ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ৩৯-৪০: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৯. শেরপুর সরকারি কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.স্বপন ও তাহসীন দুই বন্ধু ইন্টারমিডিয়েট পাস করে আর লেখাপড়া করেনি। দু’জনই ব্যবসা করছে। স্বপন তার বাবার ছোট মুদির দোকানে বসে। সে গঞ্জের বড় দোকান থেকে একত্রে মাল কিনে দোকানে নিয়ে আসে। আর তা অল্প অল্প করে গ্রাহকদের কাছে ব্রিকয় করে। অন্যদিকে তাহসীন নিজে ছোট্ট একটা বেকারি করছে। কয়েকজন শ্রমিক নিয়ে কাজ শুরু করলেও বাজারে তার ব্রেড ও বিস্কুট জনপ্রিয়তা পাওয়ায় তার ব্যবসায় প্রসারিত হচ্ছে।
ক. সামাজিক ব্যবসায় কী? ১
খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ২
গ. স্বপন অভ্যন্তরীণ বাণিজ্যের অধীনে কোন ধরনের ব্যবসায় চালাচ্ছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ের ধরন বিবেচনায় তাহসীনের ব্যবসা দেশের আর্থসামাজিক উন্নয়নে অধিক ভ‚মিকা রাখতে সমর্থ হবেবক্তব্যের উদ্দীপকের আলোকে যথার্থতা বিশ্লেষণ করো। ৪
২.সুকুমার সাহা বন্ধু-বান্ধব ও আÍীয়-স্বজন থেকে অর্থ সংগ্রহ করে সাভারে ‘রজনীগন্ধা’ চাষ শুরু করেন। কিন্তু প্রশিক্ষণ ও ব্যবসায় সম্পর্কে ধারণা না থাকায় প্রথমে লোকসানের সম্মুখীন হন। কিন্তু ধৈর্য না হারিয়ে একটি ব্যাংকের সাথে যোগাযোগ করেন এবং সহযোগিতা পেলে বৃহদাকারে ফুল ব্যবসায় শুরু করতে পারবেন বলে আশা করছেন।
ক. অর্থনৈতিক পরিবেশ কী? ১
খ. ব্যবসায় প্রতিষ্ঠায় অনুক‚ল সামাজিক পরিবেশের প্রয়োজন হয় কেন? ২
গ. কোন পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানের অভাবে সুকুমার সাহা প্রথমে ব্যবসায়ে সফলতা পাননি? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে কোন পরিবেশ সুকুমার সাহার ব্যবসায় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। ৪
৩.রাজা, সুজা ও সাব্বির তিনজন মিলে একত্রে শেয়ার কেনা-বেচার জন্য সমঝোতার ভিত্তিতে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। কিন্তু শেয়ার কিনে ধরে রেখে পরে বিক্রয় করে। আবার কিছু শেয়ার কিনে ১/২ দিনের মধ্যেই বিক্রয় করে দেয়। কোন শেয়ার কখন বেচবে, আর ধরে রাখবে এ নিয়ে প্রায়শই ঝগড়া হয়। তাই তারা যার যার মতো ব্যবসায় করার সিদ্ধান্ত নিল। এখন অন্যকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। যার যার দায় এখন তার তার।
ক. ক্রয়-বিক্রয় ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে? ১
খ. একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম কেন? ২
গ. উদ্দীপকের ব্যক্তিবর্গ প্রথমে মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় গড়ে তুলেছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরে তারা যেই ধরনের ব্যবসায় করার সিদ্ধান্ত নিয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৪.‘অইঈ’ একটি সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি সংগঠন। তারা সম্প্রতি ১০০টি সফটওয়্যার তৈরির অর্ডার পায়। তাদের পর্যাপ্ত সংখ্যক দক্ষ লোকবল নাই। তাই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যসম্পাদনের জন্য ‘মুন’ কোম্পানিকে চুক্তির ভিত্তিতে ৩০টি সফটওয়্যার তৈরির দায়িত্ব দেয়। দক্ষ লোকবলের অভাবে পরবর্তীতে ‘অইঈ’ কোম্পানির নিয়মিত কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা দেখা দেয়। তাই তারা বিকল্প সমাধান না পেয়ে কোম্পানি বিলোপসাধনের সিদ্ধান্ত নেয়।
