ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ৪১-৪২ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪১. দিনাজপুর সরকারি কলেজ বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.জনাব হাসান চাকরি থেকে অবসর নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি উত্তরবঙ্গ হতে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বিক্রি করেন। সাফল্যের ধারাবাহিকতায় তার কর্মচারীর সংখ্যা বেড়ে ২০০ জন। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।
ক. ব্যবসায়ের সংজ্ঞা দাও। ১
খ. প্রজনন শিল্প বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে জনাব হাসান কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব হাসানের অবদান উদ্দীপকের আলোকে বর্ণনা করো। ৪
২.জনাব জসিম স্থানীয়ভাবে কৃষক থেকে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের মধ্যে সরবরাহ করে। অল্পদিনের মধ্যে সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তার ব্যবসায়ে সফলতা আসে। ব্যবসায় সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করে এবং সে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার শর্তে বন্ধুৃ ফাহিম থেকে ৫০,০০০ টাকা সংগ্রহ করে।
ক. শিল্প কী? ১
খ. একমালিকানা ব্যবসায়ে অসীম দায় বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত জনাব জসিমের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. জসিমের ব্যবসায়িক সফলতার কৌশলগুলোর ফল যুক্তিসহ বর্ণনা করো। ৪
৩.জনাব শাহীন ও তার দুই বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে ও মুনাফা ভাগাভাগীর উদ্দেশ্যে জনতা প্রিন্টিং প্রেস নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। সর্ব সম্মতিক্রমে জনাব শাহীন ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন এবং বাৎসরিক ১,০০,০০০ টাকা বেতন নেন। কিন্তু তিনি কোনো মূলধন সরবরাহ করেন নাই। কয়েক বৎসরের মধ্যে প্রতিষ্ঠানটি আশানুরূপ সফলতা অর্জন করে। জনাব শাহীন অসুস্থ্য হয়ে পড়লে তিনি তার ব্যবসায় চালিয়ে যেতে পারবেন না বলে জানান।
ক. অংশীদারি চুক্তিপত্র কী? ১
খ. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত শাহীন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কী পরিণতি হতে পারে? মতামত দাও। ৪
৪.বাংলাদেশে রয়েছে প্রচুর জনশক্তি। জনশক্তি ও সস্তা শ্রমিকের উপর নির্ভর করে গড়ে উঠেছে পোশাক শিল্পে। বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম রয়েছে। তবে পোশাক শিল্পে অনেক সমস্যা আছে। নানাবিধ সমস্যার কারণে এ শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে।
ক. অর্থনৈতিক পরিবেশ কী? ১
খ. সামাজিক পরিবেশ বলতে কি বুঝায়? ২
গ. বাংলাদেশে পোশাক শিল্পের উন্নয়নে পরিবেশ কী ধরনের ভ‚মিকা পালন করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও। ৪
৫.জনাব শফিক ও তার ছয় বন্ধু একত্রিত হয়ে ৯০ লক্ষ টাকা মূলধন নিয়ে কর্ণফুলি ট্রের্ডাস নামে একটি ব্যবসায় গঠন করেন। শফিক ও তার বন্ধু সোহেল পরিচালক নিযুক্ত হন। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়ে সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বৃদ্ধিসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষে তারা জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।
ক. কোম্পানির স্মারকলিপি কী? ১
খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে উলিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে? যুক্তিসহ লিখ। ৪
৬.জনাব রমিজের দিনাজপুর ৬টি আম বাগান আছে। মৌসুমে স্থানীয় বাজারে আম বিক্রি করে তেমন মুল্য পান না। তাই আরও বিশ জন আম বাগানের মালিককে সাথে নিয়ে একটি সংগঠন গড়ে তুললেন। এ সংগঠনের মাধ্যমে তারা আম একত্রিত করে ঢাকা ও চট্টগ্রামের আড়তে বিক্রয়ের জন্য উদ্যোগ নেয়। ফলে তারা আমের ভাল দাম পান। জনাব রমিজ আম সংগ্রহ ও সরবরাহের জন্য সংগঠনে পাঁচজন কর্মী নিয়োগ দেন।
ক. সমবায় সমিতি বলতে কী বোঝ? ১
খ. সমবায় সমিতির সাম্যের নীতি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে জনাব রমিজের সমবায় সমিতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. এ সংগঠনটি দেশের অর্থনীতিতে যে ভ‚মিকা রাখছে তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪
৭.জনাব রহমান ঢাকা ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা। ঢাকা ব্যাংক লেজার বুক-এর পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাবে সংরক্ষণ করে। তথ্য আদান-প্রদান চিঠির পরিবর্তে ই-মেইল, মোবাইল ফোন ও প্রযুক্তি ব্যবহার করেন। গ্রাহকগণ ব্যাংকে না গিয়ে চেক ছাড়াই মুহূর্তে কার্ড ব্যবহার করে দিন রাত ২৪ ঘন্টা টাকা তুলতে পারে।
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? ১
খ. মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝায়? ২
গ. ঢাকা ব্যাংকে কোন ধরনের ব্যাংকিং পদ্ধতি চালু আছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘তথ্য প্রযুক্তি ব্যবহার আর্থিক লেনদেনকে সহজতর করে দিয়েছে’উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪
৮.“ঢ” বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। অবকাঠামোসহ অন্যান্য অসুবিধার জন্য ঐ অঞ্চলে উলেখ করার মতো কোন মিল-কারখানা গড়ে উঠে নাই। তাই শুধু মুনাফার কথা না ভেবে দেশের সুষম উন্নয়নের জন্য “ঢ” অঞ্চলে মিল-কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
ক. সামাজিক ব্যবসায় কী? ১
খ. “বিমা হচ্ছে সদ্বিশ্বাসের চুক্তি” ব্যাখ্যা করো। ২
গ. মালিকানার ভিত্তিতে “ঢ” অঞ্চলে কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযোগী? ব্যাখ্যা করো। ৩
ঘ. “ঢ” অঞ্চলে পরিকল্পিত ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হবে জনকল্যাণমূলকউদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪
৯.ঢাকার নারায়ণগঞ্জে আদমজী জুট মিলটি পরিত্যক্ত অবস্থায় দেখা গেল। এই মিলটির এক সময় স্বর্ণযুগ ছিল। সরকারি নিয়ন্ত্রণে ও পরিচালনায় জনকল্যাণ ও বেকার সমস্যার সমাধানই ছিল মূল লক্ষ্য। কিন্তু প্রতিষ্ঠানটির দায়িত্বে যারা ছিলেন তারা সুষ্টু পরিকল্পনা মোতাবেক চালাতে ব্যর্থ হন। ফলশ্র“তিতে বাংলাদেশের শিল্প জগতের পথিকৃত এই প্রতিষ্ঠানটি বর্তমানে মৃত।
ক. BTTB-এর পূর্ণরূপ কী? ১
খ. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত মিলটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? বর্ণনা করো। ৩
ঘ. আদমজী জুট মিলের মতো প্রতিষ্ঠান টিকে না থাকার কারণ ব্যাখ্যা করো। ৪
১০.তুষার তার দুই বন্ধুসহ “ঢ” একটি কোম্পানি গঠন করে। কোম্পানির পরিচালকের সংখ্যা দুই জন। প্রতিষ্ঠানটি বাজারে শেয়ার ছাড়তে পারছে না। তবে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থান ভাল।
ক. যৌথ মূলধনী কোম্পানি কী? ১
খ. কৃত্তিম ব্যক্তিস্বত্ত¡া বলতে কী বোঝায়? ২
