মা ও শিশু সহায়তা কর্মসূচি অনলাইন আবেদন পদ্ধতি ।। মা ও শিশু সহায়তা কর্মসূচি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা” এবং “শহর অঞ্চলের ল্যাকটেটিং ভাতা” উন্নত সংস্করণ “মা ও শিশু সহায়তা কর্মসূচি”।
জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ০ থেকে ৪ বছরের শিশুর পুষ্টিমান উন্নয়ন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এই কর্মসূচী পরিকল্পনা করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সমগ্র বাংলাদেশে গ্রামীণ এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা
এবং গর্ভবতী মা, কম আয়ের কর্মজীবী মায়ের গর্ভকালীন ০-৪ বছর বয়স পর্যন্ত স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তার উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছে।উপকারভোগীরা প্রতিমাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা প্রাপ্ত হন। বর্তমানে প্রায় ২০০,০০০ সুবিধাভোগী অন্তর্ভূক্তি হয়েছে এবং এই কর্মসূচি থেকে মাসিক সুবিধা পেয়েছে।
আবেদন কারার জন্য এই লিংক এ ক্লিক করে আবেদন করতে পারবেন।
সুবিধা
মা ও শিশু সেবা ব্যাবস্থাপনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মপদ্ধতির একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাবস্থাপনা পদ্ধতি । মা ও নবজাতক মৃত্যুহার হ্রাস করতে এই ব্যাবস্থাপনা পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যা একটি সুনিয়ন্ত্রিত পর্যবেক্ষনের মাধ্যমে মা ও শিশুসেবা নিশ্চিতকরনে ভূমিকা রাখে।
নব দম্পত্তির তালিকা যুক্ত করার মাধ্যমে গর্ভবতী মায়ের তালিকা নতুন করে যুক্ত করার প্রয়োজন হয় না। এলএমপি সংযুক্ত করেই গর্ভবতী মায়ের সেবা প্রদানের কার্যক্রম শুরু করা যাবে। ধাপে ধাপে প্রসবকালীন সেবা প্রদান এবং পরবর্তিতে টিকা পর্যবেক্ষন করা যাবে।
প্রসবের সময় হতে পরপর তিন দিন মা ও নবজাতকের নিবিড় পর্যবেক্ষন এবং মনিটরিং ব্যাবস্থা থাকায় মাতৃ ও নবজাতকের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে যাবে। মাঠ পর্যায়ে কর্মীদের অবস্থান ট্রেকিং ও রিপোর্ট আপলোড এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের উক্ত কার্যক্রম তদারকির তথ্য আপলোডের মাধ্যমে সহজেই সঠিক পর্যবেক্ষনের সত্যতা যাচাই করা যাবে।
এছাড়াও উপজেলা পর্যায়ে আপলোডকৃত সকল তথ্য জেলা পর্যায়ে উপ-পরিচালক মহোদয়ের কার্যালয় হতে ক্রস চেকিং-এর মাধ্যমে মনিটরিং নিশ্চিত করা হবে।
এইসকল রিপোর্ট কালার কোডের মাধ্যমে সকল পর্যায়ে প্রদর্শিত হবে এবং উপ-পরিচালক ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একপলকেই তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সকল ধরনের তালিকা মাসিক ও বাৎসরিক রিপোর্ট কিংবা উপজেলা ভিত্তিক ও জেলা ভিত্তিক রিপোর্ট প্রিন্ট করে হার্ড কপি হিসেবেও ব্যাবহার করা যাবে।
মা ও শিশু সহায়তা কর্মসূচি অনলাইন আবেদন পদ্ধতি
শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ১৪টি ভুলের সমাধান
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।