ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৮ ও ৯ | বহু নির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৮ম ও ৯ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৮ম ও ৯ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৮: ব্যবসায়ের আইনগত দিক
১৮৫. পেটেন্টে নিচের কোন বিষয়টি অন্তর্ভুক্ত? [ঢা. বো. ১৫]
ক.কোনো পণ্যের লোগো
খ.লেখকের সাহিত্যকর্ম
গ.নতুন প্রযুক্তির আবিষ্কার
ঘ.কোনো পণ্যের মান নির্ধারণ ও পরীক্ষা
উত্তরঃ গ
১৮৬. বর্তমানে আমাদের দেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে? [চ. বো., য. বো. ১৬]
ক. ১৯০৯
খ. ১৯১১
গ.১৯১৭
ঘ.১৯২১
উত্তরঃ খ
১৮৭. বিশ্বে কোন দেশে সর্বপ্রথম ট্রেডমার্ক ব্যবহৃত হয়? [সি. বো. ১৫]
ক.যুক্তরাষ্ট্র
খ.যুক্তরাজ্য
গ.ইতালি
ঘ.ফ্রান্স
উত্তরঃ গ
১৮৮. ট্রেডমার্ক আইন অনুযায়ী সর্বোচ্চ কত বছর পর্যন্ত নিবন্ধন কার্যকর হয়? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক.৫
খ.৭
গ.১০
ঘ.৬০
উত্তরঃ গ
১৮৯. পণ্যকে সমজাতীয় অন্য পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[পটুয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক.পেটেন্ট
খ.ট্রেডমার্ক
গ.কপিরাইট
ঘ.নিবন্ধন
উত্তরঃ খ
১৯০. পুস্তক লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন কার্যকর? [চ. বো. ১৫]
ক.বিমা আইন
খ.ট্রেডমার্ক আইন
গ.কপিরাইট আইন
ঘ.পেটেন্ট আইন
উত্তরঃ গ
১৯১. কপিরাইট আইন ভঙ্গ করলে কোনটির মাধ্যমে প্রতিকার পাওয়া যায়? (অনুধাবন)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.শিল্প সমিতি
খ.আদালত
গ.নিবন্ধক.
ঘ.লেখক সমিতি
উত্তরঃ খ
১৯২. বাংলাদেশে বিমা আইন কত সালের? (জ্ঞান)
[নটর ডেম কলেজ, ঢাকা]
ক. ২০১০ খ. ২০১১ গ. ২০১২ ঘ. ২০১৩
উত্তরঃ ক
১৯৩. কোনটি ঝুঁকি হ্রাসের উপায়? (জ্ঞান)
[খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.ব্যাংকিং
খ.অর্থায়ন
গ.বিমা
ঘ.হিসাবরক্ষণ
উত্তরঃ গ
১৯৪. জীবন বিমা চুক্তিতে বয়স গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
[বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া]
ক. বিমাপত্র প্রদানের জন্য
খ.বয়সের সাথে প্রিমিয়ামের প্রত্যক্ষ সম্পর্কের কারণ
গ.মুনাফার পরিমাপ নির্ণয় করতে
ঘ.মৃত্যুহার নির্ণয় করার জন্য
উত্তরঃ খ
১৯৫. কোন বিমার মাধ্যমে বিমা ব্যবসায়ের যাত্রা শুরু করা হয়? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
ক.নৌ
খ.অগ্নি
গ.দুর্ঘটনা
ঘ.জীবন
উত্তরঃ ক
১৯৬. বিমা করার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক.পণ্ঠা^মিক আনুানিকতা
খ.প্রস্তাব দান
গ.প্রস্তাব পর্যালোচনা
ঘ.প্রস্তাব নির্বাচন
উত্তরঃ খ
১৯৭. নিচের কোনটি শব্দ দূষণ সৃষ্টি করে? (অনুধাবন)
[ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ]
ক.ইট পোড়ানো
খ.বর্জ্য নির্গমন
গ.বিমান উড্ডয়ন
ঘ.পরিবহনের ধোঁয়া নির্গমন
উত্তরঃ গ
১৯৮. ঢাকার সদরঘাটে লঞ্চের ডেপু বাজানোতে নিম্নের কোন ধরনের দূষণ ঘটে? (প্রয়োগ)
[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর]
ক.শব্দ
খ.পানি
গ.বায়ু
ঘ.সামাজিক.
