বাংলা ২য় পত্র – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF : প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির এর জন্য যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর:
[দ্রষ্টব্য: উত্তরদাতা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বব কাটা যাবে]
১. ‘দামিনী’ শব্দটির অর্থ কী?
ক. মেঘ খ. বিদ্যুৎ গ. বৃষ্টি ঘ. ঢেউ
২. “তুমি না সেদিন বাড়ী গিয়েছিলে”? এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত?
ক. সন্দেহ খ. বিষ্ময় গ. অনুমান ঘ. নিশ্চয়তা
৩. নিচের কোন্ বানানটি শুদ্ধ?
ক. বিভীষীকা খ. বিভীষিকা গ. বিভিষিকা ঘ. বীভিষিকা
৪. নিচের শব্দগুলির কোনটি সঠিক বানানে লেখা?
ক. দুষণ খ. দূষণ গ. দূষন ঘ. দুষন
৫. ‘গৃহিণী’ কোন ধরনের শব্দ?
ক. বিদেশী খ. আধা-সংস্কৃত গ. সংস্কৃত ঘ. দেশি
৬. নাবালক শব্দটির ‘না’ উপসর্গটি কোন ধরনের উপসর্গ?
ক. তৎসম খ. বাংলা গ. আরবি ঘ. ফারসি
৭. কোনটি সঠিক?
ক. ভদ্রতাচিত খ. ভদ্রচিত গ. ভদ্রোচিত ঘ. ভদ্রতচিত
৮. ‘যার কিছু নেই’ এক কথায় প্রকাশ করলে হবে-
ক. ভিখারী খ. দরিদ্র গ. অসংবৃত ঘ. হৃতসর্বস্ব
৯ ‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ:
ক. পদ + ধতি খ. পৎ + ধতি গ. পদ্ + হতি ঘ. পথ + ধতি
১০. ঢাঁকের কাঠি বাগধারার অর্থ কি?
ক. সাহায্যকারী খ. তোষামুদে গ. বাদক ঘ. স্বাস্থ্যহীন লোক
১১ গতানুগতিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
ক. গত + আনুগতিক খ. গতা + অনুগতিক গ. গত + অনুগতিক ঘ. গতানু + গতিক
১২. রিকশা > রিশকা কিসের উদাহরণ?
ক. ব্যাঞ্জণ বিকৃতি খ. ধ্বনি বিপর্যয় গ. বিষমীভবন ঘ. বিপ্রকর্ষ
১৩. কোন বর্গীয় ধ্বনির আগে ‘ন’ সবসময় মূর্ধন্য ণ হয়?
ক. ক বর্গীয় ধ্বনি খ. চ বর্গীয় ধ্বনি গ. ট বর্গীয় ধ্বনি ঘ. ত বর্গীয় ধ্বনি
১৪. নিচের কোনটি কর্মধারয় সমাস?
ক. খাসমহল খ. মৌলোভী সাহেব গ. রাজর্ষি ঘ. আকণ্ঠ
১৫ ‘অটবী’ শব্দের অর্থ কী?
ক. মহীশুর খ. গভীর গ. বন ঘ. দৃঢ়
১৬. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’ – এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. বিশেষণের বিশেষণ
১৭. বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘চক্ষুদান করা’।
ক. উপকার করা খ. চুরি করা গ. ক্ষতি করা ঘ. দান করা
১৮. ‘নীল যে আকাশ নীলাকাশ’ কোন সমাস?
ক. বহুব্রীহি খ. দিগু গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব
১৯. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?
ক. কপট ব্যক্তি খ. ঘনিষ্ঠ সম্পর্ক গ. হতভাগ্য ঘ. মোসাহেব
২০. ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক. জন + ইক খ. জন + এক গ. জনৈ + এক ঘ. জন + ঈক
উত্তর পত্র:
০১ খ ০২ ঘ ০৩ খ ০৪ খ ০৫ গ ০৬ ঘ ০৭ গ ০৮ ঘ ০৯ গ ১০ খ
১১ ক ১২ খ ১৩ গ ১৪ ক ১৫ গ ১৬ ক ১৭ খ ১৮ গ ১৯ ঘ ২০ খ
২১. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ উক্তিটি কার?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর খ. অতুল প্রসাদ সেন
গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. রামনিধি গুপ্ত
২২. ‘ঘেঁটুপুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. মোরশেদুল ইসলাম খ. সুভাষ চত্ত গ. হুমায়ূন আহমেদ ঘ. চাষী নজরুল ইসলাম
২৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. আলালের ঘরের দুলাল খ. ফুলমনি ও করুণার বিবরণ
গ. মৃত্যুক্ষুধা ঘ. দুর্গেশনন্দিনী
২৪. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. কমা খ. ড্যাশ গ. সেমিকোলন ঘ. প্রশ্নচিহ্ন
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কী?
