নবম-দশম শ্রেনির বাংলা ১ম পত্রের বঙ্গবাণী কবিতার বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF MCQ) গুলো পেতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট । PDF সহ ডাউনলোড করুন MCQ প্রশ্নোত্তর । এছাড়াও বাংলা ১ম পত্রের সকল অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর পাবেন আমাদের এখানে । আরো পাবেন এসএসসি- SSC এর যেকোন বিভাগের বহু নির্বাচনী, অতিসংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর সমুহ।
আমাদের ওয়েব সাইট থেকে গুরুত্বপূর্ণ সকল সাজেশন সম্পর্কে জানতে পারবেন । সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বঙ্গবাণী কবিতার বহু নির্বাচনী প্রশ্নোত্তর-বাংলা ১ম পত্র (PDF MCQ)
- বাংলা ১ম:অন্ধবধূ কবিতার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF)
- অধ্যায় তৃতীয়: জীবন সঙ্গীত বহু নির্বাচনী -বাংলা ১ম পত্র (PDF)
১। বঙবানী কবিতাটি কবি আবদুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকল করা হয়েছে
(ক) নূরনামা (খ) শহরনামা
(গ) নীসহৎনামা (ঘ) কারবালা
২। কবি আবদুল হাকিমের জন্ম কোন গ্রামে?
(ক) সাগরদাড়ি (খ) সুধারামপুর
(গ) রাজবল্লভহাট (ঘ) জামশেদপুর
৩। কবি আবদুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) নুরনামা (খ) মেঘনাদবধ
(গ) বলাকা (ঘ) সাম্যবাদী
৪। ইউসুফ জোলেখা কার লেখা?
(ক) রবীন্দ্রনাথা ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম
(গ) জসীমউদ্দিন (ঘ) আবদুল হাকিম
৫। কবি আবদুল হাকিম রচিত গ্রন্থ কোনটি?
(ক) বালুচর (খ) সর্বহারা
(গ) লালমতি (ঘ) শর্মিষ্ঠা
৬। কারবালা গ্রন্থটির রচিয়তা কে?
(ক) ফররুখ আহমদ (খ) আবদুল হাকিম
(গ) জসীমউদ্দিন (ঘ) কাজী নজরুলইসলাম
৭। মধ্যযুগের অন্যতম প্রধান কবি কে?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত (খ) আহসনা হাবীব
(গ) আবদুল হাকিম (ঘ) জসীমউদ্দিন
৮। কবি আবদুল হাকিম কোন যুগের কী?
(ক)প্রাচীন যুগের (খ) মধ্যযুগের
(গ)অন্ধকার যুগের (ঘ) আধুনিক যুগের
৯। সময়ফুমুলুক গ্রন্থটির রচয়িতা কবি?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) হুমায়ুন আজদ
(গ) জীবনানন্দ দাশ (ঘ) আবদুল হাকিম
১০। বঙ্গাবণী কবিতাটি কোন শতকে রচিত?
(ক) পঞ্চদশ (খ) ষোড়শ
(গ) সপ্তদশ (ঘ) অষ্টাদশ
১১। শহরনামা গ্রন্থটি কার লেখা?
(ক)আবদুল হাকিম (খ) শামসুররহমান
(গ) জীবনান্দ দাশ (ঘ) আহসান হাবীব
১২। কবি আবদুল হাকিম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৬৮৭ (খ) ১৬৮৮
(গ)১৬৮৯ (ঘ) ১৬৯০
১৩। হাবিলাষ শব্দে অর্থ কী.?
(ক) অভিলাষ (খ) নির্মল
(গ) বিলাসিতা (ঘ) লজ্জা
১৪। ছিফত শব্দের অর্থ কী?
(ক)গীবত (খ) বদনাম
(গ) দোষ (ঘ) গুণ
১৫। কবি আদুল হাকিমের কোন ভাষার প্রতি রাগ নেই?
(ক) বাংলা (খ)আরবি
(গ) হিন্দি (ঘ) উর্দু
১৬। কবি আবদুল হাকিমের মতে কোন ভাসা সবাই বুঝতে পারে?
(ক) নিজ ভাষা (খ) বাংলাভাষা
(গ) আরবি ভাষা (ঘ) ফারসি ভাষা
১৭। কবি আবদুল হাকিম কোন ভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন?
