ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৪৪-৪৫ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৪. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৯ ২
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্র পূর্ণমানÑ ৭০
১. মুন কোম্পানি লি. তাদের ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে চাচ্ছে। এজন্য কোম্পানি বিভিন্ন শর্তাবলি ও মূলধনের ব্যয় বিবেচনা করে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৭০ লক্ষ টাকা এবং কোম্পানির অবন্টিত মুনাফা থেকে ৪০ লক্ষ টাকা সংগ্রহ করার চিন্তা ভাবনা করছে।
ক. ঈঅচগ-এর পূর্ণরূপ কী? ১
খ. আন্তর্জাতিক অর্থসংস্থান বলতে কী বোঝ? ২
গ. মুন কোম্পানি লি.-এর অর্থায়নের ধরনটি ব্যাখ্যা করো। ৩
ঘ. মুন কোম্পানি লি. উক্ত ধরন থেকে অর্থ সংগ্রহ করার মাধ্যমে কী কী সুবিধা পাবে? বিশ্লেষণ করো। ৪
২. জনাব রায়হান চাকরির পাশাপাশি শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা করেন। তিনি কম দামে শেয়ার ক্রয় করে বেশি দামে বিক্রি করে লাভ করেন। তিনি শেয়ারবাজার পর্যবেক্ষণ করে দেখেছেন যে প্রায়ই কিছু কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় আবার হ্রাস পায়। তিনি আশা করেন যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি দেবেন এবং সুষ্ঠুভাবে শেয়ারবাজার নিয়ন্ত্রণ করবেন।
ক. কল মানি রেট কী? ১
খ. মুদ্রা বাজার বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে জনাব রায়হান কোন ধরনের শেয়ারবাজারে কেনাবেচা করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে অনুসারে কোন কর্তৃপক্ষ শেয়ারবাজার নিয়ন্ত্রণে ভ‚মিকা রাখতে পারে? যুক্তিসহ মতামত দাও। ৪
৩. জনাব তানভির চট্টগ্রামের খুলসীতে একটি বাড়ি নির্মাণ করতে চান। বর্তমানে বাড়িটি তৈরি করেত ৫০,০০,০০০ টাকা প্রয়োজন। তার হাতে বর্তমানে ৪০,০০,০০০ টাকা আছে তিনি উক্ত টাকা অই ব্যাংকে ১০% সুদে জমা রাখলেন। তার উদ্দেশ্য ৭ বছর পর বাড়িটি নির্মাণ করবেন। বাড়ির নির্মাণ ব্যয় বাৎসরিক ৫% বৃদ্ধি পায়।
ক. বাট্টাকরণ কী? ১
খ. ‘সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে’ ব্যাখ্যা করো। ২
গ. ৭ বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে? ৩
ঘ. জনাব তানভিরের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৪. মি. অলি উচ্চ মাধ্যমিক শ্রেণির ‘হিসাববিজ্ঞান’ বইটি লিখেছেন এবং নাজ পাবলিকেশন্সকে প্রকাশনার দায়িত্ব দিয়েছেন। প্রকাশক তাকে দুটি প্রস্তাব দিল। প্রথম প্রস্তাব: ১ম, ২য়, ৩য় ও চতুর্থ বছর শেষে যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা প্রদান করবেন। দ্বিতীয় প্রস্তাব প্রতি বছরে ৫৫,০০০ টাকা করে আগামী ২০ বছর প্রদান করবেন। সুযোগ ব্যয় ১১%।
ক. অসমান নগদ প্রবাহ কী? ১
খ. অর্থের সময়মূল্য কেন পছন্দনীয়? ব্যাখ্যা করো। ২
গ. মি. অলির দ্বিতীয প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ৩
ঘ. মি. অলির কোন প্রস্তাবটি গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো। ৪
