ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৬ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ষষ্ঠ অধ্যায়: নেতৃত্ব
১৬২. দলভুক্ত কর্মীদের আচার-আচরণ, ধ্যান-ধারণা, ব্যবহার ইত্যাদি বিষয়ে কার জ্ঞান থাকা দরকার?
(অনুধাবন) [আকিজ কলেজিয়েট স্কুল, নাভারণ, যশোর]
ক.ব্যবস্থাপকের
খ.নির্বাহীর
গ.ঊর্ধ্বতন কর্মকর্তার
ঘ.নেতার
উত্তর: ঘ
১৬৩. প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক.প্রশাসন
খ.যোগ্য নেতৃত্ব
গ.কার্যকর নির্বাহী ব্যবস্থা
ঘ.রাজনীতি
উত্তর: খ
১৬৪. আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব ক’ধরনের? (জ্ঞান) [পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ, রাজবাড়ি; ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
ক.২খ.৩
গ.৪ঘ.৫
উত্তর: ক
১৬৫. কোন ধরনের নেতাকে সাধারণত কর্মীরা অপছন্দ করে? (জ্ঞান) [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা; সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক.পিতৃসুলভ
খ.স্বৈরাচারী
গ.কর্মকেন্দ্রিক.ঘ.লাগামহীন/মুক্ত
উত্তর: খ
১৬৬. আবু রায়হান শ্রমিক কর্মীদের সাথে পরামর্শ না করে নির্দেশনা বিষয় বস্তুর ঠিক না করলেও কাজ আদায়ের ক্ষেত্রে সে øেহপূর্ণ ও আন্তরিক ব্যবহার করে থাকে। এটি কোন ধরনের নির্দেশনা? (প্রয়োগ) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক.তত্ত¡াবধান
খ.যোগাযোগ
গ.স্বৈরাচারী
ঘ.পিতৃসুলভ
উত্তর: ঘ
১৬৭. যে নেতৃত্বে নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন তাকে কী ধরনের নেতৃত্ব বলা হয়? (জ্ঞান) [রংপুর সরকারি কলেজ; সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম]
ক.স্বৈরতান্ত্রিক.খ.গণতান্ত্রিক
গ.লাগামহীন
ঘ.কল্যাণকামী
উত্তর: গ
১৬৮. যে নেতৃত্ব কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকেন। সেটি কীরূপ নেতৃত্ব? (জ্ঞান) [রংপুর সরকারি কলেজ; সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম]
ক.স্বৈরতান্ত্রিক.খ.গণতান্ত্রিক
গ.লাগামহীন
ঘ.কল্যাণকামী
উত্তর: গ
১৬৯. গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীন নির্দেশনা কৌশল কোনটি? (অনুধাবন) [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা; সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক.পরামর্শমূলক নির্দেশনা
খ.তত্ত¡াবধানের মাধ্যমে নির্দেশনা
গ.পিতৃসুলভ নির্দেশনা
ঘ.মুক্ত নির্দেশনা
উত্তর: ক
১৭০. নিদের্শনা দানের পূর্বেই মি. মিলন কর্মীদের সাথে আলাপ-আলোচনা করছেন। এটি কীরূপ নেতৃত্ব?
(প্রয়োগ) [সিলেট কমার্স কলেজ]
ক.গণতান্ত্রিক.
খ.স্বৈরতান্ত্রিক
গ.লাগামহীন
ঘ.ইতিবাচক.
উত্তর: ক
১৭১. কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কোন ধরনের নেতৃত্বের অন্তর্গত? (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
অ ক. গণতান্ত্রিক. খ. অনানুষ্ঠানিক
গ.স্বৈরতান্ত্রিক.ঘ.আনুষ্ঠানিক
.উত্তর: ঘ
১৭২. কোন ধরনের কর্মীদের জন্য ইতিবাচক নেতৃত্ব সফলতা পায়? (অনুধাবন) [পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
ক.বেকার
খ.শিক্ষিত
গ.অর্ধশিক্ষিত
ঘ.অশিক্ষিত
উত্তর: খ
১৭৩. কারিগরি জ্ঞান কীরূপ নেতৃত্ব? (জ্ঞান) [সিলেট কমার্স কলেজ]
ক.ব্যক্তিক.
