ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | ঢাকা বোর্ড ২০১৬ | বহু নির্বাচনি | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | ঢাকা বোর্ড ২০১৬ | বহু নির্বাচনি | PDF: ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

৪৩. ঢাকা বোর্ড-২০১৬

সময় ৪০ মিনিট    পূর্ণমান৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-দ্বিতীয় পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৮
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. গণযোগাযোগের মাধ্যম হলো
ক.iেডিও
খ.চিঠিপত্র
গ.টেলিফোন
ঘ.সেমিনার
২. প্রেষণা প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি?
ক.উদ্বিগ্নতা
খ.অভাব
গ.তাড়না
ঘ.লক্ষ্য
৩. হার্জবার্গের তত্ত¡ অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?
ক.দায়িত্ব
খ.স্বীকৃতি
গ.অর্জন
ঘ.তত্ত¡াবধান
৪. হেনরি ফেয়ল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনায় মূলনীতি কয়টি?
ক.৬খ.৭গ.১৩ঘ.১৪
৫. প্রেষণার সাধারণ সমীকরণ নিæের কোনটি?
ক.চ = অ(গ + ক)খ.চ = ক(গ + অ)
গ.চ = গ(অ + ক) ঘ.গ = চ(অ + ক)
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
এবিসি কোম্পানিতে শ্রম ঘূর্ণায়মানতার হার বেশি হওয়ায় সহকারী বিক্রয় ব্যবস্থাপকের একটি পদ শূন্য হয়েছে। কোম্পানি উক্ত পদে লোক নিয়োগ করতে চায়।
৬. উদ্দীপকে বর্ণিত শূন্যপদে নিয়োগে কোন বাহ্যিক উৎস ব্যবহার করা যাবে?
ক.ট্রেড ইউনিয়ন
খ.কর্মীদের সুপারিশ
গ.বিজ্ঞাপন
ঘ.বদলি
৭. শ্রম ঘূর্ণায়মানতা হ্রাসে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ অধিকতর কার্যকর বলে বিবেচিত হবে?
ক.লিজিং
খ.পদোন্নতি
গ.ইন্টারনেট
ঘ.পদাবনতি
৮. নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে?
ক.একমুখী
খ.দ্বিমুখী
গ.ত্রিমুখী
ঘ.বহুমুখী
৯. ঝগঝ -এর পূর্ণরূপ কোনটি?
ক.ঝযড়ৎঃ গবংংধমব ঝবপঁৎরঃু
খ.ঝযড়ৎঃ গবংংধমব ঝবৎারপব
গ.ঝসধষষ গবংংধমব ঝবৎারপব
ঘ.ঝবপঁৎরঃু গধহমবসবহঃ ঝবৎারপব
১০. ই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দি®¡ পেইজে গিয়ে প্রথমে কোন ধাপ অনুসরণ করতে হয়?
ক.ঝঁনলবপঃ
খ.গবংংধমব
গ.ঝবহফ
ঘ.ঞড়
১১. নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটি?
ক.পরবতীট্ট পরিকÍগুনার ভিল্ফি
খ.প্রাথমিকতা
গ.প্রণোদনামূলক কাজ
ঘ.ভবিষ্যতমুখিতা
১২. কম্পিউটার যন্ত্রের আবিষ্কারক কে?
ক.iবার্ট ওয়েন
খ.বিল গেটস
গ.জেমস ওয়াট
ঘ.চার্লস ব্যাবেজ
১৩. কোনটি  সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো?
ক.সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন
খ.সরলরৈখিক সংগঠন
গ.মেট্রিক্স সংগঠন
ঘ.কার্যভিত্তিক সংগঠন
১৪. তথ্য ও উপাত্ত সংগ্রহ কিসের পদক্ষেপ?
ক.কর্মীসংস্থানখ.সিদ্ধান্ত গ্রহণ
গ.যোগাযোগ.ঘ.নেতৃত্ব
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
 জেপিকে কলেজের একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের প্রদত্ত ক্লাস রুটিনে জীববিজ্ঞান বিষয়ের একটি ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে, যা বিজ্ঞান শাখার সিলেবাসভুক্ত।
১৫. জেপিকে কলেজের পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের?
ক.স্বল্পমেয়াদিখ.মধ্যমেয়াদি
গ.দীর্ঘমেয়াদিঘ.মেয়াদবিহীন
১৬. উদ্দীপকে উলি­খিত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের অভাব রয়েছে?
i.উদ্দেশ্যমুখিতাii.ভবিষ্যতমুখিতা
iii.তথ্য নির্ভরতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.ii ও iiiগ.i ও iiiঘ.i, ii ও iii
১৭. সমন্বয়সাধনের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক.দলীয় প্রচেষ্টা
খ.দক্ষ জনশক্তি তৈরি
গ.কার্যক্ষেত্রে জবাবদিহি
ঘ.উৎপাদন বৃদ্ধি
১৮. নির্দেশনাকে প্রশাসনের কী বলা হয়?
ক.iক্তখ.জীবনগ.দেহঘ.হৃদপিণ্ড
১৯. সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব কোনটি?
ক.স্বৈরতান্ত্রিক.খ.গণতান্ত্রিক
গ.আনুষ্ঠানিক.ঘ.পিতৃ-সুলভ
২০. নিচের কোনটি চাকরি প্রার্থীর রুচি, অভ্যাস ও পছন্দ-অপছন্দ জানার মাধ্যম?
ক.প্রবণতা পরীক্ষাখ.বুদ্ধিমত্তা পরীক্ষা
গ.ব্যক্তিত্ব পরীক্ষাঘ.বিচক্ষণতা পরীক্ষা
২১. সকল কর্মীর প্রতি সুবিচার করা ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন?
ক.সাম্যতা
খ.একতাই বল
গ.নিয়মানুবর্তিতা
ঘ.মিতব্যয়িতা
২২. অন্যের নিকট কার্যকরভাবে নিজের বক্তব্য তুলে ধরাকে বলা হয়
ক.বক্তব্যে দক্ষতা
খ.যোগাযোগ দক্ষতা
গ.প্রজ্ঞা
ঘ.তীক্ষè বুদ্ধিমত্তা
২৩. ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কোনটি?
ক.নির্দেশনা
খ.কর্মীসংস্থান
গ.সংগঠন
ঘ.পরিকল্পনা
উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব এম রহমান একটি সফটওয়্যার ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট অধস্তন, যারা ঐ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, তাদের সাথে আলাপ-আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনা প্রদান করেন।
২৪. জনাব এম রহমান কোন ধরনের নির্দেশনা প্রদান করেন?
ক.অংশগ্রহণমূলক.
খ.পরামর্শমূলক
গ.পিতৃসুলভ
ঘ.আলোচনামূলক
২৫. কোনটি উদ্দীপকে বর্ণিত নির্দেশনার সীমাবদ্ধতা?
ক.স্বেচ্ছাচারিতা বৃদ্ধি
খ.নির্বাহীর সময় নষ্ট
গ.নির্বাহীর কর্তৃত্ব খর্ব
ঘ.তত্ত¡াবধানে জটিলতা
২৬. কোনটি উৎপাদনের উপকরণ বহিভর্‚ত?
ক.ভ‚মি খ.মূূলধন গ.শ্রমঘ .বাজার
২৭. ব্যবস্থাপনা চক্র কিসের আবর্তন নির্দেশ করে?
ক.লক্ষ্য খ.কার্যাবলি গ.রীতি ঘ.পদ্ধতি
২৮. পদ্মা সেতু প্রকল্পে কিছুসংখ্যক নিরাপত্তা কর্মী দরকার। এজন্য কর্মী সংগ্রহের কোন উৎসটি উত্তম?
ক.চাকরি
খ.কর্ম বিনিয়োগ কেন্দ্র
গ.আউট সোর্সিং
ঘ.প্রশিক্ষণ কেন্দ্র
২৯. সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব সংঘটিত হয়?
ক.যুক্তরাজ্য
খ.যুক্তরাষ্ট্র
গ.কানাডা
ঘ.ফ্রান্স
উদ্দীপকটি পড়ো এবং ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
একটি কারখানায় দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণ ও দোষীদের খুঁজে বের করার জন্য তিন সদস্যের একদল কর্মীর ওপর দায়িত্ব দেয়া হয়।
৩০. তিন সদস্য নিয়ে গঠিত সংগঠন কাঠামোটি কোন ধরনের?
ক.কার্যভিত্তিক.
খ.মেট্রিক্স
গ.কমিটি
ঘ.সরলরৈখিক
৩১. কোনটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবস্থাপনার আওতাভুক্ত?
ক.ক্লাব
খ.ওয়াসা
গ.শিক্ষা প্রতিষ্ঠান
ঘ.পরিবহন
৩২. নিয়ন্ত্রণ হলো
i.পরবর্তী পরিকল্পনার ভিত্তি
ii.পরিকল্পনার ভিত্তি
iii.কালান্তিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.ii ও iii
গ.i ও iiiঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।
তিতাস লিমিটেড একটি বহুজাতিক কোম্পানি। তিতাসের কর্মীরা স্ব-উদ্যোগে স্বতঃস্ফ‚র্তভাবে দায়িত্ব নিয়ে কাজ করে। নির্বাহী কর্মকর্তাগণ পর্যাপ্ত বেতন ও আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তাই তাদের অর্থের প্রতি আগ্রহ কম।
৩৩. উদ্দীপকে বর্ণিত কর্মীদের ক্ষেত্রে প্রেষণার কোন তত্ত¡টি প্রযোজ্য?
ক.ী তত্ত¡
খ.ু তত্ত¡
গ.ু তত্ত¡
ঘ.সামাজিক শিক্ষণ তত্ত¡
৩৪. তিতাস কোম্পানির নির্বাহীদের প্রেষিত করার উত্তম উপায় কোনটি?
ক.নিরাপত্তা প্রদান
খ.আর্থিক নিরাপত্তা প্রদান
গ.মুনাফার অংশ প্রদান
ঘ.বোনাস প্রদান
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | ঢাকা বোর্ড ২০১৬ | বহু নির্বাচনি | PDF
ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র বোর্ড ভিত্তিক বহু নির্বাচনি
৩৫. নিচের কোনটি কর্মীসংস্থানের প্রথম ধাপ?
ক.কর্মী নিয়োগ.খ.প্রশিক্ষণ
গ.কর্মী সংগ্রহঘ.কর্মী নির্বাচন
উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
‘অ’
উৎপাদন ব্যবস্থাপক. ‘ই’
বিক্রয় ব্যবস্থাপক
 
‘ঈ’
সহকারী উৎপাদন ব্যবস্থাপক. ‘উ’
সহকারী বিক্রয় ব্যবস্থাপক
৩৬. চিত্রে অ ও ঈ-এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়েছে?
ক.নিæগামীখ.উর্ধ্বগামী
গ.সমান্তরালঘ.উলম্ব
৩৭. চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যে
i.অ ও উii.ই ও উ
iii.ই ও ঈ
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iii
গ.ii ও iiiঘ.i, ii ও iii
৩৮. ‘আড়িয়াল খা’ ট্রেডার্স তাদের স্থায়ী নিয়োগপ্রাপ্ত একজন বিক্রয়কর্মীকে বিক্রয় ব্যবস্থাপকের অধীনে রেখে কার্যক্ষেত্রে হাতে কলমে শিক্ষা দিলে এটি কোন পদ্ধতির প্রশিক্ষণ হবে?
ক.প্রবেশনা পদ্ধতি
খ.পর্যবেক্ষণ পদ্ধতি
গ.শিক্ষানবিশ প্রশিক্ষণ
ঘ.ঘটনা পদ্ধতি
উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও।
সুরভী লি. ফোরম্যানদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রশিক্ষণের পদ্ধতি হিসেবে ফোরম্যানদের ছোট ছোট দলে বিভক্ত করে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে নিজেদের করণীয় নির্ধারণ করতে বলা হয়। প্রশিক্ষক প্রয়োজনে তাদের সহযোগিতা প্রদান করেন।
৩৯. উদ্দীপকে বর্ণিত প্রশিক্ষণটি কোন ধরনের?
ক.আলোচনা পদ্ধতিখ.অধিবেশন
গ.ঘটনা পদ্ধতিঘ.ওয়ার্কশপ
৪০.সুরভী লি. প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের নিকট থেকে যা প্রত্যাশা করতে পারে
i.পদোন্নতিii.কার্যদক্ষতা বৃদ্ধি
iii.কার্য সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক.i ও iiখ.i ও iiiগ.ii ও iiiঘ.i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় অধ্যায় ৩ সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৫ PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৩ | সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৫ | PDF

ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় | অধ্যায় ৩ | সৃজনশীল প্রশ্নোত্তর ৪১-৪৫ | PDF : ব্যবসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *