ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | সকল কলেজের প্রশ্ন ২১-২২ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২১. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. আমজাদ হোসেন ইন্দোনেশিয়া থেকে উন্নতমানের চাল কিনে যাচাই-বাছাইরে পর প্যাকেটজাত করে তুরস্কে বিক্রি করেন। পরিবহন ব্যয়ের বিষয়টি মাথায় রেখে তিনি সমুদ্র পথে পণ্য আনা-নেওয়া করেন। তবে এ পথে বিভিন্ন দুর্যোগের কথা ভেবে তিনি প্রায় সময়ই উদ্বিগ্ন থাকেন।
ক. প্রমিতকরণ কী? ১
খ. শিল্প হলো উৎপাদনের বাহন ব্যাখ্যা করো। ২
গ. আমজাদ হোসেন কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী আমজাদ হোসেন ব্যবসায়িক দুশ্চিন্তা দূর করতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন? যুক্তি উপস্থাপন করো। ৪
২. আনোয়ার হাসান কৃষক পরিবারের সন্তান। নিজেদের জমি চাষ করে সে সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করত। কিন্তু নদী ভাঙনের ফলে সব কিছু হারিয়ে সে এখন মানবেতর জীবনযাপন করছে। ব্যবসায় করার ইচ্ছা থাকলেও আর্থিক সহায়তার অভাবে সে এখন ইটভাটায় কাজ নেয়। বর্তমানে সরকার নীতিমালা প্রণয়ন করে নদী ভাঙন এলাকায় ব্যাংক ঋণের ব্যবস্থা চালু করে।
ক. ব্যবসায়িক মূল্যবোধ কী? ১
খ. প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. আনোয়ার হাসানের জীবনযাত্রার পট পরিবর্তনে কোন পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি? ব্যাখ্যা করো। ৩
ঘ. সরকার নীতিমালা প্রণয়নের ফলে কি আনোয়ার হাসানের মতো অসহায় লোকদের আর্থিক অবস্থার পরিবর্তন সম্ভব হবে? মতামত দাও। ৪
৩. রোহান ২০১০ সালে ১০ লক্ষ টাকা নিয়ে ঢাকার অদূরে একটি বুটিক কারখানা স্থাপন করে। ভালো সম্ভাবনা থাকা সত্তে¡ও সে মূলধন স্বল্পতার কারণে ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারছিল না। ২০১২ সালে ২০% লভ্যাংশ প্রদানের শর্তে এক প্রবাসি বন্ধুর থেকে ৫ লক্ষ টাকা নিয়ে সে টাকার নিউমার্কেটে একটি শাখা স্থাপন করে। ২০১৩ সালে তার মুনাফা পূর্বের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়।
ক. সীমিত অংশীদার কাকে বলে? ১
খ. নাবালক কেন অংশীদার হতে পারে না? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যবসায়টি বর্তমানে কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো সাংগঠনিক কাঠামো পরিবর্তন-ই রোহানের মুনাফা বৃদ্ধির মূল কারণ? যুক্তি দেখাও। ৪
৪. শোভন, জননী ও জনতা নামের দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে জড়িত। জননী প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স এবং জনতা প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র পাওয়ার পর কাজ শুরু করে। দুটি প্রতিষ্ঠানই ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক লোন নেয়। মেয়াদ শেষে ঋণ পরিশোধের জন্য ব্যাংক জননী প্রতিষ্ঠানের ক্ষেত্রে শোভনকে এবং জনতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে নোটিশ দেয়।
ক. সীমিত অংশীদার কাকে বলে? ১
খ. নাবালক কেন অংশীদার হতে পারে না? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যবসায়টি বর্তমানে কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো সাংগঠনিক কাঠামো পরিবর্তন-ই রোহানের মুনাফা বৃদ্ধির মূল কারণ? যুক্তি দেখাও। ৪
৫. বিত্তশালী কবির একটি তাঁতি সমবায় সমিতির সদস্য। সমবায়ের দশ লক্ষ টাকার শেয়ার মূলধনের মধ্যে কবির এক পঞ্চমাংশ মূলধনের মালিক। কবির চায় মূলধন বাড়িয়ে সমবায়ের কর্তৃত্ব নিতে। কিন্তু নির্বাচনের সময় সবারই একভোট হওয়ায় তার চিন্তা কোনো কাজে আসেনি। তাদের বার্ষিক মুনাফা হয়েছিল দুই লক্ষ টাকা।
ক. সমবায় ব্যাংক কী? ১