খ.মানসিক
গ.পেশাভিত্তিক.
ঘ.সামাজিক.
উত্তর: গ
১৭৪. কিসের মাধ্যমে উত্তম নেতৃত্বের প্রকাশ ঘটে?
(অনুধাবন) [সোনার বাংলা কলেজ, বুড়িচং, কুমিলা]
ক.দূরদর্শিতার মাধ্যমে
খ.বুদ্ধিমত্তার মাধ্যমে
গ.সৃজনশীলতার প্রকাশ দেখে
ঘ.কর্মচারীদের সাথে সুসম্পর্ক দেখে
উত্তর: গ
১৭৫. নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে শ্রদ্ধাবোধের অভাব কোন ধরনের সমস্যা? (জ্ঞান)
[ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ, কুমিলা]
ক.নেতা সম্পর্কিত
খ.প্রাতিষ্ঠানিক
গ.অধীনর্’ কমট্টী সংকত্থা¯¦ঘ.সামাজিক.
উত্তর: গ
১৭৬. নির্দেশনাকে প্রশাসনের কী বলে? (জ্ঞান)
[ঢাকা কলেজ; সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক.মস্তিষ্ক.খ.øায়ুকেন্দ্র
গ.হৃদপিণ্ড
ঘ.মেরুদণ্ড
উত্তর: গ
১৭৭. কোনটি বিবেচনা করে অধস্তনদের নির্দেশ দিতে হয়? (অনুধাবন) [নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ]
ক.সামাজিক পরিস্থিতি
খ.সাংগঠনিক পরিস্থিতি
গ.রাজনৈতিক পরিস্থিতি
ঘ.অর্থনৈতিক পরিস্থিতি
উত্তর: খ
১৭৮. জনাব তুষার টেক্সটাইল মিলের শ্রমিক সুপারভাইজার। ব্যবস্থাপনার কোন কাজে তাকে অনেক সময় ব্যয় করতে হয়? (প্রয়োগ)
[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক.পরিকল্পনাখ.সংগঠন
গ.নির্দেশনাঘ.নিয়ন্ত্রণ
উত্তর: গ
১৭৯. শ্রমিক-কর্মীদের নির্দেশনা দানে কোন পদ্ধতিটি অধিক গুরুত্বপূর্ণ? (অনুধাবন) [উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
ক.যোগাযোগের মাধ্যমে নির্দেশনা
খ.তত্ত¡াবধানের মাধ্যমে নির্দেশনা
গ.স্বৈরাচারী নির্দেশনা
ঘ.মুক্ত নির্দেশনা
উত্তর: খ
১৮০. কোন নির্দেশনা অধীনস্থরা সহযোগিতামূলক মনোভাব সহকারে বাস্তবায়নের চেষ্টা করে? (অনুধাবন) [কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণবাড়িয়া]
ক.আদর্শ নির্দেশনা
খ.কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা
গ.পরামর্শমূলক নির্দেশনা
ঘ.একনায়কত্ব নির্দেশনা
উত্তর: গ
১৮১. পরামর্শমূলক নির্দেশনা কোন ক্ষেত্রে কার্যকর হবে? (অনুধাবন) [বরিশাল সরকারি মহিলা কলেজ]
ক.প্রতিষ্ঠান বড় হলে
খ.প্রতিষ্ঠান ছোট হলে
গ.মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে
ঘ.কুটির শিল্পের ক্ষেত্রে
উত্তর: ক
১৮২. পরামর্শমূলক নির্দেশনার সুবিধা কোনটি? (অনুধাবন)
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ; চাঁদপুর সরকারি কলেজ]
ক.দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
খ.নির্দেশনার মান বৃদ্ধি
গ.পরামর্শক শ্রেণির উদ্ভব
ঘ.ঊর্ধ্বতনের কর্তৃত্ব বৃদ্ধি
উত্তর: খ
১৮৩. পরামর্শমূলক নির্দেশনা নিচের কোন ক্ষেত্রে সফল হয়? (অনুধাবন) [হলি ক্রস কলেজ, ঢাকা; ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
ক.অধস্তনরা যোগ্য হলে
খ.কর্মীরা সন্তুষ্ট থাকলে
গ.ট্রেড ইউনিয়ন শক্তিশালী থাকলে
ঘ.প্রতিষ্ঠান বড় হলে
উত্তর: ক
১৮৪. নেতৃত্ব দেয়ার জন্য নেতার যা প্রয়োজন
(অনুধাবন) [নওগাঁ সরকারি কলেজ]
i.ব্যবস্থাপকীয় কলাকৌশল
ii.নিয়ম-কানুন
iii.প্রতিষ্ঠানের অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
১৮৫. পরামর্শমূলক নির্দেশনার ফলে (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i.আন্তঃব্যক্তিক্ত সম্পর্ক বৃদ্ধি পায়