গ. “ঢ” প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো। ৩
ঘ. “ঢ” কোম্পানিটি বাজারে শেয়ার ছাড়তে হলে করণীয় কী? ব্যাখ্যা করো। ৪
১১.জাহিদ এমন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করে যা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সময় বাজার মূল্যের কম মূল্যে বাজারে পণ্য বিক্রয় করে। এতে জনগণ খুব উপকৃত হয়। এ ব্যবসায় প্রতিষ্ঠান জনস্বার্থে ব্যবসায় পরিচালনা করে।
ক. BIMSTEC-এর পূর্ণ অর্থ কী? ১
খ. BSTI বলতে কী বোঝ? ২
গ. জাহিদ কোন ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. “জনকল্যাণে এ ব্যবসায় প্রতিষ্ঠান কাজ করে”মূল্যায়ন করো। ৪
৪২. পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ, কুমিল্লা বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১.সুমন হাবীব বিদেশ থেকে ফিরে ব্যবসায় করবে ভাবলো। প্রথমে ভাবলো কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের ওপর কিছু একটা করবে। কিন্তু দক্ষ জনশক্তি, বাজার মূলধন ইত্যাদি বিষয়ে অনিশ্চিয়তা ভেবে পরবর্তীতে দেশের মানুষের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিলিয়ে কোনো এক ব্যবসায় দাঁড় করানোর চিন্তা করলো। সে একটা ফ্যাশন হাউজ গড়ে তুললো সেখানে পুরানো ঐতিহ্যের সাথে নতুন চিন্তার সমন্বয় ঘটিয়ে নিত্যনতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসলো। সবাই তার এ কাজের সমাদর করছে।
ক. পরিবেশ কী? ১
খ. প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. মি. সুমন কোন ধরনের পরিবেশের নেতিবাচক প্রভাব চিন্তা করে প্রথমে ভাবনা থেকে পিছিয়ে এসেছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. সুমনের পরবর্তী চিন্তায় যে পরিবেশ প্রভাব রেখেছে তার যথার্থতা বিশ্লেষণ করো। ৪
২.জামিল ও অর্নব সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে একটি ব্যবসায় পরিচালনা করছে। তারা প্রতিষ্ঠানটির অসীম দায় বহন করে এবং সমানভাবে লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে। এদিকে জামিল ব্যক্তিগতভাবে ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে তা আর পরিশোধ করতে পারেনি। ফলে ব্যাংকের পক্ষ থেকে আদালত তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ও পরে বিক্রি করে তা থেকে ৮ লক্ষ টাকা পায় এবং বাকিটুকুর জন্য জামিলকে অক্ষম বলে ঘোষিত করে।
ক. সক্রিয় অংশীদার কাকে বলে? ১
খ. অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির বিলোপসাধন কোন পদ্ধতিতে ঘটবে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৩.জনাব জাকির তার চার বন্ধুকে নিয়ে শুধু নিবন্ধন পত্র সংগ্রহ করে কৃত্রিম সত্তাবিশিষ্ট আনারকলি নামক একটি রপ্তানিমুখী পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। বিদেশে ব্যাপক চাহিদা থাকায় অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা পায়। কারখানাটি সম্প্রসারণের ইচ্ছায় পুঁজির স্বল্পতা দূরীকরণের জন্য তারা বাজারে শেয়ার বিক্রয় করার উদ্যোগ নেন। এজন্য তারা সদস্য সংখ্য ঠিক রেখে বিধি অনুযায়ী বিভিন্ন দলিলপত্র তৈরি করে নিবন্ধকের নিকট আবেদন করেন।
ক. শেয়ার কী? ১
খ. কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়? ২
গ. জনাব জাকির তার চার বন্ধুদের নিয়ে গঠিত প্রথম পর্যায়ে সংগঠনের ধরন কীরূপ ছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো আনারকলি প্রতিষ্ঠানটি শেয়ার ছাড়ার অনুমতিপত্র পাবে? যুক্তিসহ তোমার মতামত দাও। ৪