ক. কোম্পানির বিলোপসাধন কী? ১
খ. ব্যবসায়ের সহায়ক সেবা বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত ‘অইঈ’ কোম্পানি কর্তৃক ‘মুন’ কোম্পানি দ্বারা কাজ করিয়ে নেওয়া কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘অইঈ’ কোম্পানি বিলোপসাধনের পদ্ধতি বিশ্লেষণ করো। ৪
৫.গাজীপুরে হাসান আলীসহ ৪০ জন মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। দ্বিতীয় বছরে তাদের মূলধন দাড়ায় ২০ লক্ষ টাকা। তৃতীয় বছরে মোট লাভের ২,২০,০০০ টাকা হতে ৩৩,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ৬,৬০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা প্রত্যেকে সমানভাবে ভাগ করে নিলেন এবং নিজেদের সহযোগিতায় আরও সচেষ্ট হলেন। তাদের বিশ্বাস তাদের মধ্যে দৃঢ় বন্ধন থাকলে ধারাবাহিক সাফল্য আসবেই।
ক. সমবায় পরিচালনার দলিলকে কী বলে? ১
খ. সমবায়কে স্বল্প আয়ের মানুষের সংগঠন বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. হাসান আলী ও তার সহযোগীগণ কোন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘প্রতিষ্ঠানটির কার্যকর নীতিই দৃঢ় বন্ধন সৃষ্টি করে’ এ ব্যাপারে তোমার মতামত দাও। ৪
৬.সরকারের দায়িত্ব দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এ লক্ষ্যে সরকার একটি উন্নতমানের অস্ত্র কারখানা স্থাপনের জন্য সংসদে বিল উত্থাপন করে, যা পরে আইন হিসেবে পাস হয়। এক বছর পর দেখা গেল প্রতিষ্ঠানটিতে যোগ্যদের চেয়ে রাজনৈতিক বিবেচনায় লোকবল নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় লোকবলের চেয়ে পরিমাণে বেশি। নিয়োগকৃত লোকবল অদক্ষ হওয়ায় প্রতিষ্ঠানটির অপচয় বেড়েছে ও লোকসান হচ্ছে।
ক. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী? ১
খ. পণ্য পরিবহনে রেল সেবার ভ‚মিকা ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন ধরনের সংগঠনের কথা বলা হয়েছে? ৩
ঘ. তোমার মতে কীভাবে কারখানাটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে? তা যুক্তিসহ লেখ। ৪
৭.শাহজাহান বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানালেন ঢাকার বায়ুতে প্রচুর সিসা থাকায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। চিকিৎসায় শাহজাহানের শ্বাসকষ্ট কিছুটা কমলেও পুরোপুরি সারেনি। তাই তিনি এ বিষয়ে সরকারের মনোযোগ আকর্ষণ করেছেন।
ক. কপিরাইট কী? ১
খ. কেন কপিরাইট গ্রহণ করা হয়? ২
গ. উদ্দীপকে কোন সমস্যার কারণে শাহজাহানের শ্বাসকষ্ট বেড়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বায়ু দূষণ রোধে শাহজাহান কর্তৃক সরকারের সহযোগিতা চাওয়ার বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। ৪
