রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ২য় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অনার্স প্রথম বর্ষ
বিভাগঃ রাষ্ট্রবিজ্ঞান
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ২ – রাষ্ট্র(State)
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ২য় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –
১) রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় রাষ্ট্র।
২) মানুষ যত রকম সংগঠন গড়ে তুলেছে তার মধ্যে সর্বোচ্চ এবং শক্তিশালী সংগঠন কোনটি?
উত্তরঃ মানুষ যত রকম সংগঠন গড়ে তুলেছে তার মধ্যে সর্বোচ্চ এবং শক্তিশালী সংগঠন হলো রাষ্ট্র।
৩) রাষ্ট্র কী?
উত্তরঃ রাষ্ট্র বলতে এমন একটি রাজনৈতিক সংগঠনকে বুঝায়, যার নির্দিষ্ট ভূখন্ড, সার্বভৌমত্ব, সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে।
৪) “মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব।“ – উক্তিটি কে করেছেন?
উত্তরঃ “মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব।“
৫) রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ রাষ্ট একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
৬) রাষ্ট্র শব্দটির সমার্থক শব্দ কোনগুলো?
উত্তরঃ রাষ্ট্র শব্দটির সমার্থক শব্দ হলো সরকার, দেশ, সমাজ, জাতি প্রভৃতি।
৭) “A state is a people organized for law within a definite territory.” – সংজ্ঞাটি কার?
উত্তরঃ “A state is a people organized for law within a definite territory.” – সংজ্ঞাটি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের।
৮) “পরিপূর্ণ ও স্বনির্ভর জীবন গঠনের উদ্দেশ্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।“ – সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তরঃ “পরিপূর্ণ ও স্বনির্ভর জীবন গঠনের উদ্দেশ্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।“ – সংজ্ঞাটি দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল।
৯) “কোনো নির্দিষ্ট ভূখন্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই রাষ্ট্র।“ – উক্তিটি কার?
উত্তরঃ “কোনো নির্দিষ্ট ভূখন্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই রাষ্ট্র।“ – উক্তিটি ব্লুন্টসলির।
১০) ‘State’ শব্দটির পরিবর্তে ‘Political System’ শব্দটির ব্যবহার করেছেন কারা?
উত্তরঃ ‘State’ শব্দটির পরিবর্তে ‘Political System’ শব্দটির ব্যবহার করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অ্যালমন্ড ও কোলম্যান।
টপিকঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ২য় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –
১১) আধুনিক রাষ্ট্র কোন ধরণের?
উত্তরঃ আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র।
১২) কল্যাণমূলক রাষ্ট্রের দুইটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ কল্যাণমূলক রাষ্ট্রের ২টি বৈশিষ্ট্য হলোঃ – ১. জনকল্যাণ সাধন করা, ২. মৌলিক অধিকার সংরক্ষণ করা।
১৩) Political System শব্দটি ব্যবহার করা হয় কোন গ্রন্থে?
উত্তরঃ Political System শব্দটি ব্যবহার করা হয় “The Politics of the Developing Areas” নামক গ্রন্থে।
১৪) রাষ্ট্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন কে?
উত্তরঃ রাষ্ট্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন অধ্যাপক গার্নার।
১৫) রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন করা।
১৬) রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানবসমাজের সর্বাধিক কল্যাণসাধন করা।“ – উক্টিটি কার?
উত্তরঃ রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানবসমাজের সর্বাধিক কল্যাণসাধন করা।“ – উক্টিটি জন লকের।
১৭) রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তরঃ রাষ্ট্রের উপাদান ৪ টি।
১৮) রাষ্ট্রের উপাদান কী কী?
উত্তরঃ রাষ্ট্রের উপাদানসমূহ হলো – ১. জনসমষ্টি ২. নির্দিষ্ট ভূখন্ড, ৩. সরকার, ৪. সার্বভৌমত্ব
১৯) রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তরঃ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব
২০) “সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।“ – এটি কার উক্তি?
উত্তরঃ “সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।“ – এটি উইলোবির উক্তি।
টপিকঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ২য় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –
২১) কার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত হয়?
উত্তরঃ সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত হয়।
২২) “রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ।“ – উক্তিটি কার?
উত্তরঃ “রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ।“ – উক্তিটি অধ্যাপক গার্নারের।
২৩) “প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কার্যত সরকারই রাষ্ট্র।“ – উক্তিটি কার?
উত্তরঃ “প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কার্যত সরকারই রাষ্ট্র।“ – উক্তিটি অধ্যাপক লাস্কির।
২৪) সরকারের আধুনিক শ্রেণিবিভাগ করেছেন কে?
উত্তরঃ সরকারের আধুনিক শ্রেণিবিভাগ করেছেন লিকক।
২৫) সরকারের অঙ্গ কয়টি?
উত্তরঃ সরকারের অঙ্গ ৩ টি।
- আরও পড়ুনঃ (১ম অধ্যায়) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি রচনামূলক প্রশ্নোত্তর সাজেশন
- আরও পড়ুনঃ (১ম অধ্যায়) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজেশন
২৬) সরকারের অঙ্গসমূহ লেখ।
উত্তরঃ সরকারের অঙ্গসমূহ হলো – আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
২৭) সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে?
