বাংলা ১ম | উপেক্ষিত শক্তির উদ্বোধন | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ অষ্টম-উপেক্ষিত শক্তির উদ্বোধন
১। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহন করেন?
(ক) ১৮৯৬ (খ) ১৮৯৭
(গ) ১৮৯৮’ (ঘ) ১৮৯৯
২। পশ্চিমবঙ্গের কোন গ্রামে কাজী নজরুলের জন্ম?
(ক) আসানসোল (খ) বর্ধমান
(গ) চুরুলিয়া (ঘ) চিরুলিয়া
৩। কাজী নজরুল কত সালে বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন?
(ক) ১৯০৪ (খ) ১৯১৬
(গ) ১৯১৭ (ঘ) ১৯৪২
৪। কাজী নজরুল সেনাবাহিনীর যে দলে যোগ দিয়েছিলেন ?
(ক) ইষ্ট বেঙ্গল (খ) ইস্ট পাকিস্তান
(গ) বাঙালি পল্টন (ঘ) ইস্ট পল্টন
৫। সেনাবাহিনীতে যোগদানের পর কাজী নজরুলের যে অধ্যায়ের সূচনা ঘটে তার নাম-
(ক) সৈনিক জীবন (খ) সাহিত্য জীবন
(গ) সংগীত জীবন (ঘ) বিদ্রোহী জীবন
৬। বাংলা সাহিত্যে কাজী নজরুল তার কবিতা, উপন্যাস ও নাটকের মাধ্যমে কিসের পরিচয় রেখেছেন?
(ক) দক্ষতার (খ) বিদ্রোহের
(গ) প্রতিভার (ঘ) উদারতার
৭। কাজী নজরুল বিশের বাঁশি একটি-
(ক) উপন্যাস (খ) কাব্য
(গ) প্রবন্ধ (ঘ) নাটক
৮। কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ কোনটি?
(ক) যুগবানি (খ) সিন্ধু হিন্দোল
(গ) কুহেলিকা (ঘ) উপন্যাস
৯। ‘রাজবন্দির জবানবন্দী’ কোন ধরনের রচনা?
(ক) প্রবন্ধগ্রন্থ (খ) গল্পগ্রন্থ
(গ) উপন্যাস (ঘ) কাব্যগ্রন্থ
১০। কাজী নজরুল ইসলাম কত তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
(ক) ১৯৭৮ সালে ২৯শে আগস্ট
(খ) ১৯৭৫ সালে ২৯ আগস্ট
(গ) ১৯৭৬ সালে ২৯ শে আগস্ট
(ঘ) ১৯৭৭ সালে ২৯ শে আগস্ট
১১। নজরুল উদ্ধৃত রবীন্দ্রনাথের কবিতায় দেশকে কী বলে সম্বোধন করা হয়েছে?
(ক) মাতা (খ) জননী
(গ) অভাগা (ঘ) দুর্ভাগা
১২। উপেক্ষিত শক্তির উদ্বোধন-প্রবন্ধের প্রারম্ভের কবিতাংশটি কার রচনা?
(ক) জীবনানন্দ দাশের (খ) কাজী নজরুল ইসলামের
(গ) শামসুর রাহমানের (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের
১৩। আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের উপর কত আনা শক্তি নির্ভর করেছে?
(ক) ছয় আনা (খ) আট আনা
(গ) দশ আনা (ঘ) বারে আনা
১৪। আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে এখানে দশ আনা শব্দ দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
(ক) অধিকাংশ (খ) সিংহভাগ
(গ) বেশিরভাগ (ঘ) আপামর
১৫। কবি ‘তথাকথিত ছোটলোক সম্প্রদায় বাক্যাংশে তথাকথিত শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
(ক) যথোচিত (খ) তাচ্ছিল্য
(গ) অবহেলা (ঘ) মনগড়া
১৬। তথাকথিত হতভাগার লেখক কোন বিশেষণে বিশেষিত করেছেন?
(ক) ছোটলোক (খ) সত্যিকার মানুষ
(গ) দায়িত্ববান মানুষ (ঘ) অভাগা মানুষ
১৭। তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের অন্তর কিসের মতো?
(ক)স্ফটিকের (খ) কাচের
(গ) মার্বেলের (ঘ) আয়নার
১৮। ছোটলোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ-এখানে কাচের ন্যায় স্বচ্ছ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) পরিষ্কার পরিচ্ছন্ন (খ) ধার্মিক
(গ) সরল ও উদার (ঘ) পবিত্র
১৯। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক উপেক্ষা বলতে কী বুঝিয়েছেন?