৮.মেহেদী øাতক পাস করে চাকরির পিছনে না ছুটে যশোরের দড়াটানা মোড়ে একটি ফুলের দোকান স্থাপনের মাধ্যমে ব্যবসায় উদ্যোগ নিতে সচেষ্ট হন। পরবর্তীতে ব্যবসায়ের আয়তন বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে পুঁজির সংস্থান করেন। তাই ব্যবসায় উদ্যোগ উন্নয়নে এ ধরনের সহায়তা খুব বেশি প্রয়োজন বলেই তিনি মনে করেন।
ক. প্রকৃতি অনুযায়ী সহায়তা কত প্রকার? ১
খ. শিল্প ও বণিক সমিতি কীভাবে ব্যবসায় উদ্যোগে সহায়তা করে? ব্যাখ্যা করো। ২
গ. মেদেহীর ঋণ গ্রহণ কোন ধরনের সহায়তার অন্তর্গত? বর্ণনা করো। ৩
ঘ. ঋণ সহায়তা ছাড়া কি মেহেদীর ব্যবসায়ের উদ্যোগ উন্নয়ন সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৯.আলম ব্যবসায় উদ্যোগ বিষয়টি পড়ে উদ্যোক্তা হবে বলে ঠিক করেছিল। কিন্তু তা এখন সম্ভব কিনা এ নিয়ে ভাবছে। এ জন্য সে তার এক বড় ভাই শফিকের কাছে গেল। মি. শফিক বললেন, উদ্যোক্তা নতুন কিছু নিয়ে ভাবে। তাই তার পাঁচজন মানুষ বা ব্যবসায়ী থেকে তাকে একটু ভিন্ন হতে হয়। তার গঠনমূলক ও সৃষ্টিধর্মী মন থাকার প্রয়োজন পড়ে। তাকে নিজেই আÍবিশ্লেষণ করে সাফল্য লাভের আকাক্সক্ষা, ঝুঁকি গ্রহণের মানসিকতা ইত্যাদি গুণ তার আছে কিনা দেখতে হয়। আর এ গুণসমূহ থাকলে ভালো উদ্যোক্তা হওয়া যায়।
ক. নারী উদ্যোক্তা কে? ১
খ. ব্যবসায়ের উদ্যোগ ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? ২
গ. মি. শফিক একজন ব্যবসায় উদ্যোক্তার কোন গুণ থাকার কথা বলছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘সাফল্যার্জনের চাহিদা থেকেই উদ্যোক্তার সৃষ্টি হয়’ উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ করো। ৪
১০.‘মিনা বাজার’ ঢাকা শহরে অনেকগুলো আউটলেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় করে। প্রথাগতভাবে অসংখ্য সরবরাহকারীর কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করে প্রত্যেকটি আউটলেটের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে গিয়ে ‘মিনা বাজার’ কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি সরবরাহকারী ও আউটলেটের সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় বিকল্প ব্যবস্থার কথা ভাবছে।
ক. ই-কমার্স কী? ১
খ. ডেবিট কার্ড বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলেখিত প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কোন শাখার অন্তভর্‚ক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উক্ত প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য বিকল্প ব্যবস্থাটি কী হতে পারে? বর্ণনা করো। ৪
১১.মি. আলী গরিব হলেও সমাজ হিতৈষী মানুষ। বাজারে তার মুদির দোকান। তিনি দেখেন দেশে বড় কোনো দুর্যোগ হলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক অর্থ জমা দেয়। গণমাধ্যমে তা ফলাও করে প্রচার করা হয়। তারা স্কুল কলেজ তৈরি করে। মি. আলী ভাবেন তিনি গ্রাহকদের ঠকান না, মাপে কম দেন না, ভালো মাল দিতে সচেষ্ট থাকেন। তার সামর্থ্যরে মধ্যে তিনি যা করেছেন এতেই তিনি সন্তুষ্ট।