৪.সোনারগাঁয়ের আফজাল মিয়া এবং তার ২০ জন বন্ধু মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললো, প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা নিজেদের মধ্যে থেকে ৬ সদস্যের পরিচালনা পর্ষদ এক বছরের জন্য গঠন করল, ব্যবসায়ের অর্জিত মুনাফার সবটুকু বণ্টন না করে কিছু অংশ জমা রাখে এবং লোকসান হলে শেয়ার অনুপাতে ভাগ করে নেয়। তবে সর্বোচ্চ শেয়ার এবং পরিমাণ কখনই ১/৫ অংশের বেশি হবে না।
ক. ভোক্তা সমবায় কী? ১
খ. প্রাথমিক সমবায় সমিতি বলতে কী বোঝায়? ২
গ. আফজাল মিয়া ও তার বন্ধুরা মিলে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে তা কোন ধরনের প্রতিষ্ঠান? বর্ণনা করো। ৩
ঘ. সদস্যদের শেয়ার কেনার ক্ষেত্রে কোন নীতিটি অধিক কার্যকর বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। ৪
৫.মি. আতিক একজন গবেষক। তিনি বাংলাদেশে বিদ্যুৎ সংকট মোকাবিলায় অল্প ব্যয়ে ছোট প্রজেক্ট করে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি আইনগত সুরক্ষা নেওয়ায় তার উদ্ভাবিত পদ্ধতি নকল করার চেষ্টা করেও অনেকে ব্যর্থ হয়েছে। তিনি তার আবিষ্কারের স্বত্ব এনার্জিপ্লাস নামে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে হস্তান্তর করেছেন। নতুন আবিষ্কার উৎসাহিত করার কাজে এনার্জিপ্লাস নামদারী প্রতিষ্ঠানটি ইতিমোধ্যে দেশ বিদেশে সমদৃত।
ক. ISO কী? ১
খ. বিমা বলতে কী বোঝায়? ২
গ. মি. আতিকের উদ্ভাবিত কর্মের সুরক্ষা কিসের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের এনার্জি প্লাস নামটি একটা বড় সম্পদ এবং তা ট্রেডমার্ক আইনের আওতায় সুরক্ষাযোগ্য এ বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ৪
৬.মি. জারিফ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় থাকা-খাওয়া সুবিধাসহ ‘কমফোর্ট’ নামে একটি আবাসিক হোটেল নিজে পরিচালনা করেন। ইতিমধ্যে যার সুনাম বৃদ্ধি পেয়েছে। পরবর্তীকালে তিনি অলংকার মোড়ে ড্রিম নামক আরেকটি আবাসিক হোটেল চালু করেন এবং একজন ম্যানেজার নিয়োগ দেন। ম্যানেজার ও কর্মচারীদের যথাযথ নির্দেশনা দিলেও তাদের আচরণগত ত্র“টির কারণে গ্রাহকগণ গ্রায়ই অসন্তুষ্ট হন। ফলে বছর শেষে কমফোর্ট হোটেলটি লাভজনক হলেও ড্রিম হোটেলটি ক্ষতির সম্মুখীন হয়।
ক. সেবা শিল্প কী? ১
খ. ব্যবসায় বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত মি. জারিফের ব্যবসায় দু’টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ড্রিম হোটেলটি ব্যবসায়িক কার্যাবলির কোন বিষয়টির অভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৭.কক্সবাজার বাংলাদেশের পর্যটন শহর। বিভিন্ন বেসরকারি হোটেল মোটেল এখানে রয়েছে, এখন বেসরকারি মালিকানায় কিছু পাঁচতারা হোটেল হলেও সরকারি সংস্থার অধীনে হোটেলগুলোর পরিচালনা দক্ষতা বাড়ানো এখন উত্তম। তবে কক্সবাজার যাওয়ার সুযোগ সড়ক পথের বাইরে সীমিত। সাধারণ পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে একচেটিয়াভাবে পরিচালিত সরকারের গণপরিবহন ব্যবস্থার সুযোগ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করা হলে তা দেশের এ পর্যটন শহরকে আরও সমৃদ্ধি দান করতে পারতো।
ক. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী? ১
