ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৭২-৭৩ : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৭২. গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. দ্রব্য ও কার্যভিত্তিক সংগঠনের মিশ্র রূপ হচ্ছে
ক.সরলরৈখিক.
খ.কার্যভিত্তিক
গ.কমিটি
ঘ.মেট্রিক্স সংগঠন
২. ব্যবস্থাপনার কোন কাজটিতে আদর্শমান নির্ধারণ করা হয়?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.প্রেষণা
ঘ.নিয়ন্ত্রণ
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
মি. কমল তার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয় সে ব্যাপারে খুবই সতর্ক। তিনি কাজ বিভাজন করে বিভাগীয় প্রধান নিয়োগ দিলেন। তিনি প্রত্যেকের করণীয় সুস্পষ্টভাবে নির্ধারণ করলেন।
৩. মি. কমলের প্রতিষ্ঠানকে কোন সংগঠন বলা যায়?
ক.সরলরৈখিক.
খ.কার্যভিত্তিক
গ.কমিটি
ঘ.মেট্রিক্স
৪. উদ্দীপকের পদক্ষেপটির ফলে কোনটি ঘটবে?
ক.কর্মীরা দ্বিধান্বিত হবে
খ.একাধিক আদেশ পালন করবেন
গ.প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকবে
ঘ.কর্তৃত্ব প্রণয়নের সমস্যা হবে
৫. ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপক?
ক.উচ্চস্তর
খ.মধ্যমস্তর
গ.নিস্তর
ঘ.উচ্চ-মধ্যম স্তর
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
মি. রহমান প্রতিষ্ঠানের কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা তা তদারকি করতে গিয়ে লক্ষ করলেন বিভাগগুলো পরিকল্পনামতো কার্যসম্পাদন করছে না। তিনি ব্যবস্থাপনার এই কাজটি সম্পাদন করার জন্য কিছু উপায়ের কথা ভাবছেন।
৬. উদ্দীপকে মি. রহমান ব্যবস্থাপনার কোন কাজটি করেছেন?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.সমন্বয় সাধন
ঘ.নিয়ন্ত্রণ
৭. উদ্দীপকে উলিখিত কাজটি সুষ্ঠুভাবে করার জন্য করণীয় হচ্ছে
i.সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন
ii.যোগাযোগের মাধ্যম উন্নয়ন
iii.ব্যক্তিগত পরামর্শ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৮. নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
ক.সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
খ.কার্যফল পরিমাপ
গ.আদর্শমান প্রতিষ্ঠা
ঘ.ভুলত্র“টি সংশোধন করা
৯. কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস?
ক.পদোন্নতি
খ.শ্রমিক সংঘ
গ.বর্তমান কর্মীদের সুপারিশ
ঘ.কর্মী নিয়োগ
১০. পলিসি হচ্ছে একধরনের
ক.স্থায়ী পরিকল্পনা
খ.একার্থক পরিকল্পনা
গ.লক্ষ্য
ঘ.স্বল্পমেয়াদি পরিকল্পনা
১১. কর্মীদের উন্নয়নের জন্য প্রয়োজন
i.প্রশিক্ষণ
ii.পদোন্নতির ব্যবস্থা
iii.তত্ত¡াবধায়ক সংখ্যা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১২. গণ যোগাযোগের মাধ্যম হলো
ক.iেডিও
খ.চিঠিপত্র
গ.টেলিফোন
ঘ.সেমিনার
১৩. প্রেষণা প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি?
ক.উদ্বিগ্নতা
খ.অভাব
গ.তাড়না
ঘ.লক্ষ্য
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
এবিসি কোম্পানিতে শ্রম ঘূর্ণায়মানতার হার বেশি হওয়ায় সহকারী বিক্রয় ব্যবস্থাপকের একটি পদ শূন্য হয়েছে। কোম্পানি উক্ত পদে লোক নিয়োগ করতে চায়।
১৪. উদ্দীপকে বর্ণিত শূন্যপদে নিয়োগে কোন বাহ্যিক উৎস ব্যবহার করা যাবে?
ক.ট্রেড ইউনিয়ন
খ.কর্মীদের সুপারিশ
গ.বিজ্ঞাপন
ঘ.বদলি
১৫. শ্রম ঘূর্ণায়মানতা হ্রাসে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ অধিকতর কার্যকর বলে বিবেচিত হবে?
ক.লিজিং
খ.পদোন্নতি
গ.ইন্টারনেট
ঘ.পদাবনতি
১৬. ই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধাপ অনুসরণ করতে হয়?
ক.ঝঁনলবপঃ
খ.গবংংধমব
গ.ঝবহফ
ঘ.ঞড়
১৮. কম্পিউটার যন্ত্রের আবিষ্কারক কে?
ক.iবার্ট ওয়েন
খ.বিল গেটস
গ.জেমস ওয়াট
ঘ.চালর্স ব্যাবেজ
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
জেপিকে কলেজের একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের প্রদত্ত ক্লাস রুটিনে জীববিজ্ঞান বিষয়ের একটি ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে, যা বিজ্ঞান শাখার সিলেবাসভুক্ত।
১৯. জেপিকে কলেজের পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের?
ক.স্বল্পমেয়াদি
খ.মধ্যমেয়াদি
গ.দীর্ঘমেয়াদি
ঘ.মেয়াদবিহীন
২০. উদ্দীপকে উলিখিত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যে অভাব রয়েছে?
i.উদ্দেশ্যমুখিতা
ii.ভবিষ্যতমুখিতা
iii.তথ্য নির্ভরতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২১. নির্দেশনাকে প্রশাসনের কী বলা হয়?
ক.iক্ত
খ.জীবন
গ.দেহ
ঘ.হৃৎপিণ্ড
২২. ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কোনটি?
ক.নির্দেশনা
খ.কর্মী সংস্থাপন
গ.সংগঠন
ঘ.পরিকল্পনা
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব এম রহমান একটি সফটওয়্যার ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট অধস্তন, যারা ঐ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তাদের সাথে আলাপ-আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনা প্রদান করেন।
২৩. জনাব এম রহমান কোন ধরনের নির্দেশনা প্রদান করেন?
ক.অংশগ্রহণমূলক.
খ.পরামর্শমূলক
গ.পিতৃসুলভ
ঘ.আলোচনামূলক
২৪. কোনটি উদ্দীপকে বর্ণিত নির্দেশনার সীমাবদ্ধতা?
ক.স্বেচ্ছাচারিতা বৃদ্ধি
খ.নির্বাহীর সময় নষ্ট
গ.নির্বাহীর কর্তৃত্ব খর্ব
ঘ.তত্ত¡াবধানে জটিলতা
২৫. পদ্মা সেতু প্রকল্পে কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী দরকার। এ জন্য কর্মী সংগ্রহের কোন উৎসটি উত্তম?
ক.চাকরি সন্ধানী
খ.কর্ম বিনিয়োগ কেন্দ্র
গ.আউট সোর্সিং
ঘ.প্রশিক্ষণ কেন্দ্র
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
তিতাস লিমিটেড একটি বহুজাতিক কোম্পানি। তিতাসের কর্মীগণ স্ব-উদ্যোগে স্বতঃস্ফ‚র্তভাবে দায়িত্ব নিয়ে কাজ করে। নির্বাহী কর্মকর্তাগণ পর্যাপ্ত বেতন ও আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তাই তাদের অর্থের প্রতি আগ্রহ কম।
২৬. উদ্দীপকে বর্ণিত কর্মীদের ক্ষেত্রে প্রেষণার কোন তত্ত¡টি প্রযোজ্য?
ক.ঢ তত্ত¡
খ.ণ তত্ত¡
গ.ত তত্ত¡
ঘ.সামাজিক শিক্ষণ তত্ত
২৭. তিতাস কোম্পানির নির্বাহীদের প্রেষিত করার উত্তম উপায় কোনটি?
ক.নিরাপত্তা প্রদান
খ.আর্থিক নিরাপত্তা প্রদান
গ.মুনাফার অংশ প্রদান
ঘ.বোনাস প্রদান
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
সুরভী লি. ফোরম্যানদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করে। প্রশিক্ষণের পদ্ধতি হিসেবে ফোরম্যানদের ছোট ছোট দলে বিভক্ত করে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে নিজেদের করণীয় নির্ধারণ করতে বলা হয়। প্রশিক্ষক প্রয়োজনে তাদেরকে সহযোগিতা প্রদান করেন।
২৮. উদ্দীপকে বর্ণিত প্রশিক্ষণটি কোন ধরনের?
ক.আলোচনা পদ্ধতি
খ.অধিবেশন
গ.ঘটনা পদ্ধতি
ঘ.ওয়ার্কশপ
২৯. সরভী লি. প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের নিকট থেকে যা প্রত্যাশা করতে পারে
i.পদোন্নতি
ii.কার্যদক্ষতা
iii.কার্য সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৩০. হার্জবার্গের তত্ত¡ অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?