৫. মারাজ ফুড এন্ড বেভারিজ কোম্পানির ২০১৫ সালের আর্থিক বিবরণী হচ্ছে নিæরূপ:
বিবরণ ২০১৫ ২০১৪
চলতি সম্পদ (নগদ ব্যতিত) ১,২০,০০০ ১,১১,০০০
চলতি দায় ১,১৭,১০০ ১,২০,০০০
স্থায়ী সম্পদ ২,০০,০০০ ১,৬৩,৫০০
দীর্ঘমেয়াদি দায় ১,০০,০০০ ১,৭০,০০০
সাধারণ শেয়ার ৩,৭৫,০০০ ৩,০০,০০০
অন্যান্য তথ্য: ১. অবচয় ১৬,০০০ টাকা এবং নিঃশেষ খরচ ৯,০০০ টাকা। ২. নিট মুনাফা ৫৪,০০০ টাকা। নিট বিক্রয় ১,৬০,০০০ টাকা। ৩. যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এবং ১১,০০০ টাকার যন্ত্রপাতি (বই মূল্য ৬,০০০ টাকা) যা নগদে ৪,৯০০ টাকা বিক্রয় করা হয়েছে। ৪. ঋণপত্রকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে ৭০,০০০ টাকা। ৫. দালানকোঠা সম্প্রসারণ খরচ ৭,৫০০ টাকা পরিশোধ। ৬. প্রারম্ভিক হাতে নগদ ১৪,০০০ টাকা এবং সমাপনী হাতে নগদ ৩৪,৭০০ টাকা। ৭. বোনাস শেয়ার ইস্যু ৫,০০০ টাকা।
ক. ফ্রি নগদ প্রবাহ কী? ১
খ. আর্থিক বিশ্লেষণ কেন করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ এর পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
৬. নিæে সাথী লি.-এর বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো”
ক. মিতব্যয়ী ক্রয়াদেশ পরিমাণ কাকে বলে? ১
খ. ব্যবসায় ঋণকে স্বতঃস্ফ‚র্ত অর্থায়ন বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় এবং এককপ্রতি বিক্রয়মূল্য কত তা নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপক অনুসারে সাথী লি.-এর মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
৭. দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (ঈউঅ) পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই উদ্দেশ্যে কর্তৃপক্ষ অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর থেকে আর্থিক সহায়তা পাওয়ার পরও অবশিষ্ট অর্থ যোগাড় করার জন্য জনসাধারণের মধ্যে ৫,০০০ টাকা লিখিত মূল্যের চিরস্থায়ী বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয়। যার সুদের হার ১০%। মিস মার্জিয়া একজন বিনিয়োগকারী হিসাবে উক্ত বন্ডে বিনিয়োগ করতে ইচ্ছুক।
ক. শূন্য কুপন বন্ড কী? ১
খ. সাধারণ শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য দেখাও। ২
গ. পাঁচশত কোটি টাকা সংগ্রহের জন্য ঈউঅ কে কতগুলো বন্ড বিক্রয় করতে হবে এবং বার্ষিক সুদ বাবদ কত টাকা প্রদান করতে হবে। ৩
ঘ. সুযোগ ব্যয়ের হার ১৫% হলে ঈউঅ কর্তৃক প্রস্তাবিত বন্ডের বর্তমান মূল্য কত? মিস মার্জিয়ার বন্ডটি ক্রয় করা উচিত হবে কী? ৪
৮. জনাব তুহিন ৫ লক্ষ টাকার পণ্য ২.৫/১৫ এন ৬০ শতের্ ক্রয় করেছে। বাট্টার সুযোগ গ্রহণের জন্য জনাব তুহিন ব্যাংক থেকে ১৫% সুদ এবং ২০% ক্ষতিপূরণ উদ্বৃত্তের শর্তে ৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ অথবা ৫ লক্ষ টাকা বাণিজ্যিক কাগজ ৫% বাট্টায় ইস্যু করতে চায় যার মেয়াদ হবে ৬০ দিন। বাণিজ্যিক কাগজ ইস্যুতে ১% উত্তরণ ব্যয় হবে।
ক. সংরক্ষিত তহবিলের ব্যয় কী? ১
খ. বাজার ঝুঁকি কী পরিহারযোগ্য? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে জনাব তুহিনের কী করা উচিত? যুক্তিসহ মতামত দাও। ৪
৯. মাতামুহুরী কোম্পানির মূলধন কাঠামো প্রতিটি ১০ টাকা মূল্যের ৪ লক্ষ সাধারণ শেয়ার এবং প্রতিটি ১০০ টাকা মূল্যের ২০,০০০টি অগ্রাধিকার শেয়ার নিয়ে গঠিত। বর্তমানে সাধারণ শেয়ারের বাজারমূল্য ১৫ টাকা এবং শেয়ার প্রতি লভ্যাংশ ১ টাকা যা ৪% হারে বৃদ্ধি পাবে। অগ্রাধিকার শেয়ারপ্রতি ১২% হারে লভ্যাংশ প্রদান করা হয়। কোম্পানি ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে ১০% বন্ড ইস্যু করে ২০,০০,০০০ টাকা অর্থায়ন করতে চায়। করের হার ৪০%। উত্তরণ ব্যয় ২%।
ক. পোর্টফোলিও ঝুঁকি কী? ১
খ. আদর্শ চুক্তি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মাতামুহুরী কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে কোম্পানি ব্যবসায়ের সম্প্রসারণে যে অর্থায়ন করতে চায় তা কোম্পানির সামগ্রীক ‘মূলধন ব্যয়ে কী প্রভাব বিস্তার করবে? ৪
১০. দুটি বর্জনশীল প্রকল্পের নগদ প্রবাহ নিæরূপ:
প্রকল্প সময় ০ ১ ২ ৩ ৪ ৫
প্রকল্প-ক -১৩,৫৫৫ ৪,৪৪৪ ৩,৩৩৩ ৯,৯৯৯ ৫,৫৫৫ ৯,৭৮৯
প্রকল্প-খ -১৫,৭৭৭ ৭,৭৭৭ ৬,৬৬৬ ৫,৫৫৫ ৮,১৯০ ৬,১৫৬
মিস নাইমা একজন বিনিয়োগকারী। তিনি বিনিয়োগ সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
ক. পরস্পর বর্জনশীল প্রকল্প কী? ১
খ. মূলধন বাজেটিং এর সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা করো। ২
গ. প্রকল্প-ক-এর নিট বর্তমান মূল্য ৯,২৭১ টাকা হলে মিস নাইমাকে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করতে পরামর্শ দিবে। ৩
ঘ. প্রকল্প খ এর ব্যাক সময় ২.২৪ বছর এবং আন্তঃআয়ের হার ৩৪.৬০% হলে মিস নাইমার জন্য কোন প্রকল্পে নিয়োগ করা যুক্তিসঙ্গত বলে তুমি মনে কর এবং কেন? ৪
১১. নিæে তিনটি সিকিউরিটির তথ্য দেওয়া হল:
সিকিউরিটি আয়ের হার (%)
ঢ -৩% ১২% ১৮%
ণ -৪% ১৫% ১৬%
ত -২% ১০% ১৯%
সম্ভাবনা : .২০ .৪৫ .৩৫
ক. নিরাপত্তা প্রান্ত কী? ১
খ. ঝুঁকি প্রিমিয়াম বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের সিকিউরিটি ‘ণ’ এর বিভেদাংক নির্ণয় করো। ৩
ঘ. যদি তুমি তিনটি সিকিউরিটিতে সমান বিনিয়োগ করো, তাহলে তোমার পোর্টফোলিও আয় কত হবে? ৪
৪৫. যশোর সরকারি মহিলা কলেজ বিষয় কোড: ২ ৯ ২
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্র পূর্ণমানÑ ৭০
১. জনাব শামীম এবং জনাব আকাশ দুইজন পাইকারি ব্যবসায়ী। জনাব শামীম চালের ব্যবসায় করেন। অন্যদিকে জনাব আকাশ পাটের ব্যবসায়ের পাশাপাশি বিভিন্ন মৌসুমী ফলের ব্যবসায় করেন। কেননা আকাশ মনে করেন পাটের ব্যবসায় যদি কোন ক্ষতি হয় তাহলে ফলের ব্যবসায় থেকে মুনাফা অর্জন করা যাবে। জনাব শামীম অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে অধিক বিনিয়োগ করেন।
ক. তারল্য ও মুনাফা নীতি কী? ১
খ. পোর্টফোলিও বলতে কী বোঝ? ২
গ. আকাশ অর্থায়নেরর কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব শামীমের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো। ৪
২. জনাব মকবুল মিয়া একজন শিক্ষক। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ১৫,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি একটি ব্যাংকে ১০ বছরের জন্য রাখার সিদ্ধান্ত নিলেন। তার নিকট দুটি বিকল্প প্রস্তাব রয়েছে। অ ব্যাংক তাকে ১০% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। অন্য দিকে ই ব্যাংক তাকে ৮% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
ক. চক্রবৃদ্ধিকরণ কী? ১
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝ? ২
গ. মেয়াদ শেষে মকবুল মিয়া অ ব্যাংক থেকে কত টাকা পাবেন তা নির্ণয় করো। ৩
ঘ. মকবুল মিয়ার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে? বিশ্লেষণ করো। ৪
৩. জনাব বাহার একজন মূলধন বাজারে বিনিয়োগকারী। বর্তমানে তিনি বিনিয়োগের জন্য নিæোক্ত দুটি সিকিউরিটির তথ্য বিবেচনা করছেন।
সম্ভাবনা সিকিউরিটি-অ সিকিউরিটি-ই
.৪০ ৩০% ২৫%
০.২০ ২০% ৩৫%
০.৪০ ১৮% ৩২%
ক. ঝুঁকি কী? ১
খ. প্রত্যাশিত আয় বলতে কী বোঝ? ২
গ. সিকিউরিটি অ-এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. জনাব বাহারের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত তা বিভেদাঙ্কের মাধ্যমে বিশ্লেষণ করো। ৪
৪. আহাদ এন্ড কোং নতুন করে ১০,০০,০০০ টাকা বিনিয়োগ করতে চায়। আহাদ এন্ড কোং-এর হাতে ২টি বিকল্প প্রকল্প রয়েছে এবং প্রতিটির ব্যয় হবে ১০,০০,০০০ টাকা। প্রকল্প ২টির নগদ আন্তঃপ্রবাহ নিচে দেওয়া হলো।
বছর প্রকল্প-ক প্রকল্প-খ
১ ১৭,০০০ ২০,০০০
২ ১৫,০০০ ২০,০০০
৩ ২৫,০০০ ২০,০০০
৪ ২০,০০০ ২০,০০০
৫ ২১,০০০ ২০,০০০
ক. মূলধন বাজেটিং কী? ১
খ. অজজ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের আলোকে ক প্রকল্পের পরিশোধকাল (চইচ) নির্ণয় করো। ৩
ঘ. উপরোক্ত প্রকল্প দুটির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা উচিত মূল্যায়ন করো। ৪
৫. রাকিব ফুড কোম্পানির লিমিটেডের কিছু তথ্য নিচে দেয়া হলো:
মোট বার্ষিক বিক্রয় ৬,০০০ টাকা
গোডাউন ভাড়া (বাৎসরিক) ১২,০০০ টাকা
কারখানা বিল্ডিং ভাড়া (বাৎসরিক) ২,০০০ টাকা
অফিস ভাড়া (মাসিক) ৫০০ টাকা
প্রতি এককের বিক্রয় মূল্য ১০ টাকা
প্রতি এককের পরিবর্তনশীর ব্যয় ৬ টাকা
ক. দত্তাংশ কী? ১
খ. নিরাপত্তা প্রান্ত বলতে কী বোঝ? ২
গ. প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো। ৩
ঘ. সমচ্ছেদ বিন্দুটি চিত্রে প্রদর্শন করো এবং বিশ্লেষণ করো। ৪
৬. জনাব কাদের একজন বিনিয়োগকারী। তিনি বন্ডে বিনিয়োগ করার উদ্দেশ্যে নিæোক্ত দুটি প্রতিষ্ঠানের বন্ড সম্পর্কে নিæোক্ত তথ্য সংগ্রহ করেছেন।
বিবরণ কেয়া কোম্পানি কোহিনুর কোম্পানি
অভিহিত মূল্য ২,০০০ টাকা ২,০০০ টাকা
কুপন হার ১২% ১২%
মেয়াদ ২০ বছর ২০ বছর
বাজার মূল্য ১,৬০০ টাকা ১,৯০০ টাকা
প্রয়োজনীয় আয়ের হার ১৫% ১৫%
মেয়াদপূর্তি মূল্য ৫% অধিহারে ৫% অধিহারে
ক. জিরো কুপন বন্ড কী? ১
খ. বন্ড ইনডেনচার বলতে কী বোঝ? ২
গ. কেয়া কোম্পানির বন্ডের বর্তমান মূল নির্ণয় করো। ৩
ঘ. জনাব কাদের কোন কোম্পানির বন্ড ক্রয় করলে লাভবান হবেন বলে তুমি মনে কর এবং কেন। ৪