ক. ব্যবসায়ের নৈতিকতা কী? ১
খ. পরিবেশে বায়ু দূষণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. আলী যাদের প্রতি দায়িত্ব পালন করছেন তার যথার্থতা মূল্যায়ন করো। ৪
৪০. সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.ছ’মাস আগে জনাব শাহেদ হাসান দেশীয় একটি পোশাক তৈরি কারখানায় উচ্চ বেতনে হিসাবরক্ষক পদে যোগদান করেছেন। বোনাস ও অন্যান্য কিছু আর্থিক সুবিধাও পান। তারপরও তিনি অন্যত্র চাকরি খোঁজছেন। কারণ যে কক্ষে তিনি বাস করনে, তা অধিকতর গরম। পাশের ড্রেন থেকে প্রায় দুর্গন্ধ আসে। তাছাড়া চাকরির নিরাপত্তা কম। যোগদানের পর তিনি তার সহকর্মীদের থেকে শুনেছেন, এ প্রতিষ্ঠানে খুব ধীরগতিতে পদোন্নতি হয়। যেকোনো সময় যেকোনো কর্মর্কতার চাকরি চলে যায়। কাজের প্রতি দিনে দিনে তার আগ্রহ কমে যাচ্ছে। কিন্তু তার বন্ধু আবুল হোসেন পাশের একটি অফিসে তার চেয়ে কম বেতন পান। এ ধরনের সমস্যা সেখানে না থাকায় সে কাজের প্রতি খুবই আগ্রহী। কারণ সে জানে তিন বছর পরই তার পদোন্নতি হতে পারে।
ক. প্রেষণার সংজ্ঞা দাও? ১
খ. সামাজিক চাহিদা কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব শাহেদ হাসান প্রেষণার কোন ধরণের উপাদানের অভাবে অন্যত্র চাকরি খোঁজছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব শাহেদ হাসান ও আবুল হোসেনের প্রতিষ্ঠানের বিদ্যমান প্রেষণার উপাদানগুলোর তুলনামূলক মূল্যায়ন করো। ৪
২.মোতালেব হোসেন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অফিস সহকারী। কাজে কখনো সে অবহেলা করে না। অফিসে সব সময় সে উৎফুল থাকে। কিন্তু ইদানিং তার উর্দ্ধতন কর্মকর্তা আবদুল খালেক লক্ষ করছেন কাজের প্রতি মোতালেব হোসেনের কোনো আগ্রহ নেই। অফিসে সব সময় সে বিষণœ থাকে। আবদুল খালেক তাকে রুমে ডেকে জানতে পারলেন তার একমাত্র মেয়েটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। আবুল খালেক তাকে বললেন, চিন্তা করবেন না, আপনার মেয়ের চিকিৎসার সব দায়িত্বভার এ প্রতিষ্ঠানের। মোতালেবের চোখে-মুখে হাসি ফুটে উঠলো। সে পূর্ণ উদ্যমে কাজ করতে লাগলো।
ক. দ্বি-উপাদান তত্ত¡ কী? ১
খ. পুরস্কার কি প্রণোদনা? ব্যাখ্যা করো। ২
গ. আবদুল খালেকের আশ্বাস কোন ধরনের প্রেষণা? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো প্রেষণা কর্মীর মনোবল বাড়াতে পারে? কীভাবে? বিশ্লেষণ করো। ৪
৩.জনাব আবুল হাশেম আমদানি-রপ্তানি ব্যবসায় করেন। অফিসের কর্মচারী ও তার গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করেন। ইন্টারনেট থেকে তিনি ব্যবসায়ের তথ্যাদি সংগ্রহ ও সরবরাহ করেন। ফলে দ্রুতই কাজ সম্পন্ন হয়। প্রতি বছর তিনি মুনাফার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন। পক্ষান্তরে রহমান সাদিক একই ধরনের ব্যবসায় করেন। কিন্তু ব্যবসায়িক যোগাযোগ বা তথ্য আদান-প্রদানের জন্য এখনও তিনি চিঠি ও ফোন বা মোবাইলের ওপর নির্ভর করেন। এতে প্রায় কাজকর্ম ব্যাহত হয়। ফলে শতভাগ লক্ষ্য অর্জন কোনো বছরই সম্ভব হয় না।
ক. যোগাযোগ কী? ১
খ. যোগাযোগের প্রধান তিনটি উপাদান কী? ব্যাখ্যা করো। ২
গ. আবুল হাশেমের সফলতার কারণ কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. রহমান সাদিকের লক্ষ্য অর্জনের ব্যর্থতার কারণ কী? বিশ্লেষণ করো। ৪
৪.জনাব আহমেদ শফিক এক্স ব্যাংক লিমিটেড, পাবনা শাখার একজন ব্যবস্থাপক। তিনি প্রধান কার্যালয়ের সব নির্দেশনা চিঠির মাধ্যমে অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দেন এবং নোটিশ বোর্ডেও টানিয়ে দেন। তারপরও প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যসম্পাদন হচ্ছে না বলে সম্প্রতি তাকে তিরস্কার করা হয়েছে। এখন তিনি সিদ্ধান্ত নিয়ে প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও নির্দেশনা তিনি সভা ডেকে আলোচনা করে সবাইকে বুঝিয়ে দেবেন।
ক. নির্দেশনা কী? ১
খ. কমিটি কী? ব্যাখ্যা করো। ২
গ. প্রথমে জনাব আহমেদ শফিক যোগাযোগের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. কার্যকর যোগাযোগের জন্য কোন মাধ্যমটি উত্তম? বিশ্লেষণ করো। ৪
৫.জনাব মঞ্জুর কাদের একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপক। পরিকল্পনা তৈরির জন্য তিনি প্রতিষ্ঠানের কোনো বিভাগ ও উপ-বিভাগের কর্মকর্তাদের থেকে তথ্য সংগ্রহ করেন না। তাদের এ বিষয়ে কিছু অবহিতও করেন না। এ কারণে তার প্রতিষ্ঠানে প্রায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।
ক. ফলাবর্তন বলতে কী বোঝায়? ১
খ. ভারসাম্যের নীতিটি ব্যাখ্যা করো। ২
গ. প্রথমে ব্যবস্থাপনার কোন কাজটি সম্পন্ন না হওয়ায় জনাব মঞ্জুর কাদেরের পরিকল্পনা বাস্তবায়ন হত না? ব্যাখ্যা করো। ৩
ঘ. লক্ষ্য অর্জনের জন্য জনাব মঞ্জুর কাদেরের কী করা উচিত? বিশ্লেষণ করো। ৪
৬.ইস্টার্ন গার্মেন্টস-এর ব্যবস্থাপক জনাব আসগর আলী প্রতিটি কাজের একটি আদর্শমান নির্ধারন করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি তিনি তিন কোটি টাকার পোশাক রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছিলেন। ১৭ ডিসেম্বরে তিনি দেখলেন দুই কোটি আশি লক্ষ টাকার পোশাক রপ্তানি হয়েছে। নির্ধারিত সময়ে বিশ লক্ষ টাকার পোশাক রপ্তানি করা সম্ভব নয়। কারণ অনুসন্ধান করে তিনি দেখলেন তিন মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তিনি কয়েকজন দক্ষ মিস্ত্রি ডেকে মেশিনটি মেরামতের ব্যবস্থা করে দিলেন।
ক. বাজেটীয় নিয়ন্ত্রণ কী? ১
খ. সমচ্ছেদ বিন্দু কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আসগর আলী ব্যবস্থাপনার কোন কাজটি সম্পন্ন করছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. আদর্শ মানের সাথে বিচ্যুতির সম্পর্ক মূল্যায়ন করো। ৪
৭.জনাব আবদুর রশিদ পাবনায় একটি ফলের দোকানে সামান্য বেতনে চাকরি করে। যে বেতন পায়, তাতে তার সংসার চলে না। তাই আÍীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সে একটি ফলের দোকান দেয়। এতে তার সংসারে সচ্ছলতা আসে। ধীরে ধীরে সে একজন সফল ফল ব্যবসায়ী হয়ে ওঠে।
ক. শিল্পোদ্যোগ কী? ১
