ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | যশোর বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যশোর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যশোর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৫৫. যশোর বোর্ড-২০১৬
সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. জনসংখ্যা কোন ধরনের পরিবেশের উপাদানের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক. খ. রাজনৈতিক
গ. সামাজিক. ঘ. অর্থনৈতিক
২. চুক্তিপত্রের অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের মুনাফা কীভাবে বণ্টিত হয়?
ক. সমহারে
খ. মূলধন অনুপাতে
গ. পারস্পরিক সম্মতিতে
ঘ. আদালতের সিদ্ধান্তে
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
মিসেস শাহানার যুব অধিদপ্তরের একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ব্যাংক হতে ১ লক্ষ টাকা ঋণ নেন এবং এলাকার বেকার মেয়েদের সংগঠিত করে একটি তৈরি পোশাক কারখানা গড়ে তোলেন।
৩. উদ্দীপকে মিসেস শাহানারা কর্তৃক তৈরি পোশাক কারখানা গড়ে তোলাকে কী বলে?
ক. ব্যবসায় উদ্যোগ.
খ. আÍকর্মসংস্থান
গ. ব্যবসায়
ঘ. উদ্যোগ
৪. ব্যবসায় পরিচালনায় মিসেস শাহানারাকে কোন ধরনের সমস্যা মোকাবিলা করতে হতে পারে?
ক. কর্মী নিয়োগ.
খ. অর্থসংস্থান
গ. বিপণন
ঘ. প্রশিক্ষণ
৫. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. জ্ঞানগত
খ. ঝুঁকিগত
গ. স্থানগত
ঘ. কালগত
উদ্দীপকটি পড়ো এবং ৬ নং প্রশ্নের উত্তর দাও।
টিপু চীন থেকে সুতা ও কটন কিনে এনে পোশাক প্রস্তুত করে ইউরোপে বিক্রি করে।
৬. উদ্দীপকে টিপুর কাজকে কী বলা হয়?
ক. আমদানি
খ. রপ্তানি
গ. পুনঃরপ্তানি
ঘ. আমদানি-রপ্তানি
৭. বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশুশ্রম বন্ধের পিছনে কোন পরিবেশের উপাদান সবচেয়ে বেশি?
ক. সামাজিক
খ. আইনগত
গ. রাজনৈতিক.
ঘ. সাংস্কৃতিক
৮. সমজাতীয় পণ্য উৎপাদনে যে সংগঠন বেশি উপযোগী তা হলো
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. কোম্পানি
ঘ. সমবায় সমিতি
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আকাশ জীবনে অনেক বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি এমন কোম্পানি গঠন করতে চান, যা এ ধরনের আরও ৫/৭টি কোম্পানি গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে। তিনি মনে করেন একবার জনগণের আস্থা অর্জন করতে পারলে শেয়ার বিক্রয়ের জন্য ভাবতে হবে না।
৯. মি. আকাশ কোন ধরনের কোম্পানি গঠন করতে চান?
ক. বিধিবদ্ধ
খ. পাবলিক লি.
গ. হোল্ডিং
ঘ. সাবসিডিয়ারি
১০. এ ধরনের কোম্পানির শেয়ার ক্রয়ে জনগণের আগ্রহী হওয়ার কারণ
I. চিরন্তন অস্তিত্ব
II. সীমিত দায়
III. স্বাধীন সত্তা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
১১. সমবায় সমিতির মূল দলিলকে কী বলে?
ক. বিধিমালা
খ. উপবিধি
গ. সংঘস্মারক.
ঘ. সংঘবিধি
উদ্দীপকটি পড়ো এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও।
বিটিটিবি টেলিফোনে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে। ল্যান্ড ফোন সংযোগ দেয়া এবং এর প্রধান কাজ হলেও এটি মোবাইল ফোনে সেবা দেয়।
১২. টেলিটক কোন ধরনের কোম্পানি?
ক. পাবলিক লি.
খ. প্রাইভেট লি.