৭. জনাব কাওছারের ব্যবসায়ের জন্য কিছু স্বল্পমেয়াদি মূলধনের প্রয়োজন। এ উদ্দেশ্যে তিনি ২/১০, এন ৩০ শর্তে ব্যবসায়িক ঋণ সংগ্রহ করতে পারেন অথবা ১২০ দিন মেয়াদি ১,০০০ টাকা লিখিত মূল্যের বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারেন। যার বিক্রয়মূল্য ৯৫০ টাকা, উত্তরণ ব্যয় ৪%।
ক. ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে? ১
খ. বাণিজ্যিক পত্র বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. জনাব কাওছারের ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত কোন উৎস থেকে কাওছারের মূলধন সংগ্রহ করা উচিত এবং কেন? ৪
৮. চাঁদ ট্রেডার্সের বার্ষিক মজুদ পণ্যের প্রয়োজন ২,০০০ একক। একক প্রতি ক্রয়মূল্য ১০ টাকা, ফরমায়েশ খরচ ৫০ টাকা, একক প্রতি বহন ব্যয় ক্রয়মূল্যের ১০%, ফরমায়েশের পরিমাণ ২,০০০, ১,০০০, ৫০০ ও ২৫০ একক।
ক. মধ্যমেয়াদি অর্থায়ন কী? ১
খ. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলতে কী বোঝ? ২
গ. সূত্র পদ্ধতিতে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. ভুল করে শেখার পদ্ধতিতে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো। ৪
৯. গঘ কোম্পানির মূলধন কাঠামো নিæরূপ:
মূলধনের উৎস টাকার পরিমাণ ব্যয়হার
সাধারণ শেয়ার ১০,০০,০০০ ১৮%
অগ্রাধিকার শেয়ার ৬,০০,০০০ ১৪%
ঋণপত্র ৪,০০,০০০ ১০%
কর্পোরেট করের হার ৪০%
ক. সুযোগ ব্যয় কী? ১
খ. অগ্রাধিকার শেয়ার হলো সংকর সিকিউরিটি- ব্যাখ্যা করো। ২
গ. গঘ কোম্পানির মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদ ঋণ মূলধন ব্যবহার না করলে এবং অন্যান্য উৎস হতে সমহারে মূলধন সংগ্রহ করলে মূলধন ব্যয়ের ওপর কিরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ করো। ৪
১০. জনাব মনির একজন পাথর সরবরাহকারী। সম্প্রতি তিনি স্বপ্নের পদ্মা সেতুতে পাথর সরবরাহের কাজ পেয়েছেন। তিনি তার বন্ধুর পরামর্শে ওচঙ-তে আবেদন করে বেশ কিছু শেয়ার বরাদ্দ পান। কিন্তু জনাব মনিরের শেয়ারবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই।
ক. ওচঙ কী? ১
খ. মাধ্যমিক শেয়ারবাজার বলতে কী বোঝায়? ২
গ. জনাব মনির কেন শেয়ারবাজারে বিনিয়োগ করলেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব মনিরের শেয়ারবাজারে বিনিয়োগ যথার্থ কী না? তা বিশ্লেষণ করো। ৪
১১. জনাব জসীম অবসর গ্রহণের পর ৫০,০০০ টাকা তার কোম্পানি থেকে পেলেন। তিনি এর মধ্যে ২০,০০০ টাকা মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ২ সিকিউরিটি অ ও ই এর অতীত ব্যয় পর্যালোচনা করেন। সিকিউরিটি অ এবং সিকিউরিটি ই এর বিগত ৩ বছরের আয়ের হার নিæে দেওয়া হলো:
বছর আয়ের হার
(সিকিউরিটি অ) আয়ের হার
(সিকিউরিটি ই)
২০১২ ৮% ১০%
২০১৩ ৬% -৫%
২০১৪ ১৩% ২২%
ক. অনিশ্চয়তা কী? ১
খ. ঝুঁকিবিহীন বিনিয়োগ বলতে কী বোঝায়? ২
গ. উলিখিত ২টি সিকিউরিটির প্রত্যাশিত আয় নির্ণয় করো। ৩
ঘ. জনাব জসীমের কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন? ঝুঁকি বিবেচনা করে তোমার মতামত প্রকাশ করো? ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।