(ক) মাতৃভাষায় (খ) আরবি ভাষায়
(গ) ফারসি ভাষায় (ঘ) উর্দু ভাষায়
১৮। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস পরের চরণ কোনটি?
(ক) তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন
(খ) আরবি ফারসি শাস্ত্রে নেই কোন রাগ
(গ) দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ
(ঘ) সে সবে কহিল মোতে মনে হাবিলাষ
১৯। হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ্য পরের চরণ কোনটি?
(ক) মারফত ভেদে যার নাহিক গমন
(খ) যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
(গ) যেই দেশে যেই বাক্য কহে নরগণ
(ঘ) তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন
২০। দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাষা পরের চরণ কোনটি?
(ক) আরবি ফারসি হিন্দে নাই দুই মত
(খ) আরবি ফারসি শান্ত্রে নাই কোন রাগ
(গ) দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
(ঘ) দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুরায়
- অধ্যায়-২ কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী – বাংলা ১ম পত্র
- জুতা আবিষ্কার কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -বাংলা ১ম পত্র
২১। বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্র্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সুন্দর (খ) ইচ্ছা
(গ) গুণ (ঘ) সৃষ্টিকর্তা
২২। কবি আবদুল হাকিম কোন কবিতায় তার গভীর উপলব্ধি বিশ্বাসের কথা নির্দ্ধিায় ব্যক্ত করেছেন?
(ক)মানুষ (খ)বঙ্গবাণী
(গ) প্রাণ (ঘ) আমার পরিচয়
২৩। বঙ্গবাণী কবিতায় নরগণ শব্দটি দিয়ে বোঝানো হয়েছে
(ক) জনসাধারণ (খ) পুরুষ জাতি
(গ) বিদেশি (ঘ) অশিক্ষিত মানুষ
২৪। নাই দুই মত কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?
(ক) কোনো মতভেদ নেই (খ) কোনো বিরাগ নেই
(গ) বিশেষ অনুরাগ নেই (ঘ) কোনো পার্থক্য নেই
২৫। স্ব জাতির কোন ধরনের দৃষ্টিভঙ্গি কবির মনে পীড়া দিয়েছে?
i. মাতৃভাষার প্রতি অবজ্ঞা
ii.মাতৃভাষাকে অপবিত্র মনে করা
iii.ধর্মভীরুতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬। বাঙালি হয়েও যারা আরবি ফারসি ভাষাকে শ্রেষ্ঠা মনে করে তারা মূলত
i.অজ্ঞ
ii.মারফতে জ্ঞানশূন্য
iii. ভীরু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৭। মধ্য যুগের কাব্যগ্রন্থ কোনটি?
(ক) সাম্যবাদী (খ) বালুচর
(গ) সর্বহারা (ঘ) নূরনামা
২৮। বাংলা ভাষার প্রতি অনুদার ব্যক্তিদের বংশপরিচয় সম্পর্কে মতামত দিয়ে কবি
i.বিস্ময় প্রকাশ করেছেন
ii .ভৎকসনাকরেছেন
iii.ধিক্কর দিযেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। যেই দেশে যেই বাক্যে কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রবু আপে নিরঞ্জন
আল্লাহর সর্বজ্ঞসত্তার কথা বলে কবি মুলত
i.বাংলা ভাষায় কাব্য রচনার পক্ষে প্রদর্শন করেছেন
ii.আল্লাহপাকের প্রতি কবি অকুণ্ঠ আনুগত্য প্রদর্শন করেছেন
iii.মানুষের মন থেকে ভাষাবিদ্ধেষ দূর করতে সচেষ্ট হয়েছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। ভাষা ও ধর্মের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক
i.ভাষাকে আশ্রয় করে ধর্ম প্রকাশিত হয়
ii.ভাষা মানুষের সৃষ্টি আর র্ধম স্রষ্টার সৃষ্টি
Iii .ধর্মের মতো ভাষা সুনিদিষ্ট থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। যে সব কহিল মোতে মনে হাবিলায়। যারা বলেছিল তাদের বৈশিষ্ট্য হলো
i.তারা বাংলা ভাষাকে ভালোবাসে না
ii.তাদের বই পড়বর অভ্যাস নেই
iii.তারা মাতৃভাষা বিদ্বেষী নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩২। বঙ্গবানী কবিতাটির বিষয়বস্তু ও কবিচেতনার স্বাতন্ত্র্য সচেতন পাঠককে বিস্মিত করে । এ বিস্ময়ের মূলে রয়েছে
i.পাঠকের আবেগজনিত মুগ্ধতা
ii.মধ্যযুগের কালগত বৈশিষ্ট্য
iii.মধ্যযুগের পটভুমিতে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রকাশ
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। এখানে ঐ সমস্ত মানুষের কথা বলা হয়েছে যাদের বৈশিষ্ট্য হচ্ছে
i.তারা সাধারণ গণমানুষ
ii.তারা পড়ালেখা জানে না
iii.তারা বাংলা ভাষা বোঝে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ নং প্রশ্নের উত্তর দাও
বাংলাদেশ আমাদের মাতৃভুমি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। বংশপরস্পরায় আমরা আমাদের মাতৃভাষাকে অন্তরে লালন করছি।
৩৪। উল্লিখিত অংশটুকু তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার সঙ্গে সম্পর্কিত?
