ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৩ | বহুনির্বাচনি সাজেশন | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৩ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

তৃতীয় অধ্যায়: পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

৬১. কোনো বিষয়ে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে কী বলে?
(জ্ঞান) [হামিদপুর আল হেরা কলেজ, যশোর] ক.সংগঠন
খ.পরিকল্পনা
গ.নেতৃত্ব
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: খ

৬২. কোনটিকে ব্যবস্থানার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়? (অনুধাবন) [রংপুর সরকারি কলেজ] ক.সংগঠন
খ.পরিকল্পনা
গ.নিয়ন্ত্রণ
ঘ.কর্মীসংস্থান
উত্তর: খ

৬৩. কোনটি ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা] অ ক. উত্তম যোগাযোগ. খ. নেতৃত্ব
গ.উত্তম নির্দেশনা
ঘ.ব্যবস্থাপক.
উত্তর: গ

৬৪. ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্তি¡ক বিষয় গভীরভাবে জড়িত? (জ্ঞান) [ঢাকা কলেজ] ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নির্দেশনা
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ক

৬৫. নমনীয়তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত? (জ্ঞান) [সিলেট কমার্স কলেজ] ক.পরিকল্পনাখ.সংগঠন
গ.নিদের্শনা
ঘ.নেতৃত্ব
উত্তর: ক

৬৬. লক্ষ্য কী? (জ্ঞান) [রংপুর সরকারি কলেজ] ক.উদ্দেশ্য অর্জনের পদক্ষেপ
খ.সুষ্ঠু কার্য পরিকল্পনা
গ.পরিকল্পনা প্রণয়নের রূপরেখা
ঘ.কার্যের সুনির্দিষ্ট ফলাফল
উত্তর: ঘ

৬৭. কোনটি একার্থক পরিকল্পনার ধরন? (জ্ঞান) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা] ক.নীতিখ.পদ্ধতি
গ.প্রধান কর্মসূচি
ঘ.রণনীতি
উত্তর: গ

৬৮. নগদ বিক্রয়ের নীতি কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোল­া কলেজ, ঢাকা] ক.লক্ষ্যখ.স্থায়ী পরিকল্পনা
গ.একার্থক পরিকল্পনা
ঘ.’ঙ্কÍগুএময়াদি পরিকÍগুনা
উত্তর: খ

৬৯. ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব কাজ প্রতিবারই সংঘটিত হয়, সেক্ষেত্রে কোন পরিকল্পনা গৃহীত হয়? (অনুধাবন) [সরকারি জিল­ুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ] ক.স্থায়ী পরিকল্পনা
খ.সামাজিক পরিকল্পনা
গ.ব্যক্তিক পরিকল্পনা
ঘ.বিভাগীয় পরিকল্পনা
উত্তর: ক

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৩ | বহুনির্বাচনি সাজেশন | PDF
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৩ | বহুনির্বাচনি সাজেশন | PDF

৭০. ঢাকা-গাজীপুর মেট্রোরেল নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? (প্রয়োগ) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ] ক.একার্থক.
খ.স্থায়ী
গ.স্ট্রাটিজিক.
ঘ.কার্যভিত্তিক.
উত্তর: ক

৭১. জাপান ২০২০ সালে অলিম্পিক গেমস্ আয়োজন করবে। এটি কোন ধরনের পরিকল্পনা? (প্রয়োগ)
[রংপুর সরকারি কলেজ] ক.স্থায়ী
খ.বিভাগীয়
গ.লক্ষ্য
ঘ.একার্থক.
উত্তর: ঘ

৭২. প্রতিষ্ঠানের মধ্যে ও নিæ পর্যায়ের কর্মসম্পাদনের জন্য কোন পরিকল্পনা গ্রহণ করা হয়? (জ্ঞান) [ঢাকা ইম্পিরিয়াল কলেজ; ঢাকা কমার্স কলেজ] ক.স্ট্র্যাটিজিক.খ.কৌশলগত
গ.কার্যভিত্তিক.ঘ.সামগ্রিক.
উত্তর: গ

