বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০১ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের প্রথম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের প্রথম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ প্রথম
১। ভারতবর্ষে বিট্রিশ শাসনের অবসানের দ্বারা কয়টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
২। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হলে পূর্ব বাংলা কোন রাষ্ট্রের প্রদেশে পরিণত হয়?
(ক) ভারত (খ) নেপাল
(গ) পাকিস্তান (ঘ) মিয়ানমার
৩। কত সালে উর্দুকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয়েছিল?
(ক) ১৯৩২ সালে (খ) ১৯৩৭ সালে
(গ) ১৯৪২ সালে (ঘ) ১৯৪৬ সালে
৪। ১৯৩৭ সালে কোন রাজনৈতিক দলের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাব করা হয়?
(ক) ভারতীয় জাতীয় কংগ্রেস (খ) কৃষক প্রজা পার্টি
(গ) মুসলিম লীগ (ঘ) ইউনিয়নিস্ট পার্টি
৫। ‘গণ আজাদী লীগ’ কত সালে গঠিত হয়েছিল?
(ক) ১৯৪৭ সালে (খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৪৯ সালে (ঘ) ১৯৫০ সালে
৬। ‘তমুদ্দুন মজলিশ’ সংগঠনটি প্রতিষ্ঠাতা কোথাকার শিক্ষক ছিলেন?
(ক) ঢাকা কলেজ (খ) জগন্নাথ কলেজ
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ) ইডেন কলেজ
৭। ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
(ক) পেশোয়ার (খ) লাহোর
(গ) করাচি (ঘ) রাওয়ালপিন্ডি
৮। ১৯৪৭ সালে কোন মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
(ক) সেপ্টেম্বর (খ) অক্টোবর
(গ) নভেম্বর (ঘ) ডিসেম্বর
৯। গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি অগ্রাহ্য হলে কোন মাসে ঢাকায় ধর্মঘট পালিত হয়?
(ক) ফেব্রæয়ারি (খ) মার্চ
(গ) এপ্রিল (ঘ) মে
১০। ১১ মার্চ সাধারণ ধর্মঘট চলাকালে কতজনকে গ্রেফতার করা হয়?
(ক) ৪৯ জন (খ) ৫৯ জন
(গ) ৬৯ জন (ঘ) ৭৯ জন
১১। ভাষা আন্দোলনের সময় চাকমারা কোন ভাষাকে সমর্থন করেছিল?
(ক) উর্দু (খ) বাংলা
(গ) চাকমা ভাষা (ঘ) আঞ্চলিক ভাষা
১২। ১৯৫২ সালের ফেব্রæয়ারি মাসের কত তারিখে ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত পালিত হয়?
(ক) ৪ ফেব্রæয়ারি (খ) ৬ ফেব্রæয়ারি
(গ) ১২ ফেব্রুয়ারি (ঘ) ১৫ ফেব্রæয়ারি
১৩। ‘আমি কাঁদতে আসিনি, আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কোন কবি লিখেছিলেন?
(ক) গাজীউল হক
(খ) মাহবুব উল আলম চৌধুরী
(গ) আব্দুল গাফফার চৌধুরী (ঘ) আলতাফ মাহমুদ
১৪। পূর্ব পাকিস্তানকালীন সময়ে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ছিল?
(ক) ধর্ম (খ) ভৌগোলিক নৈকট্য
(গ) ভাষা (ঘ) পেশা
১৫। জাতিসংঘের কোন অঙ্গপ্রতিষ্ঠান ২১ ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
(ক) ইউনিসেফ (খ) ফাও
(গ) ইউএনডিপি (ঘ) ইউনেস্কো
১৬। পূর্ব বাংলার যে সকল বিষয়গুলো পাকিস্তানের শাসকগোষ্ঠী করায়ত্ব করতে শুরু করে সেগুলো হলো-
i. সংস্কৃতি ii.শিক্ষা
iii.অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
পাকিস্তান প্রতিষ্ঠার পর জনাব আসগর সাহেব প্রতিষ্ঠিত ভাষাটিকে
মানতে রাজি হন নি। অথচ প্রশাসনের প্রতি পরতে পরতে এই
ভাষাটির উল্লেখযোগ্য ব্যবহার শুরু হয়।
১৭। কোন ভাষাটিতে আসগর সাহেবের আপত্তি ছিল?
(ক) বাংলা (খ) উর্দু
(গ) ইংরেজি (ঘ) মারাঠী
১৮। উদ্দীপকে যে ভাষাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে ভাষাটি ব্যবহৃত হতো-
i. মানি অর্ডার ফর্মে ii.ডাক টিকিটে
iii.মুদ্রায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর
গুলি চালায়। গুলিতে নিহত হলেন রফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং
আবুল বরকত। আহতের সংখ্যা ছিল অনেক।
১৯। অনুচ্ছেদে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
(ক) ভাষা আন্দোলন (খ) স্বাধীনতা সংগ্রাম
(গ) গণঅভ্যুত্থান (ঘ) ছয় দফা আন্দোলন
২০। উক্ত আন্দোলনের অর্জন ছিল-
i. সংস্কৃত ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান
ii.বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান
iii.একুশে ফেব্রæয়ারির স্মরণে যুক্তফ্রন্টের একুশ দফা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। কত সালে পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে?