ক.দায়িত্ব
খ.স্বীকৃতি
গ.অর্জন
ঘ.তত্ত¡াবধান
৭৩. নেত্রকোণা সরকারি কলেজ বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজে আগ্রহী করে তোলা যায়?
ক.জোড়া-মই-শিকল
খ.নির্দেশনার ঐক্য
গ.বিক্রেন্দ্রীকরণ
ঘ.কেন্দ্রীয়করণ
২. কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়াবহিভর্‚ত?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.গবেষণা
ঘ.নিয়ন্ত্রণ
৩. কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়?
ক.সরলরৈখিক.
খ.কার্যভিত্তিক
গ.কমিটি
ঘ.ম্যাট্রিক্স
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব সাবিদ এ্যালিগেন্ট ফ্যাশন নামে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইন ও মানের পণ্য উৎপাদন করা হয়। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেক বিভাগের জন্য একজন করে প্রধান কর্মকর্তা নিয়োগ করেন। অল্প দিনের মধ্যেই তিনি সফলতা অর্জন করেন।
৪. উদ্দীপকে জনাব সাবিদের কাজটিতে ব্যবস্থাপনার কোন নীতি প্রতিফলিত হয়েছে?
ক.আদেশের ঐক্য
খ.কার্য বিভাজন
গ.কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষা
ঘ.সাম্য
৫. উদ্দীপকে জনাব সাবিদের গৃহীত পদক্ষেপের ফলে
i.প্রতিষ্ঠানের নিয়োজিত সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়
ii.কর্মীরা নির্দিষ্ট কাজে দক্ষতা লাভ করে
iii.তত্ত¡াবধান ও জবাবদিহিতা সহজতর হয়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৬. প্রতিষ্ঠানের নির্দেশনা ব্যবস্থাপনার কোন স্তর থেকে প্রবাহিত হয়?
i.উচ্চস্তরেii.মধ্যমস্তরে
iii.নিস্তরে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৭. হেনরি ফেয়ল ব্যবস্থাপনার কয়টি নীতি প্রদান করেছেন?
ক.৭টি
খ.১০টি
গ.১৪টি
ঘ.১৬টি
৮. ‘ব্যবস্থাপনা সার্বজনীন’-এ মতবাদটি কে দিয়েছেন?
ক.এড্যাম স্থিম
খ.জেমস স্টুয়ার্ট
গ.সক্রেটিস
ঘ.হেনরি ফেয়ল
৯. নিচের কোনটিকে ব্যবস্থাপনার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়?
ক.সংগঠন
খ.পরিকল্পনা
গ.নিয়ন্ত্রণ
ঘ.কর্মীসংস্থান
১০. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কী ধরনের বিপ্লব ছিল?
ক.মানসিক.
খ.সমাজিক
গ.অর্থনৈতিক.
ঘ.রাজনৈতিক
উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রবিন নামের একজন কর্মী এবিসি ফ্যাশন লি. এ একজন সহযোগিতা মনোভাবাপন্ন ও বন্ধুসুলভ নির্বাহীর অধীনে কাজ করতে চায়।
১১. উদ্দীপকে মাস্লোর চাহিদা সোপান তত্ত¡ অনুযায়ী জনাব রবিন কোন ধরনের চাহিদা অনুভব করছেন?
ক.আতৃপ্তি
খ.সামাজিক
গ.জৈবিক.
ঘ.নিরাপত্তা
১২. প্রেষণা প্রক্রিয়া কোন স্তর থেকে শুরু হয়?
ক.তাড়না
খ.উদ্বিগ্নতা
গ.অভাব
ঘ.লক্ষ্য
১৩. বাংলাদেশের জাতীয় বাজেট কোন ধরনের পরিকল্পনার অন্তর্গত?
ক.একার্থক.
খ.কার্যভিত্তিক
গ.স্থায়ী
ঘ.সামগ্রিক
১৪. কোন ধরনের নেতৃত্বে অধস্তনরা সিদ্ধান্ত গ্রহণে অবাধ স্বাধীনতা ভোগ করে?
ক.গণতান্ত্রিক.
খ.কর্মীকেন্দ্রিক
গ.লাগামহীন
ঘ.স্বৈরতান্ত্রিক
১৫. প্রতিষ্ঠান শূন্যপদ পূরণের পদক্ষেপকে বলে
ক.কর্মী সংগ্রহ
খ.কর্মী নির্বাচন
গ.কর্মী প্রশিক্ষণ
ঘ.কর্মী নিয়োগ
১৬. প্রশিক্ষণ প্রদানের ফলে
i.দক্ষতা বৃদ্ধি পায়
ii.শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়
iii.অবচয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৭. নিচের কোনটি শব্দবহিভর্‚ত যোগাযোগের অন্তর্গত?
i.ভাবভঙ্গি
ii.নীরবতা
iii.প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৮. কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথমে কোন কাজটি করতে হয়?
