ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ১৯-২০ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
১৯. ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকাবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
ক বিভাগ: ফিন্যান্স
১.বেক্সিমকো ফার্মা লি. বাংলাদেশের একটি সু-প্রতিষ্ঠিত কোম্পানি। তারা বাংলাদেশে দীর্ঘকাল যাবৎ ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ঔষধ, হসপিটাল, ভোগ্যপণ্য, তৈরি পোশাক ইত্যাদি ক্ষেত্রে ব্যবসায় সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা বেশি হওয়ায় প্রত্যাশিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে শেয়ারবাজারে এ কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাচ্ছে।
ক. তারল্য কী? ১
খ. ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয়সাধন করা হয় কেন? ২
গ. বেক্সিমকো লি. বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বেক্সিমকো লি. কী অর্থায়নের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। ৪
২.মিসেস রাফা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায় সম্প্রসারণের জন্য ঢাকা ব্যাংক থেকে ১২% বার্ষিক সুদে ৪,০০,০০০ টাকা ঋণ নিলেন। ঋণের টাকা বার্ষিক কিস্তিতে পরবর্তী ৫ বছর ধরে পরিশোধ করার সিদ্ধান্ত নিলেন। ব্যাংকের ম্যানেজারকে অবহিত করা হলে তিনি বার্ষিক কিস্তিতে ঋনের অর্থ পরিশোধ করার সম্মতি দিলেন। মিসেস রাফা গৃহীত ঋণের বিপরীতে প্রত্যেক বছর কত টাকা ঋণের সুদ প্রদান করবেন ও আসল পরিশোধ করবেন তা জানতে ইচ্ছুক।
ক. চক্রবৃদ্ধিকরণ কী? ১
খ. ‘বিধি ৭২’ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উলেখিত মিসেস রাফার গৃহীত ঋণের বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. মিসেস রাফা কোন প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত ঋণের বার্ষিক সুদের পরিমাণ, আসল পরিশোধ ও বছর শেষে ঋণের পরিমাণ প্রত্যেক বছর জানতে পারবেন- গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
৩.যমুনা লি.-এর ৩১ ডিসেম্বর ২০০৭ ও ২০০৮ সালের তুলনামূলক উদ্বৃত্ত এবং অন্যান্য তথ্যাবলি নিæে দেওয়া হলো:
সম্পদসমূহ ২০০৮ ২০০৭
নগদ তহবিল ৫৮,০০০ ৭,০০০
দেনাদার ৪২,০০০ ২৬,০০০
মজুদ পণ্য ১,০০,০০০ ১,০৯,০০০
ভ‚মি ৪১,০০০ ৮০,০০০
পুঞ্জীভ‚ত অবচয় (৪৪,০০০) (১৭,০০০)
৩,৫৭,০০০৩,০৫,০০০
দায় ও মূলধনসমূহ
পাওনাদার ১৯,০০০ ৩২,০০০
সাধারণ শেয়ার ১,১৪,০০০ ৬৪,০০০
দীর্ঘমেয়াদি ঋণ ৬৫,০০০ ১,১৫,০০০
সংরক্ষিত আয় ১,৫৯,০০০ ৯৪,০০০
৩,৫৭,০০০৩,০৫,০০০
অন্যান্য তথ্য:
১. ২০০৮ সালের নিট মুনাফা ৭৫,০০০ টাকা।
২. পরিশোধিত লভ্যাংশ ৬০,০০০ টাকা।
৩. ৫০,০০০ টাকার বন্ড সমমূল্যে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়।
ক. সমচ্ছেদ বিন্দু কী? ১
খ. সমচ্ছেদ বিন্দুর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী? ২
গ. পরোক্ষ পদ্ধতির মাধ্যমে যমুনা লি.-এর ২০০৮ সালের পরিচালন কার্যক্রম ও বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত তথ্যের সাহায্যে ২০০৭ সাল থেকে ২০০৮ সালের নগদ উদ্বৃত্ত বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো। ৪
৪.মি. জাহিন আগামী বছরের অনুমিত খরচের পরিমাণ নির্ধারণ করেন ৩৬,০০,০০০ টাকা। দেনাদারের নিকট হতে বাকি আদায়ের সময় নির্ধারণ করেন ৪০ দিন, পাওনাদারের টাকা পরিশোধ সময় নির্ধারণ করেন ৪০ দিন এবং যেখানে মজুদ পণ্যের আবর্তন সময় ৩০ দিন।
ক. নিরাপত্তা মজুদ কী? ১
খ. চলতি সম্পদ ব্যবস্থাপনার সমন্বয় নীতি ব্যাখ্যা করো। ২
গ. সর্বনিæ উদ্বৃত্তের পরিমাণ কত নির্ণয় করো। ৩
ঘ. মি. জাহিন নতুন মেশিন ক্রয় করে মজুদ আবর্তনের সময় ২০ দিনে নিয়ে আসলে কোম্পানির সর্বনিæ উদ্বৃত্তের উপর কী প্রভাব পড়বে? ৪