উত্তরঃ সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান হলেন রাষ্ট্রপতি।
২৮) সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ।
উত্তরঃ সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ ও ভারত।
২৯) রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না?
উত্তরঃ রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতাকে হস্তান্তর করা যায় না।
৩০) কে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে রাষ্ট্র পরিচালনা করে?
উত্তরঃ সরকার রাষ্ট্রের মুখপাত্র হিসেবে রাষ্ট্র পরিচালনা করে।
টপিকঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ২য় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –
৩১) “রাষ্ট্র একটি ক্ষতিকর প্রতিষ্ঠান।“ – এটি কাদের উক্তি?
উত্তরঃ “রাষ্ট্র একটি ক্ষতিকর প্রতিষ্ঠান।“ এটি নৈরাজ্যবাদীদের উক্তি।
৩২) বাংলাদেশ কোন ধরণের কল্যাণমূলক রাষ্ট্র?
উত্তরঃ বাংলাদেশ সম্ভাবনাময় কল্যাণমূলক রাষ্ট্র।
৩৩) “আমি রাষ্ট্র।“ – উক্তিটি কার?
উত্তরঃ “আমিই রাষ্ট্র।“ – উক্তিটি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের।
৩৪) আধুনিক রাষ্ট্রের কার্যাবলি কত প্রকার ও কী কী?
উত্তরঃ আধুনিক রাষ্ট্রের কার্যাবলি ২ প্রকার। যথাঃ ১. অপরিহার্য কার্যাবলি ২. ঐচ্ছিক কার্যাবলি।
৩৫) “রাষ্ট্র” শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ “রাষ্ট্র” শব্দটি নিকোলো ম্যাকয়াভেলি প্রথম ব্যবহার করেন।
৩৬) রাষ্ট্রের উতপত্তির যেকোনো ২টি মতবাদের নাম লেখ।
উত্তরঃ রাষ্ট্রের উৎপত্তির ২ টি মতবাদ হলো – ১. সামাজিক চুক্তি মতবাদ ও ২. ঐশ্বরিক মতবাদ।
৩৭) রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত প্রাচীন মতবাদ কোনটি?
উত্তরঃ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
৩৮) রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
উত্তরঃ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
৩৯) “Will, not forced is the basis of the state.” – উক্তিটি কার?
উত্তরঃ “Will, not forced is the basis of the state.” – উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী টি. এইচ. গ্রিনের।
৪০) বিধাতার সৃষ্টিমূলক বা ঐশ্বরিক মতবাদের মূল কথা কি?
উত্তরঃ বিধাতার সৃষ্টিমূলক বা ঐশ্বরিক মতবাদের মূল কথা হলো রাষ্ট্র স্রষ্টার সৃষ্টি।
৪১) ঐশ্বরিক মতবাদ অনুস্বারে শাসক কার নিকট দায়ী থাকে?
উত্তরঃ ঐশ্বরিক মতবাদ অনুস্বারে শাসক সৃষ্টিকর্তার নিকট দায়ী থাকে।
৪২) ঐশ্বরিক মতবাদ শাসক ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন কার দ্বারা?
উত্তরঃ ঐশ্বরিক মতবাদ শাসক ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন সৃষ্টিকর্তা দ্বারা।
৪৩) বলপ্রয়োগ মতবাদে কোনটি রাষ্ট্রের ভিত্তি?
উত্তরঃ বলপ্রয়োগ মতবাদে বলেই রাষ্ট্রের ভিত্তি।
৪৪) “রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি, বল নয়।“ – উক্তিটি কার?
উত্তরঃ “রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি, বল নয়।“ – উক্তিটি টি. এইচ. গ্রিনের।
৪৫) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উত্তরঃ সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন জন লক, টমাস হবস এবং জ্যা জ্যাক রুশো।
টপিকঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি ২য় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –
৪৬) সামাজিক চুক্তি মতবাদ অনুস্বারে প্রকৃতির রাজ্যে মানুষ কেমন ছিল?
উত্তরঃ সামাজিক চুক্তি মতবাদ অনুস্বারে প্রকৃতির রাজ্যে মানুষ স্বার্থহীন ও উপকারী ছিল।
৪৭) টমাস হবস কোন দেশের অধিবাসী?
উত্তরঃ টমাস হবস ইংল্যান্ডের অধিবাসী।
৪৮) “Life is the state of nature was solitary, poor, nasty, brutish and short.” – উক্তিটি কার?
উত্তরঃ “Life is the state of nature was solitary, poor, nasty, brutish and short.” – উক্তিটি হবসের।
৪৯) হবসের মতে, কাদের মধ্যে সামাজিক চুক্তি হয়েছিল?
উত্তরঃ হবসের মতে, রাজা ও জনগণের মধ্যে সামাজিক চুক্তি হয়েছিল।
৫০) জন লক কোন দুটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন?
উত্তরঃ জন লক দুটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন তা হলো – ১. সামাজিক চুক্তি ২. শাসন চুক্তি।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।