খ. সমবায় উপবিধি কাকে বলে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের সমবায়ীদের প্রত্যেকের একভোট হওয়ায় সমবায়ের কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. কবির সমবায় সমিতি থেকে কী হারে মুনাফা পাবে বলে তুমি মনে করো? সপক্ষে যুক্তি দাও। ৪
৬. জনপ্রিয় ঔপন্যাসিক হাফিজুর রহমানের প্রথম উপন্যাস “নারী” বইটি বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়। রঞ্জন সাহা এ বইটি নকল করে কম দামে বাজারজাত করেন। ফলে ঔপন্যাসিক হাফিজুর রহমানের বই-এর বিক্রয় কমতে থাকে। হাফিজুর রহমান রঞ্জন সাহার বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয়। উলেখ্য বইটি আইনগত ভাবে মি. হাফিজুর রহমানের নামে নিবন্ধিত ছিল।
ক. BSTI-এর পূর্ণরূপ কী? ১
খ. ট্রেডমার্ক বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে বর্ণিত রঞ্জন সাহার কার্যক্রম কোন আইনের সাথে সাংঘর্ষিক? ব্যাখ্যা করো। ৩
ঘ. হাফিজুর রহমানের আদালতের আশ্রয় গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৭. মনোয়ারা ঢাকা ঊচত-এর একটি কারখানায় কাজ করে। তার গ্রামের ব্যাংক বা পোষ্ট অফিস না থাকায় বাড়িতে টাকা পাঠাতে সে অনেক সমস্যায় পড়ে। অথচ তার সহকর্মী সুমি অফিসের পাশের একটি ব্যাংকের বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তেই টাকা তুলে নেয়। সম্প্রতি মনোয়ারার গ্রামে মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। মনোয়ারা তার সমস্যা সমাধানে আশাবাদী।
ক. অঞগ-এর পূর্ণরূপ লেখো। ১
খ. একজন সফল উদ্যোক্তার জন্য সৃজনশীলতা গুণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত সুমি কোন ধরনের ব্যাংকিং সেবা পাচ্ছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো মোবাইল নেটওয়ার্কের সাহায্যে মনোয়ারার সমস্যা সমাধান সম্ভব? যুক্তি দাও। ৪
৮. জনাব আহাদ একটি কারখানা স্থাপনের জন্য সুবিধাজনক জমি খুঁজছিলেন। কিন্তু বিভিন্ন স্থানে জমি পাওয়া গেলেও গ্যাস, বিদ্যুৎ, পানি প্রভৃতির সুবিধা ছিল না। অবশেষে বিসিক শিল্প নগরীতে এসব সুবিধাসহ একটি প্লট পান। ফলে কারখানা স্থাপন তার জন্য সহজ হয়। তার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মান ভালো হলেও তিনি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছেন না। পার্শ্ববর্তী অন্য একটি কারখানা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সনদ গ্রহণের মাধ্যমে গ্রাহকদের বেশি হারে সন্তুষ্ট করতে সক্ষম হচ্ছে।
ক. শিল্প কাকে বলে? ১
খ. পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝায়? ২
গ. জনাব আহাদ কোন প্রকারের সহায়ক সেবা গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. “প্রাতিষ্ঠানিক সনদ গ্রহণের মাধ্যমে জনাব আহাদ ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবেন।” তুমি কি এ কথার সাথে একমত? বিশ্লেষণ করো। ৪
৯. রাসেল রংপুর এর একটি দারিদ্র্য নিপীড়িত অঞ্চলে বড় হওয়া সন্তান। ইন্টারমিডিয়েট পাস করার পর সে আর তার বন্ধুরা মিলে সেখানে একটি ব্যবসায় স্থাপন করল। ঐ এলাকায় বেশির ভাগ লোক দরিদ্র হওয়ায় তার উদ্দেশ্য ছিল সামাজিক, নৈতিক ও পরিবেশগত উন্নয়ন। কিছুদিন পরই তারা সাফল্যের মুখ দেখতে পেল। তাদের ব্যবসায়ের অর্জিত মুনাফা থেকে সদস্যদের বিনিয়োগকৃত মূলধন ফেরত দিয়ে অবশিষ্ট মুনাফা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হয়।
ক. প্রত্যক্ষ সেবা কী? ১
খ. ব্যবসায়ের বণ্টনকারী শাখা কোনটি? ২
গ. রাসেলের প্রতিষ্ঠিত ব্যবসায়টি কোন ধরনের? বর্ণনা দাও। ৩
ঘ. রাসেলের ব্যবসায়টি দেশের দরিদ্রতা দূরীকরণে অবদান রাখতে কি সক্ষম বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
১০. রবিন ফার্মাসিউটিক্যাল লি.-এর কারখানা পদ্মা নদীর তীরে অবস্থিত। প্রতিষ্ঠানটি ভালো মানের ওষুধ উৎপাদন করে। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর পানিতে মিশে। ফলে নদীর পানি ও বায়ু দূষিত হচ্ছে। এলাকার মানুষ রবিন ফার্মাসিউটিক্যালসের কারখানা অপসারনের দাবি জানায়।
ক. ব্যবসায় নৈতিকতা কাকে বলে? ১
খ. বনিক সমিতি বলতে কী বোঝায়? ২
গ. রবিন ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের আইন অমান্য করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে রবিন ফার্মাসিউটিক্যাল লি. দূষণরোধে কী ব্যবস্থা নিতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
১১. সাত্তার ও সজিব দুই বন্ধু। তারা শেয়ার বাজারে বিনিয়োগের পরিকল্পনায় নিজ নিজ নামে বিত্ত একাউন্ট খোলে। দুজনেই ৫ লক্ষ টাকা করে আর পি লি.-এর শেয়ার ক্রয় করে। সাত্তার প্রতি বছর নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। কিন্তু সজিবের লভ্যাংশের হার প্রতি বছর পরিবর্তন হয়। আর পি লি. তাদের ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে একটি সভা আহŸান করে এবং সকল শেয়ার মালিকদের অংশগ্রহণের আমন্ত্রণ জানায়।
ক. এজিএম কাকে বলে? ১
খ. বিবরণপত্র বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত কোম্পানিটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. আর পি লি.-এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাত্তার ও সজিবের মধ্যে কার অধিকার বেশি? মতামত বিশ্লেষণ করো। ৪
২২. হলি ক্রস কলেজ, ঢাকা বিষয় কোড: ২ ৭ ৭
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: প্রথম পত্র পূর্ণমান ৭০
১. আকিব ও রাকিব দুই বন্ধু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে দুজনেই সিদ্ধান্ত গ্রহণ করেন স্বাধীনভাবে কোনো কাজ করে জীবিকা নির্বাহ করবেন। তাই মি. আকিব অইঈ লি. ও রাকিব ঢণত লি. নামে দুটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। অইঈ কোম্পানিতে বিদেশ হতে ভেষজ চর্বি আমদানি করে, সেটি প্রক্রিয়াজাত করে ক্ষার ও সুগন্ধি মিশিয়ে বিভিন্ন ধরনের সাবান তৈরি করে তা বাজারজাত করে। অন্যদিকে ঢণত কোম্পানি সরকারের নিকট থেকে টেন্ডার নিয়ে দেশের মধ্যে বিভিন্ন সড়ক ও সেতু নির্মাণের কাজ করে। বর্তমানে দুই বন্ধুই সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ক. ট্রেড কী? ১
খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ২
গ. অইঈ প্রা. লি. কোম্পানির কার্যক্রমকে কোন ধরনের শিল্প বলা যায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. অইঈ প্রাইভেট লি. ও ঢণত প্রা. লিমিটেড কোম্পানির মধ্যে কোনটি দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভ‚মিকা রাখে? মতামত দাও। ৪
২. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও শিল্পের ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে চলছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। তবে রানা প্লাজা ধ্বংসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, সে দেশে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রকে এমন সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য বাংলাদেশের সর্বাÍক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ক. ব্যবসায় পরিবেশ কী? ১
খ. প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে যুক্তরাষ্ট্রে কোটা বাতিলের বিষয়টি কোন পরিবেশের অর্ন্তভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে কোটা সুবিধা পাওয়ার জন্য ব্যবসায়ীদের করণীয় ব্যাখ্যা করো। ৪
৩. উদ্যমী যুবক সুসান্তা ২৫,০০০ টাকা ধার করে মোট ৫০,০০০ টাকার পণ্যসামগ্রী কিনে মুদি দোকান সাজিয়ে ব্যবসায় শুরু করেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্যসামগ্রী নেই। ফলে সে ভীষণ চিন্তিত হয়ে পড়েন । এতমতাবস্থায় কয়েকজন নিয়মিত ক্রেতার পরামর্শে সে যেসব পণ্য সরবরাহ করতে পারে না তার একটি তালিকা প্রস্তুত করে পরবর্তীতে ঐসব পণ্য দোকানে তোলেন। কিছুদিনের মধ্যে তার বিক্রয় বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সে ব্যবসায় উন্নতি লাভ করে।