উত্তরঃ ক
১৯৯. পানি দূষণের ফলে কোন রোগ হয়? (জ্ঞান)
[রংপুর সরকারি কলেজ]
ক.জন্ডিস
খ.হাঁপানি
গ.ডায়াবেটিস
ঘ.জ্বর
উত্তরঃ ক
২০০. ওঝঙ-এর প্রধান অফিস কোথায় অবস্থিত? (জ্ঞান) [মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা; সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
ক.নিউইয়র্ক.
খ.জেনেভা
গ.ইংল্যান্ড
ঘ.টোকিও
উত্তরঃ খ
২০১. ওঝঙ-১৪০০০ কোনটির ভিত্তিতে গঠিত হয়?
(জ্ঞান) [খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা]
ক.পরিবেশ
খ.ভোক্তা
গ.সমাজ
ঘ.সরকার
উত্তরঃ ক
২০২. বিএসটিআই কোন ধরনের কার্য সম্পাদন করে?
(জ্ঞান) [দিনাজপুর সরকারি কলেজ]
ক.পণ্য উৎপাদন
খ.পণ্য মান সংরক্ষণ
গ.পণ্য বণ্টন
ঘ.পণ্য বিক্রয়
উত্তরঃ খ
২০৩. পণ্যের মান নিশ্চিতকরণের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? (জ্ঞান) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.বিএসটিআই
খ.বেসিক
গ.বিসিক.
ঘ.বিটাক.
উত্তরঃ ক
২০৪. পেটেন্টের আবেদন গ্রহণ করলে রেজিস্ট্রার
(অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
I.বিষয়বস্তু গোপন রাখেন
II.আবেদনকারীকে নোটিশ দেবে
III.আবেদন গ্রহণ বিষয়ে বিজ্ঞাপন দেবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
২০৫. ট্রেডমার্কের মাধ্যমে অর্জিত হয়(অনুধাবন)
[খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
I.প্রতিযোগীর মুনাফা
II.ব্যবসায়িক সুবিধা
III.ব্যবসায়িক উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
২০৬. কপিরাইট আইনের অন্তর্ভুক্ত [কু. বো. ১৬]
I.গল্প, প্রবন্ধ, কবিতা
II.নাটক, চলচ্চিত্র
III.মিউজিক্যাল কম্পোজিশন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
২০৮. যে প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে ইঝঞও গড়ে তোলা হয় (অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
I.বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন
II.সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ
III.ন্যাশনাল স্ট্যান্ডার্ড বোর্ড
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
উদ্দপকটি পড় এবং ২০৯ ও ২১০ নং প্রশ্নের উত্তর দাও।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাস্টবিন থেকে আবর্জনা সংগ্রহ করে শহর থেকে দূরে সেগুলো ফেলার ব্যবস্থা করত। ঈটঊঞ-এর কয়েকজন ছাত্র এমন একটি মেশিন আবিষ্কার করে, যার সাহায্যে বাসাবাড়ি থেকে সরাসরি সংগ্রহকৃত আবর্জনা তৎক্ষণাৎ শোধনের মাধ্যমে কিছু পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব হয় এবং বাকি বর্জ্য এমনভাবে বিনষ্ট করা হয়, যার ফলে পরিবেশ দূষণমুক্ত থাকবে। সিটি কর্পোরেশন এ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে ঈটঊঞ-এর ছাত্রদের সাথে একটি চুক্তি সম্পাদন করে।
[বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
২০৯. সিটি কর্পোরেশনের সাথে সম্পাদিত চুক্তিটিকে কী বলা হয়? (প্রয়োগ)
ক. পেটেন্ট চুক্তি
খ. কপিরাইট চুক্তি
গ.ট্রেডমার্ক চুক্তি
ঘ.ব্যবসায়িক চুক্তি
উত্তরঃ ক
২১০. উদ্দীপকে উলিখিত প্রযুক্তি দ্বারা কোন ধরনের পরিবেশ দূষণ প্রতিরোধ করা সম্ভব? (উচ্চতর দক্ষতা)
ক. বায়ু, পানি
খ. মাটি, শব্দ
গ.বায়ু, শব্দ
ঘ.বায়ু, মাটি
উত্তরঃ ঘ
উদ্দপকটি পড় এবং ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও।
জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এ আবিষ্কারের অধিকার হস্তগত করার জন্য বৃটেনে অনেকেই চেষ্টা করেছে। কিন্তু ব্রিটিশ সরকার আইনগত সহায়তা দেয়ায় তা সম্ভব হয় নি।
[দিনাজপুর সরকারি মহিলা কলেজ]
২১১. জেমস ওয়াট কোন ধরনের আইনের সহায়তা পেয়েছেন? (প্রয়োগ)
ক.বিমা
খ.পেটেন্ট
গ.কপিরাইট
ঘ.ট্রেডমার্ক.
উত্তরঃ খ
২১২. জেমস ওয়াটের এরূপ আইনি সহায়তা লাভের ফলে বৃটিশ সমাজে যে লাভ হয়েছে তা হলো
(উচ্চতর দক্ষতা)
I. নতুন আবিষ্কার উৎসাহিত হয়েছে
II. বঞ্ঝবসায়ীরা
III. আবিষ্কারক আর্থিকভাবে লাভবান হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দপকটি পড় এবং ২১৩ ও ২১৪ নং প্রশ্নের উত্তর দাও।
মি. রফিক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফটোগ্রাফীর উপর কোর্স করে দেশে এসে আবহমান বাংলার বিভিন্ন বিষয়কে তার ছবিতে তুলে এনেছেন। তিনি তার সৃষ্টি কর্মের গুরত্বপূর্ণ ছবিগুলো নিবন্ধন করেছেন।
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
২১৩. মি. রফিকের ফটোগ্রাফস্ নিবন্ধন কীসের অন্তর্গত? (প্রয়োগ)
ক. পেটেন্ট
খ. ট্রেডমার্ক
গ.কপিরাইট
ঘ.বিমা
উত্তরঃ গ
২১৪. মি. রফিক আইনগত ব্যবস্থা গ্রহণ করায় নিচের কোন সুবিধা পাবে (উচ্চতর দক্ষতা)
I.আইনগত অধিকার
II.ব্যক্তিগত অধিকার সংরক্ষণ
III.অন্য কেউ নকল করলে ক্ষতিপূরণ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
অ ক I ও II
খ. II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
অধ্যায়-৯: ব্যবসায়ে সহায়ক সেবা
২১৫. কর অবকাশ কোন ধরনের সহায়তা?
[দি. বো., ব. বো. ১৫]
ক.উদ্দীপনামূলক.
খ.সংরক্ষণমূলক
গ.পরামর্শমূলক.
ঘ.সমর্থনমূলক.
উত্তরঃ ঘ
২১৬. জনাব এম. আলম টঙ্গী বিসিক শিল্প এলাকায় ব্যবসায় স্থাপন করে কর অবকাশ সুবিধা পেলেন। এটি তার ব্যবসায়ের জন্য কোন ধরনের সহায়তা? [চ. বো. ১৫]
ক.সামাজিক সহায়তা
খ.উদ্দীপনামূলক সহায়তা
গ.সমর্থনমূলক সহায়তা
ঘ.সংরক্ষণমূলক সহায়তা
উত্তরঃ গ
২১৭. বিসিকের আঞ্চলিক কার্যালয় কয়টি? (জ্ঞান)
[খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.৩খ.৪গ.৫ঘ.৬
উত্তরঃ খ
২১৮. বিসিকের প্রধান কাজ বলতে কোনটি বোঝায়? (অনুধাবন) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.ঋণ প্রদান
খ.আইন প্রণয়ন
গ.বিনিএয়াগ পরামশট্ট দান
ঘ.কর নীতি বাস্তবায়নগ
২১৯. কোন প্রতিষ্ঠান হতে অবকাঠামোগত সুবিধা পাওয়া যায়? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক.বিসিক
খ.এসএমই ফাউন্ডেশন
গ.রপ্তানি উন্নয়ন ব্যুরো
ঘ.বিজিএমইএ
উত্তরঃ ক
২২০. কোনটি সরকারি শিল্প সহায়তার উৎস? (অনুধাবন)
[দিনাজপুর সরকারি কলেজ]
ক.ব্র্যাক
খ.এফবিসিসিআই
গ.বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি.
ঘ.লিজিং কোম্পানি
উত্তরঃ গ
২২১. কোনটি সরকারি ঋণ সহায়তার উৎস?
(অনুধাবন) [রংপুর সরকারি কলেজ]
ক.বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
খ.এফবিসিসিআই
গ.ব্র্যাক
ঘ.লিজিং কোম্পানি
উত্তরঃ ক
২২২. সাথী একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তিনি একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা গ্রহণ করলেন। প্রতিষ্ঠানটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। সাথী কোথা থেকে ঋণ গ্রহণ করেন? (প্রয়োগ) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
ক.বিসিক.
খ.বেসিক ব্যাংক
গ.এসএমই ফাউন্ডেশন
ঘ.ব্র্যাক.
উত্তরঃ ক
২২৩. কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সেবা প্রদান করে থাকে? [ঢা. বো. ১৫]
ক.যুব অধিদপ্তর
খ.বাণিজ্যিক ব্যাংক
গ.শিল্প ও বণিক সমিতি
ঘ.রপ্তানি উন্নয়ন ব্যুরো
উত্তরঃ খ
২২৫. শিল্প ও বণিক সভার কাজ কোনটি? (জ্ঞান)
[সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
ক.ঋণদান
খ.যন্ত্রপাতি সরবরাহ
গ.পরামর্শ প্রদান
ঘ.রাজনৈতিক সুবিধা প্রদান
উত্তরঃ গ
২২৬. কোনটি বেসরকারি সহায়তামূলক প্রতিষ্ঠান? (জ্ঞান)
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
ক.রপ্তানি উন্নয়ন ব্যুরো
খ.বাংলাদেশ বিনিয়োগ সংস্থা
গ.শিল্প ও বণিক সমিতি
ঘ.বাংলাদেশ ব্যাংক.
উত্তরঃ গ
২২৭. ব্র্যাকের সকল কার্যক্রম কোন লক্ষ্যে পরিচালিত হচ্ছে? (জ্ঞান) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
ক.শিল্প প্রতিষ্ঠায়
খ.উদ্যোক্তা উন্নয়নে
গ.ত্রাণ বিতরণে
ঘ.পুনর্বাসনে
উত্তরঃ খ
২২৯. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
ক.১৯৭০
খ.১৯৭১
গ.১৯৭২
ঘ.১৯৭৫
উত্তরঃ গ
২৩০. বাংলাদেশে এনজিও বহিত প্রতিষ্ঠান কোনটি?
[রা. বো. ১৫]
ক.ব্র্যাক.
খ.ওয়াসা
গ.আশা
ঘ.প্রশিকা
উত্তরঃ খ
২৩১. ব্র্যাকের নিজস্ব ডেইরি ফার্ম ও বিপণন কেন্দ্র কোনটি? (জ্ঞান) [বরেন্দ্র কলেজ, রাজশাহী]
ক.পোলার
খ.আড়ং
গ.মিল্কভিটা
ঘ.ঈগলু
উত্তরঃ খ
২৩২. বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কোনটি? (জ্ঞান) [মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
ক.প্রশিকা
খ.আশা
গ.কোডেক.