৫.মি. নাফিস তার বিনিয়োগ হতে ১০% আয় পেতে চান। তিনি দেখতে পেলেন অইঈ লি. বছর মেয়াদি জিরো কুপন বন্ডের বাজারমূল্য ৬২১ টাকা এবং এ বন্ড হতে মেয়াদ শেষে ১০% আয় পাওয়া যাবে। অন্যদিকে, ঢণত লি.-এর ৫ বছর মেয়াদি ১,০০০ টাকা অভিহিত মূল্যের ১২% কুপন বন্ড বাজারে ১,১০০ টাকায় বিক্রয় হচ্ছে। মি. নাফিস ঢণত লি.-এর বন্ডে বিনিয়োগ করেন।
ক. জাঙ্ক বন্ড কাকে বলে? ১
খ. জিরো কুপন বন্ড থেকে বিনিয়োগকারীরা কীভাবে আয় পেয়ে থাকেন? ২
গ. উদ্দীপকে উলিখিত ঢণত লি.-এর বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত মি. নাফিস এর বিনিয়োগ সিদ্ধান্ত কি সঠিক হয়েছে? ব্যাখ্যা করো। ৪
৬.ব্রাদার্স লি.-এর মোট মূলধনের মধ্যে সাধারণ শেয়ার মূলধন ১০০ টাকা করে ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। এছাড়া অবশিষ্ট মূলধনের মধ্যে ৬০,০০,০০০ টাকার ১২% অগ্রাধিকার শেয়ার মূলধন এবং ৪০,০০,০০০ টাকা ঋণ মূলধন যার কর পরবর্তী ব্যয় ১০%। ব্রাদার্স লি. ২০১৬ সালে ১০ টাকা নগদ লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতিবছর ৫% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। কোম্পানি পরিকল্পনা করছে তাদের ঋণ মূলধন সাধারণ শেয়ারে রূপান্তর করবে।
ক. কোম্পানির মূলধনের প্রধান উৎস কোনটি? ১
খ. অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর সিকিউরিটি বলা হয়? ২
গ. উদ্দীপকে উলিখিত ব্রাদার্স লি.-এর মূলধন কাঠামোতে সাধারণ শেয়ার মূলধনের শতকরা হার নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত ব্রাদার্স লি.-এর মূলধন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিযুক্ত কিনা বিশ্লেষণ করো। ৪
খ বিভাগ: ব্যাংকিং
৭.সাহিল একজন চিংড়ি রপ্তানিকারক। শুধু একটি বিশেষ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে এমন একটি ব্যাংকে প্রথমে তিনি লেনদেন শুরু করলেও সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যায় এমন ব্যাংকেই তিনি অধিকাংশ লেনদেন সম্পন্ন করেন। তার মতে, ব্যাংক বলতে মূলত এ ব্যাংককেই বোঝায়।
ক. বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ২
গ. সাহিল সাহেবের প্রথমে কোন ব্যাংকে লেনদেন ছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরবর্তীতে লেনদেনকৃত ব্যাংক সম্পর্কে সাহিল সাহেবের ধারণার সাথে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
৮.মি. নাফি একটি ফার্মে চাকরি করেন। তিনি ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে সুরমা ব্যাংকে হিসাব খুলেছেন। ৫ বছর মেয়াদি এ হিসাবে বারবার অর্থ জমা দিতে পারলেও ৫ বছর পূর্বে অর্থ উত্তোলন অসম্ভব। হিসাব খোলার দুই বছর পর পারিবারিক সমস্যায় অর্থের প্রয়োজন দেখা দিলে সে এখন কোনোভাবেই অর্থ জোগাড় করতে পারছে না।
ক. ব্যাংক হিসাব খোলায় একমালিকানা ব্যবসায়ের কোন দলিলটি প্রয়োজন? ১
খ. স্থায়ী হিসাব বিনিয়োগ বৃদ্ধিতে কীভাবে সহায়ক হয়? ২
গ. সুরমা ব্যাংকে মি. নাফি কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. পরিস্থিতি অনুযায়ী মি. নাফির জন্য কোন হিসাব খোলা উপযুক্ত ছিল বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
৯.কুমিলার মি. আহমেদ ব্যবসায়ের প্রয়োজনে ঢাকার চকবাজারের ব্যবসায়ী মি. সিরাজকে ১ কোটি ৫০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। মি. সিরাজ সেটি তার হিসাবে জমা দেন। তবে ১ জানুয়ারি তারিখে ইস্যুকৃত চেকটি ১০ আগস্ট তারিখে ব্যাংকে জমা দেন।
ক. প্রত্যয়পত্র কী? ১
