ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | যশোর বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যশোর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যশোর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৫৪. যশোর বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?
ক. উৎপাদন
খ. বণ্টন
গ. সেবা প্রদান
ঘ. পণ্য সরবরাহ
২. স্মারকলিপির কোন ধারা পরিবর্তন করতে সরকারের অনুমতি নিতে হয়?
ক. উদ্দেশ্য ধারা
খ. নাম ধারা
গ. মূলধন ধারা
ঘ. অবস্থান ধারা
৩. বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার পিছনে কারণ হলো
I. ব্যবসায়ীদের দক্ষতা
II. সস্তা জনশক্তি
III. মূলধনের প্রাচুর্য
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. I ও II
গ. II ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
জাহিদ, শফিক ও আনোয়ার তিন বন্ধু। তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি সফটওয়্যার ফার্ম চালায়। ব্যবসায়ে ভালো করলেও কিছু বিষয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে।
৪. তাদের ব্যবসায়ের মূল ভিত্তি কী?
ক. পুঁজি খ. শ্রম
গ. চুক্তি ঘ. বন্ধুত্ব
৫. দীর্ঘমেয়াদে সমস্যা দূরীকরণে নিচের কোনটি মুখ্য উপায় হতে পারে?
ক. নিজেদের মধ্যে মতামত বিনিময়
খ. নিজেদের মধ্যে চুক্তি
গ. তৃতীয়পক্ষের সাহায্য নিতে পারে
ঘ. ব্যবসায় বন্ধ করে দিতে পারে
৬. নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উত্তম?
ক. হাউজিং
খ. আমদানি/রপ্তানি
গ. হাসপাতাল
ঘ. রেস্টুরেন্ট
৭. সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবক কে?
ক. ড. আকতার হামিদ খান
খ. ড. হুসনে আরা
গ. স্যার ফজলে হাসান আবেদ
ঘ. ড. মোহাম্মদ ইউনূস
৮. বাংলাএদএশ বহাল অংশীদারি আইন কত সাএলর?
ক. ১৯১৩ খ. ১৯৩২
গ. ১৯৯৪ ঘ. ২০০১
৯. শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে মূলত কী পায়?
ক. মুনাফা
খ. লভ্যাংশ
গ. সুদ
ঘ. বোনাস শেয়ার
১০. কোন ধরনের সংগঠন সরকারি পৃষ্ঠপোষকতা পায়?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. কোম্পানি
ঘ. সমবায় সমিতি
১২. ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলি?
ক. অর্থনৈতিক.
খ. সামাজিক
গ. ব্যক্তিগত
ঘ. মানসিক
১৩. ঘরে বসে খুচরা পণ্য ক্রয়ের পদ্ধতিটি কী?
ক. ই-মার্কেটিং
খ. ই-বিজনেস
গ. ই-কমার্স
ঘ. ই-রিটেইলিং
১৪. মি. হাবিব একটি ইটভাটা তৈরি করেছেন। এতে কোন ধরনের দূষণ ঘটতে পারে?
ক. বায়ু দূষণ খ. বায়ু ও শব্দ দূষণ
গ. মাটি দূষণ ঘ. বায়ু ও মাটি দূষণ
১৫. রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো
I. জনকল্যাণমুখী প্রতিষ্ঠান
II. রাষ্ট্রীয় পরিচালনা ও নিয়ন্ত্রণ
III. চিরন্তন স্থায়িত্ব
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
১৬. প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনে কমপক্ষে কতজন প্রবর্তক দরকার?
ক. ২ খ. ৩
গ. ৭ ঘ. ২০
১৭. ওঝঙ-এর প্রধান অফিস কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক.
খ. জেনেভা
গ. ইংল্যান্ড
ঘ. টোকিও
১৮. ট্রেডমার্ক হতে সুবিধা পায়
I. মালিক
II. প্রতিযোগী
III. ক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
মি. তারেক একটি গার্মেন্টস কারখানা করেছেন। তিনি একটি ব্যবসায়ী সমিতির সদস্য। তাই তাকে সমিতির বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলতে হয়। এতে বিভিন্ন বিষয়ে তিনি সমিতির সহায়তা লাভ করেন।
২১. তিনি সমিতি হতে কোন ধরনের সহায়তা পেতে পারেন?
I. শ্রমিকদের সাথে বিরোধ নিষ্পত্তি
II. কারখানায় দুর্ঘটনা হতে উত্তরণ
III. বিদেশি ক্রেতাদের সাথে বিরোধ নিষ্পত্তি লাভ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
২২. নিচের কোনটি ট্রেড সহায়ক কাজ?
ক. গুদমজাতকরণ
খ. উৎপাদন
গ. খুচরা ব্যবসায়
ঘ. পুনঃরপ্তানি
২৩. কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?
ক. সমবায় সমিতি
খ. যৌথ উদ্যোগ
গ. অংশীদারি
ঘ. একমালিকানা
উদ্দীপকটি পড়ো এবং ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
মারুফ একটি সংগঠনের বিক্রয় প্রতিনিধি। সে নিজেকে ঐ প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দেয়।
২৪. মারুফ কোন ধরনের অংশীদার?
ক. নামমাত্র
খ. আপাতদৃষ্টিতে
গ. আচরণে অনুমিত
ঘ. প্রতিবন্ধ
২৫. ‘মানবসম্পদ’ কোন পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক. খ. অর্থনৈতিক
গ. সামাজিক. ঘ. প্রযুক্তিগত
উদ্দীপকটি পড়ো এবং ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আতিয়ার একটি ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োজিত রয়েছেন। তিনি তার ব্যাংকে নতুন ব্যাংকি সেবা পরিবেশনে যতœশীল। এখন তার গ্রাহকগণ ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমাদান ও উত্তোলন করতে পারেন।
২৬. উদ্দীপকে উলিখিত মি. আতিয়ার কর্তৃক প্রদত্ত সেবাকে কী বলা যেতে পারে?
ক. ই-কমার্স
খ. অনলাইন ব্যাংকিং
গ. হোম ব্যাংকিং
ঘ. স্যাটেলাইট ব্যাংকিং
২৭. নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয়?
ক. কোম্পানি
খ. সমবায়
গ. একমালিকানা
ঘ. যৌথ উদ্যোগ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৮. ব্যবসায়ে সংরক্ষণমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান হলো
I. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
II. জাতীয় রাজস্ব বোর্ড
III. বিএসটিআই
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
২৯. বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত রয়েছে?
ক. ১৯৯৫ খ. ১৯৯৭
গ. ২০০০ ঘ. ২০০৬
৩০. বই লেখকের অধিকার রক্ষায় নিচের কোন আইন নিশ্চয়তা দেয়?
ক. কপিরাইট আইন
খ. ট্রেডমার্ক আইন
গ. বিমা আইন
ঘ. পেটেন্ট আইন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।