খ. সরকারি বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের সরকারি হোটেল মোটেলগুলো কোন সংস্থার অধীন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে একচেটিয়াভাবে পরিচালিত যে গণপরিবহনের উলেখ করা হয়েছে কক্সবাজারের জন্য তার আবশ্যকতা বিশ্লেষণ করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৮.মিজান তালুকদার এমবিএ পাস করে তালুকদার সুজ নামে একটি কারখানা স্থাপন করেন । শিল্প সংক্রান্ত জ্ঞানার্জনের জন্য তিনি একটি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। কীভাবে কারখানার উন্নয়ন ঘটাবেন, বাজারজাত প্রসার করবেন ইত্যাদি বিষয়ে উক্ত প্রতিষ্ঠানটি পরামর্শ প্রদান করে। উক্ত সরকারি প্রতিষ্ঠানটির সহায়তায় মিজান তালুকদার দ্রুত বাজারে ইতিবাচক প্রভাব তৈরিতে সক্ষম হয়েছেন।
ক. উদ্দীপনামূলক সহায়তা কী? ১
খ. এসএম ই ফাউন্ডেশন বলতে কী বোঝায়? ২
গ. মিজান তালুকদার কোন ধরনের সহায়তা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মিজান তালুকদারের জন্য উক্ত সহায়তা গ্রহণ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো। ৪
৯.রুম্মান ও শরীফ উচ্চ মাধ্যমিক শ্রেণি পাস করে আর লেখাপড়া করেনি। রুম্মান পারিবারিক দুটি পুকুর সংস্কার করে সেখানে মাছ চাষ করছে। এতে তার আয় বেড়েছে। অন্যদিকে শরীফ যুব অধিদপ্তর থেকে একটা ট্রেডে প্রশিক্ষণ নিয়ে পোলট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা গড়ে তুলেছে। কম খরচে স্থানীয় প্রযুক্তিতে এরূপ খাবার তৈরি করতে পারায় তার উৎপাদিত পণ্যের চাহিদা আশপাশের অঞ্চলে বিস্তৃত হচ্ছে।
ক. সৃজনশীল মানসিকতা কী? ১
খ. কৃতিত্বার্জন চাহিদা বিশ্লেষণ বলতে কী বোঝায়? ২
গ. উপার্জনের দৃষ্টিকোণ বিবেচনা করলে রুম্মানের কাজকে কী বলা যেতে পারে? ব্যাখ্যা করো। ৩
ঘ. শরীফের কাজ দেশের উন্নয়নে ভ‚মিকা রাখতে অধিক সক্ষম-এ বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ৪
১০.বিজনেস লিংক নামক প্রতিষ্ঠানটি নতুন ধরনের ব্যবসায় গড়ে তুলেছে। অন্যের মতো তাদের দোকান পরিপাটি করে সাজানোর আবশ্যকতা নেই। নেই ক্রেতাদের ভিড়, দোকান মানেই একটা গুদাম ২৪ ঘন্টা কম্পিউটারে ফরমায়েশ আসছে। কর্মীরা মাল গাড়িতে করে নিয়ে গ্রাহকের বাড়িতে অফিসে পৌঁছে দিচ্ছে। গ্রাহক ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করছে। মাল সরবরাহকারীদের নগদে টাকা বা চেক না দিয়ে হোম ব্যাংকিং-এর মাধ্যমে কর্তৃপক্ষ পাওনা পরিশোধ করছেন এভাবেই প্রতিষ্ঠানটির ব্যবসায় এগিয়ে চলেছে।
ক. ক্রেডিট কার্ড কী? ১
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়? ২
গ. ইলেকট্রনিক প্রযুক্তির আওতায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায় কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. যে ধরনের ব্যাংকিং ব্যবস্থার বিষয়টি উদ্দীপকে ফুটে ওঠেছে ব্যবসায় সম্প্রসারণে তার যথার্থতা বিশ্লেষণ করো। ৪
১১.চান্দুমিয়া একজন দুধ বিক্রেতা। তিনি গ্রাম থেকে গরুর দুধ ক্রয় করে শহরের বিভিন্ন ব্যবসায় শিশুখাদ্য হিসেবে বিক্রয় করেন। দুধের চাহিদা বেড়ে গেলেও তিনি কখনো ওজন কম দেন না এবং দুধে পানি মেশান না। চান্দু মিয়া মনে করেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে। তাই তিনি সৎভাবে ব্যবসায় করে ব্যবসায়িক সফলতা অর্জন করতে চান।
ক. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কী? ১
খ. ব্যবসায়িক মূল্যবোধ বলতে কী বোঝায়? ২
গ. চান্দু মিয়া ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো চান্দুমিয়া ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারবেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।