(ক) ১৯৪৫ সালে (খ) ১৯৪৬ সালে
(গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৪৮ সালে
২২। পাকিস্তান প্রতিষ্ঠার পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে কয়টি ধারা লক্ষ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
২৩। শেখ মুজিবুর রহমানকে কত সালে কারাগারে প্রেরণ করা হয়?
(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৪৯ সালে
(গ) ১৯৫০ সালে (ঘ) ১৯৫১ সালে
২৪। কত সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে?
(ক) ১৯৫৪ সালে (খ) ১৯৫৫ সালে
(গ) ১৯৫৬ সালে (ঘ) ১৯৫৭ সালে
২৫। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
(ক) ৯টি (খ) ১০টি
(গ) ১১টি (ঘ) ১২টি
২৬। পাকিস্তানের কোন গভর্নর জেনারেল যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেছিল?
(ক) মুহম্মদ আলী জিন্নাহ (খ) গোলাম মোহাম্মদ
(গ) খাজা নাজিমুদ্দীন (ঘ) ইস্কান্দার মির্জা
২৭। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যে সকল ক্ষেত্রে কর্তৃত্ব করে তা হলো-
i. অর্থনৈতিক ক্ষেত্রে ii.প্রশাসনিক ক্ষেত্রে
iii.রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৮। আওয়ামী মুসলমান লীগ গঠনে এদেশে রাজনীতিতে যে পরিবর্তন পরিলক্ষিত হয়-
i. বৈষম্য বৃদ্ধি পায় ii.জাতীয়তাবাদের উন্মেষ ঘটে
iii.জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে নির্বাচনকে সামনে রেখে ১৯৫৪ সালে একটি জোট গঠন করে।
২৯। উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক জোটটির নাম কী ছিল?
(ক) যুুক্তফ্রন্ট (খ) চারদলীয় জোট
(গ) মহাজোট (ঘ) সাতদলীয় জোট
৩০। এ জোটের অন্যতম নির্বাচনি কর্মসূচি ছিল-
i. বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি
ii.২১শে ফেব্রæয়ারি সরকারি ছুটি ঘোষণা
iii.পাটশিল্প জাতীয়করণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। প্রাদেশিক পরিষদের কোন ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের অপ্রীতিকর ঘটনায় আহত হয়ে মারা যান?
(ক) শাহেদ আলী (খ) তমিজুদ্দীন খান
(গ) ফজলুল কাদের চৌধুরী (ঘ) আব্দুল জব্বার খান
৩২। পাকিস্তানের কোন প্রেসিডেন্ট সামরিক শাসন জারী করেছিল?
(ক) ইস্কান্দার মির্জা (খ) গোলাম মোহাম্মদ
(গ) আইয়ুব খান (ঘ) ফজল ইলাহী চৌধুরী
৩৩। আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্ররা কয় দফা দাবি ঘোষণা করে?
(ক) ১২ দফা (খ) ১৩ দফা
(গ) ১৪ দফা (ঘ) ১৫ দফা
৩৪। শেখ মুজিবুর রহমান ছয় দফা পাকিস্তানের কোন শহরে পেশ করেছিলেন?
(ক) করাচি (খ) রাওয়ালপিন্ডি
(গ) পেশোয়ার (ঘ) লাহোর
৩৫। ছয় দফা প্রস্তাবে প্রতিরক্ষার পাশাপাশি অপর কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নিকট হস্তান্তরের কথা বলা হয়েছিল?
(ক) স্বরাষ্ট্র (খ) পররাষ্ট্র
(গ) অর্থ (ঘ) যোগাযোগ
৩৬। ‘আগরতলা’ মামলা কত সালে দায়ের করা হয়?
(ক) ১৯৬৭ সালে (খ) ১৯৬৮ সালে
(গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৭০ সালে
৩৭। ‘আগরতলা’ মামলা কতজনের বিরুদ্ধে রুজু করা হয়?
(ক) ৩৫ জন (খ) ৩৬ জন
(গ) ৩৭ জন (ঘ) ৩৮ জন
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৮। কত সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন?
(ক) ১৯৬৮ সালে (খ) ১৯৬৯ সালে
(গ) ১৯৭০ সালে (ঘ) ১৯৭১ সালে
৩৯। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
(ক) ১৬৬টি (খ) ১৬৭টি
(গ) ১৬৮টি (ঘ) ১৬৯টি
৪০। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক কোনটি?
(ক) অয়ময় (খ) বহুব্রীহি
(গ) কোথাও কেউ নেই (ঘ) কবর
উত্তর পত্র
১-খ ২-গ ৩-খ ৪-গ ৫-ক ৬-গ ৭-গ ৮-ঘ ৯-ক ১০-গ
১১-খ ১২-ক ১৩-খ ১৪-গ ১৫-ঘ ১৬-ঘ ১৭-খ ১৮-ঘ ১৯-ক ২০-গ
২১-গ ২২-খ ২৩-খ ২৪-খ ২৫-ক ২৬-খ ২৭-ঘ ২৮-গ ২৯-ক ৩০-ঘ
৩১-ক ৩২-ক ৩৩-ঘ ৩৪-ঘ ৩৫-খ ৩৬-খ ৩৭-ক ৩৮-খ ৩৯-খ ৪০-ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।