে কিফায়া?
ক. ঈদের নামায
খ. তাহাজ্জুদের নামায
গ.জানাযার নামায
ঘ. যাকাত আদায় করা
১৪২। তীন ও যায়তুন দ্বারা কোন অঞ্চলকে বোঝানো হয়েছে?
ক. মিশর ও সিরিয়া
খ.সিরিয়া ও ফিলিস্তিন
গ. ইরাক ও ফিলিস্তিন
ঘ. জাজিরাতুলআরব
১৪৩। কোনটি কুরআনের নাম নয়?
ক. আল্ কিতাব
খ. আল্ কারীম
গ. আন-নূর
ঘ. আয্-যিকর
১৪৪। মৃত মাছ খাওয়া কী?
ক.হালাল
খ. হারাম
গ. মাক্রুহ
ঘ. মুবাহ
১৪৫। জীবনের কাজর্কম, কথাবার্তা, গতিবিধি সবকিছু কিসের মোতাবেক হওয়া কোনটি?
ক. সুন্নাহর
খ.শরীআতের
গ. ইজমার
ঘ. কিয়াসের
১৪৬। কুরআন মাজীদ আরবি ভাষায় অবতীর্ণ হওয়ার কারণ কোনটি?
ক. মহানবী (স.-এর ভাষা তাঁর কওমের ভাষা আরবি ছিল
খ. তখন আন্তজার্তিক ভাষা ছিল আরবী
গ. আরবি ভাষায় লেখা ও পড়া সহজ
ঘ. তখন আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধ ছিল
১৪৭। কোন বিষয়ে শিক্ষার্থী অন্যসব শিক্ষার্থীর তুলনায় অধিক মর্যাদার অধিকারী?
ক. কম্পিউটার বিজ্ঞান
খ. চিকিৎসা বিজ্ঞান
গ. আরবি সাহিত্য
ঘ.কুরআন বিজ্ঞান
১৪৮। কুরআন ব্যাখ্যা কোনটি?
ক. ফিকাহ
খ. বুখারী শরীফ
গ. মুসলিম শরীফ
ঘ.হাদিসের রাসূল (স.
১৪৯। কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে?
ক. যখন আমরা মুখস্থ করব
খ. যখন আমরা প্রচার করব
গ.যখন আমরা বুঝে তিলাওয়াত করব
ঘ. যখন আমরা প্রচার করব
১৫০। হাদিস ইসলামি শরীআতের কততম উৎস?
ক. প্রধান উৎস
খ.দ্বিতীয় উৎস
গ. তৃতীয় উৎস
ঘ. চতুর্থ উৎস
১৫১। লায়লাতুল কাদ্রের ফযীলাতের কারণ কী?
ক. রমযান মাসের কারণে
খ. রোযার কারণে
গ.কুরআন নাযিল হওয়ার কারণে
ঘ. নফল ইবাদাতের কারণে
১৫২। আমাদের নারীসমাজ কিসের নির্দেশ মেনে চললে তাদের মান ইজ্জতের হিফাজত হবে?
ক. কুরআনের
খ. হাদিসের
গ.কুরআন ও হাদিসের
ঘ. পিতামাতা ও শিক্ষকের
১৫৩। কেন মুশরিকরা বলতে শুরু করল যে, মুহাম্মদ (স.-কে তাঁর আলাহ পরিত্যাগ করেছে এবং তাঁর প্রতি রুষ্ট হয়েছে?
ক. জিব্রাইল (আ.-এর সাথে তাদর দেখা না হওয়ায়
খ.তিন দিন ওহী নাযিল বন্ধ থাকায়
গ. অনুসারীদের হতাশ করার জন্য
ঘ. মানুষের কাছে মহানবী (স.-কে পরিচিত করার জন্য
১৫৪। মহানবী (স.-এর মুখ নিঃসৃত প্রতিটি বাণীটি কী বলে?
ক.কাওলী হাদিস
খ. হাদিসে কুদ্সী
গ. ফি’লী হাদিস
ঘ. সহীহ হাদিস
১৫৫। ফরয অস্বীকার করলে কী হয়?
ক.কাফির হয়ে যায়
খ. মুনাফিক হয়ে যায়
গ. হত্যা করতে হয়
ঘ. কিছুই হয় না
১৫৬। হারামকে হালাল মনে করে সম্পাদন করলে কী হয়?
ক. মুনাফিক হয়
খ.কাফির হয়
গ. গুনাহগার হয়
ঘ. কিছুই হয় না
১৫৭। তাক্রীরী হাদিস কাকে বলা হয়?
ক. রাসূলুলাহ (স.-এর বাণীকে
খ.রাসূলুলাহ (স.-এর মেীন সম্মতিকে
গ. রাসূলুলাহ (স.-এর কর্মকে
ঘ. সাহাবির বাণীকে
১৫৮। মানুষের জন্য কীরুপ বস্তু হারাম করা হয়েছে?
ক. যা সুস্বাদু নয়
খ.যা ক্ষতিকর
গ. যা সুষম খাদ্য নয়
ঘ. যা সহজলভ্য নয়
১৫৯। মহানবী (স. নিজে রাসূল হিসেবে যে সকল কার্য সম্পাদন করেছেন তাকে কী বলে?
ক. কাওলী হাদিস
খ. সুন্নাতে রাসূল (স.
গ.ফি’লী হাদিস
ঘ. মারফূ হাদিস
১৬০। মহানবী (স.-এর সম্মতিসূচক হাদিসকে কী বলে?
ক. কাউলী
খ. মারফূ
গ. ফি’লী
ঘ.তাকরীরী
১৪১ | গ | ১৪২ | খ | ১৪৩ | খ | ১৪৪ | ক | ১৪৫ | খ |
১৪৬ | ক | ১৪৭ | ঘ | ১৪৮ | ঘ | ১৪৯ | গ | ১৫০ | খ |
১৫১ | গ | ১৫২ | গ | ১৫৩ | খ | ১৫৪ | ক | ১৫৫ | ক |
১৫৬ | খ | ১৫৭ | খ | ১৫৮ | খ | ১৫৯ | গ | ১৬০ | ঘ |
১৬১। যে ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন তাঁকে কী বলে?
ক.রাবী
খ. সনদ
গ. মতন
ঘ. ক্বারী
১৬২। সূরা আখ কাদ্র-এ ‘রুহ’ বলা হয়েছে?
ক. হযরত মিকাঈল (আ.-কে
খ. হযরত হিযকিল (আ.-কে
গ. হযরত ইসরাফিল (আ.-কে
ঘ.হযরত জিবরাঈল (আ.-কে
১৬৩। যেসব হাদিসের বর্ণনাসূত্র সাহাবি পর্যন্ত পেীছেছে তাকে কী বলে?
ক. মাক্তু হাদিস
খ.মাওকূফ হাদিস
গ. মারফূ
ঘ. তাকরীরী হাদিস
১৬৪। হাদিস সংকলনের স্বর্ণ যুগ কোনটি?
ক. হিজরি প্রথম শতক
খ. হিজরি দ্বিতীয় শতক
গ.হিজরি তৃতীয় শতক
ঘ. তাকরীরী হাদিস
১৬৫। হাদিসের মুল বক্তব্যকে বলা হয়—–
ক. সনদ
খ. সনদ ও মাতন
গ. রেওয়াতে
ঘ.মাতন
১৬৬। শরীআত কাকে বলে?
ক. আলাহর রীতিনীতীকে
খ.ইসলামের বিধিবিধানকে
গ. ইসলামের পাঁচটি স্তম্ভকে
ঘ. রাসূলের হাদিসসমূহকে
১৬৭। কুরআনের শিক্ষক ও শিক্ষার্থী কেমন ব্যক্তি?
ক. জ্ঞানী
খ. সৎ
গ.উৎকৃষ্ট
ঘ. সত্যবাদী
১৬৮। ‘মারফূ’ হাদিস কী?
ক. মাহাবি থেকে বর্ণিত হাদিস
খ. তাবিঈ থেকে বর্ণিত হাদিস
গ.মহানবী (স. থেকে বর্ণিত হাদিস
ঘ. তাবি তাবিঈন-এর বাণী
১৬৯। হালাল যেমন গ্রহণীয়, হারামও তেমনি?
