মাস্টার্স শেষ পর্ব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্ব মৌখিক পরীক্ষা এর প্রশ্নোত্তর সহ সকল গুরুত্বপূর্ণ সাজেশন সমূহ এখানেই পাবেন।
Master Final Year Exam 2022
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২২
বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান
বিষয়: মৌখিক
বিষয় কোড: ৩১১৯১৬
মাস্টার্স শেষ পর্ব মৌখিক পরীক্ষা
১. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People’s Republic of Bangladesh)।
২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩. বাংলাদেশ ও ভারত সীমান্ত কখন ,কে কে স্বাক্ষর করে?
উত্তর : ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী।
৪. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৯৭ সালে।
৫. কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায়?
উত্তর : ঋগে¦দের ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।
৬. বাংলার প্রাচীন জনপদগুলো কি কি?
উত্তর : বঙ্গ, পুন্ড্র, গৌড় , রাঢ় , সমতট, হরিকেল ও বরেন্দ্র।
৭. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল?
উত্তর : অস্টিক।
৮. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
উত্তর : সম্রাট আকবর।
৯. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর : মুর্শিদকুলী খান।
১০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর : পর্তুগিজরা ।
১১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
উত্তর : ১৭৬৫ সালে।
১২. বাংলায় কে, কখন চিরস্থায়ী ভূমিব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তর : লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ খ্রি.।
১৩. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ও সংগঠন কে ছিলেন?
উত্তর : মজনু শাহ।
১৪. The Spirit of Islam গ্রন্থটি কার রচিত?
উত্তর : সৈয়দ আমীর আলী।
১৫. বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় কাদের মধ্যে এবং কখন?
উত্তর : হিন্দু-মুসলমানদের মধ্যে ১৯২৩ সালে।
মাস্টার্স মৌখিক পরীক্ষা সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর
১৬. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
১৭. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে?
উত্তর : UNESCO ।
১৮. ঐতিহাসিক লোহার প্রস্তাব কে উপস্থাপন করেন?
উত্তর : শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক।
১৯. ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন?
উত্তর : লর্ড-মাউন্ট- ব্যাটেন।
২০. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি?
উত্তর : বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে।
২১. নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল?
উত্তর : নৌকা।
২২. ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনে কে সক্রিয় ভূমিকা রাখেন।
উত্তর : শেখ মুজিবুর রহমান।
২৩. আগরতলা ষড়যন্ত্র মামলান প্রধান আসামি কে ছিলেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
২৪. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?
উত্তর : ১৬৭ টি।
২৫. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল কখন?
উত্তর : ২ মার্চ ১৯৭১ সালে।
মাস্টার্স মৌখিক পরীক্ষা সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর
২৬. রাষ্ট্র শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর : মেকিয়াভেলী।
২৭. ‘রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি’- উক্তিটি কার?
উত্তর : জনলক এর।
২৮. ‘আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি’- উক্তিটি কার?
উত্তর : এরিস্টটলের।
২৯. জাতীয়তাবাদের জনক কে?
উত্তর : নিকোলো মেকিয়াভেলী।
৩০. বিশ্বের প্রথম ও সংক্ষিপ্ত লিখিত সংবিধান কোনটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
৩১. পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোনটি?
উত্তর : ভারতের সংবিধান।
৩২. বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর : এককক্ষ বিশিষ্ট।
৩৩. শাসন বিভাগের প্রধান হিসাবে কে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক?
উত্তর : রাষ্ট্রপতি ।
৩৪. বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন কে?
উত্তর : রাষ্ট্রপতি।
৩৫. ভোটাধিকার নাগরিকের কি অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
৩৬. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমন্ডলী।
৩৭. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহারণ দেও।
উত্তর : বণিক সমিতি, শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন।
৩৮. Voice of god বলা হয় কাকে?
উত্তর : জনমতকে।
৩৯. প্লেটোর কোথায় জন্মগ্রহন করেন?
উত্তর : গ্রিসের এথেন্সে।
৪০. রুশো কোন দেশের দার্শনিক ?
উত্তর : ফ্রান্সের।
৪১. সাংসদীয় গণতন্ত্রের জন্মভূমি বলা হয় কোন দেশ কে?
উত্তর : গ্রেট ব্রিটেনকে।
৪২. লর্ড সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর : লর্ড চ্যান্সেলর।
৪৩. পৃথিবীর প্রাচীনতম ও বৃহত্তম দ্বিতীয় কক্ষ কোনটি?
উত্তর : ব্রিটেনের লর্ডসভা।
৪৪. মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা কে?
উত্তর : মার্কিন সুপ্রিম কোর্ট ।
৪৫. ফরাসি বিপ্লবের শ্লোগান কি?
উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
মাস্টার্স মৌখিক পরীক্ষা সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর
৪৬. সচিবালয় গঠনের কাঠামো কি রূপ?
উত্তর : সচিবালয় গঠনের কাঠামো নি¤œরূপ-
সিনিয়ার সচিব- সচিব- অতিরিক্ত সচিব- যুগ্নসচিব- উপসচিব- সিনিয়ার সহকারি সচিব- সহকারি সচিব।
৪৭. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
৪৮. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নবাব সলিমুল্লাহ।
৪৯. দ্বি- জাতি তত্ত্ব ঘোষণা করেন কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
৫০. গণতন্ত্রের মানস পুত্র বলা হয় কাকে?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে।
৫১. অর্থনীতির জনক কে?
উত্তর : এ্যাডাম স্মিথ।
৫২. বাংলাদেশে কোন ধরণের অর্থনীতি ?
উত্তর : মিশ্র অর্থনীতি।
৫৩. সরকারি আয়ের প্রধান উৎস কি?
উত্তর : রাজস্ব কর।
৫৪. জেলা প্রশাসনের জনক কে?
উত্তর : উড্রো উইলসন।
৫৫. জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে?
উত্তর : ডেপুটি কমিশনার।
৫৬. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর : সচিব।
৫৭. Hierarchy শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর : Hierarchy.
মাস্টার্স শেষ পর্ব মৌখিক পরীক্ষা – এই সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।