(ক) অবহেলা (খ) এড়িয়ে যওয়া
(গ) অহংকার (ঘ) আঘাত
২০। তথাকথিত হতভাগাদের অবহেলা করার ফলে আমাদের কোনটি গড়ে উঠতে পারছে না?
(ক) সমাজতন্ত্র (খ) গণতন্ত্র
(গ) ধর্মনিরপেক্ষতা (ঘ) জাতীয়তাবাদ
২১। তোমরা তাদেরকে দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো। লেখক এখানে কাদের দুর্ভাগ্যের কথা বলেছেন?
(ক) নিচু শ্রেণির (খ) অবহেলিত জনগোষ্ঠির
(গ) ছোটলোক শ্রেণির (ঘ) ভদ্র শ্রেণির
২২। আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না’-এখানে কোন শক্তির কথা বলা হয়েছে?
(ক) ঐশ্বরিক শক্তি (খ) আত্মার শক্তি
(গ) জনশক্তি (ঘ) উপেক্ষিত শক্তি
২৩। কাজী নজরুল তার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উন্মেষ বলতে কী বুঝিয়েছেন?
(ক) উন্নতি (খ) প্রকাশ
(গ) একতা (ঘ) উর্ধ্বে
২৪। কাজী নজরুলের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাত্ব কোন গুণটির পরিচয় মেলে?
(ক) কূটনৈতিকতা (খ) সরলতা ও উদারতা
(গ) আধ্যাত্মিকতা (ঘ) দূরদর্শিতা
২৫। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে যার ইঙ্গিতে সকলে বুক বাড়াইয়া মরিতে পারিত তিনি কে ছিলেন?
(ক) সুভাষ বসু (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) মাস্টার দা সূর্যসেন (ঘ) মহাত্মা গান্ধি
২৬। ভদ্র সমাজের দেশ উন্নয়নের ভাবনা পরিণতি পায় কিসে?
(ক) আচরণে (খ) পরিকল্পনায়
(গ) আয়োজনে (ঘ) বুদ্ধিতে
২৭। যে একা সেই সামান্য, যার ঐক্য নেই সেই তুচ্ছ’ এ উক্তি কী ধারণ করে?
(ক) খন্ডিত ভাবকে (খ) মৌলিক চেতনাকে
(গ) নেতিবাচক দিককে (ঘ) গৌণ ভাবকে
২৮। যে বাশির সুরে জাতীয় চেতনার উদ্বোধন ঘটে তাকে কী বলে?
(ক) উদ্বোধনী বাঁশি (খ) বোধন বাঁশি
(গ) মরমি বাঁশি (ঘ) জাগরণী বাঁশি
২৯। অত্যাচারের উপেক্ষায় ছোটলোক সমম্প্রদায় ভুলে যায় তার–
i. মানবিক পরিচয় ii. অধিকার বোধ
iii.অস্তিত্বের সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩০। সত্যিকার মানুষদের অবহেলা করে আজ আমাদের অধঃপতন। এখানে অধঃপতন মানে-
i. জাতীয় ঐক্য বিনষ্ট হওয়া
ii.প্রগতির পরিবতের্ অধঃগতি iii.সামাজিক অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩১। মহাত্মা গান্ধির চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপস্থিত ছিল-
i. অহংকার ii.উদারতা
iii.সরলতা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩২। মানুষ হইয়া মানুষের পুজা যেমন পাপ তেমনি পাপ-
i. মানুষ হইয়া মানুষকে ঘৃণা
ii. নিজ স্বার্থ বড় করে দেখা
iii. পরের সম্পদ অপহরণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i খ. ii ও iii
(গ) i ও ii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
আমার দেশের প্রতিটি মানুষ, প্রতিটি ধূলিকণা, সোনার মানিক, সোনার বাড়া সোনা।
৩৩। উদ্দীপকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) মানবতা (খ) মহানুভবতা
(গ) দেশপ্রেম (ঘ) উদারতা
৩৪। ফুটে ওঠা দিকটি যে বক্তব্যে মুর্ত হয়ে উঠেছে তাহলো মহাত্মা গান্ধি ছোটলোকদের –
i. সুখ দঃখের ভাগীদার হতেন
ii.উপবাসে উপবাসী হতেন iii.আপন কনে নিতেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
হযরত উমর খলিফা। রাতে সাধারণ প্রজাদের অবস্থা স্বচক্ষে দেখার জন্যে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন নগরময়। এক রাতে এক দুঃখিনী মায়ের জন্য নিজেই বয়ে নিয়ে গেলেন ঘি আর আটা। আরেকবার জরুরী কাজে জেরুজালেম যাওয়ার পথে ভৃত্যকে বসিয়ে দিলেন উটের পিঠে।
৩৫। উদ্দীপকের হযরত উমরের সাথে কাকে তুলনা করা যায়?