খ. ব্যাংক নোট বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের এবং এই চেকের কী ধরনের সুবিধা আছে ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. সিরাজ কীভাবে তার প্রাপ্য টাকা আদায় করতে পারবেন? তোমার মতামত দাও। ৪
গ-বিভাগ: বিমা
১০.মি. চমন একটা জীবন বিমাপত্র খুলেছিলেন আজ থেকে ২৫ বছর আগে। প্রিমিয়াম দিয়ে চলেছেন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিনই তা দিয়ে যেতে হবে। এখন আর সেটা চালাতে পারছেন না। তিনি বিমা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে বিমা কর্মকর্তা বললেন, “কিছু টাকা নিয়ে চলে যান। আপনাকে আর প্রিমিয়াম দিতে হবে না।” তিনি মনে মনে কষ্ট পাচ্ছেন।
ক. মৃত্যুহার পঞ্জি কী? ১
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ২
গ. মি. চমন কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ. বিমা কর্মকর্তা মি. চমনকে যে পরামর্শ দিয়েছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
১১.মি. কামাল একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। ঝুঁকি কমাতে তিনি তার সব সম্পদ ৬০ লক্ষ টাকার বিপরীতে বিমা করেছেন। বিমাকারী তার ঝুঁকি কমাতে অন্য একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে মি. কামালের ৫০ লক্ষ টাকার সম্পদ সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়। তিনি তার বিমাকারীর নিকট দাবি পেশ করেছেন।
ক. যে বিমাপত্রের অধীনে একই মালিকানায় বিভিন্ন স্থানের সম্পত্তি বিমাকৃত হয় তাকে কী বলে? ১
খ. নির্দিষ্ট বিমাপত্র বলতে কী বোঝায়? ২
গ. মি. কামাল-এর বিমাকারী বিমাকৃত বিষযবস্তুর ওপর কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. কামাল কি বিমাকারীর নিকট হতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
২০. নটর ডেম কলেজ, ঢাকাবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
ক বিভাগ: ফিন্যান্স
১.জনাব রহমান ঝকখ কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি কোম্পানির উৎপাদিত পণ্যের গুণগতমান ঠিক না রেখে পণ্যের মূল্য বৃদ্ধির দিকেই বেশি মনোযোগ দেন। যার ফলে শেয়ারপ্রতি আয় বেড়ে যায়। অন্যদিকে জনাব জামিল গঋখ কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি কোম্পানির উৎপাদিত পণ্যের গুণগতমান ঠিক রাখেন। ভোক্তার স্বার্থ বিবেচনা করে সীমিত মুনাফা করেন। যার ফলে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারিত হয়। তিনি কোম্পানি সংশ্লিষ্ট সকলের স্বার্থের দিক মাথায় রেখে কোম্পানির সম্পদ সর্বাধিকরণের দিকে নজর দেন।
ক. তারল্য ও মুনাফা নীতি কী? ১
খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের ধারণাটি ব্যাখ্যা করো। ২
গ. ঝকখ কোম্পানিতে অর্থায়নের কোন লক্ষ্যের প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদ পর্যন্ত টিকে থাকবে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও। ৪
২.জনাব রতন একজন রপ্তানিকারক। তিনি আমদানিকারকদের নিকট থেকে অঙ্গীকারপত্র, বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। তিনি এগুলো বাজারে বিক্রয় করে অর্থসংস্থান করতে পারেন। তিনি প্রতিষ্ঠানের সম্প্রসারণের জন্য শেয়ার, বন্ড বিক্রয় করে মূলধন গঠন করেন।
ক. মানি লন্ডারিং কী? ১
খ. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বলতে কী বোঝায়? ২
গ. জনাব রতনের প্রাপ্ত বিলসমূহ কোন ধরনের বাজারে বিক্রয় হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায় সম্প্রসারণে মূলধন গঠনে যে বাজারটি মুখ্য ভ‚মিকা রাখে তা বিশ্লেষণ করো। ৪
৩.জাহিদ একটি গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির মূল্য ২০,০০,০০০ টাকা। তিনি দুটি পরিকল্পনার মধ্যে যেকোনো একটি পরিকল্পনা গ্রহণ করে গাড়িটি ক্রয় করবেন। পরিকল্পনা-১: তাৎক্ষণিক ৫,০০,০০০ টাকা পরিশোধ করে বাকি টাকা ৩৬ মাসের কিস্তিতে (৩ বছর) সে গাড়িটি ক্রয় করতে পারে। সুদের হার ১২%। পরিকল্পনা-২: একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে গাড়িটি ক্রয় করলে আগামী ৩ বছরে প্রতি মাসে ৭০,০০০ টাকা করে কিস্তিতে পরিশোধ করতে হবে। সুযোগ ব্যয় ১৮%।
ক. বিধি-৭২ কী? ১
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়? ২
গ. পরিকল্পনা-১ অনুযায়ী মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. জাহিদের কোন পরিকল্পনা অনুযায়ী গাড়িটি ক্রয় করা উচিত? যুক্তি দেখাও। ৪
৪.জনাব আসলামের ৫০,০০০ টাকার পণ্য ক্রয় করা প্রয়োজন। আসলাম সাহেব ৩/১৪, নিট ৩০’ এ শর্তে ধারে পণ্য ক্রয় করতে পারেন অথবা ব্যাংক হতে ৫০,০০০ টাকা ঋণ নিয়েও পণ্য ক্রয় করতে পারেন। ব্যাংক হতে ঋণ নিলে আসলাম সাহেবকে ৩০ দিন পরে সুদে-আসলে ৫২,০০০ টাকা পরিশোধ করতে হবে।
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. গড় পরিশোধ সময় বৃদ্ধির ফলে নগদ চক্রের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের তথ্য মতে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. ঋণের ব্যয় বিবেচনায় জনাব আসলামের ব্যাংক ঋণ গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪
৫.জনাব মাইকেল একজন বিনিয়োগকারী। তিনি অ ও ই কোম্পানির মধ্যে যেকোনো একটি কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। বন্ড দুটির তথ্যসমূহ নিæরূপ:
বন্ড লিখিত মলঞ্ঝ (টাকা) কুপন হার মৈয়াদকাল পণ্ঠএয়াজনীয় আএয়র হার বাজারমলঞ্ঝ (টাকা)
অ ১,০০০ ১২% ১০ বছর ১০% ১,১০০
ই ১,০০০ ১০% ৮ বছর ১১% ৯৮০
ক. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী? ১
খ. শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও। ২
গ. কোম্পানি ‘অ’-এর বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। ৩
ঘ. জনাব মাইকেলের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তা মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো। ৪
৬. ঢণত লি.
তুলনামূলক উদ্বৃত্তপত্র
সজ্ঞক্সল্ফিসমহ ২০১৫ ২০১৬ দায় ও মলধনসমহ ২০১৫ ২০১৬
হাএত নগদ ১০,০০০ ২০,০০০ পাওনাদার ১০,০০০ ৭,০০০
মজুদ পণঞ্ঝ ৩০,০০০ ২৫,০০০ বএকয়া খরচ – ২,০০০
দৈনাদার ১৫,০০০ ৩০,০০০ সংরপ্টিত আয় ৩০,০০০ ৩৬,০০০
য¯্যপাতি ৫০,০০০ ৭০,০০০ সাধারণ শৈয়ার মলধন ৬০,০০০ ৯০,০০০
অবচয় সম্ফিতি(৫০,০০০)(১০,০০০)
১,০০,০০০১,৩৫,০০০১,০০,০০০১,৩৫,০০০
অন্যান্য তথ্য: ২০১৬ সালের নিট আয় ১০,০০০ টাকা। নগদ যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা। নগদ লভ্যাংশ প্রদান ৪,০০০ টাকা। প্রতিটি ১০ টাকা মূল্যের ৩০,০০০ টাকার সাধারণ শেয়ার ইস্যু।
ক. আর্থিক বিশ্লেষণ কী? ১
খ. ব্রেক ইভেন বিশ্লেষণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. ঢণত লি. ২০১৬ সালের পরিচালনা কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৩
ঘ. নগদ প্রবাহ বিবরণীর সাহায্যে কোম্পানির বিভিন্ন ধরনের নগদ প্রবাহের বিশ্লেষণ করো। ৪
খ বিভাগ: ব্যাংকিং
৭.সান কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। নিæে সান কোম্পানির মূলধন কাঠামো দেওয়া হলো:
১২% ঋণপত্র ১২,০০,০০০ টাকা
১০% অগ্রাধিকার শেয়ার ৪,০০,০০০ টাকা
সাধারণ শেয়ার ১৪,০০,০০০ টাকা
মোট মূলধন ৩০,০০,০০০ টাকা
কোম্পানির সাধারণ শেয়ারের বর্তমান বিক্রয়মূল্য ১৫০ টাকা। বছর শেষে লভ্যাংশ প্রদান করা হবে ১০ টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার ৫%। কর্পোরেট কর হার ৩০%।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. উত্তরণ ব্যয় বলতে কী বোঝায়? ২
গ. সান কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. কোম্পানির ভার আরোপিত গড় মূলধনের ব্যয় কত হবে? ৪
৮.বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ইদানীং এদেশের চিংড়ি চাষ আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ খাতকে সহায়তা করার লক্ষ্যে কক্সবাজারে ‘অকখ ব্যাংক লি.’ নামক একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ ব্যাংকের পর্যাপ্ত পরিশোধিত মূলধন থাকা সত্তে¡ও গ্রাহক সংখ্যা স্বল্প। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক এটিকে পরিপূর্ণ ব্যাংকিং কার্যাবলি সম্পাদনের অনুমতি দেয়।
ক. ব্যাংকিং কী? ১
খ. ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. কার্যাবলির ভিত্তিতে ‘অকখ ব্যাংক লি. প্রথম পর্যায় কোন ধরনের ব্যাংক ছিল? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ‘অকখ ব্যাংক লি.’ এখন কোন ধরনের ব্যাংকে পরিণত হবে? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
৯.‘কুশিয়ারা ব্যাংক লি.’ ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় অর্থ সংকটে পড়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা চেয়ে আবেদন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এমতাবস্থায় অন্য একটি ব্যাংকের পরামর্শে ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ঋণ পায়। উক্ত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণাঞ্চলে সিডরের কারণে জমিতে লবণাক্ততা দূরীকরণে স্বল্প সুদে ১০০ কোটি টাকা ঋণ প্রদানের প্রকল্প গ্রহণ করেছে। যার ফলশ্র“তিতে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হয়।
ক. নিকাশ ঘর কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ‘কুশিয়ারা ব্যাংক লি.’ কোন ব্যাংক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা পেয়েছে? বর্ণনা করো। ৩
ঘ. সুষম উন্নয়নের লক্ষ্যে উদ্দীপকের ব্যাংকের কর্মকাণ্ডে কোন নীতির প্রভাব পরিলক্ষিত হয়? যুক্তিসহ আলোচনা করো। ৪
১০.জনাব রানার ‘নয়নতারা ব্যাংক লি.’ এ একটি হিসাব আছে। তিনি একটি পোশাক শিল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন এবং অর্থ সংগ্রহের লক্ষ্যে নয়নতারা ব্যাংক লি.-এর নিকট ১০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা ঋণের আবেদন করলে তা প্রদানে ব্যাংকে তাদের সীমাবদ্ধতার কথা জানায়। এতে তিনি ব্যাংকটির ওপর ক্ষুব্ধ হন এবং অন্য একটি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন।
ক. বাণিজ্যিক ব্যাংক কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক ‘ধার করা অর্থের ধারক’ ব্যাখ্যা করো। ২
গ. ‘নয়নতারা ব্যাংক লি.’ জনাব রানাকে ঋণ প্রদানে অসম্মতি জানায় কোন নীতি অনুসরণ করে? আলোচনা করো। ৩
ঘ. ‘নয়নতারা ব্যাংক লি.’ কর্তৃক জনাব রানাকে ১০ বছর মেয়াদি ঋণ প্রদানে অপারগতা কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১.মি. রাজন একজন চাকরিজীবী। ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে তিনি অঞগ অনলাইনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা এবং স্বল্প আয় করতে চান। অন্যদিকে অবসর প্রাপ্ত কর্মকর্তা মি. সুজন পেনশন বাবদ কিছু টাকা পেয়েছেন। এই টাকা এমন একটি হিসাবে রাখতে চান যাতে তার কিছু বাড়তি আয় হয়।
ক. ব্যাংক হিসাব কী? ১
খ. কণঈ ফর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. মি. রাজন যে ব্যাংকিং সুবিধা চায় তার জন্য কোন হিসাব উত্তম? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. সুজন কোন ধরনের হিসাব খোলে বাড়তি আয় নিশ্চিত করতে পারবে বলে তুমি মনে করো? য“ক্তিসহ মূল্যায়ন করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।