বাংলা ২য় | বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর | বাগধরা | নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাগধরা নিয়ে আলোচনা করা হয়েছে ।প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনার খুশি হবেন যে, আপনাদের জন্য বাগধরা হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলা ২য় | নবম ও দশম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর | বাগধরা সমুহ:
১. ‘আক্কেল সেলামি’ বাগধারাটিতে কী বোঝায়?
ক. বড়দের সম্মান করা
খ. বড়দের সম্মান না করা
গ. জরিমানা
ঘ. ট্রেন ভাড়া
২. ‘আটকপালে’- বাগধারাটির অর্থ কী?
ক. অলক্ষীর দশা
খ. অগ্নিপরীক্ষা
গ. অদৃষ্টের পরিহাস
ঘ. হতভাগ্য
৩. ‘নিতান্ত মন্দভাগ্য’ বুঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
ক. আটকপালে
খ. ইঁদুর কপালে
গ. ছাপোষা
ঘ. ব্যাঙের আধুলি
৪. ‘উড়নচণ্ডী’ বাগ্ধারার অর্থ –
ক উচ্ছৃঙ্খল
খ. অমিতব্যয়ী
গ. নির্বোধ
ঘ. গোঁয়ার
৫. ‘উড়ো চিঠি’ দ্বারা কী বোঝায়?
ক. বিমানযোগে আসা পত্র
খ. ডাকযোগে আসা পত্র
গ. বেনামী পত্র
ঘ. গোপনীয় পত্র
৬. কোন বাগধারাটির অর্থ ‘প্রহার’?
ক. অর্ধচন্দ্র
খ. এলোপাতাড়ি
গ. উড়নচণ্ডি
ঘ. উত্তম-মধ্যম
৭. ‘এসপার ওসপার’- বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
ক. সংঘর্ষ
খ. তাগাদা
গ. মীমাংসা
ঘ. কিছু একটা
৮. সুসময় ও সৌভাগ্য বুঝাতে কোন বাগধারার ব্যবহার হয়?
ক. সুখের পায়রা
খ. সোনায় সোহাগা
গ. মানিক জোড়
ঘ. একাদশে বৃহ¯ক্সতি
৯. ‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগ্ধারা দ্বারা প্রকাশ পায়?
ক. একাদশে বৃহস্পতি
খ. চাঁদের হাট
গ. পোয়াবারো
ঘ. রাহুর দশা
১০. কোন বাগধারাটি ‘আগ্রহ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মাথা ব্যথা
খ. মাথা খাওয়া
গ. মাথা দেওয়া
ঘ. মাথা ধরা
১১. পুনরায় আরম্ভ -অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা যাবে?
ক. গণেশ উল্টানো
খ. কেঁচে গণ্ডুষ
গ. ক‚পমণ্ডশক
ঘ. গলগ্রহ
১২. ‘কুল কাঠের আগুন’- এর প্রকৃত অর্থ কী?
ক. কাঠের পুতুল
খ. তীব্র জ্বালা
গ. ক‚পমণ্ডুক
ঘ. কেতা দুরস্ত
১৩. ‘কৈ মাছের প্রাণ’ – বাগ্ধারাটির অর্থ কী?
ক. নীরোগ শরীর
খ. প্রভাবশালী
গ. যা সহজে মরে না
ঘ. ধামাধরা
১৪. ‘অতিবৃদ্ধ’ কোন বাগধারার অর্থ কি?
ক. কাছাটিলা
খ. কান পাতলা
গ. ঘাটের মরা
ঘ. ভুষণ্ডির কাক
১৫. ‘খণ্ড প্রলয়’- বাগ্ধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. ভীষণ ঝড়
খ. ভীষণ ব্যাপার
গ. ছোটখাটো ঝগড়া
ঘ. অল্প নড়াচড়া
১৬. ‘গড্ডলিকা প্রবাহ’ – এই বাগধারাটির সঠিক বাক্য কোনটি?
ক. তুমি বড় গড্ডলিকায় আছে
খ. গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই
গ. গড্ডলিকা প্রবাহে কেউ বাঁচে না
ঘ. গড্ডলিকা প্রবাহ খুবই খারাপ
১৭. ‘অন্ধ অনুকরণ’- এর বাগধারা কী?
ক. গৌরচন্দ্রিকা
খ. গড্ডলিকা প্রবাহ
গ. চর্বিত চবর্ণ
ঘ. হ্রস্বদীর্ঘ জ্ঞান
১৮. ‘গদাই লস্করী চাল’ – কথাটির অর্থ কী?
ক. অতি ধীরগতি
খ. আভিজাত্য
গ. আধুনিকতা
ঘ. অতি দ্রুতগতি
১৯. ‘গোলায় যাওয়া’ বাগধারাটির অর্থ কী?
ক. নষ্ট হওয়া
খ. অসৎ কাজ
গ. খারাপ কাজে যাওয়া
ঘ. দোষের কাজ করা
২০. ‘গোবর গণেশ’ – বাগধারাটির অর্থ কী?
ক. গোবরের মতো আবর্জনা
খ. প্রতারক
গ. চালাক
ঘ. মূর্খ
২১. নির্বোধ অথচ হঠকারী বুঝাতে কোন বাগধারাটি ব্যবহার হয়?
ক. গোঁয়ার গোবিন্দ
খ. গোবর গণেশ
গ. কাছা তিলা
ঘ. ইঁদুর কপাল
২২. ‘গোঁফ খেজুরে’ কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক. খুব চৌকস অর্থে
খ. নিতান্ব অলস অর্থে
গ. বড় গোঁফ আছে অর্থে
ঘ. চাটুকার অর্থে
২৩. বাগ্ধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?
ক. চোখের বালি
খ. চোখের মণি
গ. চোখের পর্দা
ঘ. চোখের জল
২৪. চোখের বালি – অর্থ কী?
ক. চোখে বালি পড়া
খ. চক্ষুশশল
গ. খুব প্রিয়
ঘ. চশমখোর
২৫. ‘চাঁদের হাট’- অর্থ কী?
ক. অদৃশ্য বস্তু
খ. মগের মুলুক
গ. বিরাট আয়োজন
ঘ. আনন্দের প্রাচুর্য
উত্তর পত্র:
১-ক | ২-ঘ | ৩-খ | ৪-খ | ৫-গ | ৬-ঘ | ৭-গ | ৮-ঘ | ৯-ক | ১০-ক |
১১-খ | ১২-খ | ১৩-গ | ১৪-গ | ১৫-খ | ১৬-খ | ১৭-খ | ১৮-ক | ১৯-ক | ২০-ঘ |
২১-ক | ২২-খ | ২৩-ঘ | ২৪-খ | ২৫-ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।