(ক) ছোট লোকদের (খ) ভদ্রলোকদের
(গ) মহাত্মা গান্ধির (ঘ) লেখকের
৩৬। উল্লেখিত তুলনার ভিত্তি বলা যায়-
i. মানবপ্রেম ii.সাম্যবোধ
iii. মৈত্রীবোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii
৩৭। অন্ধকারাচ্ছন্ন শব্দটির সমার্থক কোনটি?
(ক) অমিয়া সিক্ত (খ) মসীময়
(গ) মস্যাধার (ঘ) আধারমানিক
৩৮। বোধ জাগিয়ে তোলার বাশিকে কী বলা হয়?
(ক) প্রলয় শিঙ্গা (খ) বেদন বাশি
(গ) প্রলয় বেণু (ঘ) বোধান বাশি
৩৯। উপেক্ষিত শক্তির উদ্বোধন ’ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
(ক) iিক্তের বেদন (খ) মৃত্যুক্ষুধা
(গ) নজরুলের রচনা সম্ভার (ঘ) কুহেলিকা
৪০। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের জীবনচেতনার কোন পরিচয় বিধৃত হয়েছে?
(ক) বিদ্রোহীবোধ (খ) সাম্যবোধ
(গ) জাতীয়বোধ (ঘ) তারুণ্যবোধ
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলা প্রথম পত্র (গদ্য) অধ্যায়ঃ অষ্টম
উত্তর পত্র
১-ঘ ২-গ ৩-গ ৪-গ ৫-খ ৬-খ ৭-খ ৮-ক ৯-ক ১০-গ
১১-ঘ ১২-ঘ ১৩-গ ১৪-গ ১৫-ঘ ১৬-ক ১৭-খ ১৮-গ ১৯-ক ২০-খ
২১-খ ২২-গ ২৩-খ ২৪-খ ২৫-ঘ ২৬-ক ২৭-খ ২৮-খ ২৯-ক ৩০-ঘ
৩১-ক ৩২-ক ৩৩-গ ৩৪-ক ৩৫-গ ৩৬-ক ৩৭-খ ৩৮-ঘ ৩৯-গ ৪০-খ
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
০১। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা হয়-
ক. বাঙালি পল্টন
খ. লেটো গানের দলে
গ. দরিরামপুর স্কুলে
ঘ. চুরুরিয়া গ্রামে
০২। বিদ্রোহী কবিকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় তখন?
ক. স্বাধীনতার পুর্বে
খ. দেশ বিভাগের সময়
গ. ভাষা আন্দোলনের সময়
ঘ. স্বাধীনতার পর
০৩। ‘‘ছোটলোক এর অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ”-এই ছোটলোক নামকরণে কারা জড়িত?
ক. অহংকারী সম্পদ্রায়
খ. লেখক নিজে
গ. উপেক্ষিত স¤প্রদায়
ঘ. সাধারণ মানুষ
০৪। উদার প্রাণ নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনটি বাধা হয়ে দাঁড়ায়?
ক. ভয় খ. অত্যাচার
গ. জ্ঞানহীনতা ঘ. বোকামী
০৫। সত্যিকার মানুষদেরকে উপেক্ষা করায় জাতি আজ-
ক. অতল গহŸরের খ. কন্টকযুক্ত
গ. কুসংস্কারের ঘ. অবনতির শীর্ষে
০৬। ‘‘দেশের অধিবাসী লইয়া তো দেশ”উক্তিটি?
ক. চিরন্তন সত্য খ. ভ্রান্ত বিশ্বাস
গ. স্বেচ্ছাচারিতা ঘ. বর্জনীয় মতবাদ
০৭। জাতির দুর্গতিতে আমরা ভূমিকা রাখি না কেন?
ক. প্রচন্ড ভয়ে খ. আতœগরিমায়
গ. শক্তির অভাবে ঘ. দুর্গতি বুঝি না বলে
০৮। উপেক্ষিত শক্তির উন্মেষ করতে পারলে কোনটি সফল হবে?
ক. জাতীয়বোধ সৃষ্টি
খ. সা¤প্রদায়িক স¤প্রীতি
গ. নারী জাগরণ
ঘ. জাতির উন্নয়ন
০৯। ‘‘তুমি যদি চন্ডাল বংশে জন্মগ্রহণ করিতে”-এখানে চন্ডাল বংশ বলতে কী বোঝানো হয়েছে?
ক. নিচু বর্ণ খ. যুগান্তকারী
গ. অভদ্র গোষ্ঠী ঘ. উঁচু সম্পদ্রায়
১০। ‘উপেক্ষিত শক্তির উদ্ভোধন’ কোন পটভূমিতে?
ক. স্বাধীনতার উত্তর বাংলাদেশ
খ. অবিভক্ত ভারতবর্ষ
গ. লেখকের ব্যক্তিজীবন
ঘ. ৫২’এর ভাষা আন্দোলন
১১। ‘ছোটলোক’ স¤প্রদায় কাজ করতে পারে না-
ক. সংকোচ ও জড়তায়
খ. অদক্ষ হওয়ায়
গ. আলস্য চেপে বসায়
ঘ. প্রচন্ড আঘাত পাওয়ায়
১২। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
ক. ১০ই জ্যৈষ্ট খ. ১১ই জ্যৈষ্ঠ
গ. ১২ই জ্যৈষ্ঠ ঘ. ১৩ই জ্যৈষ্ঠ
১৩। চুরুলিয়া গ্রামটি কোন জেলার অন্তগর্ত?
ক. বর্ধমান খ. শিলিগুড়ি
গ. উত্তর মেদিনীপুর ঘ. শিলাইদহা
১৪। ‘‘মসীময়” শব্দটির অর্থ কী?
ক. দীনতা খ. নিম্নবর্ণের লোক
গ. অন্ধকারাচ্ছন্ন ঘ. কালো অধ্যায়
১৫। ক্ষুধার্তদের কে উপবাস করেছেন?
ক. মহাতœা গান্ধী
খ. কাজী নজরুল ইসলাম
গ. এডলফ হিটলার
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
১৬। উপেক্ষিত শক্তির উদ্ধোধনে দেশে কী আসবে?
ক. প্রলয় খ. নির্মমতা
গ. যুগান্তর ঘ. স্বাধীনতা
১৭। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায় কোন গ্রহে?
ক. রাজবন্দীর জবানবন্দী
খ. দুর্দিনের যাত্রী
গ. উপেক্ষিত শক্তির উদ্ধোধন
ঘ. রিক্তের বেদন
১৮। জন্ম হতে ঘৃণা, উপেক্ষা পেয়ে কে নিজেকে ছোট মনে করে?
ক. স্বাধীনতাকামী খ. সত্যিকারের মানুষ
গ. বিদ্রোহী ঘ. ভদ্র স¤প্রদায়
১৯। উপেক্ষিত ভাইদের হাত ধরে কোথায় সুর দিতে হবে?
ক. বোধন-বাঁশিতে খ. রোদন বাঁশিতে
গ. জাগরণ বাঁশিতে ঘ. ক্রন্দন বাঁশিতে
২০। মহাজাগরণের দিনে ভুললে চলবে না-
i. দেশের উপেক্ষিত শক্তিকে
ii. দেশের তথাকথিত ছোটলোক স¤প্রদায়কে iii. দেশের তথাকথিত ভদ্র স¤প্রদায়কে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iii
২১। ‘‘ছোটলোক” স¤প্রদায় বলতে বুঝানো হয়েছে-
i. দেশের অবহেলিতদের
ii. দেশের উপেক্ষিতদের
iii. দেশের কর্তব্য বিমুখদের
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iii
২২। রাম ও রহিম খুব ঘনিষ্ঠ বন্ধু। তাদের এ সম্পর্কে ফুটে ওঠে-
i. অসা¤প্রদায়িকতা
ii. জাতিবিদ্বেষহীনতা
iii. ক্ষুদ্র স্বার্থহীনতা
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iii
২৩। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য আমাদের করণীয়-
i. বেশি বেশি শিল্প কারখানা স্থাপন
ii. সংগ্রামী মনীষীগণের জীবনাদর্শ অনুসরণ
iii. আধুনিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠন
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. রর গ. ii ও iii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
‘‘ধর্ম আমাদের ইসলাম। কিন্তু আমাদের প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন”।
২৪। উদ্দীপকে উপেক্ষিত শক্তির উদ্ধোধন প্রবন্ধের কোন দিকটি প্রতীয়মান?
ক. ধর্ম খ. স্পৃহা
গ. সাম্য ঘ. নেতৃত্ব
২৫। ‘উপেক্ষিত শক্তির উদ্ভোধন’ প্রবন্ধের শিক্ষা ও উদ্দীপকের মনোভাব আমাদের মধ্যে বিরাজ করলে-
i. জাতি হিসেবে আমরা উঁচুতে উঠতে পারে
ii. দেশের উন্নয়ন সাধিত হবে
iii. সমাজে অস¤প্রাদায়িকতা বিরাজ করে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।