৭৩. বহুজাতিক কোম্পানির জন্য কোন পরিকল্পনা সর্বোত্তম? (জ্ঞান) [ঢাকা কলেজ] অ ক. আঞ্চলিক. খ. কার্যভিত্তিক
গ.সামগ্রিক.ঘ.বিভাগীয়
উত্তর: ক

৭৪. প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের নির্বাহীগণ নিজেদের দায়িত্ব সম্পাদনের সুবিধার জন্য কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? (অনুধাবন) [পৈণ্ঠসিএড´Ÿ পণ্ঠএফসর ড. ইয়াজউষ্টিন আহএজ্ঞঞ্ছদ রৈসিএড´্রয়িঞ্ঝাল মএডল ’ক্সুল ´ৈ£ কএলজ, মু´্রীগল্ক] ক.আনুষ্ঠানিক.খ.বিভাগীয়
গ.অনানুষ্ঠানিক.ঘ.কার্যভিত্তিক.
উত্তর: ঘ

৭৫. প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য একটি কোম্পানিকে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়? (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা] ক.একার্থক.খ.স্ট্রাটিজিক
গ.স্থায়ীঘ.স্বল্পমেয়াদি
উত্তর: খ

৭৬. বিশ্বায়ন মোকাবিলায় বহুজাতিক প্রতিষ্ঠানকে কোন ধরনের পরিকল্পনা নিতে হয়? (অনুধাবন) [বরুড়া শহীদ স্মৃতি গভঃ কলেজ, কুমিল­া; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা; ক্যান্টনমেন্ট কলেজ, যশোর] ক.একার্থক পরিকল্পনা
খ.স্থায়ী পরিকল্পনা
গ.স্ট্রাটিজিক পরিকল্পনা
ঘ.স্বল্পমেয়াদি পরিকল্পনা
উত্তর: গ

৭৭. কৌশল কোন ধরনের পরিকল্পনার অন্তর্গত? (জ্ঞান) [কক্সবাজার সরকারি কলেজ; মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা] ক.স্থায়ী
খ.একার্থক
গ.কার্যিক.ঘ.রণনৈতিক.
উত্তর: ঘ

৭৮. কোন ধরনের পরিকল্পনায় বিশেষ পরিস্থিতিতে একটি নির্ধারিত কার্যক্রম গ্রহণের দিকনির্দেশনা থাকে? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা; ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম] ক.কৌশল
খ.রীতি
গ.শিক্ষানবিশ
ঘ.ঘটনা পদ্ধতি
উত্তর: ক

৭৯. সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে অধিক সম্পৃক্ত? (জ্ঞান) [উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা] ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নির্দেশনা
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ক

৮০. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কোনটি? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ] ক.সমস্যার অগ্রাধিকার নির্ধারণ
খ.উত্তম বিকল্প গ্রহণ
গ.বিকল্পসমূহ মূল্যায়ন
ঘ.বিকল্পসমূহ উদ্ভাবন
উত্তর: খ

৮১. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য ও জটিল কাজ কোনটি? (জ্ঞান) [আবদুল কাদির মোল­া সিটি কলেজ, নরসিংদী] ক.যথাযথ বিকল্প গ্রহণ
খ.সিদ্ধান্ত বাস্তবায়ন
গ.তথ্য সংগ্রহ
ঘ.বিকল্প
উত্তর: গ

৮২. কোন কাজের অগ্রিম সিদ্ধান্তকে বলা হয় পরিকল্পনা। তাই বলা যায় পরিকল্পনা হলো (অনুধাবন) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা; কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণবাড়িয়া] i.বুদ্ধিদীপ্ত কাজ
ii.শারীরিক কাজ
iii.মানসিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii

উত্তর: খ

৮৩. আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
[সিলেট কমার্স কলেজ] i.গ্রহণযোগ্যতা
ii.তথ্য নির্ভরশীলতা
iii.বিশ্বস্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক

৮৪. প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রয়োজন (অনুধাবন)
[ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর] i.ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য
ii.সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য
iii.মানবজীবনে নৈতিক উৎকর্ষ সাধনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক

৮৫. পরিকল্পনা অনুসরণের ফলে (অনুধাবন) [ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ, কুমিল­া; পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম] i.উদ্দেশ্য অর্জন সহজ হয়
ii.উপকরণাদির কার্যকর ব্যবহার সম্ভব হয়
iii.কর্মীদের সুযোগ সুবিধা বাড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক

৮৬. পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ হলো (অনুধাবন)
[উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা] i.কার্য বিভাজন
ii.ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন
iii.বিকল্পসমূহ মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ

৮৭. একার্থক পরিকল্পনা করা হয় (অনুধাবন)
[আবদুল কাদির মোল­া সিটি কলেজ, নরসিংদী] i.একটিমাত্র উদ্দেশ্য বাস্তবায়নের জন্য
ii.বিশেষ লক্ষ্য অর্জনের জন্য
iii.একাধিক উদ্দেশ্য সাধনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক

৮৮. পরিকল্পনায় সর্বোত্তম বিকল্প নির্বাচনে বিবেচনা করতে হবে (অনুধাবন) [রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ] i.উপযুক্ত পারিশ্রমিক
ii.ফলাফল ও ঝুঁকির অনুপাত
iii.ফলাফলের সম্ভাব্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ

৮৯. স্থায়ী পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়, কারণ (অনুধাবন) [সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ] i.বারে বারে একই কাজ করতে হয়
ii.কর্মীদের প্রশিক্ষণ দেয়া সহজ হয়
iii.কর্মীদের কাজের উৎসাহ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক

উদ্দীপকটি পড়ো এবং ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও।
তাজবির উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরির পেছনে না ছুটে পৈতৃক সম্পত্তিতে মাশরুম চাষ করার সিদ্ধান্ত নেন। স্থানীয় কৃষি অফিস থেকে বিভিন্ন তথ্য ও পরামর্শ নিয়ে ব্যাংক থেকে অর্থের সংস্থান এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের বিষয় ভালোভাবে জেনে তিনি মাশরুম চাষ শুরু করে লাভবান হন। তাজবিরের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর] ৯০. মাশর‚ম চাষ স্টর‚র পƒএবট্ট তাজবিএরর কমট্টকাল্প তৈামার পঠিত কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? (প্রয়োগ)
ক.সমন্বয়সাধনখ.নিয়ন্ত্রণ
গ.সংগঠন
ঘ.পরিকল্পনা
উত্তর: ঘ

৯১. তাজবিরের সফলতার কারণ হলো (উচ্চতর দক্ষতা)
i.সম্ভাব্য সুযোগ-সুবিধা মূল্যায়ন
ii.বিকল্প বিশ্লেষণ
iii.প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও।
আলী সাহেব একটি ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি সকল কাজের পূর্বে পরিকল্পনা গ্রহণ করেন। তিনি এমনভাবে পরিকল্পনা গ্রহণ করেন যেন এটি বারবার ব্যবহার করা যায়। [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা] ৯২. আলী সাহেব কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন? (প্রয়োগ)
ক.একার্থক.খ.স্বল্পমেয়াদি
গ.মধ্যমমেয়াদি
ঘ.স্থায়ী
উত্তর: ঘ

৯৩. আলী সাহেব পরিকল্পনাটি গ্রহণের ফলে
(উচ্চতর দক্ষতা)
i.প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে
ii.কাজ নমনীয় হবে
iii.কর্মদক্ষতা বৃদ্ধি পাবে
নিচের কোন সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ

উদ্দীপকটি পড়ো এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে চায়। এজন্য কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাগণ সেভাবে ছক কাটছেন। ৩ মাস ধরে খেলোয়াড়গণ প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন।
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা] ৯৪. ‘বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে চায়’ এটাকে কী হিসেবে অভিহিত করা যায়? (প্রয়োগ)
ক.পরিকল্পনা
খ.মিশন
গ.উদ্দেশ্য
ঘ.পরিধি
উত্তর: গ

৯৫. বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে পারবে
(উচ্চতর দক্ষতা)
i.পরিকল্পনা বাস্তবায়িত হলে
ii.উদ্দেশ্য অর্জিত হলে
iii.লক্ষ্য সঠিক হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৩ সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৫ PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৩ | সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৫ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৩ | সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৫ | PDF : ব্যবসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *