ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | কুমিল্লা বোর্ড ২০১৭ | বহু নির্বাচনি | PDF: ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৮. কুমিল্লা বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-দ্বিতীয় পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৮
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
উদ্দীপকটি পড়ো এবং ১ নং প্রশ্নের উত্তর দাও।
এবিসি কোম্পানিতে আলী সাহেব ১০ বছর যাবৎ সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত। কোম্পানি ভালো বেতন দিলেও তিনি অন্যত্র চাকরি খুঁজছেন।
১. প্রেষণাদানের কী উপায় অবলম্বন করলে আলী সাহেবকে চাকরি ত্যাগের প্রচেষ্টা হতে বিরত রাখা যাবে?
ক.কাজের প্রশংসা
খ.বোনাস
গ.পদোন্নতি
ঘ.কার্য পরিবেশ
২. সেনাবাহিনীতে সাধারণত কোন ধরনের সংগঠন বিদ্যমান থাকে?
ক.সরলরৈখিক
খ.কার্যভিত্তিক
গ.সরলরৈখিক ও উপদেষ্টা
ঘ.মেট্রিক্স
৩. একটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থার আবশ্যকীয় উপাদানসমূহ হলো
i.মিতব্যয়িতাii.ভবিষ্যৎমুখিতা
iii.দৃষ্টান্ত স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.ii ও iii
গ.i ও iiiঘ.i, ii ও iii
৪. সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণে কোনটি ঘটে?
ক.সংকটময় পথ নির্ধারণ
খ.বিক্রয় ও মুনাফার সম্পর্ক নির্ণয়
গ.বিনিয়োগের প্রাপ্তি নিশ্চিতকরণ
ঘ.বিশেষ প্রতিবেদন প্রণয়ন
৫. পদ মর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে বলে
ক.আনুষ্ঠানিক
খ.অনানুষ্ঠানিক
গ.ইতিবাচক.
ঘ.নেতিবাচক
৬. প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মীর বৃদ্ধি পায়
ক.প্রেরণা
খ.জ্ঞান
গ.দক্ষতা
ঘ.অভিজ্ঞতা
৭. কোন ধরনের নেতৃত্বে কর্মীগণ স্বেচ্ছাচারী হয়ে ওঠে?
ক.লাগামহীনখ.পিতৃসুলভ
গ.গণতান্ত্রিক.ঘ.পরামর্শমূলক
৮. ক্ষুদে বার্তার জন্য নিচের কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?
ক.কম্পিউটার
খ.ফ্যাক্স
গ.রেডিও
ঘ.মোবাইল
৯. যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ উপাদান কোনটি?
ক.এনকোডিং
খ.প্রাপক
গ.ডিকোডিং
ঘ.ফলাবর্তন
১০. হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার প্রথম নীতি কোনটি?
ক.সাম্যতা
খ.আদেশের ঐক্য
গ.কার্যবিভাজন
ঘ.নিয়মানুবর্তিতা
১১. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
ক.iবার্ট ওয়েন
খ.হেনরি ফেয়ল
গ.নিউম্যান
ঘ.এফ. ডব্লিউ. টেলর
১২. কোন সংগঠনে বিশেষজ্ঞরা নির্বাহী হতে পারে?
ক.সরলরৈখিক.
খ.মেট্রিক্স
গ.কমিটি
ঘ.কার্যভিত্তিক
১৩. কর্মীসংস্থানের প্রথম ধাপ কোনটি?
ক.কর্মী নির্বাচন
খ.কর্মী সংগ্রহ
গ.প্রশিক্ষণ
ঘ.কর্মী নিয়োগ
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন।
১৪. শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?
ক.জ্যেষ্ঠতার ভিত্তিতে
খ.যোগ্যতার ভিত্তিতে
গ.জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
ঘ.সুপারিশের ভিত্তিতে
১৫. শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো
i.আর্থিক
ii.প্রতিরক্ষামূলক
iii.অনার্থিক
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.ii ও iii
গ.i ও iiiঘ.i, ii ও iii
১৬. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.প্রেষণা
ঘ.নেতৃত্ব
১৭. ব্যবস্থাপনার কোন কাজকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নেতৃত্ব
ঘ.নিয়ন্ত্রণ
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
মি. লিমন তার ফ্যান কারখানার উৎপাদক ব্যবস্থাপককে আগামী ১৫ দিনে ৬০০ ফ্যান তৈরির লক্ষ্যমাত্রা স্থির করে দেয়। উৎপাদক ব্যবস্থাপক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ঘণ্টায় ৫টি ফ্যান তৈরির সিদ্ধান্ত নেয়। মি. লিমন অপচয় হ্রাসের জন্য প্রতি সপ্তাহে উৎপাদন হিসাব নিজে দেখে থাকেন।
১৮. উৎপাদক ব্যবস্থাপকের প্রতি ঘণ্টায় ৫টি ফ্যান তৈরির সিদ্ধান্তটি নিয়ন্ত্রণের কোন ধাপের অন্তর্ভুক্ত?
ক.মানদণ্ড প্রতিষ্ঠা
খ.সম্পাদিত কার্য পরিমাপ
গ.মানদণ্ডের সাথে সম্পাদিত কার্যের তুলনা
ঘ.বিচ্যুতি নির্ণয়
১৯. মি. লিমন কর্তৃক সাপ্তাহিক উৎপাদন বিভাগে হিসাব দেখা নিয়ন্ত্রণের কোন কৌশলের অন্তর্ভুক্ত?
ক.সংখ্যাÍক উপাত্ত বিশ্লেষণ
খ.বিনিয়োগের ওপর প্রাপ্তি বিশ্লেষণ
গ.সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ
ঘ.অভ্যন্তরীণ নিরীক্ষা
২০. নিচের কোনটি প্রেষণাদানের আর্থিক উপায়?
ক.পরিবহন সুবিধা
খ.প্রশিক্ষণের সুযোগ
গ.শিক্ষার সুযোগ বৃদ্ধি
ঘ.চাকরির নিরাপত্তা
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
মি. মবিন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের স্বার্থে প্রশাসনিক কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অধস্তন তিনটি বিভাগের ওপর ছেড়ে দেন। পাশাপাশি তাদের কিছু দায়িত্বও অর্পণ করেন। তিনি বিভিন্ন বিভাগের কর্মীদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপকীয় কৌশল বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করেন।
২১. মি. মবিনের দায়িত্ব ও ক্ষমতা অর্পণের ক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতি পরিলক্ষিত হয়?
ক.কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ
খ.শৃঙ্খলা
গ.কার্যবিভাজন
ঘ.জোড়া মই শিকল
২২. উদ্দীপকের মি. মবিনের ব্যবস্থাপকীয় কোন দক্ষতা ফুটে ওঠেছে?
ক.কারিগরি
খ.আন্তঃব্যক্তিক
গ.কল্পনা সংক্রান্ত
ঘ.সমস্যা অনুধাবন
২৩. নিয়ন্ত্রণ হলো একটি প্রতিষ্ঠানের
i.ধারাবাহিক প্রক্রিয়া
ii.ব্যবস্থাপকীয় প্রক্রিয়া
iii.সামাজিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.ii ও iii
গ.i ও iiiঘ.i, ii ও iii
২৪. একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত
i.কর্মসূচিii.প্রকল্প
iii.নীতি
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.ii ও iii
গ.i ও iiiঘ.i, ii ও iii
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৫. সমন্বয়সাধনের নীতিসমূহ হলো
i.ধারাবাহিকতাii.নিয়মানুবর্তিতা
iii.দলীয় সমঝোতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
২৬. ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে নেতৃত্ব কত প্রকার?
ক.২খ.৩গ.৪ঘ.৫
২৭. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’ কথাটির প্রবক্তা কে?
ক.প্লেটো
খ.এরিস্টটল
গ.রুশো
ঘ.সক্রেটিস
২৮. চঊজঞ হলো নিয়ন্ত্রণের একটি
ক.বৈশিষ্ট্যখ.পদক্ষেপ
গ.কৌশলঘ.কাজ
২৯. নীতি কোন ধরনের পরিকল্পনা?
ক.লক্ষ্য
খ.একার্থক
গ.সামগ্রিক
.ঘ.স্থায়ী
উদ্দীপকটি পড়ো এবং ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
সুপারভাইজার রহিম একটি কারখানার ৮ জন শ্রমিকের উৎপাদন কার্যক্রম তত্ত¡াবধান করেন।
৩০. সুপারভাইজার রহিম কারখানার কোন স্তরের ব্যবস্থাপক?
ক.উচ্চ
খ.মধ্যম
গ.নিæ
ঘ.প্রশাসন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।