ক. গ্রহণীয়
খ.বর্জনীয়
গ. নিন্দনীয়
ঘ. উপকারী
১৭০। কোরআনকে ‘আল-ফোরকান’ বলা হয় কেন?
ক. অবিকৃত বলে
খ.সত্য-মিথ্যার প্রভেদকারী বলে
গ. বার বার পড়া হয় বলে
ঘ. সন্দেহমুক্ত বলে
১৭১। কিসের ওপর জাতির সফলতা নির্ভর করে?
ক. নফল সালাতের ওপর
খ. নফল সাওমের বলে
গ.কুরআন তিলাওয়াতের ওপর
ঘ. স্বদেশপ্রেমের ওপর
১৭২। হাদিসের বর্ণনা পরস্পরকে কী বলা হয়?
ক. মাতন
খ.সনদ
গ. রাবী
ঘ. মারফূ
১৭৩। শরীআতের মূল কাঠামো দণ্ডায়মান কিসের ওপর?
ক. হাদিসের ওপর
খ. ইজ্মা ও কিয়াসের ওপর
গ.কুরআন মাজীদের ওপর
ঘ. ফিকহ-এর ওপর
১৭৪। কোন ক্ষেত্রে কিয়াস প্রযোজ্য?
ক. যেক্ষেত্রে কুরআন মাজীদে সরাসরি সমাধান পাওয়া য়ায় না
খ. যেক্ষেত্রে কুরআন ও হাদিসে সরাসরি সমাধান পাওয়া য়ায় না
গ.যেক্ষেত্রে কুরআন, সুন্নাহ ও ইজ্মায় সরাসরি সমাধান পাওয়া য়ায় না
ঘ. যেক্ষেত্রে ইজতিহাদ করা সম্ভব নয়
১৭৫। নাযিরা তিলাওয়াত কাকে বলে?
ক. না দেখে পড়া
খ.দেখে দেখে পড়া
গ. থেমে থেমে পড়া
ঘ. পড়তে গেলে আটকে পড়া
১৭৬। যেসব কাজ সম্পাদন করলে নেকি পাওয়া যাবে, কিন্তু না করলে গুনাহ হবে না তাকে কী বলে?
ক. মানদূব
খ. নফল
গ. মুস্তাহাব
ঘ.উপরের সব কয়টি
১৭৭। আতœার কল্যাণের জন্য কী প্রয়োজন?
ক. হালাল-হারামের জীবন
খ.হালাল জীবিকা
গ. ইসলামের গভীর জ্ঞান
ঘ. পারিবারিক বন্ধনমুক্ত হওা
১৭৮। তাবেঈগণের যুগে কোন পদ্ধতি অবলম্বনে উদ্ভূত সমস্যার সমাধান করা হতো?
ক.ইজমার মাধ্যমে
খ. কিয়াসের মাধ্যমে
গ. কুরআন ও সুন্নাহর মাধ্যমে
ঘ. ইজতিহাদের মাধ্যমে
১৭৯। “তাহলে আমি আমার বিবেকবুদ্ধি প্রয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব”- এ উক্তিটি কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
খ.কিয়াসের
খ. সুন্নাহর
গ. ইজমার
ঘ. ইলমে শরীআতের
১৮০। মনির তার কাশি নিবারণের জন্য ফেন্সিডিল খায়? কাজটি –
ক. কুরআন অনুযায়ী বৈধ
খ. সুন্নাহ অনুযায়ী বৈধ
গ. ইজমা অনুযায়ী বৈধ
ঘ.কিয়াস অনুযায়ী বৈধ
১৬১ | ক | ১৬২ | ঘ | ১৬৩ | খ | ১৬৪ | গ | ১৬৫ | ঘ |
১৬৬ | খ | ১৬৭ | গ | ১৬৮ | গ | ১৬৯ | খ | ১৭০ | খ |
১৭১ | গ | ১৭২ | খ | ১৭৩ | গ | ১৭৪ | গ | ১৭৫ | খ |
১৭৬ | ঘ | ১৭৭ | খ | ১৭৮ | ক | ১৭৯ | ক | ১৮০ | ঘ |
১৮১। কুরআন তিলাওয়াত করে তুমি অধিক নেকি পেতে চাও। তুমি কীভাবে কুরআন তিলাওয়াত করবে?