গ. রাষ্ট্রীয় ব্যবসায়
ঘ. স্বায়ত্তশাসিত
১৩. বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের শতকরা কতভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান?
ক. ৮০% খ. ৮৫% গ. ৯০% ঘ. ৯৫%
১৪. কোন ধরনের ই-বিজনেস?
ক. ই-কমার্স
খ. ই-রিটেইলিং
গ. ই-ব্যাংকিং
ঘ. ই-মার্কেটিং
১৫. ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলি?
ক. অর্থনৈতিক.
খ. সামাজিক
গ. ব্যক্তিগত
ঘ. মানসিক
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
সিলেট মনিপুরী পলির তাঁতিরা মিলে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতির মূল দলিলে বলা আছে, সদস্যদের স্বার্থে সমিতি উপকরণাদি ক্রয় ও উৎপাদিত সামগ্রী বিক্রয় এবং সমিতি থেকে ঋণ সুবিধার ব্যবস্থা করবে। প্রথমে উৎসাহ থাকলেও এখন সমিতি চালাতে সদস্যদের অনীহা দেখা যায়।
১৬. উষ্টীপএক তাঁতিএদর ্রঙ্কারা গঠিত সমিতিটি কৈান শৈণ্ঠণির সমিতি?
ক. ক্রয়
খ. বিক্রয়
গ. উৎপাদক.
ঘ. বহুমুখী
১৭. সদস্যদের সমিতি চালাতে অনীহা দেখানোর কারণ হতে পারে
I. পরিচালকদের দক্ষতার অভাব
II. স্বজনপ্রীতি
III. পারস্পরিক অবস্থার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. I
খ.I ও II
গ. I ও III
ঘ. I, II ও III
১৮. অনলাইন ব্যবসায় কোনটির মাধ্যমে পরিচালিত হয়?
ক. নির্দিষ্ট ওয়েবসাইট
খ. ডিজিটাল অফিস রুম
গ. নির্দিষ্ট ই-মেইল
ঘ. মোবাইল
১৯. মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
ক. আচরণ খ. উপজীবিকা
গ. বিবেক. ঘ. জ্ঞান
২১. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. জনকল্যাণ
খ. কর্মসংস্থান সৃষ্টি
গ. মুনাফা অর্জন
ঘ. সম্পদ সৃষ্টি
২২. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. সম্পত্তি অর্জন
খ. মুনাফা অর্জন
গ. মানবসেবা
ঘ. গ্রাহক সন্তুষ্টি
২৩. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজকে কী বলে?
ক. ব্যবসায়
খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা
ঘ. পণ্য বিনিময়
২৪. উৎপাদনের বাহন কোনটি?
ক. শিল্প
খ. বাণিজ্য
গ. অর্থ
ঘ. শ্রমিক-কর্মী
২৫. ডঞঙ-এর সচিবলায় কোথায় অবস্থিত?
ক. ইতালি
খ. প্যারিস
গ. জেনেভা
ঘ. লন্ডন
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
কুমিলায় নিজস্ব জমি থাকা সত্তে¡ও মি. জাহিদ সিলেটে কিছু জমি লিজ নিয়ে কমলালেবু চাষ করেন এবং উৎপন্ন কমলালেবু ছোট-বড় বিভিন্ন সাইজে ভাগ করে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করেন।
২৬. উদ্দীপকে মি. জাহিদের কাজটি ব্যবসায়ের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক. পর্যায়িতকরণ
খ. প্রমিতকরণ
গ. মোড়কিকরণ
ঘ. পৃথকীকরণ
২৭. পরিবেশের কোন উপাদান বিবেচনায় মি. জাহিদ সিলেটে কমলালেবু চাষে উৎসাহী হয়েছিলেন?
ক. প্রাকৃতিক.
খ. সামাজিক
গ. প্রাকৃতিক ও সামাজিক.
ঘ. প্রাকৃতিক ও অর্থনৈতিক
২৮. ব্যবসায়কে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার পিছনে উপযুক্ত কারণ হতে পারে
I. সামাজিক মযট্টাদা পণ্ঠাক্রি
II. জীবিকার্জন
III. সামাজিক কল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. I
গ. I ও II
গ. I ও III
ঘ. I, II ও III
২৯. পাবলিক লি. কৈাজ্ঞক্সানিএত নঞ্ঝনতম পরিচালক সংখঞ্ঝা ^াএক?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৫ জন ঘ. ৭ জন
উদ্দীপকটি পড়ো এবং ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
রেডরোজ নামক একটি প্রতিষ্ঠান প্রতিবছর যে মুনাফা অর্জন করে তা শেয়ার মালিকদের মাঝে বিতরণ না করে কোম্পানির উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে ব্যয় করে।
৩০. উদ্দীপকের রেডরোজ কোম্পানিটি কোন ধরনের কোম্পানি?
ক. প্রাইভেট লি.
খ. বিধিবদ্ধ
গ. সাবসিডিয়ারি
ঘ. অব্যবসায়ী
৩১. বাংলাএদএশ কত ও ডিজাইন আইন পণ্ঠচলিত?
ক. ১৯১৯ খ. ১৯৩২ গ. ১৯৯৪ ঘ. ২০০১
৩২. বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়?
ক. ৩০ দিন
খ. ৬০ দিন
গ. ৯০ দিন
ঘ. ১৮০ দিন
৩৩. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহিভর্‚ত?
ক. ঝুাঁকির স্বল্পতা
খ. ব্যক্তি সামর্থ্য
গ. দ্রুত সিদ্ধান্ত
ঘ. কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩৪. যে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে মেয়াদকাল উলেখ থাকে না তাকে বলে
ক. সীমিত অংশীদারি ব্যবসায়
খ. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়
গ. সাধারণ অংশীদারি ব্যবসায়
ঘ. অনির্দিষ্ট অংশীদারি ব্যবসায়
৩৫. বুদ্ধিবৃত্তিক সম্পত্তির বিষয় হলো
I. পেটেন্ট
II. কপিরাইট
III. বিএসটিআই
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
কুমিলার ধর্মপুর গ্রামের কৃষকদের দ্বারা গঠিত বন্ধন সমবায় সমিতি ২০১২ সালে মুনাফা করে ১০,০০০ টাকা, ২০১৩ সালে ১৫,০০০ টাকা এবং ২০১৪ সালে ১২,০০০ টাকা এবং ২০১৫ সালে ১৩,০০০ টাকা।
৩৬. বন্ধন সমবায় সমিতির সঞ্চিত তহবিলে মোট কত টাকা জমা হয়?
ক. ৫,৫০০ টাকা খ. ৬,৫০০ টাকা
গ. ৭,৫০০ টাকা ঘ. ৮,৫০০ টাকা
৩৭. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য হলো
ক. বিক্রয় বৃদ্ধি
খ. মুনাফা সর্বাধিকরণ
গ. সম্পর্ক উন্নয়ন
ঘ. প্রতিযোগিতায় টিকে থাকা
উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও।
সজীব, সালাম, ও সাজিদ প্রত্যেকে সমান মূলধন দ্বারা লিখিত সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলে। সালাম ব্যবসায় পরিচালনার অংশগ্রহণ না করেও সমান মুনাফা পায়। ইতোমধ্যে সালাম আরেকটি ব্যবসায়ে দেউলিয়া ঘোষিত হয়।
৩৮. উদ্দীপকে সালাম কোন ধরনের অংশীদার?
ক. কর্মী
খ. ঘুমন্ত
গ. নামমাত্র
ঘ. প্রতিবন্ধ
৩৯. অংশীদারি আইন অনুযায়ী উদ্দীপকের প্রতিষ্ঠানটির উপযুক্ত অবসায়ন পদ্ধতি হতে পারে
ক. বাধ্যতামূলক.
খ. বিজ্ঞপ্তির দ্বারা
গ. ঘটনা সাপেক্ষে
ঘ. আদালতের নির্দেশে
৪০. স্মারকলিপির বিষয়বস্তু হলো
I. নাম ধারা
II. মূলধন ধারা
III. উদ্দেশ্য ধারা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।