(ক) বঙ্গবাণী (খ) কপোতাক্ষ নদ
(গ) শহীদস্মরণ (ঘ) স্বাধীনতা তুমি
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।
৩৫। উদ্দীপকটি কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) জীবন সঙ্গীত
(খ) অন্ধবধু
(গ) বঙ্গবাণী
(ঘ) বৃষ্টি
৩৬। উক্ত বাবের সাথে কবিতার কবির আকাঙ্কার প্রতিফলন ঘটেছে
i.স্বদেশের প্রতি ভালোবাসায়
ii.স্বদেশের প্রতি সম্মান প্রদর্শনে
iii.মাতৃভাষার প্রতি মুগ্ধতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়্ এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তরদাও:
মাসুম এবার এসএসসি পরীক্ষাদিবে। তার স্বপ্ন আমেররিকায় স্থায়ী হবে। এজন্য সে নিয়মিত ইংরেজি চর্চা ও সেদেশের কৃষ্টি কালচার অনুসরণ করে।
৩৭। উদ্দীপকের মাসুমের মতো মানুষদের সম্বন্ধে বঙ্গবাণী কবিতার কবির অভিমত কী?
(ক) তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না
(খ) তারা মানুষ নামের পরিচয় দানের অযোগ্য
(গ) তারা অকৃতজ্ঞতারই পরিচয় দেয়
(ঘ) তারা নীচ ও হীন জীবনযাপন করে
৩৮। উদ্দীকের মাসুমের মানসকিতার সাথে বঙ্গবাণী কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে
(ক) নিজ পরিশ্রম তোষি আমি সর্বজনা
(খ) সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী
(গ) নিজ দেশী তেয়াগী কেন বিদেশ না যায়
(ঘ) মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
৩৯। বঙ্গবাণী কবিতায় আল্লাহপাকের যে বৈশিস্ট্য প্রাধান্য পেযেছে সেটি হচ্ছে
i. আল্লাহপাক সবদর্শী
ii.আল্লাহপাক নিমল ওরুপহীন
iii.আল্লাহপাক সব ভাষা বোঝেন
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৪০। বঙ্গবাণী কবিতায় কবি বাংলা ভাষাকে যে যে নামে চিহ্নিত করেছেন
i.দেশি ভাষা
ii.বঙ্গবাণী
iii.উপদেশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর মালা:
১ | ক | ২ | গ | ৩ | ক | ৪ | ঘ | ৫ | গ |
৬ | খ | ৭ | গ | ৮ | খ | ৯ | ঘ | ১০ | গ |
১১ | ক | ১২ | ঘ | ১৩ | ক | ১৪ | ঘ | ১৫ | ক |
১৬ | খ | ১৭ | ক | ১৮ | ক | ১৯ | ঘ | ২০ | খ |
২১ | ক | ২২ | ঘ | ২৩ | খ | ২৪ | ক | ২৫ | গ |
২৬ | ঘ | ২৭ | ক | ২৮ | খ | ২৯ | ক | ৩০ | ক |
৩১ | ক | ৩২ | খ | ৩৩ | খ | ৩৪ | খ | ৩৫ | গ |
৩৬ | ক | ৩৭ | ঘ | ৩৮ | গ | ৩৯ | গ | ৪০ | গ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।