ক. ভোরের পাখি খ. ভানুসিংহ ঠাকুর গ. গোপী নাথ ঘ. হরগোবিন্দ
২৬. শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
ক. মন্দির খ. বড়দিদি গ. শ্রীকান্ত ঘ. মেজদিদি
২৭. ‘দেখেছ তার কবি কবি ভাব’ এখানে ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সামান্য অর্থে খ. অনুকার অব্যয় অর্থে গ. গভীরতা অর্থে ঘ. পদভিত্তিক অর্থে
২৮. “চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক”- বলেছেন
ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম গ. গোলাম মোস্তফা ঘ. জসীম উদ্দীন
২৯. বাংলা সাহিত্যে চলতি ভাষার প্রবর্তক কে?
ক. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর খ. প্রমথ চৌধুরী গ. সৈয়দ মুজতবা আলী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩০. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
ক. সংস্কৃত খ. পালি গ. প্রাকৃত ঘ. অপভ্রংশ
৩১. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?
ক. পড়াতাম খ. পড়ালাম গ. পড়িয়েছিলাম ঘ. পড়াব
৩২. ‘সংবাদ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সম্ + বাদ খ. সং + বাদ গ. স + অংবাদ ঘ. সমং + বাদ
Subject: English – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF
Bangladesh Affairs – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF
বিষয়: বাংলা – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF
৩৩. ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি খ. আরবি গ. বার্মিজ ঘ. পর্তুগিজ
৩৪. সৌম্য-এর বিপরীত শব্দ কোনটি?
ক. শান্ত খ. উগ্র গ. উদ্ধত ঘ. কঠিন
৩৫. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?
ক. ষষ্ঠী তৎপুরুষ খ. মধ্যপদলোপী কর্মধারায় গ. নিমিত্তার্থে চতুর্থী ঘ. নিত্য সমাস
৩৬. জঙ্গম শব্দের বিপরিত শব্দ কোনটি?
ক. সৈকত খ. অরণ্য গ. স্থাবর ঘ. সাগর
৩৭. ‘সকলকে মরতে হবে’Ñ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে দ্বিতীয়া খ. কর্মকারকে দ্বিতীয়া
গ. করণ কারকে দ্বিতীয়া ঘ. অপাদান কারকে দ্বিতীয়া
৩৮. নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূণ্য খ. করণে শূণ্য গ. অপাদানে শূন্য ঘ. স¤প্রদানে শূন্য
৩৯. ‘সাক্ষী গোপাল’ এর অর্থ কী?
ক. কর্তব্যবিমুখ খ. সক্রিয় দর্শক গ. নিষ্ক্রীয় দর্শক ঘ. কর্তব্যপরায়ন
৪০. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. সলিল খ. উদক গ. নীর ঘ. জলধি
৪১. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. নিশিথিনী খ. নিশীথীনি গ. নিশিথীনি ঘ. নিশীথিনী
৪২. ‘পবিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প + বিত্র খ. প + অবিত্র গ. পো + ইত্র ঘ. পো + অবিত্র
৪৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. মুর্হমুহু খ. মুর্হুমুহু গ. মুহুর্মুহু ঘ. মূর্হুমূহ
৪৪. ‘রাজঘটক’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
ক. অন্তসার শুণ্য খ. পন্ডশ্রম গ. চমৎকার মিল ঘ. বড় লোক
৪৫. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বিহারীলাল চক্রবর্তী গ. রাজশেখর বসু ঘ. মোহিতলাল মজুমদার
৪৬. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের না কী?
ক. কপাল কুন্ডলা খ. মরুশিখা গ. মেঘনাথবধ কাব্য ঘ. নীল দর্পণ
৪৭. “পরানের গহীন ভিতর” কাব্যগ্রন্থের রচয়তিা কে?
ক. শামসুর রাহমান খ. আল মাহমুদ গ. সৈয়দ শামসুল হক ঘ. নির্মলেন্দু গুণ
৪৮. ‘দুধে ভাতে উৎপাত’ – এর রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. সৈয়দ ওয়ালীউলাহ
গ. জহীর রায়হান ঘ.আখতারুজ্জামান ইলিয়াস
৪৯. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?
ক. সত্যেন সেন খ. আবুল ফজল গ. সৈয়দ মুজতবা আলী ঘ. সমরেশ বসু
৫০. ‘পাখি সব করে রব, রাতি পোহাইল’ পঙ্ক্তির রচয়িতা-
ক. রামনারায়ণ তর্করতœ খ. বিহারীলাল চক্রবর্তী গ. কৃষ্ণচন্দ্র মজুমদার ঘ. মদনমোহন তর্কালংকার
উত্তর পত্র:
২১ ক ২২ গ ২৩ ঘ ২৪ ঘ ২৫ খ ২৬ ক ২৭ ক ২৮ খ ২৯ খ ৩০ ঘ
৩১ ক ৩২ ক ৩৩ ঘ ৩৪ খ ৩৫ খ ৩৬ গ ৩৭ ক ৩৮ খ ৩৯ গ ৪০ ঘ
৪১ ঘ ৪২ গ ৪৩ গ ৪৪ গ ৪৫ খ ৪৬ ঘ ৪৭ গ ৪৮ ঘ ৪৯ গ ৫০ ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।