ক. মুুখস্ত করে
খ.দেখে দেখে
গ. আস্তে আস্তে
ঘ. খুব জোরে
১৮২। কুরআন তিলাওয়াত করে নেকি পেতে চাও, গুনাহগার হতে চাও না। তুমি কীভাবে তিলাওয়াত করবে?
ক. আস্তে আস্তে
খ. উচ্চৈঃস্বরে
গ. তাজবীদ সহকারে
ঘ.সুরেলা কন্ঠে
১৮৩। তুমি ইবাদাতের আবশ্যকীয় বিধানাবলি পালনের পাশাপাশি সর্বোত্তম নফল ইবাদাত করতে চাও। কীভাবে সর্বোত্তম ইবাদাত করবে?
ক. নফল নামায আদায়ের মাধ্যমে
খ.কুরআন তিলাওয়াতের মাধ্যমে
গ. তাসবীহ পাঠের মাধ্যমে
ঘ. শিরক পরিহারের মাধ্যমে
১৮৪। পূর্ববর্তী সময়ের উম্মতের তুলনায় আমাদের আয়ু কম। আমরা কীভাবে অধিক সময় ইবাদাতের সাওয়াব হাসিল করব?
ক. প্রতিদিন সারারাত ইবাদাত করে
খ. সর্বদা ইবাদাত করে
গ.‘লাইলাতুল কাদ্র’ রাতে সারারাত ইবাদত করে
ঘ. অধিক পরিমাণে তাসবীহ পাঠ করে
১৮৫। জিহাদ না করেও শহীদের সাথে জান্নাতে যেতে চাও। নিচের কোনটি করলে তা সম্ভব হবে?
ক. অন্যকে জিহাদ যেতে উদ্বুদ্ধ করা
খ.সততা ও বিশ্বস্থতার সাথে ব্যবসায় করা
গ. যেহেতু আমি দেখি না, তাই বারবার করব
ঘ. ত্বকের উপকারিতা আছে তাই ব্যবহার করব
১৮৬। “মুসলিমগণ যা ভালো মনে করে, তা আলাহর নিকটও ভালো।” নবী (স.-এর এ উক্তি কিসের স্বীকৃতি?
ক.ইজমার
খ. কিয়াসের
গ. সুন্নাহর
ঘ. ইলমে শরীআতের
১৮৭। এক ধরনের সাবানে শূকরের চর্বি ব্যবহার করা হয় এব ব্যান্ডের সাবান ব্যবহারের ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত কী হওয়া উচিত?
ক. হালাল মনে করে ব্যবহার করব
খ.হারাম জেনে ব্যবহার করব না
গ. যেহেতু আমি দেখি না, তাই ব্যবহার করব
ঘ. ত্বকের উপকারিতা আছে তাই ব্যবহার করব
১৮৮। যখন তুমি সমাজে কোনো অন্যায় বা গৃহিত কাজ অনুষ্ঠিত হতে দেখবে, তখন তোমার ঈমানী দায়িত্ব কী?
ক. শক্তি প্রয়োগ করে অপরাধীকে কঠিন শান্তি দেওয়া
খ. দেখেও না দেখার ভান করা
গ.শক্তিসামর্থ্য ও বল দিয়ে ঐ অন্যায়কে প্রতিহত করা
ঘ. চুপ করে থাকা
১৮৯। মানবজাতির মুক্তির সনদ কোনটি?
ক.কুরআন মাজীদ
খ. সহীহ হাদিস
গ. সহীহ বুখারী
ঘ. মুয়াত্তা
১৯০। কুরআনের মাধ্যমে কোন বৈজ্ঞানিক সত্য সংঘটিত হয়েছে?
ক. মাধ্যাকর্ষণ
খ.বিশ্বজগৎ ও সৃষ্টি বৈচিত্র্যের
গ. টেলিভিশন আবিষ্কারের
ঘ.গাণিতিক সূত্রের
১৯১। মাক্কী সূরার বৈশিষ্ট্যক কোনটি?
ক. আয়াতগুলো দীর্ঘ
খ.আকারে ছোট/অতীব ভাবগম্ভীর
গ. মুনাফিকদের আলোচনা আছে
ঘ. দণ্ডবিধির উলেখ আছে
১৯২। শানে নুযুল জানার উপকারিতা কী ?
ক.শরীআতের বিধান জানা যায়
খ. পরকালের ভয়নীতি
গ. দুনিয়ার মঙ্গল কামনা
ঘ. ইবাদাতের নিয়মগুলোর জানা
১৯৩। হালাল খাদ্যের সুফল ও প্রভাব কোনটি?
ক. অন্তরে নূর সৃষ্টি করে
খ. অন্যায় ও অসৎ চরিত্রের প্রতি ঘৃণা জন্মায়
গ. মানুষের মধ্যে সৎ গুণাবলি বৃদ্ধি করে
ঘ.উপরের সবকটি
১৯৪। মাক্কী সূরার বৈশিষ্ট্য কোনটি?
ক. আয়াতগুলো দীর্ঘ
খ. জিহাদের ফযীলাত
গ.অতীব ভাবগম্ভীর
ঘ. দণ্ডবিধির উলেখ
১৯৫। হালাল খাদ্য অন্তরে কী সৃষ্টি করে?
ক. আলাহর ভয়
খ. আসক্তি
গ. আলাহর প্রতি বিশ্বাস
ঘ.নূর
১৯৬। শরীআতের প্রতিটি হুকুমের ওপর ঈমান আনা এবং সামগ্রিকভাবে শরীআত পালন করা অবশ্য কর্তব্য। কারণ-?
ক. শরীআতের বিধিবিধান বিভাজ্য
খ.শরীআতের বিধিবিধান অবিভাজ্য
গ. শরীআতের বিধিবিধান কুরআন ও সুন্নাহ অনুযায়ী
ঘ. শরীআতের বিধিবিধান পালন করা সহজ
১৮১ | খ | ১৮২ | ঘ | ১৮৩ | খ | ১৮৪ | গ | ১৮৫ | খ |
১৮৬ | ক | ১৮৭ | ক | ১৮৮ | গ | ১৮৯ | ক | ১৯০ | খ |
১৯১ | খ | ১৯২ | খ | ১৯৩ | ঘ | ১৯৪ | গ | ১৯৫ | ঘ |
১৯৬ | খ | ১৯৭ | ১৯৮ | ১৯৯ | ২০০ |
২০৪। মহান আল্লাহ পাক কুরআন মাজীদ নাযিল করেছেন-
ক. মানবজাতিকে ইবাদাত-বন্দেগি করার জন্য
খ.মানবজাতিকে সঠিক ও সৎ পথ প্রদর্শনের জন্য
গ. মানবজাতিকে বেহেস্থ-দোযখ সম্পর্কে জানানো জন্য
ঘ. আয়াতসমূহ অনুধাবন করার জন্য
২০৫। আল-কুরআন হল-
ক. মানবজাতির মুক্তির সনদ
খ. বিশ্বমানবতার কল্যাণের ধারক
গ. বিশ্বমানবতার কল্যাণের বাহক
ঘ.উপরের সবগুলোই
২০৬। কুরআন তিলাওয়াতের ওপর কী নির্ভর করে?
ক. জাতির পাপপূণ্যের পরিমাণ নির্ণয়
খ. জাতির পরিণতি
গ.. জাতির সফলতা
ঘ. জাতির জান্নাত লাভ
২০৭। সুরা আদ্দুহা হতে আমরা শিক্ষা পাই-
ক. জ্ঞানীদের কর্তব্য অন্যদের অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত করা
খ. ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করা
গ. আলাহ তাঁর প্রিয় বান্দাদের কথনও বর্জন করেন না
ঘ.উপরের সবগুলো
২০৮। ইসলামি শরীআতে হাদিস অত্যন্ত গুরুত্ববহ। কারণ-
ক.হাদিস কুরআনের ব্যাখ্যা
খ. হাদিস রাসূল (স.-এর বাণী
গ. হাদিসের অধিকাংশ বাণী সত্য
ঘ. হাদিস ইসলামের প্রাথমিক যুগে সংকলন করা হয়
২০৯। ইসলামের মূল বনিয়াদ পাঁচটি। ইসলাম নামক তাঁবুর মধ্যবস্থিত খুঁটিটি অতীব গুরুত্বপূর্ণ। মধ্যস্থিত খুঁটি কোনটি?
ক. নামায
খ. রোযা
গ.ঈমান
ঘ. যাকাত
২১০। মহানবী (স. বলেছেন, “আমার উম্মত কোনো ভ্রান্ত বিষয়ে একমত হবে না।” এ উক্তি দ্বারা কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক.ইজমার
খ. কিয়াসের
গ. শরীআতের
ঘ. সুন্নাহর
২১১। আল্লাহ বলেন, “অতএব হে জ্ঞানীগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” এ আয়াত দ্বারা আলাহ তায়ালা কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন?
ক. সুন্নাহর
খ. ইজমার
গ.কিয়াসের
ঘ. ইলমে শরীআতের
২১২। আমরা হারাম খাদ্যক বর্জন করব এবং হালাল খাদ্য গ্রহণ করব?
ক. দেহের পুূিষ্ট সাধন করে
খ. অন্তরে নূর সৃষ্টি করে
গ. আলাহভীতি বৃদ্ধি করে
ঘ. দেহের সেীন্দর্য বৃদ্ধি করে
২১৩। শরীআতের উৎস হিসেবে কিয়াসের অনুমোদন প্রমাণ করে ইসলাম?
ক.গতিশীল
খ. সর্বজনীন
গ. নিরপেক্ষ
ঘ.সুনিয়ন্ত্রিত
২১৪। “আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম।” তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের? জন্য ইসলামি জীবনব্যবস্থাকে মনোনীত করলাম।” আয়াতটি পড়ে তুমি কী বুঝেছ? (অনুবাধন.
i. ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা
ii. ইসলাম একটি শাশ্বত জীবনব্যবস্থা
ii. কোনোটিই নয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii
ঘ.i,ii এবং iii
২১৫। রাসূল (স) বলেন, “মুসলমানগণ যা ভালো বলে গ্রহণ করে তা আলাহ তাআলার কাছেও ভালো।”?
i. ইজমা
ii. কিয়াস
iii. উম্মতের ঐকমত্য
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii
ঘ.i,ii এবং iii
২১৬। সফিক একটি জটিল সমস্যায় পড়ল। কিন্তু সে এর সমাধান কুরআন ও সুন্নাহ কোথাও পেল না। এমনকি আলিমগণও এ ব্যাপারে কোনো মতামত দেন নি। অর্থাৎ বিষয়টি অতি সা¤প্রতিক। ব্যবহারিক জীবনে সফিকের করণীয় কী?
i. কিয়াস করবে
ii. নিজে যা ভালো মনে করে তা করবে
iii. সমাধানের চেষ্টা করবে না
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২১৭। কুরআন মাজীদের বৈশিষ্ট্য কোনটি?
i. সর্বশ্রেষ্ঠ গ্রন্থ
ii. ভাষা সহজ ও সরল
iii. সকল আসমানি কিতাবের সারবস্তু
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii
ঘ.i,ii এবং iii
২১৮। সূরা আদদুহা থেকে তুমি যে শিক্ষা পেয়েছ, তার আলোকে একজন ভিক্ষুকের সাথে কেমন ব্যবহার করবে?
i. তিরস্কার করবে
ii. যথাসম্ভব সাহায্য করবে
iii. ভিক্ষাবৃত্তি খারাপ তাই ভিক্ষা দেবে না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii
ঘ.i,ii এবং iii
২১৯। সমাজ থেকে মূর্খতা ও নিরক্ষরতা দূর করার লক্ষ্যে প্রত্যেক শিক্ষিত ও জ্ঞানীর কর্তব্য কী? (প্রয়োগমূলক.
i. সচেতনতা সৃষ্টি করা
ii. শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
iii. বড় বড় দালানকোঠা তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২২০। যে হাদিসের বর্ণনাসূত্র সাহাবি পর্যন্ত পেীঁছেছে তাকে বলা হয়?
