ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | অধ্যায় ৩ | বহুনির্বাচনি সাজেশন | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৩য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ৩য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৩ : অর্থের সময়মূল্য
৬৯. অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কীসের ওপর ভিত্তি করে গৃহীত হয়? (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. অর্থের সময়মূল্যের ওপর
খ. সাংগাঠনিক কাঠামোর
গ. পরিকল্পনার ওপর
ঘ. প্রাতিষ্ঠানিক দক্ষতার ওপর
উত্তর: ক
৭০. একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে নির্দিষ্ট বছর পর যে টাকা পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান) [সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ]
ক. অর্থের বর্তমান মূল্য
খ. অর্থের ভবিষ্যৎ মূল্য
গ. বার্ষিক বৃত্তি
ঘ. চক্রবৃদ্ধি সুদ
উত্তর: খ
৭১. সময় রেখা দ্বারা কী নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[সরকারি জিলুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. অর্থের সময়মূল্য
খ. সম্পদ
গ. আয়
ঘ. ব্যয়
উত্তর: ক
৭২. ঋণ নেয়ার পূর্বে কোনটি করা আবশ্যক?
(অনুধাবন) [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক. ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই
খ. সুদের পরিমাণ নির্ধারণ
গ. ঋণের পরিমাণ নির্ণয়
ঘ. অর্থের মূল্য নির্ধারণ
উত্তর: ক
৭৩. শিহাব একটি প্রকল্প নির্বাচন করতে চান। এজন্য তাকে কী জানতে হবে? (প্রয়োগ) [বি এ এফ শাহীন কলেজ, যশোর]
ক. সংসদীয় আইনখ. অর্থ আইন
গ. অর্থের সময়মূল্যঘ. বিনিময় হার
উত্তর: গ
৭৪. ডিসকাউন্টিং প্রক্রিয়ার অর্থ কী? (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. কম অর্থ গ্রহণ
খ. গুরুত্ব হ্রাস করা
গ. ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা
ঘ. বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা
উত্তর: গ
৭৫. চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কোন মূল্য কমবে?
(জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক. বর্তমান মূল্য
খ. ভবিষ্যৎ মূল্য
গ. মুনাফা বৃদ্ধি
ঘ. বার্ষিকী বৃদ্ধি
উত্তর: ক
৭৬. বর্তমানে তুমি কত টাকা বিনিয়োগ করবে যদি ৬ বছর পর ১০% সুদে ১০,০০০ টাকা গ্রহণ করতে চাও? (প্রয়োগ) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক. ৭,৬৪৮ টাকাখ. ১৭,৭১৬ টাকা
গ. ৫,৬৪৪ টাকা ঘ. ৮,৭৫৮ টাকা
উত্তর: গ
৭৭. জনাব হাসান আজ থেকে ৩ বছর পর ১৩,৩১০ টাকা পেতে চায়। সুদের হার ১০% হলে বর্তমানে কতটাকা জমা করতে হবে? (প্রয়োগ)
[আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
ক. ৯,০০০খ. ৯৫০০
গ. ১০০০০ঘ. ১০৫০০
উত্তর: গ
৭৮. বাট্টার হার বাড়লে বর্তমান মূল্য কেমন হবে?
(অনুধাবন) [ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, কুমিলা]
ক. কমবে
খ. বাড়বে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. দ্বিগুণ হবে
উত্তর: ক
৭৯. রাফি ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা পায় তাহলে তার জমাকৃত অর্থের বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
[বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক. ১,১৯,৯৮৮
খ. ১০,৯২৯
গ. ১১,২০৭
ঘ. ১০,৫৬২
উত্তর: ক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৮০. জনাব আমিন ৪ বছর পর অফিস থেকে ২,০০,০০০ টাকা পাবেন। ১০% অর্ধবার্ষিক বাট্টার হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? (প্রয়োগ)
[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক. ১,২৫,২৮২ টাকাখ. ১,৩৫,৩৬৮ টাকা
গ. ১,৪৬,২৩২ টাকাঘ. ১,৫৯,২৩৪ টাকা
উত্তর: খ
৮১. একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা যায় কিসের মাধ্যমে?
(জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. বাট্টাকরণের মাধ্যমে
খ. কমিশনের মাধ্যমে
গ. অনুদানের মাধ্যমে
ঘ. ছাড়ের মাধ্যমে
উত্তর: ক
৮২. সুদের হার ১০% হলে আজকের ১০০ টাকা ২ বছর পরের কত টাকার সমান মূল্য বহন করে?