ক.প্রশিক্ষণ
খ.কর্মী সংগ্রহ
গ.পদোন্নতি
ঘ.কর্মী নির্বাচন
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
মি. রিয়ান চৌধুরী একটি আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেলের নির্বাহী পরিচালক। বাংলাদেশে বিভিন্ন বিভাগীয় শহরে হোটেলটির শাখা রয়েছে। ব্যস্ততার কারণে তিনি দেশ-বিদেশের শাখাগুলোতে সরাসরি পরিদর্শন করতে পারেন না। তিনি ঢাকার অফিসে বসেই বিভিন্ন স্থানের শাখা কর্মকর্তাদের সাথে সভা অনুষ্ঠান করেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
১৯. উদ্দীপকে মি. রিয়ান চৌধুরী যোগাযোগের কোন মাধ্যমটি ব্যবহার করেন?
ক.দূরালাপনী
খ.ভয়েস মেইল
গ.টেলি-কনফারেন্সিং
ঘ.ই-মেইল
২০. মি. রিয়ান চৌধুরীর উলিখিত যোগাযোগ পদ্ধতি ব্যবহারের সুবিধা হলো
i.দ্রুত যোগাযোগ
ii.অর্থ ও সময় বাঁচায়
iii.তাৎক্ষণিক ফলাবর্তন
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও ii
iঘ.i, ii ও iii
২১. বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপ-বিভাগের কাজগুলোকে একসূত্রে গ্রথিত করার কাজকে কী বলে?
ক.নির্দেশনাদান
খ.বিভাগীয়করণ
গ.বিকেন্দ্রীয়করণ
ঘ.সমন্বয়সাধন
২২. সংগঠন কাঠামো হলো
i.চিত্রের সাহায্যে উপস্থাপন
ii.বিভিন্ন বিভাগ, উপরিভাগ বিভক্তকরণ
iii.দায়িত্ব-কর্তৃত্ব নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক.i
খ.i ও ii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মিনহাজ তার প্রতিষ্ঠানের কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একক সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। কিন্তু তাদের ব্যক্তিগত খোঁজখবর রাখেন এবং ভালোবাসা দেন।
২৩. জনাব মিনহাজের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব প্রচলিত?
ক.স্বৈরাচারী
খ.গণতান্ত্রিক
গ.পিতৃসুলভ
ঘ.মুক্ত
২৪. উলেখিত নেতৃত্ব
i.নেতৃত্বের আধুনিক পদ্ধতি
ii.স্বৈরচারি নেতৃত্বের উন্নত সংস্করণ
iii.শ্রমিক আন্দোলন নিরসনে ফলদায়ক
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২৫. নেটওয়ার্কে সংকটময় পথ চিহ্নিত করতে কী ব্যবহৃত হয়?
ক.ঈচগ.
খ.ইঊচ
গ.চঊজঞ
ঘ.ওজজ
২৬. কোন সংগঠন কাঠামোর স্থায়িত্ব সবচেয়ে কম?
ক.কমিটি
খ.সরলরৈখিক
গ.কার্যভিত্তিক
ঘ.সরলরৈখিক ও উপদেষ্টা
২৭. কর্মীদের পরামর্শ নিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠে, তাকে কোন ধরনের নেতৃত্ব বলে?
ক.পিতৃসুলভ
খ.গণতান্ত্রিক
গ.স্বৈরতান্ত্রিক.
ঘ.লাগামহীন
২৮. কোন নেতৃত্বে নেতা ক্ষমতা প্রয়োগ করে না?
ক.স্বৈরতান্ত্রিক নেতৃত্বে
খ.লাগামহীন নেতৃত্বে
গ.বিশেষজ্ঞ নেতৃত্বে
ঘ.পিতৃসুলভ নেতৃত্বে
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৯. ব্যবস্থাপনার স্তর কয়টি?
ক.৩
খ.৪
গ.৬
ঘ.৭
৩০. গ্যান্ট চার্ট, সিপিএম, পার্ট ইত্যাদি কৌশল কী নির্ধারণে ব্যবহৃত হয়?
ক.আয়
খ.মুনাফা
গ.ব্যয়
ঘ.ভুল-ত্র“টি
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।