ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | যশোর বোর্ড ২০১৭ | বহু নির্বাচনি | PDF : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৫৪. যশোর বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-দ্বিতীয় পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৮
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. দ্রব্য ও কার্যের মিশ্রণে গঠিত সংগঠনের নাম কী?
ক.সরলরৈখিক ও উপদেষ্টা
খ.সরলরৈখিক
গ.কার্যভিত্তিক.
ঘ.মেট্রিক্স
২. প্রশিক্ষণের মাধ্যমে প্রধানত কর্মীর কী বৃদ্ধি পায়?
ক.শিক্ষাখ.মনোবল
গ.দক্ষতাঘ.কার্যসন্তুষ্টি
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব হারুন তার ব্যবসায় প্রতিষ্ঠানের কাজসমূহ চিহ্নিত করে বিভিন্ন বিভাগে ভাগ করেন। প্রতি বিভাগের প্রধান হিসেবে বিশেষজ্ঞ ব্যক্তিকে নির্বাহী ক্ষমতা দিয়ে সংগঠন কাঠামো সাজান।
৩. উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংগঠন কাঠামো কোন ধরনের?
ক.কার্যভিত্তিক.খ.সরলরৈখিক
গ.সরলরৈখিক ও পদস্থ কর্মী
ঘ.মেট্রিক্স
৪. উদ্দীপকের সংগঠন কাঠামোর সুবিধা হলো
i.কার্যক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োগ
ii.দায়িত্ব এড়ানোর সুযোগ
iii.স্বেচ্ছাচারিতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
৫. যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান কোনটি?
ক.সংবাদখ.প্রেরক
গ.প্রাপক.ঘ.মাধ্যম
৬. হার্জবার্গের দ্বি-উপাদান তত্তে¡র প্রেষণামূলক উপাদান হলো
i.বেতনii.সাফল্য
iii.স্বীকৃতি
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব শফিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখেন এবং নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে অধস্তনগণ কার্যসম্পাদনে উৎসাহ বোধ করেন না। এতে লক্ষ্য অর্জনে সমস্যা হচ্ছে।
৭. জনাব শফিকের নেতৃত্ব কোন ধরনের?
ক.স্বৈরতান্ত্রিক.খ.লাগামহীন
গ.পিতৃসুলভ
ঘ.গণতান্ত্রিক
৮. কোন ধরনের নির্দেশনা কৌশল উদ্দীপকের সমস্যা সমাধান করতে পারে?
ক.লাগামহীন
খ.স্বৈরাচারী
গ.পরামর্শমূলক.
ঘ.পিতৃসুলভ
৯. কোনটি একার্থক পরিকল্পনা?
ক.প্রকল্প
খ.নীতি
গ.প্রক্রিয়া
ঘ.বিধি
১০. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হলো
i.বাস্তবমুখিতাii.অনমনীয়তা
iii.সুস্পষ্ট উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
১১. ঝগঝ-এর পূর্ণরূপ কোনটি?
ক.ঝযড়ৎঃ গধরষ ঝবৎারপব
খ.ঝযড়ৎঃ গবংংধমব ঝবৎারপব
গ.ঝরষবহঃ গবংংধমব ঝবৎারপব
ঘ.ঝরিভঃ গবংংধমব ঝবৎারপব
১২. সমন্বয়ের গুরুত্বপূর্ণ নীতি হলো
i.প্রারম্ভে শুরুii.উদ্দেশ্যের ঐক্য
iii.নিরবচ্ছিন্নতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
সখিনা বেগম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করেন। এজন্য তিনি মাসিক বেতন পান, যা দিয়ে তার অন্ন, বস্ত্রের সংস্থান হয়। এছাড়াও তিনি বাড়ি ভাড়া ও যাতায়াত ভাতা পান। কিন্তু তার চাকরি অস্থায়ী হওয়ায় তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত।
১৩. উদ্দীপকে বর্ণিত সখিনা কর্তৃক প্রাপ্ত সুবিধা মাসলোর চাহিদা সোপান তত্তে¡র কোন চাহিদা পূরণ করে?
ক.নিরাপত্তাখ.জৈবিক
গ.সামাজিক.ঘ.আÍতৃপ্তি
১৪. মাসএলার চাহিদা সৈাপান তএল্ফঙ্গর পরবতট্টী ’¦এর সখিনাএক পৈঁŒছএত গাএমট্ট´Ÿস ফঞ্ঝাদ্মরি কতট্টেপএপ্টর করণীয় কী?