ii.অধিক সময় ব্যয় হয়
iii.অধঃস্তনের অঙ্গীকার সৃস্টি হয়
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
১৮৬. একজন আদর্শ নেতার গুণাবলির অন্তর্ভুক্ত হলো
(অনুধাবন) [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i.সাহস ও দৃঢ় মনোবল
ii.আÍকেন্দ্রিক মানসিকতা
iii.উৎসাহ দানের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
১৮৭. নির্দেশনার অর্থ হলো কর্মীদের (অনুধাবন)
[ঢাকা কমার্স কলেজ]
i.উপদেশ দানii.পরামর্শ দান
iii.প্রেষণা দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii iঘ. i, ii ও iii
উত্তর: ঘ
১৮৮. গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের (অনুধাবন)
[পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
i.পরামর্শ গ্রহণ করে
ii.মতামত প্রদানের সুযোগ দেয়
iii.নির্দেশ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
১৮৯. ক্ষমতাভিত্তিক নেতৃত্ব হলো (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
i.লাগামহীনii.স্বৈরতান্ত্রিক
iii.পিতৃসুলভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১৯০. মেহেদি একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। তিনি কর্মীদের কাছ থেকে জোর করে কাজ আদায় করেন। তার এ নেতৃত্ব যে ধরনের তা হলো (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহ্ম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
i.স্বৈরতান্ত্রিক.ii.ইতিবাচক
iii.নেতিবাচক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ
উষ্টীপকটি পএড়া বৈং ১৯১ ও ১৯২ নং পণ্ঠএশ²র উল্ফর দাও।
বুশরা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক প্রতিষ্ঠানটির লক্ষ্য নির্ধারণ করে যাবতীয় দায়িত্ব কর্মীদের ওপর ছেড়ে দেন। কর্মীরা তাদের ইচ্ছেমতো কাজ করেন এবং যাবতীয় সিদ্ধান্তও তারাই নিয়ে থাকেন। ফলে প্রতিষ্ঠানটির কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হয়। [দি.বো. ১৫]
১৯১. বুশরা ট্রান্সপোর্টে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান?
ক.স্বৈরতান্ত্রিক. খ.পিতৃত্ব সুলভ
গ.লাগামহীন
ঘ.আমলাতান্ত্রিক.
উত্তর: গ
১৯২. উক্ত নেতৃত্বের ফলে বুশরা ট্রান্সপোর্টে
i.কর্মীদের স্বেচ্ছাচারিতা বাড়বে
ii.কর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করে
iii.কর্মী সন্তুষ্টি অর্জিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii iঘ. i, ii ও iii
উত্তর: ক
উদ্দীপকটি পড়ো এবং ১৯৩ ও ১৯৪ নং প্রশ্নের উত্তর দাও।
সামিহা কর্ণফুলী ফ্যাশন লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি তার অধস্তনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সে অনুযায়ী আদেশ উপদেশ দিয়ে থাকেন। [কু. বো. ১৬]
১৯৩. সামিহার নেতৃত্বের ধরন কী?
অ ক. স্বৈরতান্ত্রিক. খ. গণতান্ত্রিক
গ.পিতৃসুলভ
ঘ.লাগামহীন
উত্তর: খ
১৯৪. সামিহার অনুসরণকৃত নির্দেশনা পদ্ধতির সুবিধা হলো
i.সিদ্ধান্তের গুণগত উৎকর্ষ বৃদ্ধি
ii.আন্তঃব্যক্তিক যোগাযোগ বৃদ্ধি
iii.অবাধ্যতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii iঘ. i, ii ও iiiউত্তর: ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।