ক. BSTI-এর পূর্ণরূপ লেখো। ১
খ. ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা বলতে কী বোঝায়? ২
গ. একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে সাহায্য করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৪. রবি, রতন ও রনি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি গৃহনির্মাণ ফার্ম গঠন করেন। তারা উক্ত ফার্মে প্রকৌশলী রফিকের সুনাম ব্যবহার করার জন্য তাকে অংশীদার হিসেবে ব্যবহার করেন। চুক্তি অনুযায়ী তিনি উক্ত ব্যবসায়ে মূলধন, শ্রম বা দক্ষতা কিছুই বিনিয়োগ করে না। কিন্তু মুনাফা ভোগ করেন। তিন বছর পরে রতন দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তার ১৫ বছর বয়সী সন্তান রাহাতকে তারা অংশীদার হিসেবে গ্রহণ করে। পরবর্তী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটির দশ লক্ষ টাকা দায় সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের সম্পদ ও মূলধনের মোট দুই লক্ষ টাকা দায় মিটানো সম্ভব। অবশিষ্ট দায় মিটানোর জন্য রবি ও রনি দুই লক্ষ টাকা করে চার লক্ষ টাকা প্রদান করে এবং রফিক ও রাহাতকে দুই লক্ষ টাকা প্রদান করার জন্য চিঠি দেওয়া হয়।
ক. অংশীদারি চুক্তিপত্র কী? ১
খ. একজন নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে দায় মেটানোর জন্য রফিক ও রাহাতকে প্রদত্ত চিঠির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৫. মনোরোভা কোম্পানিতে প্রথম দিকে তেমন মুনাফা না হলেও এখন মুনাফা হার বেড়েছে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ২০ কোটি টাকা মুনাফা করে। কোম্পানির সাধারণ সভায় ১০% ক্যাশ ডিভিডেন্ড ও ১০% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। মি. জাকির ২০ টাকা মূল্যের ১০ হাজার শেয়ারের মালিক। তাকে ১০ হাজার টাকার শেয়ার দেওয়া হয়। অন্যদিকে মি. সাহেদ সানমুন কোম্পানি থেকে ৫ বছর মেয়াদি প্রতিটি ২০০ টাকা করে, ৫,০০০ অগ্রাধিকার শেয়ার ক্রয় করে। মেয়াদ শেষে কোম্পানি ১০% অধিহারে তাকে মূল্য পরিশোধ করে।
ক. ঋণপত্র কী? ১
খ. বিবরণপত্র বলতে কী বোঝায়? ২
গ. মি. জাকিরের প্রাপ্ত ১০ হাজার টাকার শেয়ারকে কোন ধরনের শেয়ার বলে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. সাহেদ কোন ধরনের অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন? এ শেয়ার ক্রয়ের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৬. নাসিরাবাদ গ্রামের সাধারণ কৃষকরা তাদের ফসল ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গঠন করেন। এ সমিতির শেয়ারের সংখ্যা ৪০,০০০। গত বছর সমিতির লাভের পরিমাণ ৩,০০,০০০ টাকা। জনাব হাসান এ সমিতির একজন সাধারণ সম্পাদক। তার শেয়ারের সংখ্যা ২,০০০টি। বার্ষিক সাধারণ সভায় সর্বোচ্চ লভ্যাংশ বণ্টনের সিদ্ধান্ত হয়। মি. হাসান সমিতি থেকে ১২,৭৫০ টাকা উত্তোলন করেন। সমিতির দ্বারা গ্রামবাসীরা মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা পেয়েছে।
ক. সমবায় উপবিধি কী? ১
খ. মিশ্র সমবায় সমিতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে নাসিরাবাদ গ্রামের কৃষকরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে সমবায় সমিতি থেকে জনাব হাসান কি যথাযথ বিধি মোতাবেক লভ্যাংশ উত্তোলন করেছেন? মতামত দাও। ৪
৭. অইঈ কোম্পানি লিমিটেডের ৫১% শেয়ারের মালিক সরকার। প্রতিষ্ঠানটি দেশের খাদ্য সরবরাহ নিয়মিত রাখতে সহায়তা করে। মূলধন সংকটের কারণে সেবাদানে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী। এ ব্যাপারে দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
ক. BSTI-এর পূর্ণরূপ লেখো। ১
খ. বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলিখিত অইঈ কোম্পানি লিমিটেড কোন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগৃহীত হলে অইঈ কোম্পানি লিমিটেডের মালিকানায় কোনো পরিবর্তন আসবে বলে তুমি মনে করো? যুক্তি দাও। ৪
৮. মিসেস ফারজানা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি নতুন একটি সফটওয়্যার ডেভেলপ করে তা নিবন্ধন করার পর ২০ লক্ষ টাকায় একটি বড় কোম্পানির নিকট বিক্রয় করেন। কোম্পানিটি তাদের হিসাব সংরক্ষণে ঐ সফটওয়্যার ব্যবহার করে থাকে। ১ বছর পর তিনি লক্ষ করলেন তার উদ্ভাবিত সফটওয়্যারটি অপর দুটি কোম্পানিও ব্যবহার করছে। তিনি ক্ষতিপূরণ চেয়ে আইনের আশ্রয় গ্রহণ করলেন।
ক. সর্বপ্রথম ট্রেডমার্ক আইন পাস হয় কত সালে? ১
খ. ওঝঙ বলতে কী বোঝায়? ২
গ. মিসেস ফারজানার সফটওয়্যারটি নিবন্ধন করার মাধ্যমে কোন আইনভুক্ত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে মিসেস ফারজানা কি কোনো ক্ষতিপূরণ পাবেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৯. ফয়সালের বাবা দর্জি ব্যবসায়ের সাথে থাকায় ছোট বেলা থেকেই কাটিং ও সেলাইয়ের কাজ শিখে ফেলে। ইন্টারমিডিয়েট পাস করার পরে তিনি বাবার ব্যবসায়কে নতুনভাবে করার উদ্যোগ গ্রহণ করলেন। শুধু দর্জির কাজ নয়, সে সেলাই, এমব্রয়ডারি, বুটিকসহ কাপড়ের নানান কাজের প্রকল্প নিয়ে যাত্রা শুরু করেন। মূলধনের প্রয়োজনে সে বিভিন্ন উৎসের খোঁজ নিয়ে জানল তার মতো ছোট ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। বিদেশিরা এতে অর্থায়ন করছে। সে ঋণ নিয়ে পুরোদমে কাজ শুরু করল।
ক. BIMSTEC এর পূর্ণরূপ লেখো? ১
খ. রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহযোগিতা ব্যাখ্যা করো। ২
গ. ফয়সালের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন হয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. ফয়সাল কোন উৎস থেকে ঋণ গ্রহণ করেছে? দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এর ভ‚মিকা মূল্যায়ন করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১০. “সমতা” একটি অন্যতম প্রকাশনা সংস্থা। প্রতি বছর একুশে বইমেলাতে স্টল দিয়ে বই বিক্রি করলেও এ বছর প্রকাশনাটি কোনো স্টল দেয়নি। কিন্তু প্রকাশনাটি ওয়েবসাইটে অর্ডার গ্রহণ করে ক্রেতাদের কাক্সিক্ষত বই সরবরাহ করছে। সমতা প্রকাশকের বাণিজ্য পদ্ধতিটি দেখে অন্যান্য প্রকাশনীও এ পদ্ধতিতে ব্যবসায় পরিচালনা করার কথা ভাবছে।
ক. ক্রেডিট কার্ড কী? ১
খ. ই-মার্কেটিং বলতে কী বোঝায়? ২
গ. সমতা প্রকাশনী কোন পদ্ধতিতে বই সরবরাহ করছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. তুমি কি মনে করো উক্ত বাণিজ্যিক পদ্ধতিটি গ্রহণ অন্যান্য প্রকাশনীর জন্য যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
১১. মি. লতিফ একটি ফলের দোকানের মালিক। ক্রেতাদের তিনি ব্যবসায়ের মূল উপাদান মনে করে ক্রেতার ক্ষতি হয় এমন কোন রাসায়নিক উপাদান ফলের সাথে মিশান না। ফল পচে গেলে সেগুলো তিনি ফেলে দেন। ফলের ব্যবসায় তিনি বেশি লাভ না করে পণ্যের গুণগত মানকে প্রধান্য দেন। এর ফলে প্রথমে লাভ কম হলেও বর্তমানে তিনি সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়ায় প্রচুর লাভ হচ্ছে।
ক. CSR-এর পূর্ণরূপ কী? ১
খ. গেটস ফাউন্ডেশন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মি. লতিফ ব্যবসায়ের কোন দিকটি তুলে ধরেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. ফল সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের ববহার মানবস্বাস্থ্যের জন্য মারাÍক ক্ষতিকর, তুমি কি এ উক্তির সাথে একমত? মতামত দাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।