(প্রয়োগ) [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. ১০০ টাকা
খ. ১১০ টাকা
গ. ১২০ টাকা
ঘ. ১২১ টাকা
উত্তর: ঘ
৮৩. জনাব জনি ১০% অর্ধবার্ষিক সুদে ব্যাংকে ১০,০০০ টাকা ৫ বছরের জন্য জমা রাখেন। ৫ বছর পর তিনি কত টাকা গ্রহণ করবেন? (প্রয়োগ)
[প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. ১৫,০০০ টাকাখ. ১৬,২২৮ টাকা
গ. ২৬,৫৩২ টাকাঘ. ২৬,৯১৫ টাকা
উত্তর: খ
৮৪. জামাল আগামী ৫ বছর যাবৎ প্রতিবছর ৫,০০০ টাকা করে জমা রাখবে। সুদের হার ১০% হলে মেয়াদ পূর্তিতে জামাল কত পাবে? (প্রয়োগ)
[নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক. ৩০,৫২৫.৫০ টাকা
খ. ৩৩,৫৭৮.০৫ টাকা
গ. ২৭,৫০০ টাকা
ঘ. ৪০,২৬২.৭৫ টাকা
উত্তর: ক
৮৫. ব্যাংক জমার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে কী হ্রাস পাবে? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. ভবিষ্যৎ মূল্য
খ. বর্তমান মূল্য
গ. পূর্ব মূল্য
ঘ. মূল্য অপরিবর্তিত থাকে
উত্তর: খ
৮৬. জনাব অনিক তার ব্যবসায়ের জন্য ব্যাংক হতে ৫০,০০০ টাকা ১৪% সুদে ৫ বছরের জন্য ঋণ গ্রহণ করেছে। মাসিক কিস্তি নির্ণয়ের জন্য নিæের কোন পদ্ধতি ব্যবহার করতে হবে?
(প্রয়োগ) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক. বর্তমান মূল্য
খ. ভবিষ্যৎ মূল্য
গ. অ্যানুইটির বর্তমান মূল্য
ঘ. অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য
উত্তর: গ
৮৭. আফজাল প্রতি মাসের শেষে ১০০ টাকা করে জনতা ব্যাংকে আগামী ১০ বছরের জন্য জমা করছে। সুদের হার ১০% হলে, ১০ বছর পরে আফজাল সর্বমোট কত টাকা পাবে তা নিচের কোনটি ব্যবহার করে নির্ণয় করা যায়? (প্রয়োগ)
[ঝালকাঠী সরকারি কলেজ]
ক. বর্তমান মূল্য
খ. ভবিষ্যৎ মূল্য
গ. অ্যানুইটির বর্তমান মূল্য
ঘ. অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য
উত্তর: ঘ
৮৮. প্রতিবছর শেষে ১,০০০ টাকা ৭% সুদে জমা রাখলে ৫ বছর পর ১,০০০ টাকার ভবিষ্যৎ মূল্য কত? (প্রয়োগ) [ঝালকাঠী সরকারি কলেজ]
ক. ৫,০০০ টাকাখ. ৫,৪০০ টাকা
গ. ৫,৭৫১ টাকাঘ. ৫,৯৫০ টাকা
উত্তর: গ
৮৯. ঋণ পরিশোধ তালিকার ধাপ কয়টি? (জ্ঞান)
[মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: ক
৯০. সোনালী ব্যাংকে টাকা রাখলে তা ৮ বছরে দ্বিগুণ হয়। সোনালী ব্যাংকের সুদের হার কত? (প্রয়োগ) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
ক. ৯% খ. ১০%
গ. ১২% ঘ. কোনটিই নয়
উত্তর: ক
৯১. জনাব শিমিওন আইডিয়াল বঞ্ঝাংক ^ৈএক ২ বছএরর জনঞ্ঝ ১,০০,০০০ টাকা ঋণ গণ্ঠহণ কএরএছ। ২ বছর পর জনাব শিমিওন মৈাট ১,২১,০০০ টাকা পরিএশাধ কএরএছ। বাষিট্টক সুএদর হার কত?