ঘ.উদ্দীপন
উত্তরঃ ক
২৩৩. এর পূর্ণরূপ কোনটি? [য. বো. ১৫]
ক.ঠেঙ্গামারা মহিলা সোনালি সংঘ
খ.ঠেঙ্গামারা মহিলা সম্প্রদায় সংঘ
গ.ঠেঙ্গামারা মহিলা সম্প্রদায় সমিতি
ঘ.ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ.
উত্তরঃ ঘ
২৩৪. বিজিএমইএ-এর কাজ কোনটি? (অনুধাবন)
[ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ]
ক.তৈরি পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারককে সহযোগিতা করা
খ.দেশের পাট ও পাটজাত শিল্পকে সহযোগিতা করা
গ.সরকারকে পণ্য আমদানিতে সহায়তা করা
ঘ.সার ও কীটনাশক উৎপাদনে সহায়তা করা
উত্তরঃ ক
২৩৫. ইএগঊঅ কোন ধরনের সেবা প্রদান করে?
[য. বো. ১৫]
ক.অবকাঠামোগত
খ.আইনগত
গ.তথ্যগত
ঘ.আর্থিক.
উত্তরঃ গ
২৩৬. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? (জ্ঞান)
[খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.বাংলাদেশ
খ.আফগানিস্তান
গ.ভারত
ঘ.নেপাল
উত্তরঃ খ
২৩৮. ঝগঊ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো (অনুধাবন)
[ঢাকা কমার্স কলেজ]
I.কর্মসংস্থান সৃষ্টি
II.অর্থনৈতিক উন্নয়ন
III.পণ্যমান নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
২৩৯. এসএমই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো (অনুধাবন)
[রাজশাহী সরকারি মহিলা কলেজ]
I.কর্মসংস্থান সৃষ্টি
II.অর্থনৈতিক উন্নয়ন
III.দারিদ্র্য দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দপকটি পড় এবং ২৪০ ও ২৪১ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মনির নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করতে চান। তার এক বন্ধু তাকে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ সংগ্রহের পরামর্শ দিলেন। মনির জানতো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে সহায়তা করে থাকে। তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরুর চিন্তা করলেন। [দিনাজপুর সরকারি কলেজ]
২৪০. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে? (প্রয়োগ)
ক. উদ্দীপনামূলক সেবা
খ. সমর্থনমূলক সেবা
গ.সংরক্ষণমূলক সেবা
ঘ.আর্থিক সেবা
উত্তরঃ খ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৪১. জনাব মনিরের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প হতে প্রাপ্ত সেবাসমূহ (উচ্চতর দক্ষতা)
I.নতুন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের উদ্যোগ
II.প্রশিক্ষণ গ্রহণের সুযোগ
III.কাঁচামাল প্রাপ্তিতে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দপকটি পড় এবং ২৪২ ও ২৪৩ নং প্রশ্নের উত্তর দাও।
তপন সরকার একটি চাউল কল স্থাপন করতে চান। তিনি এসএমই ফাউন্ডেশনে ঋণের জন্য আবেদন করেন। [শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজার]
২৪২. এসএমই ফাউন্ডেশন কোন ধরনের ঋণ প্রদান করবে? (প্রয়োগ)
ক.বন্ধকি
খ.জামানতি
গ.সুদমুক্ত
ঘ.বন্ধকিমুক্ত
উত্তরঃ ঘ
২৪৩. এসএমই ফাউন্ডেশন কোন তহবিল থেকে তপনকে ঋণ প্রদান করবে? (উচ্চতর দক্ষতা)
ক.ঋণকৃত
খ.নিজস্ব
গ.রিজার্ভ
ঘ.বিদেশি
উত্তরঃ খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।