বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০৬ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের ষষ্ঠ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের ষষ্ঠ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ ষষ্ঠ
১। বর্তমানে বাংলাদেশে ছোট বড় মিলিয়ে কতটি নদ-নদী রয়েছে?
(ক) প্রায় ৪০০ (খ) প্রায় ৭০০
(গ) প্রায় ৮০০ (ঘ) প্রায় ৯০০
২। বাংলাদেশের নদ-নদীগুলো আয়তনের দৈর্ঘ্য কত?
(ক) ২১,২৫৫ কি.মি. (খ) ২২,১৫৫ কি.মি
(গ) ২২,২৫৫ কি.মি (ঘ) ২৩,১৫৫ কি.ম
৩। গঙ্গা বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?
(ক) নবাবগঞ্চ (খ) কুড়িগ্রাম
(গ) রাজশাহী (ঘ) চট্টগ্রাম
৪। ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রে যে নতুন ¯্রােত ধারার সৃষ্টি হয় সেটি পরবর্তীতে কী নামে পরিচিতি পায়?
(ক) পদ্মা (খ) ধলেশ্বরী
(গ) গঙ্গা (ঘ) যমুনা
৫। ব্রহ্মপুত্র অববাহিকার আয়তন কত?
(ক) ২৮,৯৮০ বর্গ কি.মি (খ) ৩৪,১৮৮ বর্গ কি.মি
(গ) ৪৪,০৩০ বর্গ কি.মি
(ঘ) ৫,৮০, ১৬০ বর্গ কি.মি
৬। সুরমা ও কুশিয়ারার মিলিত স্থানে কোন নদী সৃষ্টি হয়েছে?
(ক) মেঘনা (খ) যমুনা
(গ) পদ্মা (ঘ) কর্ণফুলী
৭। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী কোনটি?
(ক) পদ্মা (খ) মেঘনা
(গ) যমুনা (ঘ) কর্ণফুলী
৮। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
(ক) ১২০ কিমি (খ) ১০৮ কিমি
(গ) ৩২০ কিমি (ঘ) ৪০৮ কিমি
৯। কর্ণফুলী নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে?
(ক) নারায়ণগঞ্জ (খ) সিলেট
(গ) কুমিল্লা (ঘ) চট্টগ্রাম
১০। তিস্তা নদী গতিপথ পরিবর্তনের পূর্বে কোন নদীর সাথে মিলিত হতো?
(ক) গঙ্গা (খ) ব্রহ্মপুত্র
(গ) মেঘনা (ঘ) কর্ণফুলী
১১। কোন নদীর মোহনা দিয়ে সারা বছর সমুদ্রগামী জাহাজ অনায়াসে মংলা সমুদ্র বন্দরে প্রবেশ করতে পারে?
(ক) তিস্তা (খ) পশুর
(গ) সাঙ্গু (ঘ) মাতামুহুরী
১২। সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?
(ক) মাইভার পর্বত (খ) লুসাই পাহাড়
(গ) আরাকান পাহাড় (ঘ) হিমালয় পর্বত
১৩। আমাদের পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম কী?
(ক) রেলপথ (খ) স্থলপথ
(গ) নদী পথ (ঘ) আকাশপথ
১৪। কোনটি মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসেবে ভ‚মিকা পালন করে?
(ক) কৃষি (খ) ব্যবসা-বাণিজ্য
(গ) নদ-নদী (ঘ) শিল্প-কারখানা
১৫। দেশে এখন পরিবেশবাদীগণ কোন জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছে?
(ক) মাছ বাচাঁও (খ) পাখি বাঁচাও
(গ) নদী বাঁচাও (ঘ) গ্যাস বাঁচাও
১৬। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎসস্থল কোথায়?
(ক) হিমালয়ে (খ) বঙ্গোপসারগে
(গ) ভারতে (ঘ) মায়ানমারে
১৭। বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য কত কিলোমিটার?
(ক) প্রায় ৩৮৬৫ কি.মি. (খ) প্রায় ৬৮৩৩ কি.মি.
(গ) প্রায় ৮৯৩৩ কি.মি. (ঘ) প্রায় ৯৮৩৩ কি.মি.
১৮। সবচেয়ে কম খরচে ও নিরাপদে পণ্য পরিবহনে যোগাযোগের কোন মাধ্যমটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
(ক) স্থল পথ (খ) আকাশ পথ
(গ) নদী পথ (ঘ) রেলপথ
১৯। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) সিলেটে (খ) বরিশালে
(গ) ঢাকাই (ঘ) চট্টগ্রামে
২০। বাংলাদেশে নদীপথের বাণিজ্যিকে কত সালে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হয়?
(ক) ১৯৫৮ (খ) ১৯৬৮
(গ) ১৯৭২ (ঘ) ১৯৭৬
২১। মেঘনা নদী থেকে পানি নিয়ে চাষাবাদ উন্নত করা সম্ভব হচ্ছে-
i. রংপুর জেলায় ii.নোয়াখালী জেলায়
iii.চট্টগ্রাম জেলায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্ত দাও।
হিমালয়ে উৎপত্তি হওয়া একটি নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত নদী ভারত ও বাংলাদেশে ভিন্ন নামে পরিচিত।
২২। উদ্দীপকে কোন নদীর কথা বলা হয়েছে?