(প্রয়োগ) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক. ১০%খ. ১১%
গ. ১২%ঘ. ১২.৫%
উত্তর: ক
৯২. যদি ১২% সুদের হারে ঋণ গ্রহণ করা হয় এবং মাসিক বৃত্তিতে সুদ গণনা করা হয়, তবে প্রকৃত সুদের হার কত? (প্রয়োগ) [কুমিলা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
ক. ১০%
খ. ৮%
গ. ১২.৬৮%
ঘ. ১১.৮০%
উত্তর: গ
৯৩. অর্থের সময়মূল্যের সাথে সম্পৃক্ত বিষয় হলো
(অনুধাবন) [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
i.বর্তমান মূল্য
ii.ভবিষ্যৎ মূল্য
iii.চক্রবৃদ্ধি প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iiiউত্তর: ঘ
৯৪. যে ক্ষেত্রে বর্তমান মূল্য ব্যবহৃত হয় (অনুধাবন)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i.অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয়ে
ii.নিট বর্তমান মূল্য নির্ণয়ে
iii.মোট বর্তমান মূল্য নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৯৫. প্রান্তিক মূল্য হলো (অনুধাবন) [কুমিলা শিক্ষাবোর্ড মডেল কলেজ]
i.বর্তমান মূল্য
ii.ভবিষ্যৎ মূল্য
iii.চক্রবৃদ্ধি মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ
৯৬. ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বছরে যদি ১২ বার চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে (অনুধাবন)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i.সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হবে
ii.মেয়াদকে ১২ দিয়ে ভাগ করতে হবে
iii.মেয়াদকে ৬ দিয়ে ভাগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. iখ. ii
গ. i ও iiঘ. i, ii ও iii
উত্তর: ক
৯৭. বার্ষিক বৃত্তি হলো (অনুধাবন)
[মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
i.বর্তমান মূল্য
ii.স্থিতিশীল মূল্য
iii.ভবিষ্যৎ মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
৯৮. অ্যানুইটি কিস্তির অর্থ পরিশোধের প্রতি মেয়াদের শুরুতে নগদ প্রবাহ নিশ্চিত করে (অনুধাবন) [প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ]
i.সাধারণ অ্যানুইটি
ii.অ্যানুইটি ডিউ
iii.অগ্রিম অ্যানুইটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ
৯৯. ঋণ পরিশোধ সূচিতে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে (অনুধাবন) [আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
i.সুদের পরিমাণ হ্রাস পায়
ii.আসল পরিশোধ বৃদ্ধি পায়
iii.আসল পরিশোধ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
১০০. ৫% সরল সুদে ২০,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করা হল (অনুধাবন)
[নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
i.পণ্ঠ^ম বছএরর শৈএষ সুদ পাওয়া যাএব ১,০০০ টাকা
ii.৫ বছরে মোট সুদ পাওয়া যাবে ৫,০০০ টাকা
iii.বিনিয়োগের প্রান্তীয় মূল্য হবে ২৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
১০১. সরল সুদ নির্ণয় করতে জানতে হয় (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
i.আসলের পরিমাণii.সুদের হার
iii.সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আজাদ মেঘনা ব্যাংকের একটি হিসাবে ১,০০,০০০ টাকা জমা রাখেন। মেঘনা ব্যাংকের এ স্কিমে ৫ বছরে টাকা দ্বিগুণ হয়। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; কক্সবাজার সরকারি কলেজ]
১০২. মি. আজাদ কর্তৃক ব্যাংকে জমাকৃত টাকাকে কোন ধরনের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত করা যায়? (প্রয়োগ)
ক. সাধারণ বার্ষিক বৃত্তি
খ. অগ্রিম বার্ষিক বৃত্তি
গ. এককালীন নগদ প্রবাহ
ঘ. মিশ্র নগদ প্রবাহ
উত্তর: গ
১০৩. জনাব আজাদের এ প্রকল্পে সুদের হার কত? (প্রয়োগ)
ক. ১৪.৮৭%খ. ১৫.৩৫%
গ. ১৫.৮৭%ঘ. ১৪.৪%
উত্তর: ঘ
উষ্টীপকটি পএড়া বৈং ১০৪ ও ১০৫ নং পণ্ঠএশ²র উল্ফর দাও।
তালুকদার সাহেব একজন গ্রামীণ মহাজন। কৃষক মকবুল তার কাছ থেকে সাপ্তাহিক ১.৫% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করে। সংসারের টানাপোড়নের জন্য ১১ বছর লেগে যায় তার টাকা পরিশোধ করতে।
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
১০৪. মকবুল প্রকৃত পক্ষে মহাজনকে শতকরা কত হারে সুদ প্রদান করবে? (প্রয়োগ)
ক. ১০০%খ. ১১৬.৮৯%
গ. ১৫২%ঘ. ১৫৭.১৫%
উত্তর: খ
১০৫. এক্ষেত্রে মকবুল অর্থের সময়মূল্যের কোন সূত্র প্রয়োগের মাধ্যমে মহাজনকে বার্ষিক সুদ প্রদান করে? (প্রয়োগ)
ক. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র
খ. বার্ষিক বৃত্তি নির্ণয়ের সূত্র
গ. বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র
ঘ. প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রউত্তর: ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।