i. মারফু হাদিস
ii. মাওকুফ হাদিস
iii. মাকতু হাদিস
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii
ঘ.i,ii এবং iii
২০১ | ২০২ | ২০৩ | ২০৪ | খ | ২০৫ | ঘ | |||
২০৬ | গ | ২০৭ | ঘ | ২০৮ | ক | ২০৯ | গ | ২১০ | ক |
২১১ | গ | ২১২ | খ | ২১৩ | ক | ২১৪ | ঘ | ২১৫ | গ |
২১৬ | ক | ২১৭ | ঘ | ২১৮ | খ | ২১৯ | ক | ২২০ | খ |
আকাইদ: ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর – SSC
ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC
২২১। রাসূলুল্লাহ (স)-এর জীবদ্দশায় প্রথমদিকে সাধারণত হাদিস লেখা নিয়েধ ছিল?
i. আরবের লোকেরা ছিল প্রখর স্মৃতির অধিকারী
ii. কুরআনের সঙ্গে হাদিসের সংমিশ্রণে আশঙ্কা থাকত
iii. মুখস্ত করার প্রতি কারও উৎসাহ থাকত না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২২২। “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে।” (বুখারী ও মুসলিম. এ হাদিসটি পড়ে তোমার ব্যবহারিক জীবনে সিদ্ধান্ত কী হবে?
i. বৃক্ষরোপণ করব
ii. বৃক্ষের পরিচর্যা করব
iii. বৃক্ষ সংরক্ষণ করব
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২২৩। হালাল বস্তুর উপকারিতা কী?
i. অন্তরে নূর সৃষ্টি করে
ii. অন্যায় ও অসৎ চরিত্রের প্রতি ঘৃণাবোধ জন্মায়
iii. মানুষের মধ্যে সৎ গুণাবলি বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ. iii
ঘ. i, ii এবং iii
ক্স নিচের অনুচ্ছেদটি পড় এবং ২২৪ ও ২২৬ নং প্রশ্নের উত্তর দাও।
আলাহ তায়ালা শরীআতের পূর্ণতার ঘোষণা প্রদান করে বলেন, “আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামি জীবনব্যবস্থাকে মনোনীত করলাম।”
২২৪। আলাহ এবং তাঁর রাসূল (স. মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান জারি করেছেন। এসব বিধিবিধান কী বলা হয়? (অনুধাবনমূলক.
ক. ইলমে দীন
খ.ইলমে শরীআত
গ. ইলমে হিদায়েত
ঘ. ইলমে মারিফাত
২২৫। ইলমে শরীআতে কুরআনের গুরুত্ব কী ?
i. কুরআন মাজীদের শরীআতের অকাট্য দলিল
ii. কুরআন মাজীদের ওপর শরীআতের মূল কাঠামো দন্ডায়মান
iii. কুরআন মাজীদ শরীআতের প্রথম ও প্রধান উৎস
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২২৬। ইহকালীন ও পরকালীন অকল্যাণ হতে বেঁচে থাকার জন্য তুমি কী করবে?
i. প্রতিটি হুকুমের ওপর ঈমান এরন সামগ্রিকভাবে শরীআত পালন করবে
ii. শরীআতের কিছু অংশগ্রহণ করবে এবং কিছু অংশ বর্জন করবে
iii. কুরআন ও সুন্নাহতে নেই এমন বিধান বর্জন করবে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ. iii
ঘ. i, ii এবং iii
ক্স নিচের অনুচ্ছেদটি পড় এবং ২২৭ ও ২২৮ নং প্রশ্নের উত্তর দাও।
রাসেল ও তারেক দু ভাই। তারেক শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে না কিন্তু সে কুরআন তিলাওয়াত সম্পর্কে জানতে আগ্রহী। তাই তারেক তার ভঅইকে জিজ্ঞাসা করল,”কুরআন তিলাওয়াত কী?” রাসেল উত্তর দিল, “কুরআন তিলওয়াত হল সর্বোত্তম ইবাদাত।”
২২৭। কুরআন মাজীদ দেখে দেখে পড়াকে কী বলা হয়?
ক.নাযিরা তিলওয়াত
খ. সহীহ্ তিলাওয়াত
গ. ক্বারীআনা তিলাওয়াত
ঘ. কোনোটিই
২২৮। রাসেল ও তাকের কীভাবে কুরআন তিলাওয়াত করবে?
i. তাজবীদ সহকারে
ii. সুললিত কন্ঠে
iii. দেখে দেখে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ. iii
ঘ. i, ii এবং iii
ক্স নিচের অনুচ্ছেদটি পড় এবং ২২৯ ও ২৩০ নং প্রশ্নের উত্তর দাও।
আমরা জানি, সকল বিষয়ের নিজস্ব পরিভাষা থাকে। ইসলামি শরীআতের নিজস্ব কিছু পরিভাষা আছে। সেকল পরিভাষার মাধ্যমে ইসলামি শরীআতের বিধানগুলোর পর্যায়ক্রমিক গুরুত্ব উপলব্ধি করা সম্ভব।
২২৯। যে কাজ পালন করা মুসলামানের ওপর ফরয কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি তা সম্পন্ন করে তবে অবশিষ্ট সবাই এ কাজের দায়িত্ব তেথকে মুক্ত হয়, এরুপ কাজকে কী বলে?
ক. ফরযে আইনে
খ.. ফরযে কিফায়া
গ. ওয়াজিব
ঘ. নফল
২৩০। শরীআতের এমন কিছু বিধান আছে যেগুলো পালন করা অবশ্য কর্তব্য। এগুলোকে লঙ্ঘন করলে শাস্তির বিধান আছে। এ ধরনের বিধানকে কী বলা হয়? (অনুবাধনমূলক.
ক. ফরয
খ.ওয়াজিব
গ. সুন্নাত
ঘ. মুস্তাহাব
ক্স নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩১ ও ২৩২ নং প্রশ্নের উত্তর দাও।
২৩১। হালালের গুরুত্ব হল-
i. মানুষের জন্য সমাগ্রিকভাবে কল্যাণকর
ii. মানুষের জন্য উপাদেয়
iii. কোনোটিই নয়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২৩২। ইলমে শরীআতে যেসব খাদ্য, পানীয় এবং বস্তু হারাম করা হয়েছে, তা অবশ্যই পরিত্যাজ্য। কারণ এসব খাদ্যে এমন সব উপাদান রয়েছে যা-
i. সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায়
ii. উন্মাদনা সৃষ্টি করে
iii. মানুষের স্মৃতিশক্তি লোপ করে দেয়।
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i, ii এবং iii
২৩৩। হোরোইন সেবনকারীর পরিণতি কী হতে পারে?
i. জ্ঞানবুদ্ধি লোপ পায়
ii. শারীরিক শক্তি বৃদ্ধি পায়
iii. সমাজ কর্তৃক ঘৃণিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. iii
ঘ.i ও iii
২৩৪। শরীআতের কোন উৎসের ভিক্তিতে হেরোইন সেবন হারাম?
ক. কুরআনের আয়াতের ভিত্তিতে
খ. ইজমার ভিত্তিতে
গ. হাদিসের ভিত্তিতে
ঘ.কিয়াসের ভিত্তিতে
২৩৫। আদালতে জাহাঙ্গীর তার আতœীয়ের পক্ষে মিথ্যা সাক্ষ্য দেয়। জাহাঙ্গীরের কাজটি —
ক. হালাল
খ.হারাম
গ. মাকরুহ
ঘ. মুস্তাহাব
২৩৬। রমযান মাসে মুসা প্রতিদিন পানি ও খেজুর দিয়ে ইফতার করে। মুসার কাজটি –
ক. হালাল
খ. হারাম
গ. মাকরুহ
ঘ.মুস্তাহাব
২৩৭। মহসীন মাঝে মাঝে ক্লান্তি দূর করার জন্য ধূমপান করে। ধূমপান করা —
ক. হালাল
খ. হারাম
গ.মাকরুহ
ঘ. মুস্তাহাব
২২১ | খ | ২২২ | ঘ | ২২৩ | ঘ | ২২৪ | খ | ২২৫ | ঘ |
২২৬ | ক | ২২৭ | ক | ২২৮ | ঘ | ২২৯ | খ | ২৩০ | খ |
২৩১ | ক | ২৩২ | ঘ | ২৩৩ | ঘ | ২৩৪ | ঘ | ২৩৫ | খ |
২৩৬ | ঘ | ২৩৭ | গ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।