(ক) পদ্মা (খ) যমুনা
(গ) ব্রহ্মপুত্র (ঘ) তিস্তা
২৩। উক্ত নদীর ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. এটি বাংলাদেশে কুড়িগ্রাম হয়ে প্রবেশ করেছে
ii.এটি দুটি নদীর সাথে মিলিত হয়েছে
iii.এর উল্লেখযোগ্য শাখা নদী হলো- কুমোর, ভৈরব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। প্রকৃতিকে ব্যবহার করে মানুষ নিজেদের চাহিদা পূরণের জন্য যে সব পণ্য সামগ্রী উৎপাদন করে তাকে কী বলে?
(ক) কৃত্রিম সম্পদ (খ) প্রাকৃতিক সম্পদ
(গ) শক্তি সম্পদ (ঘ) কৃষি সম্পদ
২৫। কোথায় ধান, আলু ও পাটের উৎপাদন ব্যাপক হয়?
(ক) ভারতে (খ) বাংলাদেশে
(গ) নেপালে (ঘ) মিয়ানমারে
২৬। কোনটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ?
(ক) বাংলাদেশ (খ) চীন
(গ) মিয়ানমার (ঘ) ভারত
২৭। কোনটি অত্যন্ত মূল্যবান সম্পদ?
(ক) মৎস্য (খ) বনজ
(গ) পানি (ঘ) খনিজ
২৮। বাংলাদেশে স্বাধীনতার চল্লিশ বছরে জনসংখ্যা কত গুণ বেড়েছে?
(ক) দ্বিগুণ (খ) তিনগুণ
(গ) চারগুণ (ঘ) পাঁচগুণ
২৯। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রথমে কীসের নিরাপত্তা নিশ্চিত করেতে হবে?
(ক) ভূমির (খ) বিদ্যুতের
(গ) পানির (ঘ) গ্যাসের
৩০। কোনো দেশে কত শতাংশ বনভ‚মি থাকা প্রয়োজন?
(ক) ১৫-২০ (খ) ২০-২৫
(গ) ২৫-৩০ (ঘ) ৩০-৩৫
৩১। বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৩২। কোন বনভ‚মির বনগুলো সারাবছর সবুজ থাকে?
(ক) ক্রান্তীয় চিহহরিৎ (খ) ক্রান্তীয় পাতাঝরা
(গ) পত্রপতনশীল (ঘ) ¯্রােতজ
৩৩। কোথায় প্রচুর বাঁশ ও বেত জন্মে?
(ক) চট্টগ্রামে (খ) সিলেটে
(গ) পার্বত্য চট্টগ্রামে (ঘ) দিনাজপুরে
৩৪। কোন অঞ্চলের ক্রান্তীয় পাতাঝরা অরণ্যকে বরেন্দ্র অঞ্চলের বনভ‚মি বলা হয়?
(ক) ময়মনসিংহ (খ) টাঙ্গাইল
(গ) গাজীপুর (ঘ) দিনাজপুর
৩৫। বাংলাদেশে কত বর্গ কি.মি ¯্রােতজ বনভ‚মি রয়েছে?
(ক) ৩৯১২্ বর্গ কি.মি. (খ) ৪০৯২ বর্গ কি.মি.
(গ) ৪১৯২ বর্গ কি.মি. (ঘ) ৪২৯১ বর্গ কি.মি.
৩৬। অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গৃহীত হচ্ছে। কীসের ব্যবহার এসব উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্যে করছে?
(ক) পানি সম্পদের (খ) কৃষিজ সম্পদের
(গ) প্রাকৃতিক সম্পদের (ঘ) বনজ সম্পদের
৩৭। প্রাকৃতিক সম্পদের অন্তভর্‚ক্ত হলো-
i. সৌরতাপ ii.জলবিদ্যুৎ
iii.বনভ‚মি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৮। দক্ষিণ এশিয়ার কৃষিপ্রধান দেশ হলো-
i. বাংলাদেশ ii.ভারত
iii.নেপাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
সজীব শিক্ষাসফরে ভারতের পূর্বাঞ্চলের একটি বনভ‚মিতে যেয়ে লক্ষ্য করে সেখানকার বৃক্ষগুলো বেশ উঁচু এবং ঘন। শিক্ষক তাদের বলেন যে, বাংলাদেশের একটি অঞ্চলে এরূপ বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায়।
৩৯। সজীবের দেখা বনভ‚মিতে কোন বৃক্ষ জন্মায়?
(ক) সেগুন (খ) বহেরা
(গ) শিরিষ (ঘ) ধুন্দল
৪০। বাংলাদেশের কোথায় উক্ত বনভ‚মির অনুরূপ বনভ‚মি পরিলক্ষিত হয়?
(ক) টাঙ্গাইল (খ) দিনাজপুর
(গ) পার্বত্য চট্টগ্রাম (ঘ)নোয়াখালি
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়ঃ ষষ্ঠ
উত্তর পত্র
১-খ ২-খ ৩-গ ৪-ঘ ৫-ঘ ৬-ক ৭-ঘ ৮-গ ৯-ঘ ১০-ক
১১-খ ১২-গ ১৩-গ ১৪-গ ১৫-গ ১৬-গ ১৭-ঘ ১৮-গ ১৯-ঘ ২০-গ
২১-গ ২২-ক ২৩-গ ২৪-খ ২৫-খ ২৬-ঘ ২৭-গ ২৮-ক ২৯-গ ৩০-খ
৩১-গ ৩২-ক ৩৩-খ ৩৪-ঘ ৩৫-গ ৩৬-গ ৩৭-খ ৩৮-ঘ ৩৯-ক ৪০-গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।