খ. প্রশিক্ষণ কেন প্রয়োজন? ২
গ. আবদুর রশিদের ফলের দোকান দেওয়া ব্যবসায় সংগঠনের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. আবদুর রশিদের সফলতার কারণ বিশ্লেষণ করো। ৪
৮.আয়শার আম্মার ঠান্ডাজ্বর। ডাক্তারের পরামর্শে সে একটি ফার্মেসি থেকে ঔষধ কিনে আনার জন্য আয়শাকে পাঠালেন। তার মা খুবই সচেতন। ঔষধ খাওয়ার আগে তিনি দেখলেন ঔষধের মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে। তিনি আয়শাকে বললেন, ‘এখনই এটি দোকানে ফিরিয়ে দাও। তুমি যা কিছু কিনো না কেন, মোড়কে মেয়াদ আছে কিনা দেখে নিবে।’
ক. ব্যবসায়ের নৈতিকতা কী? ১
খ. ব্যবসায়িক মূল্যবোধ কেন প্রয়োজন? ২
গ. মেয়াদ ফুরিয়ে যাওয়া ঔষধ দোকানে রাখা ও বিক্রয় করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্বের মধ্যে পড়ে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ঔষধ বিক্রেতার দায়িত্ব কী হওয়া উচিত? বিশ্লেষণ করো। ৪
৯.এমবিএ পাস করে আলাউল চাকরি খুঁজছিল। তার বন্ধুর বাবা তাকে বলল, ‘তুমি ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি প্রতিষ্ঠান গড়ে তোলো। গ্রামের আরও বেকার যুবকদের ও তোমার সঙ্গে নাও। বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সহায়তা করছে। আলাউল তার পরামর্শ গ্রহণ করলো।
ক. কুটির শিল্প কী? ১
খ. পণ্য উৎপাদন ও বণ্টন কীভাবে সফল হয়? ব্যাখ্যা করো। ২
গ. আলাউল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে কী পেতে পারে? ব্যাখ্যা করো। ৩
ঘ. দেশের বেকারত্ব দূরীকরণে উদ্দীপকের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবার গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১০.জনাব মাহমুদ শরাফত-এর বাবা একজন শিল্পপতি। তিনি এমন একটা স্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলছেন, যেখানে সরকার সকল অবকাঠামো গড়ে প্লট বুঝিয়ে দিয়েছে। তার বাবা সমিতিবদ্ধ। কোনো সমস্যা তারা একসাথে-তা মোকাবিলা করেন। তাদের সমিতিটি ঊর্ধ্বতন সমিতির সদস্য। সেখানকার কর্মকর্তারাও তাদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর রাখেন। ব্যবসায়ের পরিবেশ গড়ে তুলতে তাদের সবার প্রচেষ্টা কাজে আসছে।
ক. উদ্দীপনামূলক সেবা কী? ১
খ. বিজিএমইএ কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব মাহমুদ শরাফতের বাবা কোন প্রতিষ্ঠানের সহযোগিতায় শিল্প গড়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. শিল্পের উন্নয়নে শরাফতের বাবার সমিতির ভ‚মিকা মূল্যায়ন করো। ৪
১১.রকমারি ডটকম একটি অফিসের মাধ্যমে সারাদেশে বই সরবরাহ শুরু করে। ঘরে বসেই ক্রেতারা বই পায়। এতে তারা খুবই সন্তুষ্ট। দিনে দিনে রকমারি ডট কমের ক্রেতার সংখ্যা বেড়েই চলেছে।
ক. ই-কমার্স কী? ১
খ. তথ্যপ্রযুক্তি কেন প্রয়োজন? ২
গ. রকমারি ডট কম যেভাবে ক্রেতাদের বই সরবরাহ করছে তার নাম কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. রকমারি ডট কমের ক্রেতাদের সন্তুষ্টির কারণ বিশ্লেষণ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।