ক.বেতন বৃদ্ধি
খ.যাতায়াত ভাতা বৃদ্ধি
গ.বাড়ি ভাড়া বৃদ্ধি
ঘ.চাকরি স্থায়ীকরণ
১৫. কলেজের ঘণ্টা বাজানোর শব্দ কোন ধরনের যোগাযোগ?
ক.বাহ্যিক.
খ.শাব্দিক
গ.শব্দবহিভর্‚ত
ঘ.অনানুষ্ঠানিক
১৬. পদোন্নতির ভিত্তি হলো
i.জ্যেষ্ঠতাii.যোগ্যতা
iii.জ্যেষ্ঠতা ও যোগ্যতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব ফিরোজ একটি টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠান মাসে ২০,০০০ একক টেলিভিশন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু মাস শেষে ১৫,০০০ একক টেলিভিশন তৈরি হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় জনাব ফিরোজ উদ্বিগ্ন।
১৭. উদ্দীপকে বিচ্যুতির পরিমাণ কত একক?
ক.৫,০০০খ.১০,০০০
গ.১৫,০০০ঘ.২০,০০০
১৮. লক্ষ্যমাত্রা অর্জনে জনাব ফিরোজের করণীয় হলো
i.আদর্শমান নির্ধারণ
ii.বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন
iii.সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
১৯. সমচ্ছেদ বিন্দু বলতে কী বোঝায়?
ক.আয় > ব্যয়খ.আয় < ব্যয়
গ.আয় = ব্যয়ঘ.আয় ব্যয়
২০. প্রাপক কর্তৃক প্রাপ্ত সংবাদের প্রতিক্রিয়াকে কী বলে?
ক.ভাষণ
খ.ফলাবর্তন
গ.অবহিতকরণ
ঘ.অনুভ‚তি
২১. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
ক.হেনরি ফেয়লখ.এফ. ডব্লিউ. টেলর
গ.এলটন মেয়োঘ.রবার্ট ওয়েন
২২. ব্যবস্থাপনা চক্রের কোন কাজটি অন্যান্য সকল কাজের ভিত্তি হিসেবে বিবেচিত হয়?
ক.নিয়ন্ত্রণ
খ.সংগঠন
গ.পরিকল্পনা
ঘ.নির্দেশনা
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মফিজ ‘রানার লি.’ নামে একটি মোটর সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার প্রত্যক্ষ তত্ত¡াবধানে পাঁচ জন শ্রমিক কাজ করেন।
২৩. উদ্দীপকে বর্ণিত জনাব মফিজ যে স্তরের ব্যবস্থাপক
i.নিæii.মধ্য
iii.উচ্চ
নিচের কোনটি সঠিক?
ক.iখ.ii
গ.iii ঘ.i ও ii
২৪. জনাব মফিজের কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন?
ক.সমস্যা অনুধাবন
খ.ধারণাগত
গ.আন্তঃব্যক্তিক.
ঘ.কারিগরি
২৫. হেনরি ফেয়ল ব্যবস্থাপনার কয়টি মূলনীতি প্রবর্তন করেন?
ক.১০খ.১৪গ.১৬ঘ.২০
২৬. ঢাকা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা?
ক.স্থায়ীখ.একার্থক
গ.লক্ষ্যঘ.নীতি
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব তছরিম সম্প্রতি ণ ব্যাংকে অফিসার পদে যোগদান করেছেন। তিনি তার ওপর ন্যস্ত সব কাজ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সম্পাদন করার চেষ্টা করেন। কিন্তু একই সাথে ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসারগণ ভিন্ন ভিন্ন আদেশ প্রদান করলে তিনি কার্যসম্পাদনে বিব্রতবোধ করেন।
২৭. ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসারগণ ব্যবস্থাপনার কোন নীতি উপেক্ষা করেছেন?
ক.শ্রম বিভাজন
খ.নির্দেশনার ঐক্য
গ.আদেশের ঐক্য
ঘ.নিয়মানুবর্তিতা
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৮. উক্ত নীতি উপেক্ষার ফলে যে সমস্যা সৃষ্টি করে তা হলো
i.বিশৃঙ্খলাii.সিদ্ধান্তহীনতা
iii.কার্য অসন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
২৯. আনুষ্ঠানিক সংগঠন কাঠামো কত ধরনের?
ক.৩খ.৪গ.৫ঘ.৬
৩০. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো
i.সমস্যা চিহ্নিতকরণ
ii.সমস্যা সমাধানে বিকল্প উদ্ভাবন
iii.উত্তম বিকল্প গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।